
রাহুল ত্রিপাঠির ব্যাটে ভর করে প্রথম জয় হায়দরাবাদের। রবিবার হাই ভোল্টেজ দিনের শেষের ম্যাচে, টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। প্রথম ব্যাট করতে পাঠায় পঞ্জাবকে। প্রথম ব্যাটে শুরুটা ভালো হয়নি পঞ্জাবের। একদিক দিয়ে শিখর ধাওয়ান হাল ধরার চেষ্টা করলে অন্যদিক থেকে উইকেট হারাতে থাকে পঞ্জাব। ২০ ওভারে ৯ উইকেট দিয়ে পঞ্জাবের সংগ্রহ ১৪৩ রান। যেখানে শিখর ধাওয়ানের একার রান ৯৯। জবাবে ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় হায়দরাবাদ।
প্রথম দুটো ম্যাচ টানা হেরে, তৃতীয় ম্যাচে পঞ্জাবের সঙ্গে খেলায়, টসে জিতে প্রথম বল করা সিদ্ধান্ত নয় হায়দরাবাদ। শুরুতে হায়দ্রাবাদের টপ অর্ডার প্রভিস্মরণ, শর্ট, জিতেশ শর্মা, প্রথম পাওয়ার প্লের মধ্যেই ঘরে ফিরে যায়। ১৫ বলে ২২ রান করে স্যাম কারান। রানের ক্ষেত্রে পঞ্জাবের হয়ে আর কেউই তেমন দুই অংক পেরোতে পারেনি। শিখর ধাওয়ানের একার ব্যাটে ভর করে, পঞ্জাব মোট ২০ ওপারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে। যেখানে শিখর ধাওয়ান ৬৬ বলে ৯৯ রান করেন। ১৪৩ রানের জবাবে ব্যাট করতে নেমে, ভালো শুরু করে হায়দ্রাবাদ। প্রথমদিকে ব্রোক ও ময়ঙ্ক আগারওয়ালের উইকেট পড়ে গেলে, রাহুল ত্রিপাটি ম্যাচের হাল ধরে। রাহুলের সঙ্গ দেয় সাউথ আফ্রিকান মার্কাম। রাহুল ৪৮ বলে ৭৪ রান করে, এবং মার্কাম ২১ বলে ৩৭ রান করে।
প্রথম বল নিয়ে হায়দরাবাদের শুরু ভালোই হয়, মার্কণ্ডে ও জাসেন ভালো বল করে। মার্কণ্ডে ৪ ওভারে ১৫ রান দিয়ে ৪ উইকেট নেয়। জাসেন ৩ ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট নেয়। উমরানও ২ উইকেট পায় ৩২ রান দিয়ে। ১টি উইকেট নেয় ভুবনেস্বর। পাশাপাশি বল হাতেও তেমন সফল নয় পঞ্জাব। পঞ্জাবের পক্ষে অর্ষদীপ সিং ও রাহুল চাহার ১টি করে উইকেট নেয়।