
ভয়াবহ বিস্ফোরণ ইতালিতে। বিস্ফোরণের (Blast) ঘটনাটি ঘটেছে ইতালির (Italy) মিলানে। বিস্ফোরণের জেরে পাশে থাকা গাড়ি গুলিতেও আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চার পাশ। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিস (Police) ও দমকল বাহিনী। শুরু হয় আগুন নেভানোর কাজ। পুলিসের প্রাথমিক অনুমান, সিলিন্ডার বোঝাই গাড়িতে আগুন লাগার ফলেই বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে অন্তত পাঁচটি গাড়ি এবং চারটি বাইক সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। এমনকি কয়েকটি গাড়ির ক্ষতিও হয়েছে। তবে বিস্ফোরণে হতাহতের কোনও খবর নেই। তবে পুলিস ওই গোটা এলাকাটি ঘিরে রেখেছে।
Several vehicles are in flames in the center of Milan in northern Italy after an explosion, possibly coming from a van full of oxygen bottles #Milano#Italy #BreakingNEWS pic.twitter.com/h01NOJ9uKH
— D® Phil (@philabouzeid) May 11, 2023
জানা গিয়েছে, আচমকাই মিলানের পোর্তা রোমানার একটি জায়গায় দাঁড়িয়ে থাকা একটি সিলিন্ডারের গাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের অভিঘাতে বেশ খানিকটা উড়ে যায় গাড়িটি। আশপাশে পার্ক করে রাখা গাড়ি এবং বাইকেও আগুন ধরে যায়। বিস্ফোরণস্থলের পাশেই রয়েছে একটি স্কুল এবং একটি নার্সিংহোম। বিস্ফোরণের পরেই সেখান থেকে পড়ুয়া এবং রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।