
পাঞ্জশিরঃ মার্কিন সেনা দেশ ছাড়তেই গোটা আফগানিস্তান দখলে নিয়েছে তালিবান। রাজধানী কাবুল-সহ দেশের ৯৮ শতাংশই তাদের দখলে। তবে বলতে গেলে পাঞ্জশির এখনও তালিবানের গলার কাঁটা হয়েই রয়েছে। আর তাই সেই কাঁটা উপড়ে ফেলতে আরও তৎপর হয়ে উঠেছে তালিবান। এই পরিস্থিতিতে যুদ্ধ বিরতির ডাক দিল প্রতিরোধ বাহিনী তথা নর্দান অ্যালায়েন্স । বর্তমান পরিস্থিতিতে আলোচনার ডাক দেওয়া হয়েছে তাঁদের পক্ষ থেকে। তালিবান সরকার গঠন করবে । সেই সরকার এর কাজ কর্ম কেমন হবে তা নিয়ে যথেষ্ট সংশয়ে রয়েছেন দেশের মানুষ ।
ইতিমধ্যে তাদের মধ্যে তালিবান এর সম্পর্ক, তাদের অতীত এর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সেখানকার স্থানীয়রা । পাঞ্জশির জুড়ে প্রবল যুদ্ধের পর ছড়িয়ে আছে তালিবানদের দেহ । এদিকে, তালিবানের সঙ্গে লড়াইয়ে বড় ক্ষতির মুখে পড়ল প্রতিরোধ বাহিনী। রবিবারের সংঘর্ষে প্রতিরোধ বাহিনীর মুখপাত্র তথা আহমেদ মাসুদের অন্যতম ঘনিষ্ঠ সঙ্গী ফহিম দাস্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে প্রতিরোধ বাহিনীও। এছাড়া মৃত্য হয়েছে আরও এক মাসুদ ঘনিষ্ঠের।
রবিবারই আফগানিস্তানের জাতীয় প্রতিরোধ বাহিনীর তরফে ফেসবুক পোস্ট করে ফহিমের মৃত্যুর খবর জানানো হয়। ওই পোস্টে বলা হয়, “অত্যন্ত দুঃখ ও শোকের সঙ্গে জানানো হচ্ছে যে, আজকের যুদ্ধে আমাদের দুই ভাই ও যোদ্ধাদের হারিয়েছি। আমির সাহিব আহমেদ মাসুদের অফিসের প্রধান ফহিম দাস্তি এবং জেনারেল সাহিব আব্দুল ওয়াদুদ জোর শহিদ হয়েছেন। তোমাদের সেলাম।” আফগান সাংবাদিক ফ্রুড বেজহানও টুইটে ফহিম দাস্তির মৃত্যুর খবর জানান।