
ফের ডেঙ্গিতে (Dengue) মৃত্যু কলকাতায় (Kolkata)। এবার মৃত্যু খোদ চিকিৎসকের। জানা গিয়েছে, মৃত (Death) চিকিৎসকের নাম দেবদ্যুতি চ্যাটার্জি। তিনি কলকাতা মেডিকেল কলেজে চক্ষু চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। ১২ সেপ্টেম্বর মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। আজ, শুক্রবার ভোর চারটে নাগাদ মৃত্যু হয় ওই চিকিৎসকের।
হাসপাতাল সূত্রে খবর, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে চিকিৎসকের। সদ্য প্রকাশিত স্বাস্থ্য দফতরের হিসেব অনুসারে, সব মিলিয়ে গোটা রাজ্যে ২৯ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গিতে। রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত প্রায় ২১ হাজার। ডেঙ্গির প্রাদুর্ভাবের নিরিখে ১০ জেলার মধ্যে প্রথম স্থানেই রয়েছে উত্তর ২৪ পরগনা। দ্বিতীয় স্থানে নদিয়া আর পঞ্চমে কলকাতা।
তবে তাতেও কী সর্তক হচ্ছে প্রশাসন? শহরে বিভিন্ন জায়গায় দেখা মিলছে প্রশাসনের গাফিলতির ছবি। এলাকার বিভিন্ন জায়গা ডেঙ্গির মশার প্রজননের মোক্ষম স্থান হয়ে দাঁড়িয়েছে। কোথাও জমে রয়েছে ময়লার স্তুপ, আবার কোথাও রাস্তার ওপর জমা জলে বাসা বেঁধেছে মশার লার্ভা।