
দিল্লিকে (DC) ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয় ম্যাচেও (IPL) জয়ী গুজরাত (GT)। মঙ্গলবার টসে জিতে দিল্লিকে প্রথম ব্যাট করতে পাঠায় গুজরাত। প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি ৮ উইকেট হারিয়ে রান তোলে ১৬২। ১৬৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে, ১৮.১ ওভারে ৪ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় গুজরাত।
প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি ৮ উইকেট হারিয়ে রান তোলে ১৬২। গোটা ইনিংসে দিল্লির হয়ে ওয়ার্নার ৩২ বলে ৩৭ রান করেন। সরফরাজ খান করেন ৩৪ বলে ৩০ রান এবং অক্ষর প্যাটেল করে ২২ বলে ৩৬ রান। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিকে ঋদ্ধিমান ও গিলের উইকেট হারিয়ে চাপে পড়লেও ম্যাচের হাল ধরে সুদর্শন ও মিলার। সুদর্শনের ব্যাট থেকে আসে ৪৮ বলে ৬২ রান। মিলার করেন ১৬ বলে ৩১ রান। প্রসঙ্গত, বিজয় শঙ্কর ২৩ বলে ২৯ রান করেন।
প্রথমে বল করতে নেমে, গুজরাতেরর পক্ষে ৪১ রান দিয়ে গুরুত্বপূর্ণ ৩ টি উইকেট নেন শামি। রশিদ খান ৩১ রান দিয়ে পান ৩ টি উইকেট। পাশাপাশি, জোসেফ ২৯ রান দিয়ে নেয় ২ উইকেট। দিল্লির পক্ষে নোকিয়ে ৩৯ রান দিয়ে ২ উইকেট নেয়, খলিল ও মার্শ ১ টি করে উইকেট নেয়। মঙ্গলবারের খেলায় সেরা খেলোয়াড় হয়েছেন সাই সুদর্শন। ২ টির মধ্যে দুটি জিতে লীগ টেবিলে শীর্ষে গুজরাত।