
কাজে এলো না হেটমায়ারের (Shimron Hetmyer) লড়াই, রান আউট হয়ে ঘরে ফেরার পর হার (Ipl) নিশ্চিত হয়ে গিয়েছিল রাজস্থানের (Rajsthan Royals)। এবং হলও তাই। দুর্দান্ত লড়াই করেও পঞ্জাবের কাছে ৫ রানে হারতে হলো রাজস্থান রয়্যালসকে। রাজস্থানের রান যখন ১২৪, তখন উইকেট পরে দেবদূত পাড়িকলের। ব্যাট করতে আসেন সিমরন হেটমায়ার। তখন রাজস্থানের ৩৩ বলে ৭৪ রান দরকার। ওপর প্রান্তে তখন জুরেল। ১৮ বল খেলে ৩৬ রান করে সিমরন হেটমায়ার। ১৯ ওভার ৩ বলের মাথায় পঞ্জাবের শ্যাম কারান তাকে রান আউট করে ডাগআউটে ফিরিয়ে দেয়।
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। প্রথমে ব্যাট করতে নেমে পঞ্জাব ৪ উইকেট হারিয়ে ১৯৭ রানা তোলে। পঞ্জাবের পক্ষে প্রভিশ্বরণ ৩৪ বলে ৬০ রান করেন। এবং ধাওয়ান করে ৫৬ বলে ৮৬ রান। ধাওয়ানের ইনিংসে ছিল ৩টি ওভার বাউন্ডারি এবং ৯ টি বাউন্ডারি। এছাড়া পঞ্জাবের পক্ষে ১৬ বলে ২৭ রান করে জিতেশ শর্মা। ১৯৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে, শুরুটা ভালো না হলেও ম্যাচের হাল ধরে অধিনায়ক সঞ্জু স্যামসন। ২৫ বলে ৪২ রান করে ক্যাচ আউট হয়ে ফেরে সঞ্জু, বিশেষ কিছু করতে পারেননি পাড়িকল ও রিয়ান পরাগ এবং জুরেল করে ১৫ বলে ৩২ রান। শেষে ৮ উইকেট হারিয়ে ১৯২ রানেই থামতে হয় রাজস্থানকে।
প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়ে, রাজস্থানের পক্ষে হোল্ডার ২৯ রান দিয়ে ২ উইকেট তুলে নেয়। একটি করে উইকেট নেন অশ্বিন এবং চাহল। পাশাপাশি পঞ্জাবের তরফে ৩০ রান দিয়ে ৪টি উইকেট নেয় ইলিস। এবং ৪৭ রানা দিয়ে ২ উইকেট নেন অর্শদীপ সিং। এই ম্যাচে সেরা খেলোয়াড় হন এলিস।