
এবারের আইপিএল (IPL) মরশুমে দ্বিতীয় রবিবার হাইভোল্টেজ হতে চলেছে। আজ অর্থাৎ রবিবারে দুপুরে কলকাতার মুখোমুখি হবে গুজরাট টাইটান্স (GT) এবং রাতে হায়দরাবাদ (SH) মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের। অর্থাৎ দিনের প্রথম খেলাই হাড্ডাহাড্ডি হতে চলেছে। একদিকে আজই অর্থাৎ রবিবার কেকেআর শিবিরে যোগ দেবেন বাংলাদেশী ব্যাটার লিটন দাস। পাশাপাশি ঘরের মাঠে বিরাটের দলকে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর। ওদিকে গুরবাজের ফর্ম থাকলেও, রান নেই কলকাতার নয়া অধিনায়ক ও রাসেলের ব্যাটে।
যদিও কলকাতাকে চিন্তায় রাখবে কলকাতারই প্রাক্তন খেলোয়াড় শুভমন গিলের ফর্ম। দু'দলেরই শ্রেষ্ঠ স্পিনার নারায়ন ও রশিদ। এছাড়া কলকতার বিরুদ্ধে হার্দিকের রান কেকেআরকে চিন্তায় রাখবে। কলকাতার বিরুদ্ধে হার্দিক ৩৬৬ রান করেছে, ৬১ রান গড় হিসেবে। কলকাতার বিরুদ্ধে হার্দিকের শ্রেষ্ঠ রান ৯১। পাশাপাশি নারাইন ও রশিদ খান, দুজনেই সফল বিদেশী খেলোয়াড়। নারাইনের ঝুলিতে রয়েছে ১৫৫ টি উইকেট ও রশিদের ঝুলিতে রয়েছে ১১৭ টি উইকেট।
ওদিকে সন্ধ্যার খেলায় পঞ্জাবের রাবাডার সামনে হতে চলেছে হায়দরাবাদের ময়ঙ্ক আগারওয়াল। রাবাডার বিরুদ্ধে ৩৮ বল খেলে ময়ঙ্কের স্ট্রাইক রেট ১৫০, ব্যাটিং লাইনআপ নিয়ে চিন্তায় আছে হায়দরাবাদ, রান নেই রাহুল ত্রিপাঠীর ব্যাটে। পরপর দুটি ম্যাচ হেরে হায়দরাবাদের ঘরের মাঠে, জেতার জন্য হাড্ডাহাড্ডি লড়াই করবে তাঁরা। হায়দরাবাদের হয়ে নজরে থাকবে, ফারুকী ও আদিল রাশিদ। ওদিকে পঞ্জাবের ব্যাটিংয়ে হয়ে নজরে থাকবে রাজাপক্ষ ও প্রভিশ্বরম।