
গুজরাতের (GT) বিরুদ্ধে অপ্রতিরোধ্য ইনিংস। বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি ছাড়া কথাই বললেন না তিনি। যেন একাই ধুয়ে দিলেন গোটা মুম্বইয়ের (MI) বোলারদের। আইপিএলের মরসুমে তৃতীয় সেঞ্চুরি। শুক্রবারের ম্যাচের পর থেকে একটাই নাম আলোচনার কেন্দ্রে। তিনি শুভমন গিল (Shubman Gill)। ৬০ বলে ১২৯ রান করেন তিনি। আর এটাই তাঁর আইপিএল কেরিয়ারের 'সম্ভবত' সেরা ইনিংস বলে মনে করেন শুভমন।
গুজরাত ওপেনার মনে করেন, তিনি তাঁর ব্যাটিংয়ে যে প্রযুক্তিগত পরিবর্তন এনেছেন, তা অনেক লাভ দিয়েছে। তিনি বলেন, 'গত ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। গত আইপিএলের আগে আমি চোট পেয়েছিলাম। কিন্তু, খেলাতেই ব্যস্ত থেকেছি, ব্যাটিং নিয়ে কাজ করে গিয়েছি। নিউজিল্যান্ড সিরিজের আগে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কিছু প্রযুক্তিগত পরিবর্তন আনি।'
শুভমন শুক্রবারর ম্যাচ প্রসঙ্গে বলেন, 'প্রতিটা বল ধরে এগোচ্ছিলাম। পরিস্থিতি বোঝা খুব গুরুত্বপূর্ণ। এক ওভারে তিনটে ছয় মারার পরই উপলব্ধি করি, দিনটা আমার ছিল। পিচে ব্যাটারদের জন্য সুবিধা ছিল, আমি শুধু সেটাকে কাজে লাগানোর চেষ্টা করেছি।' তিনি আরও বলেন, ' নিজের ওপর বিশ্বাস রাখা খুব জরুরি।আন্তর্জাতিক ক্রিকেটে ভালো পারফর্ম করার পর আত্মবিশ্বাস ধরে রাখাটা আরও বেশি প্রয়োজন ছিল। সাফল্য অনেক কিছুর মিশ্রণে তৈরি।'