
তৃতীয় ম্যাচেও হার ধুঁকতে থাকা দিল্লির (DC)। শনিবার আইপিএলের (IPL) ১১ তম ম্যাচ রাজস্থানের (RR) কাছে ৫৭ রানে হার দিল্লির। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় দিল্লি, প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান চার উইকেট হারিয়ে ১৯৯ রান তোলে। ২০০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে দিল্লি ১৪২ রান তোলে।
প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থানের শুরুটা দারুন হয়। জস বাটলার ও জয়সওয়াল দুজনেই অর্ধশত রান করে। জয়সওয়ালের ব্যাটে আসে ৩১ বলে ৬০ রান। পাশাপাশি বাটলারের ব্যাটে ৫১ বলে ৭৯ রান আসে, এছাড়া রাজস্থানের পক্ষে হেটমায়ার ২১ বলে ৩৯ রান করে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম থেকে ছন্দ হারিয়ে ফেলে তাঁরা। ওয়ার্নার হাল ধরার চেষ্টা করলেও ব্যর্থ হয়। চাহল তাঁকে এলবিডব্লিউ করে ঘরে ফিরিয়ে দেন। ওয়ার্নারের ব্যাট থেকে ৫৫ বলে ৬৫ রান আসে। পরে ললিত যাদব চেষ্টা করলেও দিল্লির ইনিংস ১৪২ রানেই সমাপ্ত হয়।
ওদিকে টসে জিতে বল করতে নেমে দিল্লির হয়ে ২টি উইকেট পায় মুকেশ কুমার। ও একটি করে উইকেট পায় কুলদীপ ও পাওয়েল। পাশাপাশি রাজস্থানের হয়ে ট্রেন বোল্ট ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। চাহল ২৭ রান দিয়ে ৩ উইকেট নেয়। ২টি উইকেট নেয় অশ্বিন, একটি উইকেট নেয় সন্দীপ শর্মা। এই জয়ের পর রাজস্থান লিগ টেবিলের প্রথম স্থানে রয়েছে।