
মঙ্গলবার ভোর থেকেই ঝেঁপে বৃষ্টি শহর কলকাতা ও সংলগ্ন এলাকায়। সোমবার থেকে বৃষ্টির জেরে শহর কলকাতায় বহু জায়গায় রাস্তায় জল জমেছে। হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। ওদিকে উত্তরবঙ্গের বেশকিছু জেলায় সামান্য বৃষ্টিপাত হবে বলেই সূত্রের খবর।
সোমবারের মতই মঙ্গলবারও কলকাতাবাসীর দিন শুরু হল বৃষ্টি দিয়ে। দিনের অধিকাংশ সময় আকাশ মেঘলা থাকবে বলছে আলিপুর আবহাওয়া দফতর। ওদিকে কখনও বৃষ্টিরও দেখা মিলবে বলেই সূত্রের খবর।
বাংলার উপকূলীয় এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত আগামী কয়েকদিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তার জেরে সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলিতে পর্যটকদের সতর্কতা জারি করা হয়েছে।
ভারী বৃষ্টি ও বজ্রপাতের জেরে ইতিমধ্যেই কলকাতায় গত ৩ দিনে মৃত্যু হয়েছে ৩ জনের। ওদিকে একই বৃষ্টির জেরে উড়িষ্যায় বজ্রপাতের জেরে ১০ জনের মৃত্যু হয়েছে। সেপ্টম্বরের শুরুতেই জোড়া ঘূর্ণাবর্তের ধাক্কায় রাতারাতি বদলেছে বাংলা বিশেষত দক্ষিণবঙ্গের আবহাওয়া।