
শক্তিশালী ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল ইরান (Iran)। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯। ভূমিকম্পের ফলে অন্ততপক্ষে ৭ জনের মৃত্যু (Death) হয়েছে। সূত্রের খবর, আহত হয়েছেন ৪৪০ জন। ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের অনেক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু হয়ে গিয়েছে।
শনিবার রাতে ভূমিকম্পের তীব্রতায় কেঁপে ওঠে ইরানের ভূমি। ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খোয়াই শহরে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ইরানের গণমাধ্যমের মতে, ভূমিকম্পে এখন পর্যন্ত ৭ জন মারা গিয়েছে। আর ৪৪০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
ইরানের জরুরি পরিষেবার মুখপাত্র মোজতবা খালেদি ভূমিকম্পে নিহত ও আহতদের বিষয়ে রাষ্ট্রীয় গণমাধুমকে জানিয়েছেন। এদিকে, ইরানের ইসফাহানে একটি মিলিটারি প্ল্যান্টে বিকট বিস্ফোরণও ঘটে। ইরানে প্রতিরক্ষামন্ত্রকের পক্ষ থেকে দাবি করা হয়েছে ড্রোন হামলার কারণেই সেই মিলিটারি প্ল্যান্টে বিস্ফোরণ হয়েছে।