
কুন্তল ঘোষের (Kuntal Ghosh) চিঠি সংক্রান্ত মামলায় আরও অস্বস্তিতে অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)। সংশ্লিষ্ট ওই মামলায় কেন্দ্রীয় গোয়েন্দাদের (ED-CBI) জিজ্ঞাসাবাদ এড়াতে মরিয়া হয়ে গিয়েছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। কিন্তু আপাতত বিচারপতি অমৃতা সিনহার রায়ে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। এছাড়া বিচারপতির রায়ে বড় অঙ্কের টাকা জরিমানা দিতে হবে অভিষেক ও কুন্তলকে।
আজ অর্থাৎ বৃহস্পতিবার ওই মামলার শুনানি ছিল হাইকোর্টে। হাইকোর্টে এই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ করেছেন। অমৃতা সিনহা আরও নির্দেশ দিয়েছেন যে, এই টাকা কলকাতা হাইকোর্টের রেজিস্টার জেনারেলের কাছে জমা দিতে হবে। যদিও তৃণমূল সূত্রে খবর, এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবেন অভিষেক বন্দোপাধ্যায়।
সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় সিবিআই বা ইডি অভিষেককে জেরা করতে পারবে। অভিষেক বন্দোপাধ্যায় এ ঘটনার পরেই তড়িঘড়ি সুপ্রিম কোর্টে যান। এরপর এই মামলায় বদল হয় বিচারপতির। নতুন বিচারপতি হিসেবে মামলার বিচারের দায়িত্ব পান অমৃতা সিনহা। যদিও বিচারপতি বদল হবার পর হুকুম বদলায়নি। সেইমত অভিষেক আলাদাভাবে কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলাটি থেকে রেহাই চেয়ে আবেদন করেন। কিন্তু তাতে কোনও লাভ হয় নি। ওই মামলার শুনানিতে অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা জরিমানা ঘোষণা করে বিচারপতি অমৃতা সিনহা।