
পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হতেই একাধিক দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হতে চলেছে বিজেপি (BJP)। বৃহস্পতিবার রাজীব সিনহার (Rajib Sinha) সাংবাদিক বৈঠকের পরই জেলা এবং বিভাগীয় স্তরের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। ওই বৈঠকেই আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বিজেপি রাজ্য নেতৃত্ব। বিজেপির অভিযোগ, মনোনয়নের জন্য মাত্র ৫ দিন সময় দেওয়া হয়েছে। তাঁদের দাবি, মনোনয়ন জমা দেওয়ার দিন বাড়াতে হবে। সেইসঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা দিয়ে শান্তিপূর্ণ ভোট করাতে হবে। এমনই একাধিক দাবি জানিয়ে শীঘ্রই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন তাঁরা।
বিজেপি সূত্রে খবর, পঞ্চায়েত ভোটের বিষয়ে সমস্ত সিদ্ধান্ত রাজ্য নেতৃত্বের উপরই ছেড়ে দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। তারপরেই আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিজেপি। সুকান্ত মজুমদার বলেন, 'আমরা চাই কেন্দ্রীয় নিরাপত্তা দিয়ে ভোট হোক। শান্তিপূর্ণ ভোট, রক্তপাতহীন ভোট চাই। মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য আরও বেশি সময় দেওয়া দরকার। এটা ঠিক হয়নি। তাই আমরা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'