Breaking News
Abhishek: অভিষেককে ইডির হাজিরা দিতেই হবে! ডিভিশন বেঞ্চে জোর ধাক্কা তৃণমূল সাংসদের      ED: লিপস এন্ড বাউন্ডস প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য ফের অভিষেককে তলব ইডির      Dengue: ডেঙ্গির থাবায় মৃত্যু আরও তিন জনের, নয়া পদক্ষেপ নবান্নের      ED: ইডিকে আগেই জানানো উচিত ছিল, অভিষেকের মামলায় মন্তব্য ডিভিশন বেঞ্চের      Abhishek: নিজের কথাই রাখছেন অভিষেক, যাচ্ছেন না ইডির তলবে      Delhi: লাঠি উঁচিয়ে তাড়া করে রাজঘাট থেকে তৃণমূলকে বের করে দিল দিল্লি পুলিস      Meeting: একদিকে ইডি, অন্যদিকে বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ, সোম-মঙ্গলের প্লান কষতে দিল্লিতে বৈঠকে অভিষেক      Abhishek: দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নজরে ৩ অক্টোবর      Accident: দুর্ঘটনার কবলে তৃণমূলের দিল্লিগামী বাস, আশঙ্কাজনক ১১ জন      Justic Sinha: জলে কুমির ডাঙায় বাঘ! রনংদেহী জাস্টিস সিনহার নির্দেশে মহাফাঁপরে ইডি ও অভিষেক     

কলকাতা

Death: ডেঙ্গিতে মৃত্যু ১৭ বছরের যুবকের, ডেঙ্গি উদ্বিগ্নে শহর কলকাতা

মোকাবিলা করলেও, কিছুতেই বাগে আনা যাচ্ছে না ডেঙ্গিকে। এবার মারা গেল ১৭ বছরের এক যুবক। কলকাতার বউবাজার অঞ্চলের বাসিন্দা গত বিশে সেপ্টেম্বর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়। পরিবারের দাবি, মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গি-সহ একাধিক রোগের কথা উল্লেখ করা হয়েছে।

রোজই রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। শহরের প্রতিটি হাসপাতালে এবং নার্সিং হোমে ভর্তি রয়েছেন ডেঙ্গি আক্রান্তরা। পুরসভা এবং প্রশাসন লাগাতার কাজ করছে ডঙ্গি মোকাবিলায়। তাতেও মৃত্যু রোখা যাচ্ছে না।

বৃহস্পতিবারই সল্টলেকে ডেঙ্গিতে মারা গিয়েছিলেন বাহান্ন বছরের এক বৃদ্ধা। তারপর কলকাতার মারা গেল ১৭ বছরের এই যুবক। পুজোর আগে ডেঙ্গিতে মৃত্যু নিয়ে উদ্বেগ্নি নবান্ন।

6 days ago
BJP: বিজেপি করা অপরাধ! ফের তৃণমূল কাউন্সিলরের রোষে বিজেপি কর্মী

বিজেপি করাটাই কি অপরাধ? এরাজ্যে বিজেপি কর্মীদের উপর বারবার ধেয়ে এসেছে আক্রমণ। আর এবারেও যে তার অন্যথা হল না। আবারও তৃণমূল কাউন্সিলরের রোষের মুখে ২৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী সুনীল সিং। অভিযোগ, তাঁর বাড়ির সামনে একটি র‍্যাম্প তৈরি করা হচ্ছিল। একেবারে ব্যক্তিগত পরিসরে। কিন্তু বুধবারই এই ওয়ার্ডের কাউন্সিলর এসে সেই কাজ বন্ধ করিয়ে দেন। তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকিও দেন কাউন্সিলর। ঘটনায় বটতলা থানায় মেইল মারফত অভিযোগ দায়ের করা হলেও সেই অভিযোগে কোনও কর্ণপাত করছে না পুলিস। অভিযোগ সুনীল সিংয়ের।

যদিও ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারকনাথ চট্টোপাধ্যায়ের পাল্টা দাবি, সুনীল সিং দীর্ঘদিন ধরেই পুরসভার ফুটপাথ দখল করে বেআইনি নির্মাণ করেছেন। যে র‍্যাম্প তিনি তৈরি করছেন তাও সম্পূর্ণ বেআইনি বলেও দাবি করেন তিনি। পাশাপাশি, সুনীল সিংকে মানসিক বিকারগ্রস্থ বলেও সম্বোধন করেন কাউন্সিলর তারকনাথ চট্টোপাধ্যায়। তবে এটিই প্রথমবার নয়, বিনা নোটিসে আগেই কলকাতা পুরসভার তরফে বুলডোজার দিয়ে বিজেপি কর্মীর সুনীল সিংয়ের বাড়ির সামনের ভেঙে ফেলার অভিযোগ উঠেছিল। দোকানটি অবৈধ নির্মাণ বলে ভেঙে দেওয়া হয়। সুনীল সিংয়ের অভিযোগ ছিল, ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে স্থানীয় কাউন্সিলর ও বিধায়ক শশী পাঁজার বিরুদ্ধে মামলা করাতেই এই পরিণতি। সেই প্রসঙ্গেও এদিন কাউন্সিলর বলেন, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছিল পুরসভার কমিশনারের নির্দেশে।

6 days ago
Summon: নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিষেকের পর এবার অভিষেকের বাবা ও মাকে তলব ইডির

নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার অভিষেকের বাবা ও মাকেও তলব করল ইডি। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায় কে তলব। ইডি সূত্রে খবর, আগামী সপ্তাহে দুই জনকেই সিজিও কমপ্লেক্সের তলব করা হয়েছে এছাড়া, আরও খবর লিপ্স এন্ড বাউন্ডস নিয়ে একাধিক নথি সহ তাদের দুজনকে হাজিরা দিতে বলা হয়েছে। অন্যদিকে আগামী সপ্তাহেই হাজিরা দিতে বলা হয়েছে অভিষেককে। এজেন্সির বিরুদ্ধে তোপ দেগে সে কথা নিজেই তাঁর এক্স হ্যান্ডেলে জানান অভিষেক।

একদিকে যখন কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে ধরনা কর্মসূচির সমস্ত দায় অভিষেকের কাঁধে, ঠিক সেই সময় ইডি তলব। পাশাপাশি তার বাবা-মাকেও তলব ইডির। যা নিয়ে রীতিমত সাঁড়াশি চাপে তৃণমূল সেকেন্ড ইন কমান্ড। সূত্রের খবর ৩রা অক্টোবর সকাল সাড়ে ১০ টায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব করা প্রসঙ্গে রাজনৈতিক ষড়যন্ত্রই দেখছে তৃণমূল।

সূত্রের খবর, ১০০ দিনের কাজ ছাড়াও বিভিন্ন প্রকল্পের প্রাপ্য বকেয়া প্রায় ১৫ হাজার কোটি টাকার কেন্দ্র আটকে রেখেছে, এমনই অভিযোগে দিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর বাড়ির সামনে ধরনা সহ দিল্লিতে দু'দিনের কর্মসূচি গ্রহণ করে তৃণমূল। সেই মতই অক্টোবর ২ এবং ৩ তারিখে এই ধরণা কর্মসূচি গ্রহণ করা হয়। ১০০ দিনের বকেয়া টাকা প্রাপ্তির জন্য দিল্লিতে কৃষি ভবন অভিযান করার কথা ছিল তৃণমূলের। কিন্তু স্পেন সফর সেরে ফেরার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগায় এই অভিযান বা এই কর্মসূচির গোটা দায়িত্ব অভিষেকের কাঁধে পড়ে। এ অবস্থায় জলে কুমির, ডাঙ্গায় বাঘ এমনই পরিস্থিতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এখন দেখার তিনি কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে ধরণা কর্মসূচিতে যোগ দেবেন নাকি ইডি ডাকে হাজিরা দেবেন। পূর্বে ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী ও শ্যালিকাকে তলব করলেও কখনও কোনও কিছুতেই তাঁর বাবা ও মাকে তলব করেনি ইডি। এবার লিপ্স এন্ড বাউন্ডস নিয়ে প্রথম ইডির তলবে অভিষেকের বাবা ও মা হাজিরা দেবেন কিনা সেটাই দেখার?

6 days ago


Abhishek: দিল্লিতে ধরনার দিন অভিষেককে তলব ইডির, সিজিওতে হাজিরার নির্দেশ

অভিষেক বন্দোপাধ্যায়কে ফের তলব ইডির। সূত্রের খবর, ৩রা অক্টবর সকাল সাড়ে ১০ টায় সিজিও কমপ্লেক্সে অভিষেককে হাজিরা দিতে বলা হয়েছে। প্রসঙ্গত ওইদিনই দিল্লিতে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে ধরনা দেওয়ার কর্মসূচি ছিল বলেই সূত্রের খবর। এই অবস্থায় ফের সিজিও কমপ্লেক্সে অভিষেককে তলব করে ইডি। এর পূর্বে অভিষেককে ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠকের দিন তলব করা হয়েছিল। যদিও সে প্রসঙ্গে তৃণমূলের অভিযোগ ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে অভিষেককে ডাকা হয়েছে।

7 days ago
Dengue: ডেঙ্গিতে মৃত্যু অব্যাহত, পরিস্থিতি মোকাবিলায় আরও সক্রিয় কলকাতা পুরসংস্থা

কোনও ভাবেই যেন রোখা যাচ্ছে না ডেঙ্গি, এমনকি রোখা যাচ্ছে না মৃত্যুও। বৃহস্পতিবার সকালেই কলকাতায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও এক মহিলার। সূত্রের খবর, ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল সল্টলেকের বাসিন্দা প্রতিমা মণ্ডলের। বিধান নগর মহকুমা হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি, বৃহস্পতিবার সকাল ৭:৫০ নাগাদ মারা যান তিনি।

ডেঙ্গি আক্রান্ত হয়ে ইতিমধ্যেই শহর কলকাতা সহ গোটা রাজ্যে মৃত্যু হয়েছে প্রায় ৫০ জনের, সেই হারেই পাল্লা দিয়ে বেড়েছে ডেঙ্গি সংক্রমণ। একদিকে যেমন গোটা রাজ্যে ডেঙ্গি সংক্রমণ প্রায় ৪০ হাজার ছুঁয়েছে। অন্যদিকে কেবল কলকাতাতেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছুঁয়েছে। কলকাতা সহ গোটা রাজ্যে ডেঙ্গি রুখতে ইতিমধ্যেই রাজ্য মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসেছিলেন জেলাশাসকরা। এরপর নবান্ন কতৃর্ক গোটা রাজ্যের ডেঙ্গি রুখতে যত কর্মী কাজ করছেন সমস্ত কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। এমনকি এই কাজে পুলিসকেও হাত লাগাতে বলা হযেছ।

অন্যদিকে কলকাতা পুর এলাকাগুলিতে ডেঙ্গি সংক্রমণ রুখতে সক্রিয় মেয়র ফিরহাদ হাকিম ও ডেপুটি মেয়র অতীন ঘোষ। দুজনেই কলকাতার বিভিন্ন ডেঙ্গিপ্রবণ এলাকা ঘুরে দেখেন। জমা জল বা ডেঙ্গির লার্ভা খোঁজের জন্য ড্রোনও ব্যবহার করে কলকাতা কর্পোরেশন কতৃর্ক। এই পরিস্থিতি মোকাবিলায় বুধবার জরুরি বৈঠকে বসে কলকাতা পুরসভা। কলকাতার ১৬টা বোরোর স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম ও ডেপুটি মেয়র অতীন ঘোষ। ডেঙ্গি প্রতিরোধে আগামী দিনে কী পদক্ষেপ নেওয়া হবে? তা নিয়েই হয় এই বৈঠক।

বৈঠকের শেষে ডেপুটি মেয়র জানান, পুরসংস্থার তরফ থেকে টাকা খরচ করে পরিষ্কার করা হচ্ছে। অথচ কিছু অসচেতন মানুষ যত্রতত্র ময়লা আবর্জনা ফেলছেন। ফলে মেয়র নির্দেশ দিয়েছেন, যেসব বাড়ি থেকে আবর্জনা ফেলা হচ্ছে। তাঁদের প্রত্যেকটি বাড়িতে নোটিস পাঠানো হবে। প্রয়োজনে জরিমানাও করা হবে। জানান ডেপুটি মেয়র অতীন ঘোষ। তিনি আরও জানান, ডেঙ্গি পরিস্থিতির কথা মাথায় রেখে খিদিরপুর আরবান হেলথ সেন্টারে ফিভার ক্লিনিক করা হবে। যেখানে অতিরিক্ত ৪০টি বেড বাড়ানো হবে। সেন্ট্রাল অ্যাভিনিউ ইসলামিয়া হাসপাতালেও ১০০টি বেড, ডেঙ্গি ফিভার ক্লিনিক হিসাবে ব্যবহার করা হবে। একই সঙ্গে হেল্প লাইন চালুর ঘোষণাও করেন তিনি।

7 days ago


Raj Bhavan: রাজভবনের উপর নজরদারি চালানোর অভিযোগ পুলিসের বিরুদ্ধে, নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী

রাজ্য ও রাজভবনের শীতল লড়াই তো ছিলই। এই আবহেই রাজ্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রাজভবনের। অভিযোগ, কলকাতা পুলিস রাজভবনের উপর নজরদারি চালাচ্ছে। রাজ্য ও রাজ্যপালের লড়াই পৌঁছে দিল্লি অবধি। কখনও প্রকাশ্যে সেই লড়াই কঠিন থেকে কঠিনতম পর্যায়ে পৌঁছেছে। কখনও শিক্ষা কিংবা কখনও নির্বাচনী হিংসা, বোসের কার্যকলাপে রীতিমত শোরগোল পড়েছে রাজ্যে। সেইমত শাসকদলের মাথা ব্যাথার কারণও তিনি। এরই মধ্যে রাজ্যপাল ও রাজভবনের উপর কলকাতা পুলিসের নজরদারি চালানোর অভিযোগে রীতিমত শোরগোল পড়েছে রাজ্য-রাজনীতিতে।

সূত্রের খবর, আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে রাজভবন কতৃর্ক কেন্দ্রীয়স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি পাঠানো হয়েছে, যেখানে কলকাতা পুলিসের বিরুদ্ধে নজরদারি চালানোর অভিযোগ তোলা হয়েছে। অভিযোগ, গতকাল অর্থাৎ বুধবার রাতে কলকাতা পুলিসের দুই আধিকারিককে রাজ্যপাল যেখানে বসেন, সেখানে ঘোরা-ফেরা করতে দেখা যায়। এমনকি তাঁদের সেই মুহূর্তে রাজভবন কতৃর্ক চলে যেতে বলা হলেও, সেই মুহূর্তে চলে গিয়ে, ফের ফিরে আসেন তারা। এরপরেই স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি লিখে অভিযোগ জানানোর সিন্ধান্ত নেয় রাজভবন। সূত্রের খবর, রাজ্যপালের অভিযোগের ভিত্তিতেই এবার রাজ ভবনের সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব নিতে চলেছে কেন্দ্রীয় বাহিনী।

7 days ago
Kaikhali: কৈখালিতে বাথরুম থেকে উদ্ধার মধ্যবয়স্ক মহিলার নগ্ন দেহ, চাঞ্চল্য এলাকায়

কৈখালিতে মধ্যবয়স্ক মহিলার রহস্যজনক মৃত্যু। ফ্ল্যাটের বাথরুম থেকে উদ্ধার নগ্ন রক্তাক্ত দেহ। ঘটনাস্থলে এয়ারপোর্ট থানার পুলিশ। মৃত ওই মহিলার নাম রানী সুরানা। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহটি।

জানা গিয়েছে, কৈখালির সংহতি পার্ক এলাকার একটি ফ্ল্যাট থেকে বুধবার সকালে রক্ত বেরোতে দেখা যায়। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। ঘটনাস্থলে পৌঁছয় এয়ারপোর্ট থানার পুলিশ। ফ্ল্যাটের দরজা খুলে ভিতরে যান পুলিশ আধিকারিকরা। বাথরুম থেকে উদ্ধার হয় হাতের শিরা কাটা নগ্ন ওই মহিলার দেহ।

বাড়ির মালিক রিশা রায় জানান, মঙ্গলবার রাতে হাত কাটা অবস্থায় ওই মহিলা তাঁদের ফ্ল্যাটে গিয়েছিলেন। কিন্তু ঘটনাটি বুঝতে পারেননি তিনি। মৃত্যুর কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ।

7 days ago
Puja: পুজোতেও এবার রাজ্য বনাম রাজ্যপাল, কলকাতার সেরা পুজো বাছাই রাজভবনের

পুজোতেও এবার টক্কর। না দুই পাড়ার কোনও ক্লাবের মধ্যে নয়। লড়াই এবার রাজভবনের সঙ্গে নবান্নের। প্রতিবছর রাজ্য সরকার কলকাতার সেরা পুজোকে পুরস্কার দেয়। বিশ্ববাংলা শারদ সম্মান দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজভবন থেকে জানানো হল, এবার থেকে পুজোতে পুরস্কার দেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই পুরস্কারের নাম দুর্গাভারত সম্মান।

তিনটি ভাগে ভাগ করা হয়েছে এই পুরস্কারকে। প্রথম পুরস্কার এক লক্ষ টাকা। দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার টাকা। এবং তৃতীয় পুরস্কার ২৫ হাজার টাকা। বুধবার রাজভবন জানিয়েছে, এর জন্য একটি ইমেল অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। ওই ইমেলে সেপ্টেম্বর মাসের মধ্যে কৃতীদের নাম সহ মনোনয়ন জমা দিতে হবে।

রাজ্য পরিবর্তনের পর পুজোর ভাসানে আয়োজন করা হয় কার্নিভাল। রাজ্য সরকারের উদ্যোগে এই কার্নিভাল এখন বিপুল ভাবেই জনপ্রিয়। এমনকী রাজ্যের পর্যটন মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এবারও কার্নিভাল হবে। তবে সরকারের পাশাপাশি এবার পুজোয় সামিল হতে রাজভবন। ওয়াকিবহল মহলের মতে, রাজ্যে সামাজিক প্রেক্ষাপটে যা বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে।

7 days ago


Group D: গ্রুপ ডি মিছিলের মাঝেই প্রাথমিক চাকরিপ্রার্থীদের হঠাৎ বিক্ষোভে রণক্ষেত্র হাজরা

দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ত হাজরা মোড় বুধবার যেন মিছিল-আন্দোলনের হটস্পট। হাইকোর্টের অনুমতি পাওয়ার পর ক্যামাক স্ট্রিট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিসের সামনে দিয়ে মিছিল শুরু করে নিজাম প্যালেস এবং এক্সাইড মোড় ঘুরে হাজরা মোড়ে এসে মিছিল শেষ করেন রাজ্য গ্রুপ ডি (Group D) চাকরিপ্রার্থীরা। এদিকে তার আগেই হাজরা মোড়ে এসে জড়ো হন ২০০৯ সালে দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। কিন্তু রুট ভেঙে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এগোনোর চেষ্টা করতেই পুলিসের সঙ্গে বিপুল ধস্তাধস্তি বেঁধে যায় তাঁদের।

২০০৯ সালের প্রাথমিকের চাকরিপ্রার্থীদের দাবি, তাঁরা বুধবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি যাবেন বলে আগেই জানিয়েছিলেন। কিন্তু এই নিয়ে একাধিকবার মেল এবং লিখিত আবেদন করা সত্ত্বেও কোনও কাজ হয়নি। ফলে বিনা অনুমতিতেই তাঁরা হাজরা মোড়ে জড়ো হন। পরিস্থিতি বুঝে আগে থেকেই প্রচুর সংখ্যায় পুলিস মোতায়েন করা হয়েছিল। এর মধ্যেই কয়েকজন পুলিসের ঘেরাটোপ গলে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে দৌড়তে থাকেন। তখন উলটো দিক থেকে পুলিস এবং কমব্যাট ফোর্স এসে তাদের আটকে দেয়। রাস্তায় রীতিমত শুয়ে পড়েন চাকরিপ্রার্থীরা।  টেনে হিঁচড়ে, চ্যাংদোলা করে তাঁদের গাড়িতে তোলা হয়।

তাঁদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই হাজরা মোড়ে এসে হাজির হয় রাজ্য গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীদের মিছিল। হাজরা মোড়ে পৌঁছে গিয়েও নিজেদের দাবিতে অনড় চাকরিপ্রার্থীরা বারবার স্লোগান তোলেন, দ্রুত নিয়োগ দিন মুখ্যমন্ত্রী। তাঁদের এবং তাঁদের পরিবারের মুখে হাসি ফিরিয়ে দিন। একই দাবি তাঁদের অভিভাবকদেরও। সে মুহুর্মূহু স্লোগান দিতে থাকেন। পুলিসি ব্যারিকেডের মধ্যে থেকেই তাদের এই স্লোগান বিক্ষোভে অন্য মাত্রা নেয়।

7 days ago
Procession: হাইকোর্টের নির্দেশে রাজপথে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল, হাঁটলেন শুভেন্দু-কৌস্তভ

২০১৬ সালে বিধানসভা ভোটের আগে নবান্নে বসে ৬০ হাজার গ্রুপ ডি পদে নিয়োগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করার পর ২০১৭ সালের ২০ মে ১৯ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেন। লিখিত পরীক্ষায় পাস করেন মাত্র ১৮ হাজার জন। ইন্টারভিউয়ের চূড়ান্ত প্যানেলে ৫ হাজার ৪২২ জনের নাম এলেও বাকিদের ওয়েটিং লিস্ট আজও প্রকাশ্যে আনা হয়নি।  আর তারপর ১০০ দিন নয়, ২০০ দিন নয়, ৪০০ দিন। ৪০০ দিন ধরে তারা বসে রয়েছেন মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে। কিন্তু তাদের মঞ্চে একবারও যাওয়ার সময় হয়নি শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর। অথচ তাদের দফতর মুখ্যমন্ত্রীর নিজস্ব দফতর এবং সেখানে নেই কোনও আইনি জটিলতা, এমনটাই দাবি চাকরিপ্রার্থীদের।

এর আগেও তাদের দাবিদাওয়া নিয়ে ১৯ জুলাই শহীদ মিনার থেকে হাজরা মোড় পর্যন্ত তারা মিছিল করেছেন শহরের রাজপথে। ফের দ্বিতীয়বার হাইকোর্টের অনুমতি নিয়ে ক্যামাক স্ট্রিটে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে থেকেই মিছিলে সামিল হলেন রাজ্য গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, ভুতুড়ে এসএমএসের মাধ্যমে অযোগ্য চাকরিপ্রার্থীদের হয়েছে নিয়োগ। যোগ্য মেধার দাম চাই, পুজোর আগে অবিলম্বে নিয়োগ চাই।

মিছিল সামাল দিতে বুধবার রাস্তায় দেখা গেল হাজার হাজার পুলিসকর্মীকে। বুধবার ক্যামাক স্ট্রিট এবং থিয়েটার রোড সংলগ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকেই মিছিলে হাঁটতে শুরু করেন চাকরিপ্রার্থীরা। অভিষেকের অফিসের সামনে দিয়ে মিছিল যাওয়ার জন্য ক্যামাক স্ট্রিটের রাস্তায় ছ'ফুটের জায়গা দেওয়া হয় চাকরিপ্রার্থীদের। খালি গায়ে স্লোগান লিখে ধুনো জ্বালিয়ে হাতে মশাল নিয়ে মিছিলে সামিল হতে দেখা যায় চাকরিপ্রার্থীদের।

শুধু চাকরিপ্রার্থীরাই নন, মিছিলে শামিল হন তাদের অভিভাবকেরাও। তাদের স্পষ্ট দাবি, লক্ষীর ভান্ডার তাদের চাই না, বরং তার পরিবর্তে চাকরি দেওয়া হোক গ্রুপ ডি যোগ্য চাকরিপ্রার্থীদের। এদিনের মিছিল থেকে কেন্দ্রের বিরুদ্ধে  মমতা বন্দ্যোপাধ্যায়ের I.N.D.I.A জোটকেও কার্যত কটাক্ষ করলেন রাজ্য গ্রুপ ডি মহিলা চাকরিপ্রার্থীরা। এক বিশেষ ধরনের ব্যানার সম্বলিত পোশাকে ব্যারিকেড করে একসঙ্গে তারা মিছিলে সামিল হন।

তাদের আরও দাবি, যেখানে কেন্দ্রীয় সরকার মহিলা সংরক্ষণ বিল আনছে সেখানে রাজ্যের মহিলা চাকরিপ্রার্থীরা নিয়োগ দুর্নীতির কারণে চাকরি থেকে বঞ্চিত। এদিনে রাজ্য গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিলে সামিল হন কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। নিজাম প্যালেস এবং এক্সাইড মোড় ঘুরে মিছিল এসে শেষ হয় হাজরা মোড়ে। চাকরিপ্রার্থীদের এই মিছিলের পদধ্বনি এবং স্লোগান কি আদৌ পৌঁছল রাজ্য প্রশাসনের কানে? রাজ্য প্রশাসন পদক্ষেপ না নিলে আগামী দিনে যে বৃহত্তর আন্দোলন চালিয়ে যাবেন, তা যেন ফের একবার বুঝিয়ে দিলেন রাজ্য গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা।

a week ago


Rabindra Bharati: হাসপাতালের পর এবার কলেজেও দালালরাজ! ভর্তির জন্য টাকা চাওয়ার অভিযোগ

হাসপাতালের পর এবার কলেজে ভর্তির জন্যও দালালরাজ। কলেজে ভর্তির জন্য টাকা চাওয়ার অভিযোগ নতুন নয়। পূর্বে কলেজে ভর্তির জন্য তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে টাকা চাওয়ার বিস্তর অভিযোগ রয়েছে। কিন্তু সম্প্রতি কলকাতা সহ বিভিন্ন এলাকায় হাসপাতালগুলিতে দালালরাজের অভিযোগ উঠেছে। এমনকি রোগী ভর্তিতে টাকা চাওয়ায় সম্প্রতি কলকাতার এসএসকেএম হাসপাতাল থেকে ৪ জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এই আবহেই রাজ্য তথা দেশের অন্যতম নামকরা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়েই এবার ভর্তি হওয়ার জন্য ৫০ হাজার টাকা চাওয়ার অভিযোগ টিএমসিপি-র দুই নেতার বিরুদ্ধে।

অভিযোগ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ফাইন আর্টস-এর ওডিশি নৃত্য বিভাগে প্রবেশিকা পরীক্ষায় বসার জন্য ৫০ হাজার টাকা দাবি করা হয়েছে। অভিযোগ অনন্যা সরকার নামে এক ছাত্রীর। অভিযোগের আঙুল তৃণমূল ছাত্র পরিষদের দুই নেতা ইন্দ্রজিৎ দোলই ও অভিজিৎ দাসের দিকে। অভিযোগ, সমস্ত মন্ত্রী-বিধায়ক, এমনকি পুলিসও তাদের হাতে আছে বলেও নাকি রীতিমতো শাসানো হয় ওই ছাত্রীকে। এই অভিযোগের বিষয়ে জানতে চেয়ে ওই দুই তৃণমূল নেতাকে ফোন করা হলে তাঁদের ফোন পাওয়া যায়নি।

a week ago
Dengue: ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু, কেবল শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়াল

ডেঙ্গি নিয়ে রীতিমত উদ্বিগ্ন রাজ্য প্রশাসন। অতিরিক্ত ডেঙ্গির বাড়বাড়ন্তে বাতিল করা হয়েছে ডেঙ্গির বিরুদ্ধে লড়াইয়ে যুক্ত সমস্ত পুর ও স্বাস্থ্য কর্মীদের ছুটি। এমতাবস্থায় মঙ্গলবার রাতেই ডেঙ্গি আক্রান্ত হয়েছেন খোদ রাজারহাট-নিউটাউনের বিধায়ক। মঙ্গলবার রাতেই ডেঙ্গির আক্রমণে মৃত্যু হল এক যুবতীর। মৃত ওই যুবতীর নাম প্রিয়া রায়। তিনি বাঁশদ্রোণী এলাকার বাসিন্দা। ডেঙ্গির উপসর্গ নিয়ে সোমবার রাতে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে প্রবল জ্বরে ভুগছিলেন প্রিয়া। রক্ত পরীক্ষা করার পরেই ডেঙ্গি ধরা পড়ে। প্রথমে বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। তারপর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই মঙ্গলবার মৃত্যু হয় প্রিয়ার। হাসপাতালের তরফে জানানো হয়, সোমবার যখন প্রিয়াকে ভর্তি করা তখন তার শরীরের একাধিক অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে গিয়েছিল। আইসিইউ-তে রেখে তাঁর চিকিৎসা শুরু হয়েছিল। এদিকে প্লেটলেটও কমতে শুরু করেছিল প্রিয়ার। প্লেটলেট দেওয়া হলেও কোনও কাজে লাগেনি।

সূত্রের খবর, রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় ৫০ জনের। রাজ্যে যে পরিমানে ডেঙ্গি সংক্রমণ বৃদ্ধি পেয়েছে তাতে ঘুম উড়েছে প্রশাসনের। এমনকি নবান্ন কতৃর্ক পুলিশকে ডেঙ্গি রাখার কাজে হাত লাগাতে বলা হয়েছে। রাজ্য স্বাস্থ্য ভবন সূত্রের খবর, রাজ্যে ডেঙ্গি সংক্ৰমণ প্রায় ৪০ হাজার ছুঁয়েছে। পাশাপাশি কেবল কলকাতায় ডেঙ্গি সংক্রমণ ৪ হাজার ছাড়িয়েছে। এ অবস্থায় ডেপুটি মেয়র অতীন ঘোষ কলকাতায় যেসব এলাকা ডেঙ্গি সংক্রমণে এগিয়ে সেসব জায়গা গুলিতে অতীন ঘোষ নিজে পরিদর্শনে যাচ্ছেন, এমনকি ড্রোন উড়িয়ে জমা জল চিহ্নিত করার কাজ ও মশার লার্ভা নষ্ট করার কাজ করা হচ্ছে।

a week ago
CBI: সোমে জাস্টিস সিনহার তাবড়ে মঙ্গলের সকাল থেকে তল্লাশি অভিযানে সিবিআই

আদালতে জাস্টিস সিনহার কাছে ভর্ৎসনা, শুধু তাই নয় কেন্দ্রীয় গোয়েন্দাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে বহুবার। এছাড়া শ্লথ গতি ও তথ্য গোপন করার মত মারাত্মক অভিযোগও উঠে এসেছে কেন্দ্রীয় গোয়েন্দাদের বিরুদ্ধে। রাতারাতি কিছুটা বদল এনে এরপর মঙ্গলবার প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তেড়েফুঁড়ে সিবিআই। কলকাতার সল্টলেক, হাওড়ার দাসনগর-সহ একাধিক জায়গায় চলছে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি।

সূত্রের খবর, ওএমআর শিট কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল ‘এস বসু রায় অ্যান্ড কোম্পানি’ নামক একটি সংস্থার। পূর্বে সেই কোম্পানির মালিক কৌশিক মাজিকেও নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছিল। সিবিআই সূত্রে এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ওএমআর নষ্টের। এ দিন, ওই সংস্থার অফিস-গোডাউনে তল্লাশি চালান গোয়েন্দারা। শুধু তাই নয়, কৌশিক মাজির বাড়িতেও চলছে অভিযান।

সিবিআই আধিকারিকরা মূলত জানতে চাইছেন এস বসু রায় অ্যান্ড কোম্পানির কর্তা কী করে ওমএমআর শিট নষ্টের দায়িত্ব পেল? কে সুপারিশ করেছিল? কেন করা হয়েছিল তার উত্তর খুঁজছে সিবিআই। বস্তুত, এই মামলায় তদন্তকারী হিসাবে সিবিআইয়ের রিপোর্ট দেখে ক্ষুব্ধ হয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। গোয়েন্দা আধিকারিকদের বিরুদ্ধে আতাঁতের অভিযোগ তোলেন তিনি। এমনকী প্রধানমন্ত্রীর দফতরে নালিশ জানানোর কথাও বলেন। শুধু তাই নয়, বিচাপতি বলেন, “রিপোর্ট দেখে মনে হচ্ছে সিবিআই নিজেই কালপ্রিটদের ঢাকার চেষ্টা করছে। প্রধানমন্ত্রীর দফতরে পাঠাব। বলব কিছুই করছে না সিবিআই।”

a week ago


Procession: গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিলে আপত্তি, আদালতে রাজ্যের আবেদন খারিজ বিচারপতির

২৭ সেপ্টেম্বর মিছিলের পুলিসি অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্য গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। পুলিসের আপত্তির জায়গা ছিল গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিলের রুট, যা শহরের অন্যতম হাই সিকিউরিটি জোন এবং ব্যস্ততম জায়গা। মিছিলের রুট পরিবর্তন করে অনুমতি দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। কিন্তু মঙ্গলবার মিছিলের রুট থেকে ক্যামাক স্ট্রিটকে বাদ দেওয়ার আবেদন জানিয়ে ফের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসের দ্বারস্থ রাজ্য। তবে রাজ্যের আবেদন খারিজ করে দিয়ে আগের পরিবর্তিত রুটই বহাল রাখল হাইকোর্ট।

বিচারপতি জানিয়ে দেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ক্যামাক স্ট্রিটের উপর দিয়েই যাবে গ্ৰুপ-ডি চাকরিপ্রার্থীদের মিছিল। মিছিলের জন্য স্পেশাল চ্যানেল করতে হবে। স্কুল পড়ুয়ারা যাতে আটকে না পড়ে, তা নিশ্চিত করতে হবে রাজ্যকেই।

প্রসঙ্গত, গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের আগের রুট ছিল হাজরা থেকে কালীঘাট ফায়ার ব্রিগেড পেরিয়ে হরিশ মুখার্জি রোড, আশুতোষ মুখোপাধ্যায় রোড হয়ে ফের হাজরা মোড় পর্যন্ত। কিন্তু ওই রাস্তায় মুখ্যমন্ত্রীর বাসভবন থাকায় হাই সিকিউরিটি জোনের কারণ দেখিয়ে রুট পরিবর্তনের আবেদন করে রাজ্য। রাজ্যের আবেদন বিবেচনা করে বিচারপতি পরামর্শ দেন, থিয়েটার রোড মোড় থেকে শুরু হয়ে ক্যামাক স্ট্রিট ক্রসিং, নিজাম প্যালেস, এক্সাইড মোড়, আশুতোষ মুখোপাধ্যায় রোড হয়ে হাজরা মোড় পর্যন্ত যাবে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের এই মিছিল। এদিন ফের রাজ্যের তরফে আবেদন জানানো হয়, ক্যামাক স্ট্রিটে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস, সেই কারণে রুট পরিবর্তন করা হোক।  আবেদন খারিজ করে বিচারপতি জয় সেনগুপ্তের পর্যবেক্ষণ, "ক্যামাক স্ট্রিটে মিছিল হলে অসুবিধা কোথায়? আপনাদের আবেদন মতো কালীঘাট এলাকায় অনুমতি দেওয়া হয়নি। ক্যামাক স্ট্রিটে কোনও স্কুল নেই আর এটা কোনও ধরনা কর্মসূচি নয়। ওই এলাকায় চাকরিপ্রার্থীদের মিছিল থামবে না এটা বলতে পারি, মিছিল হবেই।

এদিনের মামলার শুনানিতে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের আইনজীবী কৌস্তভ বাগচি আপত্তি জানিয়ে বলেন, মিছিলে অংশগ্রহণকারীদের প্রস্তুতি শেষ, ব্যানার ছাপা হয়ে গিয়েছে। যদি আপত্তি থাকত যেদিন আদালতে রুট তৈরি হল, সেদিন বললো না কেন ?  রাজ্যের আইনজীবী অমৃতা পাঁজা মল্লিক বলেন, ক্যমাক স্ট্রিটে স্কুল আছে, মিছিলের সময় স্কুল ছুটি হবে, তাতে ট্রাফিক সমস্যা হতে পারে ।তাই ক্যামাক স্ট্রিট থেকে শুরু না করে নিজাম প্যালেস থেকে শুরু করা হোক।  আমরা চাইছি থিয়েটার রোড হয়ে এক্সাইড মোড় থেকে আশুতোষ কলেজের সামনে দিয়ে হাজরা মোড়। বিচারপতি বলেন, স্কুল থাকলে তার জন্য আলাদা ব্যবস্থা করবে পুলিস। খুব জোর হলে ১০০ জন মিছিল করবে। আমি মিছিলের সদস্যদের শান্তিপূর্ণ মিছিল করতে বলতে পারি, আমি দিন বদলাতে কি করে বলি? মিছিল হবে ওই দিনে ওই রাস্তাতেই, ব্যবস্থা করতে হবে পুলিসকে।

সব মিলিয়ে একটা বিষয় যেন পরিস্কার, গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল নিয়ে রক্তচাপ বাড়ছে পুলিস প্রশাসনে। বুধবারের এই মিছিলের থেকে হকের চাকরির দাবিতে স্লোগান রাজ্য সরকারের আরও অস্বস্তি বাড়ায় কি না, সেটাই দেখার।

a week ago
Suvendu: ডেঙ্গি নিয়ে কথা বলতে গিয়ে স্বাস্থ্যভবনে বাধার মুখে শুভেন্দু, পুলিসের সঙ্গে ধস্তাধস্তি

ডেঙ্গির বাড়বাড়ন্ত, এ অবস্থায় স্বাস্থ্য ভবনে গিয়ে পুলিসের বাধার মুখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ অবস্থায় বিজেপি বিধায়করা পুলিসের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। ধস্তাধস্তি বেধে যায় বিরোধী দলনেতার সঙ্গেও।

সূত্রের খবর, এর আগে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে মুখ্যসচিবের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছিলেন। তবে মুখ্যসচিব অনুপস্থিত থাকায় দেখা হয়নি। এরপর আজ হঠাৎই স্বাস্থ্য ভবনে বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে হাজির হন বিরোধী দলনেতা। ভিতরে ঢুকতে চান তিনি। অভিযোগ, স্বাস্থ্যভবনের নিরাপত্তারক্ষী ও পুলিসকর্মীরা তাঁকে ভিতরে যাওয়ার অনুমতি দেননি। তখনই শুরু হয় ধস্তাধস্তি। বেধে যায় ধুন্ধুমার কাণ্ড। পুলিসকর্মীদের সঙ্গে বাকযুদ্ধে জড়ান শুভেন্দু।

বিরোধী দলনেতা বলেন, “স্বাস্থ্য ভবন কি তৃণমূলের পৈত্রিক সম্পত্তি? এখানে ২০-২২ জন বিধায়ক আর বিরোধী দলনেতাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তৃণমূল আসার আগে এ বাড়ি হয়েছে। আর যাঁরা ভিতরে রয়েছে তাঁরা ট্যাক্সের টাকায় বেতন পান।” শুভেন্দু অভিযোগ করে বলেন, “ছোট শিশু মারা যাচ্ছে। সদ্যজাত মারা যাচ্ছে। প্রসূতি মা মারা যাচ্ছে। ভয়ঙ্কর পরিস্থিতি। হাসপাতালে বেড নেই। প্রাইভেট নার্সিংহোমে নো-এন্ট্রি বোর্ড লাগানো হয়েছে।

a week ago