
'ভারতের যুবরাজের যাত্রায় জনজোয়ার।' কুন্তল ঘোষের (Kuntal Ghosh) মুখে ফের নাম না করে অভিষেক বন্দোপাধ্যায়ের (Abhishek Banerjee) প্রসঙ্গ। সম্প্রতি অভিষেক বন্দোপাধ্যায়ের নাম কুন্তল ঘোষের মুখে বারবার উঠে আসছিল। কুন্তল ইডি-সিবিআইয়ের (ED) বিরুদ্ধে অভিযোগ করেন যে ইডির আধিকারিকরা কুন্তল ঘোষকে বলপূর্বক অভিষেক বন্দোপাধ্যায়ের নাম বলিয়ে নেওয়ার চেষ্টা করছে। এর পরেই ওই মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়য়ের নির্দেশে বিপাকে পড়েন অভিষেক। শুক্রবার কুন্তলের মামলার শুনানিতে আদালতে ঢোকার সময় কুন্তলের মুখে অভিষেকের নবজোয়ার প্রকল্পের নাম শোনা যায়।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কুন্তল ও অভিষেককে মুখোমুখি বসিয়ে জেরা করার নির্দেশ দেয়। তারপরেই জল গড়িয়েছে অনেক দূর। বদল হয়েছে বিচারপতি। সংশ্লিষ্ট মামলায় নতুন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানিতে, অভিষেক বন্দোপাধ্যায়ের আইজীবীকে বিচারপতি সিনহা প্রশ্ন করেন, ইডি-সিবিআইয়ের জেরায় আপনাদের এত আশঙ্কা কেন? যদিও এরপরে বৃহস্পতিবার অভিষেক বন্দোপাধ্যায়ের তরফে বিচারপতি সিনহার এজলাসে ওই মামলায় রেহাই চেয়ে আবেদন করা হয়। ওই মামলার শুনানি আজ অর্থাৎ শুক্রবার।
সম্প্রতি অভিষেক বন্দোপাধ্যায় 'নবজোয়ার' নামের জনসংযোগ যাত্রা শুরু করেন। ওই যাত্রায় নিয়ে এবার মুখ খুলল নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ। এর আগে অবশ্য বারবার কুন্তল ঘোষের মুখে অভিষেক বন্দোপাধ্যায়ের নাম শোনা যায়।