
ব্যাটারদের অসাধারণ ছন্দের উপর ভর করে অবিশ্বাস্য জয় হায়দরাবাদের। রাজস্থানের ঘরের মাঠে ২১৫ রানের জবাবে হায়দরাবাদের ব্যাটারদের ঝড়ো ইনিংস। মাপা শটের উপর ভর করে জয় পেল হায়দরাবাদ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সঞ্জু স্যামসন। জস বাটলার ও সঞ্জু স্যামসনের দুর্ধর্ষ ব্যাটিংয়ের সুবাদে রাজস্থান রয়্যালস ২০ ওভারে তোলে ২১৪। মাত্র ২ উইকেট হারিয়ে রাজস্থানকে বিরাট রানের টার্গেট দেয়।
রাজস্থানের ২১৪ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই চালিয়ে খেলে রাজস্থানের ব্যাটাররা। অনমলপ্রীত সিং ও অভিষেক শর্মা। পাওয়ার প্লে-তে দুই ওপেনারের দাপটে রাজস্থান তোলে ৫১। অনমলপ্রীত আউট হলেও ম্যাচের রাশ ধরে রাখেন অভিষেক। ৩৪ বলে ৫৫ রানের ইনিংস খেলে আউট হল তিনি।
তারপর রাহুল ত্রিপাঠী, গ্লেন ফিলিপস, হেনরিচ ক্লাসেনের ঝোড়ো ব্যাটিং রাজস্থানকে কাঙ্ক্ষিত জয় এনে দেয়। ত্রিপাঠীর ব্যাট থেকে আসে ২৯ বলে ৪৭ রানের ইনিংস। পাশাপাশি ফিলিপস ও ক্লাসেনের ব্যাটিং জয়ের স্বাদ দেয় রাজস্থানকে।
তারপর আবদুল সামাদ রাজস্থানের জয়ের স্বপ্নের কফিনে শেষ পেরেক পুঁতে দেন। ৭ বলে ১৭ রানের অপরাজিত ইনিংস খেলেন সামাদ। শেষ বলে হায়দরাবাদের জিততে চার রানের প্রয়োজন ছিল। কিন্তু সেই টার্গেটও আজ ছোট দেখিয়েছে সামাদের সামনে। সন্দীপ শর্মার শেষ বলে ৬ মেরে কঠিন ম্যাচ বের করে দেন সামাদ। হায়দরবাদ ৪ উইকেটে এই ম্যাচ জিতে ভেসে রইল প্লে অফের লড়াইয়ে।