
কলকাতা হাইকোর্টে জোড়া নির্দেশের আগেই আদালত থেকে রক্ষাকবচ পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। তবে ইডির দায়ের করা এফআইআর অবশ্য খারিজ করেনি আদালত।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হওয়ার পরে ইডি কোনও তথ্য প্রমাণ আদালতের সামনে তুলে ধরতে পারেনি। এদিন হাই কোর্ট জানিয়েছে, তদন্ত চলছে। এই পরিস্থিতিতে অভিষেকের ইসিআইআর খারিজের আবেদন অপরিণত অবস্থায় রয়েছে। তাই এই নিয়ে আদালত এখনই কোনও নির্দেশ দেবে না।
স্কুল নিয়োগ মামলা থেকে রেহাই পেতে ইডির এফআইআর খারিজ চেয়ে আদালতে মামলা করেছিলেন তৃণমূল সাংসদ। এই মামলার সঙ্গে লিপ্স অ্যান্ড বাউন্ডস কোম্পানির অফিসে ইডির তল্লাশির বিষয়টিও যুক্ত ছিল। এই মামলায় শুক্রবার অভিষেককে রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট।