
অল্প কয়েকদিনের ব্যবধানে ফের অগ্নিকাণ্ড ট্যাংরায়। রবিবার ছুটির দিনে ২৫ ক্রিস্টোফার রোডের একটি কারখানায় আগুন লাগে। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। কিন্তু ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলের পৌঁছতে আগুন নেভানোর কাজে তাদের বেগ পেতে হয়। ফলে আগুনও দ্রুত ছড়িয়ে পড়তে থাকে।
পরিস্থিতি দেখে স্থানীয় বহু মানুষ আগুন নেভানোর কাজে হাত লাগান। আশপাশের বহুতলের ওভারহেড ট্যাঙ্ক থেকেও জল ছুঁড়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। পরে দমকলের আরও দুটি ইঞ্জিন আসে। কিন্তু তা পর্যাপ্ত না হওয়ায় এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করেন। এন্টালির বিধায়ক স্বর্ণকমল সাহা ঘটনাস্থলে এলে তাঁকে ঘিরেও বাসিন্দারা ক্ষোভ উগরে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। শিয়ালদহ থেকেও ধোঁয়া দেখতে পাওয়া যায়। মাঝে মধ্যে সিলিন্ডার বিস্ফোরণের আওয়াজে আতঙ্ক বেড়ে যায়। বাসিন্দারা জানিয়েছেন, কীভাবে আগুন লাগল, তা পরিষ্কার নয়। তবে প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন। দাহ্য পদার্থ থাকায় তা দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে আশপাশের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা। অবশেষে অবশ্য দশটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।