
সমস্ত জল্পনা উড়িয়ে আজ অর্থাৎ রবিবারই, নাইট (Kkr) শিবিরে যোগ দিচ্ছে বাংলাদেশি (Bangladesh) খেলোয়াড় লিটন দাস (Litton Das)। নাইট রাইডার্স দলে প্রথম থেকে লিটনকে পাওয়া যায়নি। ফলে লিটনের যোগদান যে বাড়তি সুবিধা দেবে কলকাতাকে সেটা ঠিক। কিন্তু প্রশ্ন উঠছে দলে জায়গা পাওয়া নিয়ে।
সূত্রের খবর, কলকাতা নাইট রাইডার্সের তরফে জানানো হয়েছে যে, লিটন দাস রবিবার দলের সঙ্গে যোগ দেবেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৪ এপ্রিল ম্যাচ রয়েছে কলকাতার। বাংলাদেশের উইকেটরক্ষক ওপেন করতে পারেন। কলকাতা দলে রয়েছেন আফগানিস্তানের রহমনউল্লাহ গুরবাজ। আফগানিস্তানের উইকেটরক্ষকও ওপেন করেন।
কলকাতার হয়ে ওপেন করেছেন প্রথম দু’টি ম্যাচে। ইডেনে বেঙ্গালুরুর বিরুদ্ধে অর্ধশতরানও করেন। তাঁর হাতে যে শট রয়েছে তা প্রমাণ করে দিয়েছে। আমেদাবাদেও যদি রান পেয়ে যান, তা হলে দলে নিজের জায়গা প্রায় পাকা করে ফেলতে পারবেন তিনি। সে ক্ষেত্রে লিটনের দলে ঢোকার ক্ষেত্রে অসুবিধা হবে। কলকাতা কাকে বেছে নেয়, সেটার দিকে নজর থাকবে।