
পাঞ্জশিরে প্রবেশ এর পর তালিবানদের কি অবস্থা হলো। কতটা পর্যদুস্ত হলো তালিবানরা। নর্দান অ্যালাইন্স এর ভিডিও তে ধরা পড়ল সেই ছবি।
আবারও পরাজিত তালিবান। মঙ্গলবার রাতে পাঞ্জশির ও খাওয়াক অঞ্চলে অতর্কিত হামলা চালায় তালিবান বন্দুকবাজরা। তা রুখে দেয় নর্দান অ্যালাইন্স এর ন্যাশনাল রেসিস্টেন্স ফোর্স। এর পরই ভীত সন্ত্রস্ত তালিবানরা সেখান থেকে পালিয়ে যায় বলে খবর।
অন্যদিকে ইতিমধ্যেই তালিবান ঐক্যে ফাটল দেখা দিয়েছে। তালিবানের বিবাদমান দুই গোষ্ঠীর মধ্যে মতবিরোধ প্রকাশ্যে এসেছে। বাদাখশন ও পুস্তখান গোষ্ঠীর মতানৈক্য। পুস্তখান তালিবান গোষ্ঠী বাদাখশন গোষ্ঠীকে অপমান করছে। এমনটাই অভিযোগ বাদাখশন তালিবান গোষ্ঠীর। বাদাখশন তালিবান গোষ্ঠীর নেতাকে তিন ঘণ্টা আটকে রাখার অভিযোগ। বাদাখশন তালিবান গোষ্ঠীর নেতার থেকে অস্ত্র কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
আফগানিস্তান জুড়ে এখন শুধুই তালিবান রাজ। প্রত্যন্ত গ্রামে থেকে রাজধানী কাবুল সর্বত্র শুধুই কালাশনিকভ রাইফেল হাতে তালিবানি রক্ত চক্ষু। তারই মাঝে শুধুমাত্র গণতন্ত্র জেগে আছে পাঞ্জশির প্রদেশ-এ। সেখানে আমিরুল্লা সালেহ ও মাসুদ আহমেদ এর নেতৃত্বে তালিবানকে আগেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল নর্দান অ্যালাইন্স।