
বোমার রাজত্বে বাংলা! পঞ্চায়েতের দিন ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধারের (Bomb rescue) ঘটনা প্রকাশ্যে এসেছে। গত মাসে ২৭ অগাস্ট ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠেছিল দত্তপুকুরের (Duttapukur) নীলগঞ্জ। সেই রেশ এখনও তাজা রাজ্যবাসীর মনে। এই আবহেই খোদ শহর কলকাতায় (Kolkata) উদ্ধার হল তাজা বোমা।
জানা গিয়েছে, সোমবার সকাল ১০ টা নাগাদ হারিদেবপুর থানা এলাকার ঢালী পাড়া ঝিল পাড়ে উদ্ধার করা হয় তাজা বোমা। হরিদেবপুর থানার পুলিস আধিকারিকরা খবর পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে পড়ে থাকতে দেখেন একটি তাজা বোমা। তারপরেই তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বম্ব স্কোয়াড টিমকে। বম্ব স্কোয়াডের আধিকারিকরা সেখানে এসে বোমা উদ্ধার করে নিয়ে যান।
পুলিস সূত্রে খবর, হরিদেবপুরের ঢালী পাড়া ঝিলের গেট সবসময় বন্ধ থাকে। তা সত্ত্বেও কীভাবে এখানে বোমা পাওয়া গেল, তা নিয়ে উঠছে প্রশ্ন। কোথা থেকে এবং কীভাবে এই বোমা আসল তা তদন্ত করছে হরিদেবপুর থানার পুলিস। তবে বাংলায় যেভাবে মুড়ুি মুড়কির মত বোমা উদ্ধার হচ্ছে, তাতে রাজ্যের মানুষ সবসময় আতঙ্কে দিন কাটাচ্ছেন। কবে বন্ধ হবে এই বোমার রাজত্ব? প্রশ্ন সাধারণ মানুষের।