
২০২০ সাল থেকেই তাঁর সব সম্পত্তির হিসেব ইডির কাছে আছে। নতুন করে হিসেব দেওয়ার কিছু নেই। এদিন কলকাতা হাইকোর্টে তাঁর সম্পত্তির খতিয়ান জমা পড়ার প্রসঙ্গে এমনটাই জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ কত, তা হলফনামা আকারে কলকাতা হাইকোর্টে জমা দিয়েছে ইডি। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক জানান, তাঁর সব সম্পত্তির হিসাব ইডি আগে থেকেই জানে। ইডির কাছে ২০২০ সালে তিনি প্রথম হাজিরা দিতে গিয়েছিলেন। প্রথম দিনই তাঁর যাবতীয় সম্পত্তির হিসাব এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য কেন্দ্রীয় সংস্থার কাছে জমা দিয়ে এসেছিলেন। তাই আর নতুন করে কোনও হিসেব বা তথ্য ইডির দেওয়ার নেই বলে জানিয়েছেন অভিষেক। একইসঙ্গে তাঁর বক্তব্য ইডি ও সিবিআইকে তিনি আর এখন গুরুত্ব দেন না।
উল্লেখ্য, এদিন হাইকোর্টে সম্পত্তির হিসেব জমা দেওয়ার পাশাপাশি লিপস অ্যান্ড বাউন্ডস-এর অফিসে তল্লাশি চালানোর সময় ১৬টি ফাইল ডাউনলোডের ঘটনায় পুলিশের অতিসক্রিয়তা নিয়ে এদিন প্রশ্ন ওঠে আদালতে। শুধু তাই নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, ইডি অফিসারদের নামে জিডি করা হচ্ছে। বারবার তাঁদের নানারকম প্রশ্ন করে বিব্রত করা হচ্ছে। ইডি আধিকারিকদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না বলে জানান বিচারপতি সিনহা।