
রাজ্যে উর্ধ্বমূখী ডেঙ্গির গ্রাফ (Dengue)। তার সঙ্গেই তাল মিলিয়ে ক্রমশ বাড়ছে মৃত্যুর সংখ্যাও। একই দিনে দক্ষিণ দমদম পুরসভা এলাকার পরপর দু'জনের ডেঙ্গিতে মৃত্যুর খবর (Dengue Death) প্রকাশ্যে আসে। কার্যত ডেঙ্গির দৌরাত্ম্যে তটস্থ বাংলা। তারই মধ্যে সোমবার আবার কলকাতায় ডেঙ্গি আক্রান্ত পড়ুয়ার মৃত্যু। সূত্রের খবর, মৃত যুবকের নাম ওহিদুর রহমান। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমটেক-এর ছাত্র। ছাত্রের ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক সিন্ড্রোমের উল্লেখ রয়েছে।
ওই মৃত ছাত্রের সহপাঠীরা জানান, ওহিদুর রহমান নামে ওই ছাত্র এনএস ওয়ান ডেঙ্গিতে আক্রান্ত হন। গত ৩১ অগাস্ট তাঁকে ভর্তি করা হয় কেপিসি হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় ৩ সেপ্টেম্বর বেলভিউ নার্সিংহোমে ভর্তি করানো হয়। সোমবার দুপুর ৩টে নাগাদ সেখানেই তাঁর মৃত্যু হয়। সম্প্রতি যাদবপুরের ছাত্ররা অভিযোগ তুলেছিলেন, ক্যাম্পাসজুড়ে মশার উৎপাতে টেকা দায়। হস্টেলে কয়েকজনের ডেঙ্গিও হয়েছে বলে দাবি করেছিলেন তাঁরা।
স্বাস্থ্য দফতর ও কলকাতা পুরসভার তরফ থেকে একাধিক গাইডলাইন জারির পরও রাজ্যে বেলাগাম ডেঙ্গি সংক্রমণ। একের পর এক মৃত্যু সংবাদের মাঝে ডেঙ্গি-ম্যালেরিয়ার জোড়া হানা কলকাতা মেডিক্যাল কলেজেঁও। হাসপাতালের কর্মী আবাসনের ৩ টি ব্লক কার্যত পরিণত হয়েছে রোগের আঁতুড়ঘরে। অন্ততপক্ষে ২০ জন ডেঙ্গি আক্রান্ত। কয়েকজন আবার ডেঙ্গি ও ম্যালেরিয়ায় আক্রান্ত বলে জানা গিয়েছে। পাশাপশি মেডিক্যাল কলেজ হোস্টেল-এর ৪ জন পড়ুয়া ডেঙ্গিতে আক্রান্ত।