Breaking News
Election 2024: শিরোনামে সেই কোচবিহার! তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত শীতলকুচি সহ একাধিক এলাকা      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে      BJP: ইস্তেহার প্রকাশ বিজেপির, 'এক দেশ এবং এক ভোট' লাগু করার প্রতিশ্রুতি      Fire: দমদমে ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন      Bengaluru Blast: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করল এনআইএ      Sheikh Shahjahan: 'সিবিআই হলে ভালই হবে', হঠাৎ ভোলবদল শেখ শাহজাহানের      CBI: সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের...     

swamp

Bagda: আড়াই একর জলাভূমি ভরাটের অভিযোগ, ক্ষুব্ধ বাগদার গ্রামের কৃষকরা

মাটি ফেলে প্রায় আড়াই একর জলাভূমি ভরাটের অভিযোগ উঠল স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে৷ বাগদা (Bagda) থানার আষারু গ্রাম পঞ্চায়েতের আমডোবা এলাকার ঘটনা। দিন কয়েক ধরে আষারু বাশঘাটা সড়কের পাশে এই জলাভূমি (Water Body) ভরাট নিয়ে স্থানীয় মানুষদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে৷ স্থানীয় গোপীবল্লভ নাথ ওই জমি নিজের বলে দাবি করেন।

তিনি বলেন, 'স্থানীয় কার্তিক পাল দলিল জাল করে নিজের নামে ওই জলাজমি বেআইনিভাবে ভরাট করছেন৷ আমরা একটি কোম্পানিকে দিয়েছিলাম। সেই কোম্পানি উঠে যাওয়ায় সেই জমি আমাদের নামেই রেকর্ড রয়েছে৷ বাগদা ভূমি রাজস্ব অফিসেও জানিয়েছে বিষয়টি৷' এমনকি ভরাটে বাধা দিলে ভয়-হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ৷

বৃহস্পতিবার সকালে বাসিন্দারা ওই এলাকায় গেলে মাটি ফেলার কাজ বন্ধ করে দেন শ্রমিকরা৷ অভিযোগ, 'ওই জলাভূমিতে চাষিরা পাট জাগ দেয়। এলাকার জল আসে এখানে, পাশাপাশি চাষিরাও এখানকার জল নিয়ে ক্ষেতের কাজ করেন৷ জলাভূমি ভরাট করলে সমস্যায় পড়বেন তাঁরাই৷' ভরাটের বিরুদ্ধে সরব হয়েছেন একাধিক স্থানীয় কৃষক৷ এদিন কার্তিক পালকে বাড়ি না পাওয়া গেলেও তার ছেলে বলেন, 'ওই জমির কাগজপত্র আমাদের আছে এবং বিএলআরও অফিসের অনুমতি নিয়েই ভরাট করা হচ্ছিল।' যদিও স্থানীয়দের বক্তব্য, 'বিএলআরও অফিসের অনুমতি ছাড়াই ভরাট করছে ওই ব্যক্তি৷' 

one year ago