
দু'কোটি টাকার (2 Crore) বেশি মূল্যের খোয়া যাওয়া সোনার গয়না (Gold Jewellary rescue) উদ্ধার করল বরাহনগর থানার পুলিস (Barahnagar police)। পুলিস সূত্রে খবর, গত এপ্রিল মাসের ২৬ তারিখ রাতে বরাহনগরের (Baranagar) প্রিন্স হলমার্কিং কোম্পানির মালিক গালোক পরিধা বরাহনগর থানায় অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে উদ্ধার করা হয় গয়না। পাশাপাশি ঘটনায় গ্রেফতার (Arrest) করা হয় ৬ জনকে।
জানা গিয়েছে, ওই কোম্পানির কর্মচারী সাইফুল ইসলাম ওইদিন রাত ৮টা নাগাদ ৪.৮ কেজি সোনার গয়না হলমার্ক করানোর জন্য বারাসত (Barasat) থেকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে (Belgharai Expressway) ধরে বরাহনগর (Baranagar) নিয়ে আসছিলেন। সেই সময় বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের সিসিআর ব্রিজের কাছে আসতেই ছিনতাই হয়ে যায় সেই সোনা।
সূত্রের আরও খবর, সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিস জানতে পারে পুরো ঘটনাটি সাজানো। সংস্থার ওই কর্মী সাইফুল পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা। হাসিবুল ইসলাম নামে একজনের সঙ্গে মিলে এই ঘটনা ঘটিয়েছে।
এরপরে প্রথমে সাইফুল ও পরে হাসিবুলকে গ্রেফতার করে। এবং ঘটনার সঙ্গে জড়িত আরও চার জনকে গ্রেফতার করে বরাহনগর থানার পুলিস। পাশাপাশি শুক্রবার দাসপুর এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে প্রায় ৪কেজি ৩০০গ্রাম সোনা উদ্ধার করে। যার বাজার মূল্য দু'কোটি ১৫ লক্ষ টাকা। আজ, শনিবার ধৃতদের ব্যারাকপুর আদালতে (Barrackpore Court) তোলা হবে।