
শুক্রবার আইপিএলের (IPl) দশম ম্যাচে কেএল রাহুলের (KL Rahul) সামনে মার্কাম (Markam), অর্থাৎ লখনউয়ের সামনে হায়দরাবাদ। শুক্রবার হায়দরাবাদকে নেতৃত্ব দেবেন মার্কাম। প্রথম খেলায় রাজস্থান রয়্যালসের কাছে ৭২ রানে হেরেছে হায়দরাবাদ। শুক্রবার দ্বিতীয় ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামতে চলেছে তারা। সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটার হায়দরাবাদ দলে যোগ দিয়েছেন। তাঁদের দিয়েই আইপিএল বৈতরণী পার হওয়ার স্বপ্ন দেখছে হায়দরাবাদ।
হায়দারাবাদের অধিনায়ক এডেন মার্কাম আগের ম্যাচে খেলতে পারেননি। দলকে নেতৃত্ব দিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। তিনি নেতা হিসাবে একেবারেই সফল হননি। ৭২ রানে হেরে যায় তাঁর দল। এই ম্যাচে মার্কামই দলের দায়িত্ব কাঁধে তুলে নেবেন। শুধু তাই নয়, মার্কো জানসেন এবং হেনরিখ ক্লাসেনও হায়দরাবাদ দলে যোগ দিচ্ছেন। জানসেন যেমন বোলিং বিভাগে দলের শক্তি বাড়াবেন, তেমনই ব্যাটিংয়ের ক্ষেত্রে ক্লাসেনের আগ্রাসী মানসিকতা সাহায্য করবে হায়দরাবাদকে।
রাজস্থান ম্যাচে টি নটরাজন ছাড়া আর কেউ সেভাবে বল হাতে সফল হতে পারেননি। ফজল হক ফারুকি এবং উমরান মালিক অনেক রান দিয়ে ফেলেছেন। স্পিন বিভাগেও ওয়াশিংটন সুন্দর এবং আদিশ রশিদ কাজে লাগেননি। ব্যাটে কিছুটা সফল মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠি।
লখনউ দলেও রয়েছেন এক প্রোটিয়া। তিনি কুইন্টন ডি’কক। তাঁরও প্রথম একাদশে ফেরার কথা। তবে কেএল রাহুলের ছন্দ চিন্তার কারণ হতে পারে। বল হাতে রবি বিষ্ণোই দু’টি ম্যাচেই ভরসা দিয়েছেন। লখনউ ২টি ম্যাচ খেলে ১টি জিতেছে ও ১টি ম্যাচ হেরেছে। অপরপক্ষে হায়দরাবাদ ১টি ম্যাচ খেলে হেরেছে।