
চেন্নাই অর্থাৎ ধোনি (Dhoni) বাহিনীর কাছে ৭ উইকেটে হার রোহিতদের (Rohit)। এই নিয়ে টানা দুটো ম্যাচ হারল মুম্বই (CSK)। শনিবার টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিংস। ব্যাট করতে নেমে ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে মুম্বই। জবাবে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে ১৮.১ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় চেন্নাই। এই ম্যাচের সেরা খেলোয়াড় রবীন্দ্র জাদেজা।
মরশুমের প্রথম ম্যাচ হেরে একটু চাপেই ছিল মুম্বই বাহিনী। ওদিকে আগের ম্যাচে জয়লাভ করে একটু ফুরফুরেই ছিল ধোনি বাহিনী। শনিবারের এই হারের পর মুম্বইয়ের মাথায় যে চাপ আরো বাড়বে, সেটা এক প্রকার নিশ্চিত। প্রথমে ব্যাট করতে নেমে মুম্বই ১৫৭ রান করে। মুম্বইয়ের ইনিংসের শুরুটা ভালো হলেও, রোহিতের উইকেট পড়ে যাওয়ার পর, কেউই আর ম্যাচের হাল ধরতে পারেননি। শনিবার মুম্বইয়ের হয়ে ১৩ বলে ২১ রান করে রোহিত শর্মা, ২১ বলে ৩২ রান করে ঈশান কিষান। তিলক বর্মা করে ১৮ বলে ২২ রান ও টিম ডেভিড করে ২২ বলে ৩১ রান। মোট আট উইকেট হারিয়ে ১৫৭ রান করে মুম্বই। জবাবে, প্রথম ওভারেই কনওয়ের উইকেট হারায় চেন্নাই। তারপরেই অজিঙ্কা রাহানে এবং ঋতুরাজ খেলার হাল ধরে ২৭ বলে ৬১ রান করে। তার ইনিংসে সাতটা বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি রয়েছে। ঋতুরাজ করে ৩৬ বলে ৪০ রান, পাশাপাশি ২৬ বলে ২৮ রান করে শিবম দুবে।
টসে জিতে, প্রথম বল নিয়ে ভালোই শুরু করেছিলেন তুষার দেশপান্ডে। ৩ ওভারে দু উইকেট নেন তিনি। রবীন্দ্র জাদেজা চার ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন। শ্যান্টনার চার ওভারে ১৮ রানে দুই উইকেট নেন। একটি উইকেট নেন মঙ্গলা। পাশাপাশি মুম্বইয়ের হয়ে উল্লেখযোগ্য একটি করে উইকেট নেন জিসান, পিযুষ চাওলা ও কোমার কার্থকিয়া।