Breaking News
Abhishek: 'ডাকলেই যেতে হবে নাকি! পঞ্চায়েতের পরে দেখা যাবে', ইডির তলব নিয়ে আক্রমণাত্মক অভিষেক      Abhishek: নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেককে তলব ইডির      Abhisekh: লক্ষ্মীবারে অভিষেকের লক্ষ্মীকে আটকাতে পারলো না ইডি ও দিল্লির আধিকারিকরা      Mamata: 'এবার কি বাথরুমেও ঢুকবে সিবিআই!' বুধে রাজ্য জুড়ে সিবিআই হানা নিয়ে সরব মমতা      CBI: এবার রাজ্যের একাধিক পুরসভায় সিবিআই হানা, সঙ্গে প্রায় ১ হাজার আধিকারিক      Governer: করমণ্ডলে দুর্ঘটনায় মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আবেগঘন রাজ্যপাল      Balasore: করমণ্ডল কাণ্ডে মৃতদেহে পচন, মৃতদেহ সংরক্ষণ করতে বিশেষ কন্টেনার আনছে এইমস      Mourning: বাতাসে লাশের গন্ধ, এ হৃদয় যেন মৃত্যুর শোক কাটিয়ে ওঠে      Railway: অসংক্ষরিত টিকিটের ক্ষেত্রে পরিচয় পত্রের ব্যবস্থা থাকলে মৃতের পরিবার হয়ত টাকাটা পেত!      Railway: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় পরিবারের কেউ নিখোঁজ! সনাক্ত করতে বিশেষ ব্যবস্থা রেলের     

আন্তর্জাতিক

Afghanistan: পাঞ্জশিরে যুদ্ধবিরতির ডাক মাসুদ বাহিনীর !

পাঞ্জশিরঃ মার্কিন সেনা দেশ ছাড়তেই গোটা আফগানিস্তান দখলে নিয়েছে তালিবান। রাজধানী কাবুল-সহ দেশের ৯৮ শতাংশই তাদের দখলে। তবে বলতে গেলে পাঞ্জশির এখনও তালিবানের গলার কাঁটা হয়েই রয়েছে। আর তাই সেই কাঁটা উপড়ে ফেলতে আরও তৎপর হয়ে উঠেছে তালিবান। এই পরিস্থিতিতে যুদ্ধ বিরতির ডাক দিল প্রতিরোধ বাহিনী তথা নর্দান অ্যালায়েন্স । বর্তমান পরিস্থিতিতে আলোচনার ডাক দেওয়া হয়েছে তাঁদের পক্ষ থেকে। তালিবান সরকার গঠন করবে । সেই সরকার এর কাজ কর্ম কেমন হবে তা নিয়ে যথেষ্ট সংশয়ে রয়েছেন দেশের মানুষ ।

ইতিমধ্যে তাদের মধ্যে তালিবান এর সম্পর্ক,  তাদের অতীত এর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সেখানকার স্থানীয়রা । পাঞ্জশির  জুড়ে প্রবল যুদ্ধের পর ছড়িয়ে আছে তালিবানদের দেহ । এদিকে, তালিবানের সঙ্গে লড়াইয়ে বড় ক্ষতির মুখে পড়ল প্রতিরোধ বাহিনী। রবিবারের সংঘর্ষে প্রতিরোধ বাহিনীর মুখপাত্র তথা আহমেদ মাসুদের অন্যতম ঘনিষ্ঠ সঙ্গী ফহিম দাস্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে প্রতিরোধ বাহিনীও। এছাড়া মৃত্য হয়েছে আরও এক মাসুদ ঘনিষ্ঠের।

রবিবারই আফগানিস্তানের জাতীয় প্রতিরোধ বাহিনীর তরফে ফেসবুক পোস্ট করে ফহিমের মৃত্যুর খবর জানানো হয়। ওই পোস্টে বলা হয়, “অত্যন্ত দুঃখ ও শোকের সঙ্গে জানানো হচ্ছে যে, আজকের যুদ্ধে আমাদের দুই ভাই ও যোদ্ধাদের হারিয়েছি। আমির সাহিব আহমেদ মাসুদের অফিসের প্রধান ফহিম দাস্তি এবং জেনারেল সাহিব আব্দুল ওয়াদুদ জোর শহিদ হয়েছেন। তোমাদের সেলাম।” আফগান সাংবাদিক ফ্রুড বেজহানও টুইটে ফহিম দাস্তির মৃত্যুর খবর জানান।

2 years ago
Afghanistan: রণক্ষেত্রে পঞ্জশির! ৬০০ তালিবান-কে মারল নর্দান অ্যালাইন্স

পঞ্জশিরঃ আফগানিস্তানের দখল নিলেও, পঞ্জশির প্রদেশ এখনও হাতছাড়া তালিবানদের। নর্দান অ্যালাইন্সের দাপটে ওই এলাকার দখল নিতে পারছে না জেহাদিরা।  

যদিও তালিবান দাবি করেছে পঞ্জশির তাদের দখলে এসেছে। অপরদিকে নর্দান অ্যালাইন্স ওই উড়িয়ে দিয়ে,জানিয়েছে পঞ্জশির তাদের দখলেই রয়েছে। পাশাপাশি আমরুল্লাহ সালেহর পালানোর খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি। 

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার থেকে পঞ্জশিরে তালিবান এবং নর্দান অ্যালাইন্সের মধ্যে ফের গুলির লড়াই শুরু হয়েছে। নর্দান অ্যালাইন্সের মুখপাত্র ফাহিম দশতি টুইটে জানান, ইতিমধ্যে ৬০০ জনেরও বেশি তালিবান জঙ্গি মারা গিয়েছে। আত্মসমর্পন করেছে প্রায় ১০০০ তালিবান বাহিনী। 

প্রতিরোধ বাহিনীর পরাক্রমের সামনে অস্ত্র প্রত্যাহার করেছে হাজারেরও বেশি জঙ্গি। তারা আত্মসমর্পন করেছে।

মূলত পঞ্জশিরে তালিবানের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে আফগানিস্তানের প্রাক্তন উপরাষ্ট্রপতি আমিরুল্লাহ সালেহ এবং আহমেদ মাসুদের দলবল। যা নর্দান অ্যালাইন্স নামে পরিচিত।

তালিবানদের কাছে গলার কাঁটা হয়ে রয়েছে কাবুল থেকে মাত্র ১১০ কিলোমিটার দূরের হিন্দুকুশ ঘেরা স্বাধীন পঞ্জশির। বাধ্য হয়ে ‘ওয়ারলর্ড’ আহমেদ মাসুদ ও সালেহর সঙ্গে আলোচনার টেবিলে বসতে চাইছিল তালেবরা। কিন্তু সেই কথায় কান দেননি তাঁরা। বাবার মতোই জেহাদি গোষ্ঠীটির সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন মাসুদ। আর গোড়া থেকেই প্রতিরোধ গড়ে তোলার কথা বলে আসছেন সালেহ। 



2 years ago
Syed Ali Shah Geelani: কাশ্মীরের নেতার মৃতদেহ মোড়া পাকিস্তানের পতাকায়!

কাশ্মীরের পাকপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানির মৃতদেহ পাকিস্তানের পতাকায় মুড়ে দেওয়ার অভিযোগ। অজ্ঞাতপরিচয় অভিযুক্তদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করল পুলিশ। কাশ্মীর পুলিশ সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিছু ভিডিও-য় দেখা গিয়েছে, সমাধিস্থ করার আগে গিলানির মৃতদেহ ঢেকে দেওয়া হয় পাকিস্তানের পতাকা  দিয়ে।

সেই ভিডিও প্রকাশ্যে আসতেই স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করেছে পুলিশ।দেশভাগের সময় ভারতের সঙ্গে কাশ্মীরের যোগ দেওয়া থেকে শুরু করে নব্বইয়ে উপত্যকায় সন্ত্রাসবাদীদের রক্তপাত ও কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যা-সহ বেশ কিছু অধ্যায়ের সাক্ষী ছিলেন সৈয়দ আলি শাহ গিলানি।বারবারই পাকিস্তানের হয়ে কাজ করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। অনেক ক্ষেত্রেই যে তা মিথ্যা নয়, সেকথা সর্বজনবিদিত। পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে ‘হুরিয়ত কনফারেন্সে’র মধুচন্দ্রিমার কথাও নতুন কিছু নয়।

দীর্ঘদিন থেকেই বিচ্ছিন্নতাবাদী কাজকর্মে জড়িত থাকার অভিযোগে গৃহবন্দি ছিলেন গিলানি। ২০২০ সালে অভ্যন্তরীণ কলহের জেরে হুরিয়তের নেতৃত্বের পদ থেকে ইস্তফা দেন তিনি। কাশ্মীরবাসীর স্বার্থকে জলাঞ্জলি দিয়ে হুরিয়তের কিছু নেতা আর্থিক তছরুপে মেতে রয়েছেন। তাছাড়া সেই সময় শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার অভিযোগ করেন তিনি। 

2 years ago


Afghanistan: তালিবানের সঙ্গে আইএসআই যোগ সামনে এল!

কাবুলঃ তালিবান সরকার গঠনের অনুষ্ঠানে বিশেষ অতিথি আইএসআই প্রধান জেনারেল ফাইয়াজ হামিদ। কূটনৈতিক মহলের মতে, কার্যত আফগানিস্তানের তালিবান যে আই এস আই এর প্রক্সি ফেস। সেই ছবি দ্রুত সামনে আসছে। 

পাক গুপ্তচর সংস্থা আইএসআই। আগেই অভিযোগ উঠেছিল তালিবানকে মদত দিচ্ছে আইএসআই। এমনকি কাশ্মীরেও সন্ত্রাস চালাতে পারে। 

সরকার গঠনের আগেই কাবুল সহ আফগানিস্তান জুড়ে উল্লাস তালিবানদের। তালিবানি শাসন এ দেশের নতুন সরকার গঠন এর সাফল্যের উদযাপন করতে বিভিন্ন শহর ও মফস্বলে আফগানিস্তান এর সংস্কৃতি মন্ত্রক থেকে এমন ই পোস্টার দেওয়া হয়েছে ।

আফগানিস্তানে নয়া সরকারের ঘোষণা করতে চলেছে জেহাদিরা। তাদের 'সুপ্রিম লিডার' হাইবাতুল্লা আখুন্দজাদার নেতৃত্বে আফগানিস্তানে চলবে তালিবান সরকার। টোলো নিউজ সূত্রে খবর, ইতিমধ্যে সরকারের গঠন কাঠামো ঠিক করে ফেলেছে তারা।

হাইবাতুল্লা আখুন্দজাদাকে মাথায় বসিয়ে তার অধীনে কাজ করবে একজন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট। খবরটি নিশ্চিত করেছেন তালিবান কালচারাল কমিশনের এক সদস্য Anamullah Samangani। গত ছ'মাস ধরে তালিবান সদস্য এবং শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করেননি হাইবাতুল্লা আখুন্দজাদা।

তবে অন্য একটা সূত্রের দাবি, সরকার গঠনের আগেই ক্ষমতার ভাগাভাগি নিয়ে হক্কানি গোষ্ঠী এবং কন্দহরের ইয়াকুব গোষ্ঠীর মধ্যে যে মতবিরোধ তৈরি হয়েছে, তা সামাল দিতেই কন্দহরে ছুটে গিয়েছেন শীর্ষ নেতারা। 

2 years ago
Afghanistan: পাঞ্জশির কি তালিবানের দখলে?

আফগানিস্তানে প্রতিরোধের আরেক নাম পাঞ্জশির । ‘সিংহের উপত্যকা’ বারবার রক্তাক্ত করেছে তালিবানকে । এবারও পাহারঘেরা প্রদেশটি থেকে জেহাদিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন বিখ্যাত মুজাহিদ কমান্ডার আহমেদ শাহ মাসুদের পুত্র আহমেদ মাসুদ। তাঁর সঙ্গে যোগ দিয়েছেন আফগানিস্তানের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ।

তালিবানের শান্তি আলোচনার পালটা পাঞ্জশিরের যোদ্ধারা বার্তা দিয়েছেন, ‘কথা নয়, যুদ্ধ হবে।’ কিন্তু শুক্রবার উদ্বেগ উসকে পাঞ্জশির দখল করার দাবি জানিয়েছে তালিবান। এদিকে  আফগানিস্তান ছেড়ে পালিয়ে যাওয়ার খবর ভিত্তিহীন , গুজব বলে জানালেন নর্দান আলাইন্স নেতা আমিরুল্লা সালেহ । তিনি আফগানিস্তানেই আছেন । যুদ্ধের ময়দানে আছেন।দেশ ছেড়ে পালাইনি জানাল আমিরুল্লা সালেহ। উল্লেখ্য, আফগানিস্তান  জয় করেও স্বস্তি নেই তালিবানের।

এখনও তাদের গলার কাঁটা হয়ে রয়েছে কাবুল থেকে মাত্র ১১০ কিলোমিটার দূরের হিন্দুকুশ ঘেরা স্বাধীন পঞ্জশির। বাধ্য হয়ে ‘ওয়ারলর্ড’ আহমেদ মাসুদ ও সালেহর সঙ্গে আলোচনার টেবিলে বসতে চাইছিল তালেবরা। কিন্তু সেই কথায় কান দেননি তাঁরা। বাবার মতোই জেহাদি গোষ্ঠীটির সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন মাসুদ। আর গোড়া থেকেই প্রতিরোধ গড়ে তোলার কথা বলে আসছেন সালেহ। 


2 years ago


Exclusive: এবার পাঞ্জশির আম জনতা হাতে বিধ্বস্ত তালিবান,দেখুন সেই ভিডিও

সত্যজিৎ মুখোপাধ্যায়ঃ আফগানিস্তানে গণতন্ত্রের শেষ ঠিকানা এখন পাঞ্জশির। তবে তালিবান শীর্ষ নেতৃত্বের একেবারেই না পসন্দ পাঞ্জশির এই গণতান্ত্রিক ব্যবস্থা। আধুনিক চেতনা বোধ। তাই ব্ল্যাক হেলিকপ্টার , ভারী সাঁজোয়া গাড়ি নিয়ে বার বার হামলা চালাচ্ছে তালিবান। হামলা চলছে পার্বান,বালগাম অঞ্চলে।  

কিন্তু নর্দান অ্যালাইন্স এর জোর প্রতিরোধে সুবিধা করতে পারছে না তালিবান বন্দুকবাজরা। পাঞ্জশির নর্দান অ্যানাইন্সের প্রতিরোধ এর মুখে পড়ে পালাতে থাকে তালিবান বন্দুকবাজরা। সেই সময় দল ছুট হয়ে যায় বেশ কয়েকজন তালিবান যোদ্ধা। ধরা পড়ে যায় পাঞ্জশির আম জনতার হাতে। 

তালিবান বন্দুকবাজদের গাড়ি ভর্তি বন্দুক। কিন্তু পরাজিত তালিবদের সারা শরীর ক্ষত-বিক্ষত। রক্তাক্ত তালিবান। বলা যায়,সাধারণ মানুষের হাতে পরে নাজেহাল অবস্থা তালিবানদের। 

নারী স্বাধীনতায় তালিবানরা বিশ্বাস করে না কিন্তু পাঞ্জশির করে। তাই তালিবানদের বিরুদ্ধে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার লড়াইতে নর্দান অ্যালাইন্সকে যোগ্য সঙ্গত করছেন সেখানকার মহিলারা। নর্দান অ্যালাইন্স যোদ্ধাদের খাদ্য সরবরাহ থেকে ট্রেঞ্চ তৈরিতেও সমান সহযোগিতা করছে নারী বাহিনী।  

এদিকে বৃহস্পতিবার রাত ভর গুলি যুদ্ধের পর পাঞ্জশির সংলগ্ন পার্বান প্রদেশ এর রাজধানী চারিকার দখলে নিলো নর্দান অ্যালাইন্স। একই সঙ্গে সালাঙ জেলা ও নর্দান অ্যালাইন্স এর দখলে এসেছে বলে খবর। 


2 years ago
Solar-storms: পৃথিবীর দিকে ধেয়ে আসছে সৌর ঝড়, স্তব্ধ হতে পারে ইন্টারনেট পরিষেবা

ফের সৌর ঝড়ের মুখোমুখি পৃথিবী। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষক সঙ্গীতা আবদু জ্যোতি, আরভিন এবং ভিএমওয়্যার রিসার্চের প্রকাশিত একটি নতুন রিপোর্ট অনুসারে, যদি এটি  বৃহৎ সৌর ঝড় হয়, তবে এটি ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণ হতে পারে। ভয়ঙ্কর হতে পারে এই ঝড়। এই সৌর ঝড়ের প্রভাবে তছনছ হয়ে যেতে পারে গোটা পৃথিবীর ইন্টারনেট পরিষেবা। স্তব্ধ হয়ে যেতে পারে যাবতীয় কাজকর্ম। বিশেষজ্ঞদের ভাষায় এই পরিস্থিতি 'internet apocalypse'।ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে সাধারণত ফাইবার অপটিক ব্যবহার করা হয়।

গত সপ্তাহেই SIGCOMM 2021 সম্মেলনে এই তথ্য তুলে ধরেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার এই গবেষক।গবেষণায় বলা হয়েছে,যদি নেটওয়ার্কের রিপিটারগুলি অফলাইনে চলে যায়, তাহলে সেই ঘটনা ইন্টারনেট ব্ল্যাকআউট তৈরি করার জন্য যথেষ্ট। সমস্যায় পড়তে পারে সেই সব দেশ, যারা কেবল আন্ডারসি কেবল থেকে আসা ইন্টারনেটের উপর নির্ভর করে।

এই সৌর ঝড় সূর্যের বায়ুমন্ডল থেকে উদ্ভুত। পৃথিবীর চৌম্বকীয় শক্তির ক্ষেত্রের দ্বারা প্রভাবিত হয়ে শক্তি বৃদ্ধি করছে ক্রমশ। ফলে পৃথিবীর ওপর এর প্রভাব মারাত্মক ভাবে পড়বে। এদিকে নাসা জানিয়েছে, সৌর ঝড়ের ফলে উপগ্রহ সংকেত বাধাগ্রস্ত হতে পারে। সৌর ঝড়ের কারণে পৃথিবীর বাইরের বায়ুমণ্ডল উত্তপ্ত হতে পারে যা উপগ্রহের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। ইন্টারনেট পরিষেবা অনেকটা ধ্বংসের মুখে পড়বে।

2 years ago
Afghanistan: আজই নয়া সরকার গঠন করতে পারে তালিবান

কাবুলঃ আফগানিস্তানে ক্ষমতা দখলের প্রায় দু'সপ্তাহ পর আজ শুক্রবার সরকার গড়তে পারে তালিবান। সূত্রের খবর, শুক্রবারের নমাজ পাঠের পরেই নয়া সরকারের ঘোষণা করতে পারে জেহাদিরা। তাদের 'সুপ্রিম লিডার' হাইবাতুল্লা আখুন্দজাদার নেতৃত্বে আফগানিস্তানে চলবে তালিবান সরকার। টোলো নিউজ সূত্রে খবর, ইতিমধ্যে সরকারের গঠন কাঠামো ঠিক করে ফেলেছে তারা।

হাইবাতুল্লা আখুন্দজাদাকে মাথায় বসিয়ে তার অধীনে কাজ করবে একজন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট। খবরটি নিশ্চিত করেছেন তালিবান কালচারাল কমিশনের এক সদস্য Anamullah Samangani। গত ছ'মাস ধরে তালিবান সদস্য এবং শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করেননি হাইবাতুল্লা আখুন্দজাদা।

তবে অন্য একটা সূত্রের দাবি, সরকার গঠনের আগেই ক্ষমতার ভাগাভাগি নিয়ে হক্কানি গোষ্ঠী এবং কন্দহরের ইয়াকুব গোষ্ঠীর মধ্যে যে মতবিরোধ তৈরি হয়েছে, তা সামাল দিতেই কন্দহরে ছুটে গিয়েছেন শীর্ষ নেতারা। এই ফাটল এখনই মেরামত না করতে পারলে যে আগামী দিনে বিপদ ঘনাতে পারে, তা আঁচ করেই সব গোষ্ঠীকে নিয়ে আলোচনা চালাচ্ছে তালিবান। যদি সব ঠিক থাকে, তা হলে শুক্রবারই সরকার ঘোষণার পথে হাঁটতে পারে তারা। তবে তেমন সম্ভবনা দেখা যাচ্ছে না বলে ওই সূত্রের দাবি।

2 years ago


Afghanistan: রাতে পঞ্জশিরে গুলির লড়াই, ফের পিছু হটল তালিবান

আফগানিস্তানে গণতন্ত্রের  এখন একমাত্র ঠিকানা পাঞ্জশির  । তবে সারা দেশের দখল হাতে নেওয়ার পর , পাঞ্জশির এর দখল নিতে মরিয়া তালিবান । আধুনিক ব্ল্যাক হক হেলিকপ্টার , মেশিন গান সব কিছু নিয়ে তারা বারবার  ঝাঁপিয়ে পড়ছে পাঞ্জশির এর ওপর । তবে আমিরুল্লা সালেহ এর নেতৃত্বে নর্দান আলাইন্স তালিবদের সেই হামলা কে বরং রুখে দিচ্ছে ।

বৃহস্পতিবার ও পাঞ্জশির এর বিস্তীর্ন অংশে আবার ও হামলা চালায় তালিবান । রুখে দেয় নর্দান আলাইন্স । রাত ভোর অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। আফগানিস্তানের অধিকাংশ এলাকা তালিবানের কব্জায় এলেও পাঞ্জশির উপত্যকা এখনও তাঁদের দখলে আসেনি। উল্টে সেখানে ঢুকতে গিয়ে গত কয়েক দিনে বাধার মুখে পড়তে হয়েছে তালিব যোদ্ধাদের।

ওই এলাকা দখলের জন্য এ বার সর্বশক্তি দিয়ে ঝাঁপানোর কথা ঘোষণা করল তালিবান। জানিয়ে দিল, পঞ্জশির দখল করতে ইতিমধ্যেই রওনা হয়েছে শয়ে শয়ে তালিব যোদ্ধা। নর্দান  অ্যালাইন্স   এর  সঙ্গে প্রবল গুলির লড়াইয়ের পর দ্রুত পালিয়ে বাঁচার চেষ্টা করে তালিবানরা । তবে ১২০  জন তালিবান বন্দুকবাজ কে যুদ্ধ বন্দি করেছে নর্দান অ্যালাইন্স।

তালিবানরা আবার ও পরাজিত হল নর্দান আলাইন্স এর কাছে ।হেলিকপ্টার নিয়ে এসেও যুধ্যে নর্দান  অ্যালাইন্স এর কাছে হার মানতে বাধ্য হলো তালিবান। প্রায় ৪০ তালিবানি বন্দুকবাজ নিকেশ হল বলে দাবি রেসিস্টেন্স ফোর্সের মুখপত্র ফাইম দেশীর ।অন্যদিকে তালিবান ঐক্যে ফাটল দেখা দিয়েছে।

2 years ago
বিশ্বজুড়ে আচমকাই স্তব্ধ Instagram, সবচেয়ে বেশি সমস্যায় ভারত

নয়াদিল্লিঃ আচমকাই বিশ্বের বিভিন্ন প্রান্তে স্তব্ধ হয়ে গেল Instagram! কোনও এক অজ্ঞাত কারণে বিশ্বের বিভিন্ন জায়গায় হঠাৎই কাজ করছে না ইনস্টাগ্রাম। সব চেয়ে বেশি সমস্যায় পড়েছে ভারতের গ্রাহকরা। দেশের বহু গ্রাহক ইতিমধ্যেই টুইটে জানিয়েছেন, তাঁরা অ্যাপে Instagram লগ ইন করতে পারছেন না। গ্রাহকদের অভিযোগ, Android এবং iOS দুই জায়গা থেকেই Instagram অ্যাপ লোড হতে সমস্যা হচ্ছে।

যদিও Facebook এবং WhatsApp এর সার্ভার Insta-র সঙ্গে যুক্ত থাকলেও, এই দুটি প্ল্যাটফর্মে লগ-ইন সংক্রান্ত বা অন্যান্য কোনও সমস্যা দেখা যায়নি। 

অভিযোগ,Instagram এর সমস্যার জন্য গ্রাহকদের বেশ ঝক্কি পোহাতে হচ্ছে। কারণ, Instagram ইদানিং কালে আর শুধু মাত্র একটি ছবি বা ভিডিয়ো শেয়ার করার প্ল্যাটফর্ম হিসেবেই সীমাবদ্ধ নয়। বহু ছোট ও মাঝারি ব্যবসায়ীর অর্থ উপার্জনের অন্যতম মাধ্যম এখন ইনস্টা। 

কতক্ষণে সমস্যা মিটবে সেই প্রশ্নই করেছেন অধিকাংশ গ্রাহক। সংস্থার তরফে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। এই প্রথমবার নয়, সাম্প্রতিকালে একাধিকবার ফেসবুক মেসেঞ্জার ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ধরনের ঘটনা ঘটতে দেখা গিয়েছে।   

2 years ago


Exclusive: তালিবানদের খোঁজে জোর তল্লাশি নর্দান অ্যালাইন্স সেনাবাহিনীর,দেখুন ভিডিও

সত্যজিৎ মুখোপাধ্যায়ঃ বৃহস্পতিবার সকাল থেকেই পাঞ্জশির বিভিন্ন পার্বত্য অঞ্চলে নতুন করে টহলদারি শুরু করলো নর্দান অ্যালাইন্স। রাতেই হেলিকপ্টার ও প্রচুর আধুনিক অস্ত্র নিয়ে তালিবান বাহিনী ঝাঁপিয়ে পড়ে পাঞ্জশির ওপর। দুপক্ষের তুমুল লড়াই এ পরাজিত হয় তালিবান। ১২০ তালিবান বন্দুকবাজ এই মুহূর্তে নর্দান অ্যালাইন্স এর হাতে বন্দী। 

তবে সূত্রের খবর, পর্বত ঘেরা এই পাঞ্জশির বিভিন্ন অংশে লুকিয়ে আছে তালিবান বন্দুকবাজরা। সকাল থেকে তাদের খোঁজেই নেমেছেন নর্দান অ্যালাইন্স এর যোদ্ধারা। 

রাতেই ব্ল্যাক হক হেলিকপ্টার ও আধুনিক অস্ত্র নিয়ে পাঞ্জশির দখলে ঝাঁপিয়ে পড়েছিল তালিবানরা। নর্দান অ্যালাইন্সের সঙ্গে প্রবল গুলির লড়াইয়ের পর  দ্রুত পালিয়ে বাঁচার চেষ্টা করে তালিবানরা। 

অর্থাৎ নর্দান অ্যালাইন্সের কাছে ফের পরাজিত হলো তালিবান। হেলিকপ্টার নিয়ে এসেও যুধ্যে নর্দান অ্যালাইন্সের কাছে হার মানতে বাধ্য হলো। প্রায় ৪০ তালিবানি বন্দুকবাজ নিকেশ হলো বলে দাবি রেসিস্টেন্স ফোর্সের মুখপত্র ফাইম দেশীর। এছাড়া খাওয়াক অঞ্চল এখনও নর্দান অ্যালাইন্সের দখলে রয়েছে।  


2 years ago
Syed Ali Shah Geelani: গৃহবন্দী অবস্থায় মৃত্যু পাকিস্তানপন্থী শাহ গিলানির

শ্রীনগরঃ প্রয়াত জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানি ।মৃত্যুকালে  গিলানির বয়স হয়েছিল ৯২ বছর। বুধবার শ্রীনগরে নিজের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন ‘পাকিস্তানপন্থী’ ওই প্রাক্তন হুরিয়ত কনফারেন্স নেতা।দীর্ঘদিন থেকেই বিচ্ছিন্নতাবাদী কাজকর্মে জড়িত থাকার অভিযোগে গৃহবন্দি ছিলেন গিলানি।

২০২০ সালে অভ্যন্তরীণ কলহের জেরে হুরিয়তের নেতৃত্বের পদ থেকে ইস্তফা দেন গিলানি। কাশ্মীরবাসীর স্বার্থকে জলাঞ্জলি দিয়ে হুরিয়তের কিছু নেতা আর্থিক তছরুপে মেতে রয়েছেন এবং শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন বলে সেই সময় অভিযোগ করেন তিনি।

নয়ের দশক থেকে কাশ্মীর উপত্যকায় বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুরিয়ত কনফারেন্সকে  নেতৃত্ব দিয়ে গিয়েছেন পাকপন্থী নেতা সৈয়দ আলি শাহ গিলানি। পরবর্তী সময়ে হুরিয়তের কট্টরবাদী আদর্শকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে উঠে আসেন মধ্যপন্থায় বিশ্বাসী তরুণ নেতা মিরওয়াইজ ওমর ফারুক।

তারপরই তৈরি হয় মতবিরোধ।দেশভাগের সময় ভারতের সঙ্গে কাশ্মীরের যোগ দেওয়া থেকে শুরু করে নব্বইয়ে উপত্যকায় সন্ত্রাসবাদীদের রক্তপাত ও কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যা-সহ বেশ কিছু অধ্যায়ের সাক্ষী ছিলেন তিনি। বিশেষ করে, বারবারই পাকিস্তানের হয়ে কাজ করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

2 years ago
Afghanistan: শতাধিক তালিবান বন্দুকবাজকে যুদ্ধ বন্দি করল নর্দান অ্যালাইন্স

পাঞ্জশিরঃ রাতেই ব্ল্যাক হক হেলিকপ্টার ও আধুনিক অস্ত্র নিয়ে পাঞ্জশির দখল এ ঝাঁপিয়ে পড়েছিল  তালিবানরা  । নর্দান  অ্যালাইন্স   এর  সঙ্গে প্রবল গুলির লড়াইয়ের পর দ্রুত পালিয়ে বাঁচার চেষ্টা করে তালিবানরা । তবে ১২০  জন তালিবান বন্দুকবাজ কে যুদ্ধ বন্দি করেছে নর্দান অ্যালাইন্স। তালিবানরা আবার ও পরাজিত হল নর্দান আলাইন্স এর কাছে ।

হেলিকপ্টার নিয়ে এসেও যুধ্যে নর্দান  অ্যালাইন্স এর কাছে হার মানতে বাধ্য হলো তালিবান। প্রায় ৪০ তালিবানি বন্দুকবাজ নিকেশ হল বলে দাবি রেসিস্টেন্স ফোর্সের মুখপত্র ফাইম দেশীর ।অন্যদিকে তালিবান ঐক্যে ফাটল দেখা দিয়েছে। তালিবানের বিবাদমান দুই গোষ্ঠীর মধ্যে মতবিরোধ প্রকাশ্যে এসেছে। বাদাখশন ও পুস্তখান গোষ্ঠীর মতানৈক্য।

পুস্তখান তালিবান গোষ্ঠী বাদাখশন গোষ্ঠীকে অপমান করছে। এমনটাই অভিযোগ বাদাখশন তালিবান গোষ্ঠীর। বাদাখশন তালিবান গোষ্ঠীর নেতাকে তিন ঘণ্টা আটকে রাখার অভিযোগ। বাদাখশন তালিবান গোষ্ঠীর নেতার থেকে অস্ত্র কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে।অন্যদিকে ইতিমধ্যেই তালিবান ঐক্যে ফাটল দেখা দিয়েছে।


2 years ago


Afghanistan: তালিবানদের গুড়িয়ে দিল নর্দান অ্যালাইন্স,দেখুন ভিডিও

পাঞ্জশিরে প্রবেশ এর পর তালিবানদের কি অবস্থা হলো। কতটা পর্যদুস্ত হলো তালিবানরা। নর্দান অ্যালাইন্স এর ভিডিও তে ধরা পড়ল সেই ছবি।

আবারও পরাজিত তালিবান। মঙ্গলবার রাতে পাঞ্জশির ও খাওয়াক অঞ্চলে অতর্কিত হামলা চালায় তালিবান বন্দুকবাজরা। তা রুখে দেয় নর্দান অ্যালাইন্স এর ন্যাশনাল রেসিস্টেন্স ফোর্স। এর পরই ভীত সন্ত্রস্ত তালিবানরা সেখান থেকে পালিয়ে যায়  বলে খবর। 

অন্যদিকে ইতিমধ্যেই তালিবান ঐক্যে ফাটল দেখা দিয়েছে। তালিবানের বিবাদমান দুই গোষ্ঠীর মধ্যে মতবিরোধ প্রকাশ্যে এসেছে। বাদাখশন ও পুস্তখান গোষ্ঠীর মতানৈক্য। পুস্তখান তালিবান গোষ্ঠী বাদাখশন গোষ্ঠীকে অপমান করছে। এমনটাই অভিযোগ বাদাখশন তালিবান গোষ্ঠীর। বাদাখশন তালিবান গোষ্ঠীর নেতাকে তিন ঘণ্টা আটকে রাখার অভিযোগ। বাদাখশন তালিবান গোষ্ঠীর নেতার থেকে অস্ত্র কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 

আফগানিস্তান জুড়ে এখন শুধুই তালিবান রাজ। প্রত্যন্ত গ্রামে থেকে রাজধানী কাবুল সর্বত্র শুধুই কালাশনিকভ রাইফেল হাতে তালিবানি রক্ত চক্ষু। তারই মাঝে শুধুমাত্র গণতন্ত্র জেগে আছে পাঞ্জশির প্রদেশ-এ।  সেখানে আমিরুল্লা সালেহ ও মাসুদ আহমেদ এর নেতৃত্বে তালিবানকে আগেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল নর্দান অ্যালাইন্স।


2 years ago