
পাঞ্জশিরঃ রাতেই ব্ল্যাক হক হেলিকপ্টার ও আধুনিক অস্ত্র নিয়ে পাঞ্জশির দখল এ ঝাঁপিয়ে পড়েছিল তালিবানরা । নর্দান অ্যালাইন্স এর সঙ্গে প্রবল গুলির লড়াইয়ের পর দ্রুত পালিয়ে বাঁচার চেষ্টা করে তালিবানরা । তবে ১২০ জন তালিবান বন্দুকবাজ কে যুদ্ধ বন্দি করেছে নর্দান অ্যালাইন্স। তালিবানরা আবার ও পরাজিত হল নর্দান আলাইন্স এর কাছে ।
হেলিকপ্টার নিয়ে এসেও যুধ্যে নর্দান অ্যালাইন্স এর কাছে হার মানতে বাধ্য হলো তালিবান। প্রায় ৪০ তালিবানি বন্দুকবাজ নিকেশ হল বলে দাবি রেসিস্টেন্স ফোর্সের মুখপত্র ফাইম দেশীর ।অন্যদিকে তালিবান ঐক্যে ফাটল দেখা দিয়েছে। তালিবানের বিবাদমান দুই গোষ্ঠীর মধ্যে মতবিরোধ প্রকাশ্যে এসেছে। বাদাখশন ও পুস্তখান গোষ্ঠীর মতানৈক্য।
পুস্তখান তালিবান গোষ্ঠী বাদাখশন গোষ্ঠীকে অপমান করছে। এমনটাই অভিযোগ বাদাখশন তালিবান গোষ্ঠীর। বাদাখশন তালিবান গোষ্ঠীর নেতাকে তিন ঘণ্টা আটকে রাখার অভিযোগ। বাদাখশন তালিবান গোষ্ঠীর নেতার থেকে অস্ত্র কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে।অন্যদিকে ইতিমধ্যেই তালিবান ঐক্যে ফাটল দেখা দিয়েছে।