
কাবুলঃ আফগানিস্তানে ক্ষমতা দখলের প্রায় দু'সপ্তাহ পর আজ শুক্রবার সরকার গড়তে পারে তালিবান। সূত্রের খবর, শুক্রবারের নমাজ পাঠের পরেই নয়া সরকারের ঘোষণা করতে পারে জেহাদিরা। তাদের 'সুপ্রিম লিডার' হাইবাতুল্লা আখুন্দজাদার নেতৃত্বে আফগানিস্তানে চলবে তালিবান সরকার। টোলো নিউজ সূত্রে খবর, ইতিমধ্যে সরকারের গঠন কাঠামো ঠিক করে ফেলেছে তারা।
হাইবাতুল্লা আখুন্দজাদাকে মাথায় বসিয়ে তার অধীনে কাজ করবে একজন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট। খবরটি নিশ্চিত করেছেন তালিবান কালচারাল কমিশনের এক সদস্য Anamullah Samangani। গত ছ'মাস ধরে তালিবান সদস্য এবং শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করেননি হাইবাতুল্লা আখুন্দজাদা।
তবে অন্য একটা সূত্রের দাবি, সরকার গঠনের আগেই ক্ষমতার ভাগাভাগি নিয়ে হক্কানি গোষ্ঠী এবং কন্দহরের ইয়াকুব গোষ্ঠীর মধ্যে যে মতবিরোধ তৈরি হয়েছে, তা সামাল দিতেই কন্দহরে ছুটে গিয়েছেন শীর্ষ নেতারা। এই ফাটল এখনই মেরামত না করতে পারলে যে আগামী দিনে বিপদ ঘনাতে পারে, তা আঁচ করেই সব গোষ্ঠীকে নিয়ে আলোচনা চালাচ্ছে তালিবান। যদি সব ঠিক থাকে, তা হলে শুক্রবারই সরকার ঘোষণার পথে হাঁটতে পারে তারা। তবে তেমন সম্ভবনা দেখা যাচ্ছে না বলে ওই সূত্রের দাবি।