
আরও দামী পেট্রোল-ডিজেল। নিয়ন্ত্রণহীনভাবে বেড়েই চলেছে জ্বালানি তেলের মূল্য। বুধবারের পর বৃহস্পতিবারও পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি জারি থাকল। এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামে। বেড়ে যাচ্ছে গাড়িভাড়াও। লাগাতার পেট্রোল-ডিজেলের এমন দাম বাড়ায় কেন্দ্র সরকারের প্রতি ক্ষোভ উগরে দিচ্ছেন আপামর জনগণ।
বৃহস্পতিবার কলকাতায় এক লিটার পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১১৫.১০ টাকা এবং ডিজেলের দাম ৯৯.৮১ টাকা। অর্থাৎ লিটারে এদিন ডিজেলের দাম বেড়ে প্রায় সেঞ্চুরি ছুঁইছুঁই।
যদিও ভাড়া বাড়াছে না বলে দাবি করছেন এক ট্যাক্সি চালক। তিনি জানিয়েছেন, তেলের দাম বেড়ে চলেছে। এরপর রাস্তায় ট্যাক্সি নিয়ে বেরোনো বন্ধ হয়ে যাবে। এদিকে ভাড়া বাড়াচ্ছেন না মুখ্যমন্ত্রী। ভাড়া বেশি দিতে চাইছেন না যাত্রীরা। এভাবে চললে এই ব্যবসা বন্ধ করে দিতে হবে।
মধ্যবিত্ত থেকে শুরু করে আমজনতার নাভিশ্বাস ওঠার জোগাড়। একলাফে বহুগুণ বেড়ে যাচ্ছে গাড়ি ভাড়াও। সব মিলিয়ে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল বেরোনোর পর থেকে প্রায় প্রতিদিনই কম-বেশি বাড়ছে জ্বালানির দাম। অন্যদিকে এর প্রতিবাদে ময়দানে নেমেছে কেন্দ্রীয় সরকার বিরোধী দলগুলি। রাজ্যে রাজ্যে চলছে বিক্ষোভ।