
সপ্তাহান্ত এলেই মন উড়ু উড়ু? মনে হয় পাড়ি জমাই শান্তিনিকেতনে (Santiniketan)? দেখে আসি সোনাঝুরির হাট (Sonajhuri Hat)? খানিকটা হেঁটে আসি খোয়াইয়ের পথ ধরে? বীরভূমের (Birbhum) গ্রামীণ শিল্পীদের অসামান্য সব সৃষ্টি নিয়ে এসে ইচ্ছে করে ঘর সাজাতে? কিন্তু সময় মেলে না? কলকাতা থেকে অতখানি দূরে পাড়ি দেওয়ার সাধ থাকলেও সাধ্য থাকে না সব সময়?
আর চিন্তা নেই৷ সোনাঝুরির হাটে যেতে এখন আর বোলপুর, শান্তিনিকেতনে যেতে হবে না৷ সোনাঝুরির হাটই এখন উঠে এসেছে কলকাতায়। খোদ নিউটাউনে। লালমাটি নেই, তবে ইঁট, কাঠ, কংক্রিটের জঙ্গলে একটুকরো গ্রামবাংলা।
নিউটাউনের কমিউনিটি জোনেই এখন লালমাটির সোনাঝুরির হাট। উদ্যোক্তা হিডকো। একদম বোলপুর-শান্তিনিকেতনের মতোই। হরেক শিল্প সম্ভার, জিভে জল আনা বোলপুরের স্থানীয় খাবার, সঙ্গে আরও অনেক কিছু। অভিনব উদ্যোগ, সন্দেহ নেই৷ প্রতি সপ্তাহের শুক্র, শনি এবং রবিবার। সবমিলিয়ে যাকে বলে উইকেন্ড জমজমাট। একবার সময় করে ঘুরেই আসুন না৷