
রবিবার আইপিএলের (IPL) মেগা ফাইনাল। দেড় মাসের টুর্নামেন্টের যবনিকা পতন। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নামছে চেন্নাই সুপার কিংস (CSK) ও গুজরাত টাইটান্স (GT)। ম্যাচে কে জিতবে, আগে থেকেই অনুমান করতে রাজি নন ক্রিকেট বিশেষজ্ঞরাও।
রবিবার আইপিএলের মেগা ফাইনাল। ঘরের মাঠে চেন্নাইয়ের হয়ে খেলতে নামবেন জাদেজা। তাই প্রত্যাশা কিছুটা বেশি। চেন্নাই টিমে দুই ওপেনার ডেভন কনওয়ে ও রুতুরাজ গাইকোয়াড় ফর্মে আছেন। আহমেদাবাদেও এই দুইয়ের উপরই ব্যাটিংয়ে ভরসা রাখছেন ধোনি। টুর্নামেন্টের মাঝের অংশে ভাল ফর্মে ছিলেন অজিঙ্কা রাহানে ও শিবম দুবে।
ফাইনালে তাঁদের ব্যাটের উপরও তাকিয়ে থাকবে টিম। মইন আলি গোটা টুর্নামেন্টে সেভাবে সফল হতে পারেননি। শ্রীলঙ্কার দুই বোলার থিকসানা ও পাথিরানা। এই দুই বোলারকে নিজের হাতে ঘষেমেজে নিয়েছেন মাহি। গুজরাতের ব্যাটিংকে ভাঙার জন্য ফাইনালে তারাই হয়ে উঠতে পারেন চেন্নাইয়ের আসল অস্ত্র।
শুভমান গিলের (Shubman Gill) বিধ্বংসী সেঞ্চুরি। মোহিত শর্মার (Mohit Sharma) একাই ৫ উইকেট। এ মরশুমে আইপিএল জয়ের স্বপ্ন শেষ মুম্বই ইন্ডিয়ান্সের (MI)। ৬২ রানে জয়ী হার্দিক ব্রিগেড। রবিবার আহমেদাবাদে আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামবে গুজরাত টাইটান্স।
শুক্রবার এলিমিনেটার্সের লড়াইয়ে বৃষ্টিতে দেরি করে ম্যাচ শুরু হয়। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে আউট হয়ে যান ঋদ্ধিমান সাহা। কিন্তু বিধ্বংসী মেজাজে ব্যাট করেন শুভমান গিল। ৬০ বলে ১২৯ রান করেন শুভমান গিল। ৩১ বলে ৪৩ রান করেন সুদর্শন। ১৩ বলে ২৮ রান করেন হার্দিক। ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৩ রান তোলে গুজরাত।
জবাবে ব্যাট করতে নেমে ২০ বলে ৩০ রান করেন ক্যামেরুন গ্রিন। ৩৮ বলে ৬১ রান করেন সূর্যকুমার যাদব। ১৪ বলে ৪৩ করেন তিলক ভার্মা। তবে গুজরাতের ২৩৩ রান তাড়া করা সম্ভাব হয়নি মুম্বইয়ের। ১৭১ রানেই শেষ হয়ে যায় মুম্বইয়ের ইনিংস। ১৮ ওভার ২ বলে ১৭১ রানে মুম্বই অলআউট হয়ে যায়।
ম্যাচ শেষে রোহিত শর্মা জানান, 'শুভমান ছন্দে আছে। আশা করি ওর ছন্দ বজায় থাকবে। গুজরাতের এই জয়ের জন্য শুভমানকে শুভেচ্ছা।' মুম্বইকে পাঁচবার আইপিএল জেতালেও দেশের জার্সিতে আইসিসি ট্রফি জেতা হয়নি। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জয়ের সুযোগ ভারতের কাছে। ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ। সেই কারণেই শুভমানের ছন্দে থাকার প্রার্থনা করছেন রোহিত।
গুজরাতের (GT) বিরুদ্ধে অপ্রতিরোধ্য ইনিংস। বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি ছাড়া কথাই বললেন না তিনি। যেন একাই ধুয়ে দিলেন গোটা মুম্বইয়ের (MI) বোলারদের। আইপিএলের মরসুমে তৃতীয় সেঞ্চুরি। শুক্রবারের ম্যাচের পর থেকে একটাই নাম আলোচনার কেন্দ্রে। তিনি শুভমন গিল (Shubman Gill)। ৬০ বলে ১২৯ রান করেন তিনি। আর এটাই তাঁর আইপিএল কেরিয়ারের 'সম্ভবত' সেরা ইনিংস বলে মনে করেন শুভমন।
গুজরাত ওপেনার মনে করেন, তিনি তাঁর ব্যাটিংয়ে যে প্রযুক্তিগত পরিবর্তন এনেছেন, তা অনেক লাভ দিয়েছে। তিনি বলেন, 'গত ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। গত আইপিএলের আগে আমি চোট পেয়েছিলাম। কিন্তু, খেলাতেই ব্যস্ত থেকেছি, ব্যাটিং নিয়ে কাজ করে গিয়েছি। নিউজিল্যান্ড সিরিজের আগে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কিছু প্রযুক্তিগত পরিবর্তন আনি।'
শুভমন শুক্রবারর ম্যাচ প্রসঙ্গে বলেন, 'প্রতিটা বল ধরে এগোচ্ছিলাম। পরিস্থিতি বোঝা খুব গুরুত্বপূর্ণ। এক ওভারে তিনটে ছয় মারার পরই উপলব্ধি করি, দিনটা আমার ছিল। পিচে ব্যাটারদের জন্য সুবিধা ছিল, আমি শুধু সেটাকে কাজে লাগানোর চেষ্টা করেছি।' তিনি আরও বলেন, ' নিজের ওপর বিশ্বাস রাখা খুব জরুরি।আন্তর্জাতিক ক্রিকেটে ভালো পারফর্ম করার পর আত্মবিশ্বাস ধরে রাখাটা আরও বেশি প্রয়োজন ছিল। সাফল্য অনেক কিছুর মিশ্রণে তৈরি।'
রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স (MI) পাঁচবার আইপিএল (IPL) জিতে ফেলেছে। এবার আইপিএল জিতলে রোহিতের রেকর্ড স্পর্শ করে ফেলবেন মহেন্দ্র সিং ধোনি (MSD) ও চেন্নাই সুপার কিংস (CSK)। এই ফাইনালে ওঠার লড়াইয়ে অনেক কৃতিত্ব রেখেছেন শ্রীলঙ্কান পেসার মাথিসা পাথিরানা।
গত মরশুমে মাত্র ২টি ম্যাচ খেলেছিলেন তিনি। এই মরশুমে ১১ ম্যাচে ১৭ উইকেট তুলে নিয়েছেন। গড় ১৯.২৪। ফাইনালের আগে পাথিরানার পরিবারের সঙ্গে দেখা করলেন মাহি। তাঁর বোন ইনস্টাগ্রামে ধোনির সঙ্গে ছবি শেয়ার করেছেন। ধোনিকে নিয়ে লেখা কিছু লাইন মন জিতে নিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তিনি লেখেন, "মালিকে নিয়ে এবার আমরা নিশ্চিন্ত। থালা বলল, ওকে নিয়ে চিন্তা করার কোনও কারণ নেই। ও সব সময় আমার সঙ্গেই থাকে। এই মুহূর্তগুলো স্বপ্নেও কল্পনা করতে পারিনি।"
২০ বছরের পাথিরানার সামনে এবার চেন্নাইয়ের হয়ে প্রথম আইপিএল জেতার সুযোগ রয়েছে। রবিবার আহমেদাবাদে ফাইনাল খেলতে নামবে চেন্নাই সুপার কিংস।
চেন্নাই সুপার কিংস (CSK) অধিনায়ক (Captain) মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) প্রশংসায় পঞ্চমুখ সৌরভ গঙ্গোপাধ্যায়। চলতি আইপিএলে প্রথম কোয়ালিফায়ারে গুজরাতকে হারিয়ে ফাইনালে উঠেছে চেন্নাই সুপার কিংস। এবার পঞ্চমবার আইপিএল জেতার সুযোগ রয়েছে ধোনিদের সামনে। নেতা হিসেবে তিনি কতটা দক্ষ, তা আবারও প্রমাণ করে দিয়েছেন ধোনি। একই সুর দিল্লি ক্যাপিটালসের মেন্টর তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের গলাতেও। ধোনির প্রশংসায় ফের পঞ্চমুখ সৌরভ।
সৌরভ এক জনপ্রিয় সংবাদমাধ্যমকে বলেন, 'চেন্নাই সুপার কিংস এবং মহেন্দ্র সিংহ ধোনি এ মরসুমে দুর্দান্ত পারফর্ম করেছে। আর ধোনির অধিনায়কত্বের তো তুলনাই হবে না। কীভাবে বড় ম্যাচ জিততে হয়, তা দেখিয়ে দিয়েছেন।' ধোনি ছাড়া এবারের আইপিএল মরসুমে নজরকাড়া আরও কয়েকজন খেলোয়াড়ের নাম উল্লেখ করেছেন সৌরভ । সেই তালিকায় রয়েছে যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, রিংকু সিংরা।
মুম্বইয়ের (MI) কাছে কোয়ালিফায়ার হেরে বিদায় লখনউয়ের (LSG)। একেবারে নতুন বোলার আকাশ মাধওয়ালের স্বপ্নের স্পেলে শেষ হয়ে গেল লখনউর ইনিংস। শুক্রবার গুজরাত টাইটান্সের (GT) বিরুদ্ধে আহমেদাবাদে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। ৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নিলেন আকাশ। ৮১ রানে লখনউকে হারাল মুম্বই ইন্ডিয়ান্স।
প্রথম স্ট্র্যাটেজিক টাইম আউটের আগে ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৮ রান ছিল। পরপর উইকেট হারিয়ে ভেঙে পড়ে লখনউর ব্যাটিং। ৫ উইকেট পান আকাশ। মেডেন ওভার পান ক্রিস জর্ডন। গোটা ম্যাচে ৩টি রান আউট করে মুম্বই। ওভারঅল পারফরম্যান্স করে জয় ছিনিয়ে নিল মুম্বই।
এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে ১৮২ রান তোলেন রোহিতরা। ৪ উইকেট পান নবীন উল হক। এই গুরুত্বপূর্ণ ম্যাচে কুইন্টন ডি কক কেন নেই, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কাইলি মেয়ার্সের সঙ্গে ওপেন করতে আসেন প্রেরক মানকাড়। তিনে নামেন ক্রুনাল। ১৮ রান করে ফেলেন মেয়ার্স। ২৭ বলে ৪০ রান করেন মার্কাস স্টয়নিস। কিন্তু রানআউট হয়ে ফেরেন তিনি। আর ৪ উইকেট তুলে নেন মেধওয়াল।
চেন্নাই সুপার কিংসের (CSK) অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) সঙ্গে নাকি ঝামেলায় জড়িয়েছেন রবীন্দ্র জাদেজা (Rabindra Jadeja)। প্লে-অফের আগে সোশ্যাল মিডিয়ায় এমনই গুজব ছড়িয়ে পড়েছিল। প্লে-অফে ম্যাচের পর বিশেষ সম্মান পাওয়ার পর টুইটে মুখ খুললেন জাদেজা।
বেশ কিছুদিন আগে জাদেজা জানান, সাত নম্বরে তিনি ব্যাট করতে আসলে, সমর্থকরা হতাশ হয়ে যান। কারণ, ওই ৭ নম্বরে তাঁরা ধোনিকে দেখতে চান। প্লে-অফের আগে তাঁর একটি টুইট নিয়ে শোরগোল পড়ে যায়। দিল্লির বিরুদ্ধে জিতেও মাঠে ধোনি ও জাদেজাকে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায়। মনে করা হয়, অধিনায়কের সঙ্গে তাঁর মনোমালিন্য হয়েছে। এই ম্যাচে জিতে জাদেজা লেখেন, তিনি যে দলের সেরা সম্পদ, সেটা কিছু সমর্থক জানেন না।
প্লে-অফে জাদেজার ব্যাট থেকে ১৬ বলে ২২ রানের ইনিংস আসে। ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি।
চার-ছক্কা বা উইকেট নয়। আইপিএলের (IPL 2023) প্লে-অফে যত ডট বল হবে ততই লাভ পরিবেশের। এমনই অভিনব উদ্যোগ নিয়েছে বিসিসিআই (BCCI)। তিনটি প্লে-অফ এবং ফাইনাল, এই চারটি ম্যাচে ডট বল পিছু ৫০০টি করে চারাগাছ লাগাবে ভারতীয় বোর্ড।
এমনিতে ক্রোড়পতি লীগের খেলায় প্রচুর জল নষ্ট নিয়ে অতীতে বহু বিতর্ক হয়েছে। এমনকী মহারাষ্ট্রে খরার সময় খেলার মাঠে প্রচুর জল ‘নষ্ট’ নিয়ে মামলাও হয়েছে। কিন্তু এবার তেমন কোনও বিতর্ক দেখা যায়নি। উলটে বিসিসিআই (BCCI) অভিনব উদ্যোগ নিয়েছে যাতে বিশ্ব উষ্ণায়ণ রোধে কিছুটা হলেও সহযোগিতা করা যায়।
আইপিএল গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্ত, প্রথম কোয়ালিফায়ার, এলিমিনেটর, দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল, এই চারটি ম্যাচে যতগুলি ডট বল হবে তার জন্য চারাগাছ লাগাবে আইপিএল কর্তৃপক্ষ। প্রতিটি ডট বলের জন্য ৫০০টি চারাগাছ লাগানো হবে। অর্থাৎ মহম্মদ শামি বা দীপক চাহাররা যত ডট বল করবেন, ততই লাভ পরিবেশের। টুর্নামেন্ট শেষে গোটা দেশে এই চারাগাছগুলি লাগানো হবে। এগুলির রক্ষণাবেক্ষণও করবে বোর্ড।
আইপিএল গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্ত, প্রথম কোয়ালিফায়ার, এলিমিনেটর, দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল, এই চারটি ম্যাচে যতগুলি ডট বল হবে তার জন্য চারাগাছ লাগাবে আইপিএল কর্তৃপক্ষ। প্রতিটি ডট বলের জন্য ৫০০টি চারাগাছ লাগানো হবে। অর্থাৎ মহম্মদ শামি বা দীপক চাহাররা যত ডট বল করবেন, ততই লাভ পরিবেশের। টুর্নামেন্ট শেষে গোটা দেশে এই চারাগাছগুলি লাগানো হবে। এগুলির রক্ষণাবেক্ষণও করবে বোর্ড।
এবারের আইপিএল-ই (IPL) কি শেষ? নাকি পরের বারও মাঠে দেখা যাবে তাঁকে? মহেন্দ্র সিং ধোনির (Dhoni) অবসর নিয়ে বারবারই প্রশ্ন উঠে এসেছে। এবার উত্তর দিলেন মাহি (Mahi) নিজেই।
মঙ্গলবার আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে গুজরাতকে হারানোর পরপরই ফের অবসর নিয়ে প্রশ্ন করা হল ধোনিকে। এ বার জবাব দিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। জানালেন, তাঁর হাতে এখনও অনেক সময় রয়েছে ভাবার জন্য।
ধোনি জানিয়েছেন, হাতে ৮ থেকে ৯ মাস সময় আছে। এখন থেকে চিন্তা বাড়াতে চান না মাহি আগামী আইপিএল খেললে জানুয়ারি মাস থেকে প্রস্তুতি শুরু করার কথা তাঁর। তাই এখন থেকে কিছু ভেবে রাখতে চাইছেন না।
ঠিক হয়ে গেল আইপিএলের (IPL) প্লে-অফের লাইনআপ। নিয়ম অনুযায়ী, একের প্রতিপক্ষ দুই। তিনের প্রতিপক্ষ চার। সেইমতো, গুজরাত খেলবে চেন্নাইয়ের বিরুদ্ধে। লখনউ খেলবে মুম্বইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার ২৩ মে মুখোমুখি হবে গুজরাত ও চেন্নাই। এই ম্যাচ যে জিতবে, তারাই সরাসরি চলে যাবে ফাইনালে। বুধবার ২৪ তারিখ চিপকেই মুখোমুখি হবে লখনউ এবং মুম্বই। এই ম্যাচে যারা হারবে, তারা সরাসরি ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। শুক্রবার ২৬ তারিখ প্রথম ম্যাচের পরাজিত দল এবং দ্বিতীয় ম্যাচের জয়ী দল মুখোমুখি হবে। এই ম্যাচ থেকে যারা জিতবে, তারা ফাইনালে উঠবে। আক্ষরিক ভাবে রবিবার আইপিএল ফাইনালের আগে শুক্রবার হতে চলেছে আইপিএলের আসল সেমিফাইনাল।
এই আইপিএলে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই প্লে-অফে উঠেছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত। ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় দল হিসাবে প্লে-অফ খেলবে চার বারের চ্যাম্পিয়ন চেন্নাই ও লখনউ সুপার জায়েন্টস। আরসিবির হারে বরাত খুলেছে গত পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের। ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসাবে তারা প্লে-অফ খেলার যোগ্যতা পেয়েছে।
এখনও পর্যন্ত এই আইপিএলে ১৪ ম্যাচ খেলে অরেঞ্জ ক্যাপ নিজের মাথায় রেখেছেন আরসিবি অধিনায়ক ফাপ ডুপ্লেসি। তিনি রান করেছেন ৭৩০। দু নম্বরে গুজরাতের শুভমন গিল এবং তিন নম্বরে আরসিবির বিরাট কোহলি। তাঁদের রান ৬৮০ এবং ৬৩৯। ২৪ উইকেট নিয়ে পার্পেল ক্যাম্প গুজরাতের মহম্মদ সামির মাথায়। সমসংখ্যক উইকেট নিয়ে দ্বিতীয় গুজরাতের রশিদ খান। ২১ উইকেট নিয়ে তৃতীয় টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া গতবারের রানার্স রাজস্থানের যজুবেন্দ্র চাহাল।
আগেই তারা ছিটকে গিয়েছিল টুর্নামেন্ট থেকে। তাই গ্রুপের শেষ ম্যাচে মাঠে নেমেছিল খোলা মনেই। মুম্বইয়ের (MI) বিরুদ্ধে নিজেদের ব্যাটিং শক্তি দেখাল হায়দরাবাদ (SRH)। রবিবার টস জিতে হায়দরাবাদকে ব্যাট করতে পাঠিয়েছিল মুম্বই। কুড়ি ওভারে রানের পাহাড়ে উঠে ইনিংস শেষ করলেন মাক্রামরা। এই প্রথম টুর্নামেন্টে ১০০ রানের ওপেনিং পার্টনারশিপ তৈরি করল হায়দরাবাদ। বিভ্রান্ত এবং মায়াঙ্কের ব্যাটে প্রথম উইকেটে ১৪০ রান করে হায়দরাবাদ।
প্রথম ব্যাট করতে নেমে ৪৭ বলে ৬৯ রান করেন বিভ্রান্ত শর্মা। ৪৬ বলে ৮৩ রানে আউট হন মায়াঙ্ক আগারওয়াল। এই দুই ব্যাটার আউট হতে একটু স্বস্তি পান মুম্বইয়ের বোলারা। ওয়াংখেড়ে পাটা পিচের সুযোগ নিয়ে শুরু থেকেই হাত খুলে ব্যাট করেন হায়দরাবাদের দুই ওপেনার। মূলত তাঁদের ব্যাটেই ২০ ওভারে ৫ উইকেটে ২০০ রান করে দক্ষিণের এই দল।
তবে ঘরের মাঠে এদিনও বল হাতে নজর কারলেন আকাশ মাধওয়াল। এই ম্যাচেও ৩৭ রানে চার উইকেট আকাশের। একটি উইকেট জর্ডনের।
পরপর পাঁচ ছক্কা হাঁকিয়ে কেকেআরকে (KKR) জেতানো হোক বা বিদায় জেনেও চোয়াল চাপা লড়াই, ২৫ বছরের রিঙ্কু সিং (Rinku Singh) ফের হৃদয় জিতলেন। ঘরের মাঠে শনিবার প্রায় জিতিয়ে দিয়েছিলেন নাইটদের। রিঙ্কুর হার না মানা লড়াই বলছিল, এই ম্যাচটা জেতা উচিত কলকাতার। কিন্তু ভাগ্য সহায় হল না। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচের পুনরাবৃত্তি হল না। শেষ ম্যাচটা রাঙাতে না পারলেও মন জয় করে নিলেন রিঙ্কু। ২০২৩ আইপিএল থেকে ফের শূন্য হাতে ফিরল কেকেআর। তবে চলতি মরসুমে দলটির সবচেয়ে বড় প্রাপ্তি আলিগড়ের রিঙ্কু। আইপিএলের বিপক্ষের টিমগুলিও তা এককথায় মেনে নিচ্ছে। কেকেআরের বিদায় ও লখনউয়ের জয় সত্ত্বেও সবার মুখে রিঙ্কুর নাম।
ম্যাচের ১৯ ওভারে লখনউয়ের পেসার নবীন উল হককে কার্যত মাটি ধরিয়ে দিয়েছিলেন। তিনটি চার ও একটি ছয়। শেষ ২ বলে ১২ রানের প্রয়োজন ছিল। রিঙ্কু থাকলে সবই সম্ভব, ধরে নিয়ে গোটা ইডেনের গ্যালারি রিঙ্কুর নামে ধ্বনি দিল। বিপক্ষের স্নায়ুর চাপ কয়েকগুণ বাড়িয়ে শেষমেশ হার মানলেন। কী মনে হচ্ছিল তখন? ম্যাচের পর রিঙ্কু বলেন, 'পাঁচ ছক্কার ম্যাচটার কথা মনে পড়ছিল। আমি একেবারে রিল্যাক্স মুডে ছিলাম। যা হবে দেখা যাবে। শেষ ওভারে ২১ রান প্রয়োজন ছিল। ১টা বলে চার হয়।' তিনি আরও বলেন,' শেষ ইনিংসটার (গুজরাট টাইটান্সের বিরুদ্ধে) পর লোকে আমাকে চিনতে শুরু করেছে। পাঁচটি ছয় হাঁকানোর পর প্রচুর সম্মান পেয়েছি। আজও তেমনটা হলে খুব ভালো হত।' ৩৩ বলে ৬৭ রান। নিজের ইনিংসে খুশি। তবে ম্যাচ না জেতায় বেশি আনন্দের বহিঃপ্রকাশ চাইছেন না রিঙ্কু।
ম্যাচ শেষে দেখা যায়, রিঙ্কুর ব্যাট নিয়ে টানাটানি করছেন লখনউ সুপার জায়ান্টসের ওপেনার করণ শর্মা। তিনিও উত্তরপ্রদেশের ক্রিকেটার। তাঁর নেতৃত্বে খেলেন রিঙ্কু। ব্যাট নিয়ে টানাটানি করায় রেগে যাচ্ছিলেন রিঙ্কু। কী ঘটেছিল তখন? রিঙ্কু বললেন, 'ও আমার কাছে ব্যাট চাইছিল। আমি বললাম, এই ব্যাট দিয়েই তো আমি রান করেছি। আমার লাকি ব্যাটও বলতে পারেন।
আইপিএলের (IPL) লিগ পর্বের আর দুই ম্যাচ বাকি। মুম্বই বনাম হায়দরাবাদ ও গুজরাত বনাম বেঙ্গালুরু। ইতিমধ্যেই প্রথম ও দ্বিতীয় টিম হিসেবে জায়গা পাকা করে ফেলেছেন গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। কোয়ালিফায়ার পর্বে খেলবে এই দুই টিমই। এলিমিনেটর পর্বে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে জায়গা করে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। রবিবার মুম্বই ও আরসিবির মধ্যে কে কোয়ালিফাই করে, সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।
মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম প্লে-অফ খেলতে নামবে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। তিনেই শেষ করেছে লখনউ। কেকেআর-কে ৯৭ রানে হারালে কোয়ালিফায়ার খেলার সুযোগ পেত তারা। মুম্বই অথবা আরসিবি, এই দুই দলের মধ্যে যে কোনও একটি টিমের মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্টস।
আইপিএল প্লে-অফে কোয়ালিফায়ারের নিয়ম অনুযায়ী, বিজয়ী দল সরাসরি ফাইনালে চলে যায়। আগামী ২৬ মে এলিমিনেটর ম্যাচ। এদিনই খেলতে নামবে লখনউ সুপার জায়ান্টস। মুম্বই বা বেঙ্গালুরু দুই টিমই হারলে চার নম্বর টিম হিসেবে উঠে আসতে পারে রাজস্থান রয়্যালসও।
দিল্লির সঙ্গে মরণ বাচন ম্যাচ চেন্নাইয়ের (CSK)। আপাতত চেন্নাই লীগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। ১৩ টি ম্যাচ খেলে তাঁদের সংগ্রহ ১৫ পয়েন্ট। আপাতত দিল্লির (DC) প্লেঅফের কোনো সম্ভাবনা না থাকলেও দিল্লির সঙ্গে এই ম্যাচ চেন্নাইয়ের কাছে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় স্থানে থাকতে গেলে চেন্নাইকে এই দুই পয়েন্ট সংগ্রহ করতেই হবে। তবেই তাঁরা প্লেঅফ এবং লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকবে। নচেৎ বিদায় নিতে পারে চেন্নাই।
পাশাপাশি চেন্নাইয়ের ঘাড়ে নিঃস্বাস ফেলছে লখনউ এবং ব্যাঙ্গালোর। যদিও একই ম্যাচ খেলে একই পয়েন্ট নিয়ে লখনউ ৩ নম্বরে রয়েছে। তারা আজ কলকাতার সঙ্গে খেলতে নামবে ইডেনে। ওদিকে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় চেন্নাই। প্রথম পাওয়ার প্লেতে চেন্নাইয়ের দাপট বজায় আছে। ৬ ওভারে তাঁদের সংগ্রহ ৫২ রান। এখনও কোনও উইকেট তাঁরা হারান নি। কনওয়ে খেলছেন ২৮ রানে, ও ঋতুরাজ ২২ রানে খেলছেন।
আইপিএলের (IPL) মহারণ আজ কলকাতায় (Kolkata)। কলকাতার ইডেনে যেন আজ মুখোমুখি হবে কলকাতা বনাম কলকাতা। একদিকে যখন ইডেনে খেলতে নামছে কলকাতা, তখন অন্যদিকে মোহনবাগানের জার্সি পড়ে খেলতে নামবে গোয়েঙ্কার দল লখনউ সুপার জায়ান্টস (LSG)। আজকের খেলার গুরুত্ব দুদলের কাছেই গুরুত্বপূর্ণ। আইপিএলের প্লে-অফের লড়াইয়ে এখনও খাতায় কলমে টিকে রয়েছে কলকাতা নাইট রাইডার্স।
কিন্তু সামনে অঙ্কটা খুব কঠিন। শুধু নিজেদের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে হারালেই চলবে না, তার পরেও তাকিয়ে থাকতে হবে বাকি ম্যাচের দিকে। আবার লখনউকে শুধু হারালে হবে না, বড় ব্যবধানে হারাতে হবে। তবে হার-জিত তো পরের কথা, টসের উপরই কলকাতার প্লে-অফ ভাগ্য নির্ভর করছে।
আইপিএলের পয়েন্ট তালিকায় নজর রাখলে দেখা যাবে আরসিবি, মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের পয়েন্ট ১৪। আরসিবি ও মুম্বইয়ের একটি করে ম্যাচ বাকি। কলকাতা শনিবার জিতলে তাদেরও পয়েন্ট হবে ১৪। আরসিবি ও মুম্বই পয়েন্ট নষ্ট করলে তখন একটা সুযোগ আসবে কেকেআরের সামনে।