Breaking News
Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে     

tiger

Kolkata: রেড পান্ডার পরিবর্তে কলকাতায় এল একজোড়া সাইবেরিয় বাঘ, গন্তব্য...

রেড পান্ডার পরিবর্তে একজোড়া সাইবেরিয়ান বাঘ। শনিবার শনিবার সন্ধ্যায় এমিরেটস এর বিমানে কলকাতায় এসে পৌঁছয় এই বাঘ জোড়া। জানা গিয়েছে, এর মধ্যে একটি পুরুষ ও একটি মহিলা বাঘ রয়েছ। লারা এবং আকামাস। তবে তাদের স্থায়ী ঠিকানা কলকাতা চিড়িয়াখানা নয়। গন্তব্য দার্জিলিং চিড়িয়াখানা। কলকাতা বিমানবন্দর থেকে সড়কপথে অ্যানিম্যাল অ্যাম্বুল্য়ান্সে করে দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

মূলত এক্সচেঞ্জ পদ্ধতিতেই এই বাঘ দুটিকে নিয়ে আসা হল এখান। ভারত থেকে দুটি লাল পান্ডা পাঠানো হয়েছে সাইবেরিয়াত। কাঠের বাক্সের মধ্যে করে নিয়ে আসা হয় এই দুটি বাঘকে। দু’জনেরই বয়স এক বছরের বেশি।

5 months ago
Tiger 3: 'টাইগার ৩' দেখতে গিয়ে প্রাণ সংশয়! প্রেক্ষাগৃহে ফাটানো হল বাজি, কী বললেন 'ভাইজান'

১২ নভেম্বর, দীপাবলির দিন মুক্তি পেয়েছে 'টাইগার ৩'। সলমান খানের বহু প্রতীক্ষিত ছবি টাইগার ৩ দেখার জন্য মুখিয়ে ছিলেন তাঁর অনুরাগীরা। প্রথম দিনেই ৪৪ কোটির ব্যবসা করেছে এই সিনেমা। জানা গিয়েছে, তাঁর ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পরই দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। কিন্তু তাঁদের এই উচ্ছ্বাস মুহূর্তের মধ্যেই আতঙ্কের পরিবেশে পরিণত হয়। সম্প্রতি এক ভিডিও ভাইরাল হতে শুরু হয়েছে, যেখানে দেখা গিয়েছে, ছবিতে এন্ট্রি নিচ্ছেন ভাইজান, আর সেসময়ই প্রেক্ষাগৃহের মধ্যেই শুরু হয় বাজি ফাটানো। আতঙ্কিত হয়ে পড়েন দর্শকরা। অনেকে বেড়িয়েও যান প্রেক্ষাগৃহ থেকে। ঘটনাটি মহারাষ্ট্রের নাসিক জেলার মালেগাঁওয়ের একটি সিনেমাহলের। ভিডিও ভাইরাল হতেই কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। অভিযোগ দায়ের করা হলে, আটকও করা হয় ২ জনকে।

বিগত কয়েক বছর ধরেই সলমানের খানের ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। কিন্তু টাইগার ৩ নিয়ে আশাবাদী ছিলেন অনুরাগীরা। ফলে এই ছবির মুক্তি নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে। কিন্তু অনুরাগীদের এমনই উন্মাদনা যে, প্রাণ সংশয়ের মধ্যে পড়তে হয় অনেককেই। আচমকা হলের মধ্যে তুবড়ি, রকেট জ্বালানোর ফলে সেখানে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু তেমনটা না ঘটলেও হলের মধ্যেই হুড়োহুড়ি পড়ে যায় যায়। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সংবিধানের ১১২ ধারায় চবনী পুলিস স্টেশনে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পাশাপাশি দুই ব্যক্তি আটকও হয়। এবার সেই প্রেক্ষিতেই মুখ খুললেন ‘টাইগার’ সলমান।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাইজান লেখেন, "আমি 'টাইগার ৩' চলাকালীন প্রেক্ষাগৃহের মধ্যে আতসবাজি ফাটানোর কথা শুনলাম। এটি অত্যন্ত বিপজ্জনক। নিজেদের ও অন্যদের জীবন বিপদে না ফেলে বরং সকলে মিলে সিনেমাটা উপভোগ করুন। সাবধানে থাকুন।"

5 months ago
Katrina: রশ্মিকার পর এবারে সাইবার ক্রাইমের শিকার ক্যাটরিনা, আপত্তিকর ছবি ফাঁস অভিনেত্রীর

অভিনেত্রী রশ্মিকা মান্দানার (Rashmika Mandana) পর এবারে সাইবার ক্রাইমের শিকার বলি অভিনেত্রী ক্য়াটরিনা কাইফ (katrina Kaif)। রশ্মিকার ডিপফেক ভিডিও নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সারা দেশজুড়ে। এই ঘটনার তীব্র প্রতিবাদ করে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন একাধিক তারকা। রশ্মিকার বিকৃত ভিডিও নিয়ে প্রথমে সরব হয়েছিলেন অমিতাভ বচ্চন। কিন্তু ক্যাটরিনারও বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই এই ঘটনার নিন্দা করেছেন নেটিজেনরাও।

সম্প্রতি অভিনেত্রী ক্যাটরিনা কাইফের একটি বিকৃত ছবি ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। দেখা গিয়েছে, 'টাইগার ৩'-এর তোয়ালা পরে অ্যাকশন করার দৃশ্যটিকে বিকৃত করা হয়েছে। টাইগার ৩-এর ট্রেলার বের হওয়ার পর যেখানে দেখা যায় ক্যাটরিনাকে তোয়ালা পরে লড়াই করতে, সেখানে বিকৃত ছবিতে দেখা যাচ্ছে, ক্যাটরিনার পরনে তোয়ালার বদলে রয়েছে সাদা রংয়ের বিকিনি। এছাড়াও তাঁর চেহারাতেও আনা হয়েছে পরিবর্তন। তবে প্রায় সবারই জানা, এই ছবি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই-এর মাধ্য়মে বিকৃত করা হয়েছে।

ফলে একাধিকবার অভিনেত্রীদের ছবি, ভিডিও নিয়ে কারসাজি করায় এবারে ক্ষুব্ধ, সাধারণ মানুষ। বিকৃত ছবি শেয়ার করার জন্য নেটিজেন ও অভিনেত্রীদের অনুরাগীরা দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

6 months ago


Tiger: সুন্দরবনের লোকালয়ে বাঘের আতঙ্ক! ধনচির জঙ্গল জাল দিয়ে ঘিরল বনদফতর

শীতের আগেই সুন্দরবনের লোকালয়ে বাঘের আতঙ্ক। বাঘের পায়ের ছাপ ঘিরে শোরগোল পড়ে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার গোবর্ধনপুর উপকূল থানার এল-প্লট শ্রীধরনগর এলকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে। নিমেষেই বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর দেওয়া হয় বনদফতর ও পুলিসকে। ইতিমধ্যেই পুলিস ও বনকর্মীরা এলাকায় টহল দেওয়া শুরু করেছে। জেলার বিভাগীয় বনাধিকারিকের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে।

লোকালয় লাগোয়া খালের পাড় ও ধনচির জঙ্গল জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে যাতে বাঘ কোনভাবেই লোকালয়ে ঢুকতে না পারে। বাঘ ধরতে দুটি খাঁচাও পাতা হয়েছে। পাশাপাশি বাঘের সঠিক অবস্থান জানতে ড্রোনের মাধ্যমেও তল্লাশি চালানো হচ্ছে।

বনদফতর জানিয়েছে, বাঘটি সম্ভবত ধূলাভাসানির জঙ্গল থেকে বেরিয়ে প্রথমে ঠাকুরান নদী পেরিয়ে ধনচির জঙ্গলে আসে। সেখান থেকে আবার খাল পেরিয়ে চলে আসে লোকালয়ে। বাঘের পায়ের ছাপ দেখে বনকর্মীদের অনুমান বাঘটি ফের ধনচির জঙ্গলে ঢুকে পড়েছে। ধনচির জঙ্গলের প্রায় চার কিলোমিটার এলাকা জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। বাঘ ধরতে সবধরনের ব্যবস্থা নিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন, দক্ষিণ ২৪ পরগনার বিভাগীয় বনাধিকারিক (ডিএফও) মিলনকান্তি মণ্ডল।

6 months ago
Salman-Arijit: ৯ বছরের দূরত্ব ঘুচল! অবশেষে সলমান খানের সিনেমায় অরিজিতের গান

তবে কি অবশেষে ঝগড়ার 'ইতি' হল! বৃহস্পতিবার 'ভাইজান' এমনটাই ইঙ্গিত দিলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন, অরিজিৎ এবারে তাঁর ছবিতে গান গাইতে চলেছেন। অর্থাৎ 'টাইগার ৩'-এ সলমান খানের জন্য এই প্রথম প্লেব্যাক করতে চলেছেন অরিজিৎ সিং (Arijit Singh)। ফলে এর থেকেই অনুমান করা হচ্ছে, তাঁদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল, তার অবশেষে ইতি হয়েছে।

১৯ অক্টোবর, বৃহস্পতিবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সলমান খান তাঁর ও ক্যাটরিনার এক ছবি পোস্ট করেছেন ও ক্যাপশনে জানিয়েছেন, 'টাইগার ৩'-এর গানের প্রথম ঝলক ও এই গানটি গেয়েছেন অরিজিৎ সিং। তিনি লেখেন, "পেহেলি গানে কি পেহেলি ঝলক। লেকেপ্রভুকানাম! ওহ হ্যাঁ, ইয়ে হ্যায় অরিজিৎ সিং কা পেহেলা গান মেরে লিয়ে।" তিনি আরও জানিয়েছেন, ২৩ অক্টোবর গানটি মুক্তি পেতে চলেছে। সবার 'প্রিয়' অরিজিৎ-এর গান ও তার সঙ্গে নাচবেন সলমান ও ক্যাটরিনা। ফলে সলমান ও অরিজিতের এই যুগলবন্দি দেখতেই মুখিয়ে রয়েছেন ভাইজান ও অরিজিৎ অনুরাগীরা।

প্রসঙ্গত, ১২ নভেম্বর দিওয়ালিতে মুক্তি পেতে চলেছে 'টাইগার ৩'। হিন্দি, তামিল এবং তেলুগু ভাষাতে এই ছবিটি মুক্তি পেতে চলেছে।

6 months ago


Tiger 3: দেশ ও পরিবার বাঁচাতে অ্যাকশন অবতারে সলমান, রণংদেহি ক্যাটরিনা, প্রকাশ্যে 'টাইগার ৩'-এর ট্রেলার

ফের সলমান (Salman Khan) ও ক্যাটরিনার (Katrina Kaif) জুটি। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেল মণীশ শর্মা পরিচালিত ছবি টাইগার ৩-এর (Tiger 3) ট্রেলার। পূর্ব নির্ধারিত দিন অনুযায়ীই, ১৬ অক্টোবর ঠিক দুপুর ১২ টায় মুক্তি পেল 'টাইগার ৩'-এর ট্রেলার। সলমান খানের অ্যাকশন থেকে শুরু করে ক্যাটরিনার অ্যাকশন, সবটাই তাক লাগানোর মত। রণংদেহি রূপ দেখা যায় ক্যাটরিনার। তবে নজর কাড়ল ইমরান হাশমির লুক। এই ছবিতে তিনি ভিলেন-এর চরিত্রে অভিনয় করতে চলেছেন। ফলে বহুদিন পর পর্দায় তাঁকে এমন চরিত্রে দেখে বেজায় খুশি তাঁর অনুরাগীরা। এখন শুধুই ছবি মুক্তি পাওয়ার অপেক্ষা।

চলতি বছরের ১২ নভেম্বর অর্থাৎ দিওয়ালিতে মুক্তি পেতে চলেছে স্পাই ইউনিভার্স-এর টাইগার ৩। ট্রেলারের শুরুতেই দেখতে পাওয়া যাচ্ছে 'টাইগার' সলমান খানকে ধামাকাদার অ্যাকশন করতে। আবার দেশ ও পরিবারের জন্য টাইগারকে কান্নায় ভেঙে যেতেও দেখা গেল ট্রেলারে। দেশ না পরিবার, কাকে বাঁচাবেন টাইগার, সেই প্রশ্নই থেকে যাচ্ছে ট্রেলার দেখে।

অন্যদিকে ভিকি পত্নীর রণংদেহি রূপ সলমানকেও যেন ছাপিয়ে গেল। নজর কাড়ল তোয়ালা পরেই ক্যাটরিনার অ্যাকশনের সিন। তবে একেবারে অন্য রূপে ধরা দিলেন ইমরান হাশমি। ভিলেনের চরিত্রে সলমানের মুখোমুখি ইমরান। তাঁদের মুখোমুখি পর্দায় দেখার জন্য অপেক্ষায় অনুরাগীরা। আরও জানা গিয়েছে, ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকেও। তবে তাঁর ঝলক দেখা যায়নি ট্রেলারে। ফলে এখন ১২ নভেম্বরের অপেক্ষায় সলমান ভক্তরা। এখন এটাই দেখার যে বলিউডের 'সুলতান' কি বক্স অফিসে 'বাদশা'-কে ছাপিয়ে যেতে পারবে?

6 months ago
Sunny: বিয়ের নিমন্ত্রনে গিয়ে বিপাকে বলি তারকা টাইগার শ্রফ, সানি লিওনিরা

কলকাতা-সহ তিন শহরে হানা। নগদ-সহ ৪১৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। এই ঘটনার তদন্ত করতে গিয়ে কার্যত চোখ কপালে কেন্দ্রীয় এজেন্সির কর্তাদের। এই ঘটনার তদন্তের সূত্র ধরেই এবার উঠে এলে বলিউডের একঝাঁক তারকার নাম। যে তালিকায় রয়েছেন সানি লিওনি থেকে টাইগার শ্রফের মতো বলি সেলেবরা।

ইডি সূত্রে খবর, একটি অনলাইন বেটিং প্ল্যাটফর্মের নাম মহাদেব বুক অ্যাপ। যার মালিক সৌরভ চন্দ্রাকরের বিয়েতে দুবাই গিয়েছিল বলিউড। গত ফেব্রুয়ারি মাসে এই বিয়ে হয়েছিল। নাগপুর থেক ফ্লাইটে দুবাই গিয়েছিলেন বলিউড সেলেবরা। এই ঘটনায় এবার তাঁদেরই সমন পাঠানো হবে। অনলাইন বেটিং চক্রের সঙ্গে তাঁদের কী যোগ, তা খতিয়ে দেখতেই বলিউড তারকাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

ওই সূত্রে আরও দাবি করা হয়েছে, এর আগে অ্যাপের সাকসেস পার্টিতেও সৌরভের নিমন্ত্রণে একাধিক বলিউড তারকা উপস্থিত হয়েছিলেন। জানা গিয়েছে বিয়ের অনুষ্ঠানে খরচ হয়েছিল মাত্র ২৭ কোটি টাকা। দুবাইয়ে হোটেল বুকিংয়ের জন্য নগদ ৪২ কোটি টাকা দেওয়া হয়েছিল।

7 months ago
Tiger: বাঘের ভয়ে আতঙ্কিত গ্রামবাসী, দেখা মিলল বাঘের মতো এক অজানা প্রাণীর

গভীর রাতে বাঘের (Tiger) আতঙ্ক। এবার বাঘের ভয়ে ঘুম উড়ে গেল দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের নামখানা ব্লকের নাদাভাঙা গ্রামের বাসিন্দাদের। স্থানীয়দের দাবি, শনিবার সন্ধ্যায় বাঘের মতো এক অজানা জন্তুর দেখা পাওয়া গিয়েছে। এমনকি মিলেছে পায়ের ছাপ ও শোনা গিয়েছে গর্জন। যার ফলে আতঙ্ক গ্রাস করেছে পুরো গ্রামকে। যদিও এখনও পর্যন্ত কোনও জন্তুর দেখা পাওয়া যায়নি। এই ঘটনার পর খবর দেওয়া হয় বন দফতরের নামখানা বিট অফিসে। 

শনিবার রাত থেকে বাঘের আতঙ্কে গ্রামের পুরুষ ও মহিলারা লাঠিসোঁটা নিয়ে পাহারা দিতে শুরু করেছেন। খবর পেয়ে রাতে গ্রামে বিট অফিসার সহ বন দফতরের কর্মীরা আসেন। নাদাভাঙা গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে হাতানিয়া-‌দোয়ানিয়া নদী। অদূরে আছে বড় জঙ্গল। সুন্দরবনের এই এলাকায় বাঘের অস্তিত্ব না থাকলেও গ্রামবাসীরা ভয়ে কাঁটা। বিট অফিসার নিখিলরঞ্জন ভুঁইয়া জানিয়েছেন, অতীতে সুন্দরবনের এই এলাকায় বাঘের দেখা মেলেনি। তবে বড় বাঘরোল হতে পারে কিংবা ভাম বিড়াল। এই পুরো বিষয়ে নজর রাখা হচ্ছে।

8 months ago


Tiger 3: 'টাইগার থ্রি'-তেও থাকছে ক্যাটরিনার নাচের জাদু, ভিডিও ফাঁস সামাজিক মাধ্যমে

'এক থা টাইগার' ছবিতে ক্যাটরিনার 'মাশাল্লাহ' (Mashallah) গানের নাচে মোহিত হয়েছিলেন দর্শকেরা। গানের তাল, এর বেলি ডান্সের জাদুতে ভেসে গিয়েছিলেন দর্শকেরা। টাইগার থ্রি (Tiger 3) ছবির কথা ঘোষণা হতেই, ক্যাটরিনা ভক্তদের প্রশ্ন ছিল, এই সিনেমায় ক্যাটরিনাকে (Katrina Kaif) বিশেষ কোনও গানে নাচতে দেখা যাবে না? এই প্রশ্নের খানিকটা উত্তর বর্তমানে সামাজিক মধ্যে ঘুরে বেড়াচ্ছে।

ক্যাটরিনার একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। বিদেশের রাস্তায় নাচতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তাঁর সামনে রয়েছে শ্যুটিংয়ের ক্যামেরা। আর পিছনে সারিবদ্ধ হয়ে নাচ করছিলেন ব্যাক আপ ডান্সাররা। যে গানে নাচ করছিলেন, ভিডিওতে তাও শোনা গিয়েছে। তাল শুনে নেটিজেনদের ধারণা, গানটি অনেকটা মাশাল্লাহর ছন্দের মতোই শোনাচ্ছিল। তাই ক্যাটরিনা ভক্তরা নিশ্চিত, ওই গানটি 'মাশাল্লাহ'রই আরেকটি পর্ব।

প্রসঙ্গত, ক্যাটরিনাকে ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পর 'ফোন বুথ' ছবিতেই শেষবার দেখা গিয়েছিল। সিনেমাটি বক্স অফিসে তেমন সফল হয়নি। এরপর অভিনেত্রীকে দেখা যাবে, টাইগার থ্রি সিনেমায়। চলতি বছরের দিওয়ালিতে মুক্তি পথে চলেছে ছবিটি। সলমান ও ক্যাটরিনার ছবিকে দর্শক আবারও ভালোবাসা দেন কি না, সেটাই এখন দেখার। এই ছবিতে শাহরুখ খানকেও দেখা যাবে। যশরাজ ফিল্মস হলিউড থেকে অ্যাকশন পরিচালক মার্ক জিজ্যাককে আনতে চলেছেন। অ্যাভেঞ্জার্স খ্যাত এই পরিচালকের হাতেই যেতে পারে টাইগার থ্রিয়ের ধামাকেদার দৃশ্যগুলি পরিচালনার দায়িত্ব।


8 months ago
Siliguri: সন্তান হারা হল কিকা, বেঙ্গল সাফারি পার্কে শোকের ছায়া!

আরও একবার সন্তান হারা (Death Child) হল কিকা। বুধবার মৃত্যু হয়েছে কিকার দ্বিতীয় সন্তানের। ঘটনায় শোকের ছায়া নেমেছে  শিলিগুড়ির (Siliguri) বেঙ্গল সাফারি পার্কের অন্দরমহলে। বেঙ্গল সাফারি পার্ক সূত্রে খবর, বেঙ্গল সাফারি পার্কের একমাত্র সাদা বাঘ (Tiger) হল কিকা। গত ১২ জুলাই দুটো শাবকের জন্ম দিয়েছিল বেঙ্গল সাফারির সাদা রয়্যাল বেঙ্গল টাইগার কিকা। কিন্তু জন্মের পরের দিনই মৃত্যু হয় কিকার একটি শাবকের। তারপর থেকে সবকিছু ঠিকঠাকই ছিল। তবে চলতি মাসের বুধবার কিকা-র দ্বিতীয় শাবকেরও মৃত্যু হয়েছে বেঙ্গল সাফারি পার্কে। প্রথমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও অবশেষে ঘটনাটি প্রকাশ্যে আসে।

সাফারি পার্ক সূত্রে খবর, অপুষ্টিজনিত কারণেই দ্বিতীয় শাবকের মৃত্যু হয়েছে। দু তিন ধরে শাবকটি কিকার দুধ পান করা বন্ধ করে দিয়েছিল। যার জেরেই মৃত্যু হয়েছে ওই শাবকটির। এই ঘটনায় রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, শাবকটি জন্মের পর থেকেই শারীরিকভাবেই দুর্বল ছিল। সামনের দিকের একটি পা ছিল না জন্ম থেকেই। শুরু হয়েছিল চিকিৎসাও। কিন্তু কোনও সুরাহা হয়নি।


8 months ago


Sundarban: কাঁকড়া ধরতে গিয়েছিলেন স্বামী ও স্ত্রী, বাঘের হানায় এক লহমায় বদলে গেল জীবন...

আবারও বাঘের হামলায় মৃত্যু হল সুন্দরবনের এক মৎস্যজীবির। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে সুন্দরবন এলাকার অন্তর্গত চুলকাঠি জঙ্গলের কাছে। এই ঘটনার খবর পেয়ে সোমবার দুপুরে ওই মৎস্যজীবির মৃত দেহ উদ্ধার করেন বন কর্মীরা। বনদফতর সূত্রে খবর, মৃতর নাম অনেশ্বর ফকির বয়স(৫৬)। স্থানীয় সূত্রে খবর, তিনি কাকদ্বীপের গনেশনগর এলাকার বাসিন্দা ছিলেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৯ জুলাই অনেশ্বর ফকির এবং তাঁর স্ত্রী ভগবতী ফকির কাঁকড়া ধরার জন্য জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এরপর হঠাৎ সেখানে বাঘ হানা দেয় এবং আচমকাই অনেশ্বরের উপর বাঘ আক্রমণ করে। এরপর তাঁর স্ত্রী ভগবতী ফকির বাড়িতে ফোন করে এই ঘটনা জানান। খবর পাওয়া মাত্রই কান্নায় ভেঙে পড়েন পরিবার-পরিজনেরা। পরে পরিবারের লোক কাকদ্বীপ থানায় ও  চুলকাঠি বন দফতরে বিষয়টি জানান। খবর পেয়েই চুলকাঠি জঙ্গলের বন কর্মীরা ওই মৎস্যজীবির তল্লাশি শুরু করেন। সোমবার দুপুরে মৎস্যজীবির মৃত দেহ উদ্ধার করেন বন কর্মীরা। 

এই ভয়াবহ ঘটনায় এখনও আতঙ্কিত অনেশ্বেরর স্ত্রী ভগবতী ফকির। এদিন তিনি জানান, রবিবার কাঁকড়া ধরতে গেলে হঠাৎ করে অনেশ্বরের উপর বাঘ আক্রমণ করে। তিনি আরও বলেন 'আমি বাঁচানোর চেষ্টা করতে গেলে, মুহূর্তের মধ্যেই তাঁকে বাঘ টেনে নিয়ে যায়।' এই ঘটনায় এখনও শোকস্তব্ধ গোটা এলাকা। 

9 months ago
Tiger: সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কবলে মৎস্যজীবী, আহত অবস্থায় উদ্ধার

সুন্দরবনে (Sundarban) কাঁকড়া ধরতে গিয়ে বাঘের (Tiger) হামলার মুখে পড়লেন এক মৎস্যজীবী (fisherman)। শুক্রবার সুন্দরবনের বিজুয়াড়া জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে ঘটনাটি ঘটে। বাঘের হামলায় গুরুতর আহত হয় ওই মৎস্যজীবী। জানা গিয়েছে, আহত মৎস্যজীবীর নাম দিলু মল্লিক (৫১)। পাথরপ্রতিমার জি-প্লট গ্রাম পঞ্চায়েতের সত্যদাসপুরের বাসিন্দা।

আহতের স্ত্রী জানিয়েছেন, শুক্রবার সকালে জি প্লটের সত্যদাসপুর থেকে দিলু তাঁর মেয়ে ও স্ত্রী এবং এক প্রতিবেশীকে নিয়ে নৌকাতে করে কাঁকড়া ধরতে বেরিয়েছিল। এরপর বিজয়াড়ার জঙ্গলের কাছে মাছ কাঁকড়া ধরার সময় আচমকা রয়্যাল বেঙ্গল টাইগার ঝাঁপিয়ে পড়ে তার উপর। দিলুর মাথায় থাবা বসাতে থাকে। সেই সময় তাঁর স্ত্রী ও মেয়ে দেখতে পেয়ে নৌকায় থাকা লাঠি নিয়ে বাঘটিকে পাল্টা আক্রমণ করেন। সেই সময় দিলুকে ছেড়ে জঙ্গলে পালিয়ে যায় বাঘটি। আহত দিলুকে উদ্ধার করে পাথরপ্রতিমা ব্লক হাসপাতালে ভর্তি করেন তাঁর স্ত্রী।

 অবশেষে বাঘের মুখ থেকে লড়াই করে বেঁচে ফিরলেন দিলু। তবে শুক্রবার রাতে দিলুর অবস্থার অবনতি হলে পাথরপ্রতিমার ব্লক হাসপাতাল থেকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

10 months ago
Tiger3: 'করণ-অর্জুন' একসঙ্গে, 'টাইগার থ্রি'-তে দুই খানের দৃশ্যের শ্যুটিং শুরু কবে থেকে

খানেদের ধামাকা হতে চলেছে টেলিভিশন স্ক্রিনে। আবারও এক পর্দায় দেখা যেতে চলেছে সলমান (Salman Khan) ও শাহরুখকে (Shahrukh Khan)। পাঠান সিনেমায় এক ফাইটিং দৃশ্যে শাহরুখের পাশে দেখা গিয়েছিল ভাইজান অর্থাৎ সলমান খানকে। তখনই জানা গিয়েছিল, দুই তারকা যে এমনি এমনিই পর্দায় ধরা দিয়েছেন তা কিন্তু নয়, বরং এই দৃশ্য আসলে তাঁদের আসন্ন সিনেমার প্রচার। আসলে শাহরুখ ও সলমানকে একসঙ্গে দেখা যাবে 'টাইগার থ্রি' সিনেমায়। খুব তাড়াতাড়ি শ্যুটিংয়ে যোগ দিতে চলেছেন শাহরুখ।

পাঠানে যেমন ছোট একটি দৃশ্যে দেখা গিয়েছিল সলমান খানকে। একইভাবে এবার 'টাইগার থ্রি'তেও ছোট একটি দৃশ্যের অংশ হতে চলেছেন শাহরুখ। জানা গিয়েছে, ইতিমধ্যেই সিনেমার পরিচালক মনীশ শর্মা এবং প্রযোজক আদিত্য চোপড়া এই দৃশ্যের প্রস্তুতি সেরে ফেলেছেন। ৮ মে-র পরেই শুরু হতে পারে শ্যুটিং। বর্তমানে 'জওয়ান' সিনেমা নিয়ে ব্যস্ত বাদশা। ছোটোখাটো কাজগুলি সেরে ফেলছেন। সব ঠিক থাকলে জুনের ২ তারিখ দেশে বিদেশের মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি।

'টাইগার থ্রি'তে সলমান ও শাহরুখকে একই দৃশ্যে দেখবে বলে অধীর আগ্রহে রয়েছেন দর্শক। এমনিই বলিউডের এই দুই খান সমান জনপ্রিয়। পাঠানে একই দৃশ্যে দুই তারকাকে দেখে হল ফেটে পড়েছিল উচ্ছাসে। আসন্ন সিনেমাতেও যে তেমন মুহূর্ত তৈরী হতে চলেছে, তা নিয়ে আশাবাদী দর্শকেরা।

12 months ago


Viral: হাতির দলকে যেতে দেখে লুকিয়ে গেল বাঘ! ভিডিও দেখে হতবাক নেট দুনিয়া

বনে-জঙ্গলে দাপিয়ে চলে মাংসাশী প্রাণী বাঘ (Tiger)। নিরীহ প্রাণীদের শিকার করে চলে। বাঘের দাপটই আলাদা। কিন্তু এ কী কাণ্ড! হাতি (Elephant) দেখে নুইয়ে পড়ল বাঘ বাবাজি। এমনটাও হতে পারে! সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে তাই দেখা গিয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বাঘ জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার পথে চলে আসে একটি হাতির দল। আর তা দেখতেই অবাক করা কাণ্ড ঘটাল বাঘটি। এ যেন বাঘের এক অন্য রূপ।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বাঘ। তখনই পাশ থেকে একটি হাতির দল আসতেই বাঘ থেমে যায় ও পাশের ঝোপ-ঝাড়ে লুকিয়ে যায়। এরপর হাতিগুলো চলে যেতেই বাঘটিও উঠে ফের তার রাস্তায় হাঁটতে থাকে। এই ভিডিওটি আইএফএস অফিসার সুশান্ত নন্দ টুইটারে শেয়ার করেছেন। তবে তিনি বিষয়টি ভালোভাবে নিয়ে ক্যাপশনে লিখেছেন, 'এভাবেই বনে-জঙ্গলে প্রাণীরা যোগাযোগ করে ও সম্প্রীতি বজায় রাখে। বনের রাজা হাতির দলকে যাওয়ার জন্য রাস্তা দিল।'

হাতি ও বাঘের এই সম্পর্ক ও একে অপরের প্রতি এই ব্যবহার দেখে নেটিজেনারা 'দ্য জঙ্গল বুক'-এর প্রসঙ্গ টেনে এনেছেন। এই ভিডিও তাঁদের অবার করেছে যে কীভাবে বাঘ হাতি দেখে লুকিয়ে গেল। তবে এই ভিডিও দেখে এটা প্রমাণিত যে, জঙ্গলে সবারই সবার জায়গায় রাজা। কেউ কারোর থেকে কিছু কম নয়।

12 months ago
Tiger: জাতীয় উদ্যানে বাঘকে বিরক্ত করার অপরাধে গ্রেফতার সাফারি গাড়ি চালক

জাতীয় উদ্যানে বাঘকে (Tiger) উত্ত্যক্ত করার অভিযোগে গ্রেফতার (Arrest) সাফারি গাড়ি চালক (Driver)। কিছুদিন আগেই সাফারি গাড়ির দিকে বাঘের ধাওয়া করার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। তেমনি এবার উত্তরাখণ্ডের (Uttarakhand) জিম করবেট জাতীয় উদ্যানের কাছে এই ঘটনায় সাফারি গাড়ি চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিল বনদফতর। 

জানা গিয়েছে, বুধবার সকালে জিম করবেট জাতীয় উদ্যানে সাফারিতে গিয়েছিলেন এক দল পর্যটক। সেই সময় তাঁরা রাস্তার ঝোপের ধারে একটি বাঘ দেখতে পান। বাঘটিকে দেখা মাত্রই চালক গাড়িটিকে থামিয়ে দেন। বাঘ দেখে উৎসাহী হয়ে পড়েন পর্যটকরাও। তাঁদের মধ্যে কেউ কেউ ছবি আবার তোলেন। 

অভিযোগ, বাঘটিকে ঝোপের বাইরে আনার জন্য পর্যটকরা চিৎকার করতে থাকেন। বাঘটিকে উত্ত্যক্ত করায় সেটি ঝোপের বাইরে বেরিয়ে আসে। তার পরেও পর্যটকদের চিৎকার চেঁচামেচি থামেনি। আচমকাই বাঘটি সেই গাড়ি লক্ষ্য করে তেড়ে আসে। চালক গাড়িটিকে পিছিয়ে নিয়ে যান। বাঘটিও তাড়া করে কিছুটা যায়। কোনওরকম প্রাণে বেঁচে যান গাড়ির চালক। সমাজমাধ্যমে ভিডিওটি ভাইরাল হতেই পদক্ষেপ করে বন দফতর। বাঘটিকে উত্ত্যক্ত করার অভিযোগে গাড়ির চালককে বন্যপ্রাণ সুরক্ষা আইনে গ্রেফতার করে পুলিস।


12 months ago