
মর্মান্তিক বাস দুর্ঘটনা পাকিস্তানে (Pakistan)। চলন্ত বাসে আগুন (Fire) লেগে জীবন্ত দগ্ধ (Burned Alive) হয়ে মৃত্যু হল ১৬ জনের। নিহতদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশুরাও। পাকিস্তানের ফয়সলাবাদে বাসে অগ্নিদগ্ধ হওয়ার এই ঘটনাটি ঘটে। রবিবার ভোরে ওই দুর্ভাগ্যজনক ঘটনায় গুরুতর জখম ১৫ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কীভাবে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা? পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, করাচি থেকে ইসলামাবাদ যাচ্ছিল বাসটি। বাসে প্রায় ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিল। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই ডিজেল ড্রামবাহী এক গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। আর তারপরই তাতে আগুন লেগে যায়। দুর্ঘটনায় দুই গাড়ির চালকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা দ্রুত ছুটে গিয়ে আগুন নেভাতে শুরু করে। আর দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের উদ্ধারে তৎপর হন। বাসের জানলা ভেঙেও বের করে আনা হয় যাত্রীদের। পুলিস সূত্রে জানা গিয়েছে, আহতদের সকলেরই অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
উল্লেখ্য, এর আগেও পাকিস্তানে একাধিক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে বহু। বারবার এমন ঘটনা ঘটায় আতঙ্কিত সাধারণ যাত্রীরাও।