
গ্রুপ ডি-র পর এবার গ্রুপ সি-তে (Group C) চাকরিরত ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। শনিবার বিকেল তিনটের মধ্যে এই নির্দেশ কার্যকর করবে মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। এমনটাই এসএসসি-কে (SSC) নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। এই ৮৪২ জনের মধ্যে ৫৭ জনকে কোনও সুপারিশপত্র দেয়নি কমিশন। এমনটাই হাইকোর্টকে (Calcutta High Court) অবগত করেছিল স্কুল সার্ভিস কমিশন। এতে আরও বিস্মিত কলকাতা হাইকোর্ট।
জানা গিয়েছে, ৫৭ জন সুপারিশহীন এবং সুপারিশ পাওয়া ৭৮৫ জনের চাকরি বাতিল করতে হবে। শনিবার বিকেলের মধ্যে এই ৮৪২ জনের সুপারিশপত্র বাতিল করে নিয়োগ বাতিলের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। শুক্রবার আদালত জানিয়েছে, আগামী দশ দিনের মধ্যে ওয়েটিংলিস্ট থেকে নতুন নিয়োগ করতে হবে।
আগামীকাল থেকেই এই ৮৪২ জন স্কুলে যেতে পারবে না। করতে পারবেন না স্কুলের কোনও কাজ। স্কুলের কাগজপত্র যা তাঁদের কাছে আছে, অবিলম্বে তা স্কুলকে জমা দিতে হবে শনিবারের মধ্যে। এই মর্মেই নির্দেশ আদালতের। জানা গিয়েছে, গ্রুপ সি নিয়োগে ৪০%-র বেশি চাকরি হারালেন হাইকোর্টের নির্দেশে।