Breaking News
Garden Reach: গার্ডেনরিচকাণ্ডে অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে পুরসভা ও আবাসিকের মধ্যে টানাপোড়েন      Garden Reach: ফের গার্ডেনরিচেই বেআইনি বহুতলের সন্ধান, শুরু বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ      Sandeshkhali: পোস্টার-বিরোধিতা অতীত, রেখাকে জড়িয়ে উচ্ছ্বাস সন্দেশখালিতে      Sandeshkhali: "শক্তি স্বরূপা" সম্বোধন প্রধানমন্ত্রীর, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন মোদীর      Holi: বসন্ত উৎসবে মেতে উঠেছে বিভিন্ন জেলা, জানুন কোথায় কিভাবে উদযাপিত হল রঙের দিবস      Garden Reach: গার্ডেনরিচ বিপর্যয়ে মৃত বেড়ে ১২, এখনও আশঙ্কাজনক বহু      CBI: আরও অস্বস্তিতে মহুয়া মৈত্র! কলকাতার ফ্ল্যাটে সিবিআই হানা      Delhi: আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল, সুপ্রিম কোর্টে জামিনের আবেদন খারিজ      Garden Reach: জেগে উঠছে পুর প্রশাসন! পুরসভায় জমা একাধিক অভিযোগ      High Court: টেটে প্রশ্নপত্র ভুলের মামলা, পর্ষদকে দিতে হবে বিশেষজ্ঞদের মতামত, নির্দেশ বিচারপতি মান্থার     

saudiarab

PM Modi: দ্বিপাক্ষিক বৈঠক সেরে একাধিক বিষয়ে মউ স্বাক্ষর করলেন মোদী ও মহম্মদ বিন সলমন

রবিবার শেষ হয়েছে জি-২০ সম্মেলন (G20 Summit)। তবে দেশে থেকে গিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন (Prince Mohammed bin Salman)। সোমবার তাঁর সঙ্গেই দ্বিপাক্ষিক বৈঠক সারলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। হায়দরাবাদ হাউসে বসেছিল সেই বৈঠক। সোমবার একাধিক ইস্যু নিয়ে মোদীর সঙ্গে আলোচনা হয় মহম্মদ বিন সলমনের। এর পাশাপাশি এদিন স্বাক্ষর করা হল একাধিক মউ (MoU)। এদিন বৈঠকের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, সৌদি আরব ভারতের অন্যতম বড় সহযোগী দেশ। দুই দেশের মধ্যে শান্তি এবং স্থিতাবস্থা বজায় রাখার বার্তাও দিয়েছেন তিনি।

সূত্রের খবর, গত ৮ ডিসেম্বর ভারতে আসেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন। জি-২০ সম্মেলনের পরই মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি, এমনটা আগেই জানা গিয়েছিল। ফলে সোমবারে বৈঠকে বসেন তাঁরা ও একাধিক মউ স্বাক্ষর হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এদিন বৈঠকে আর্থিক অবস্থা  থেকে শুরু করে বাণিজ্য, সংস্কৃতি, প্রতিরক্ষা, স্বাস্থ্য ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হবে। এর পর, এমইএ-এর মুখপাত্র অরিন্দম বাগচি এক্স অ্যাকাউন্টে জানিয়েছেন, সোমবার সৌদি আরবের যুবরাজ ও মোদীর মধ্যে কী কী বিষয়ে আলোচনা হতে পারে। পরে এও জানা গিয়েছে, বিনিয়োগ চুক্তির অধীনে নয়া দিল্লিতে একাধিক মউ স্বাক্ষর হয়েছে ভারত ও সৌদি আরবের মধ্যে।

7 months ago
Rakhi Sawant: এ কি অবতার রাখি সাওয়ান্তের! হিজাব পরে কোথায় পাড়ি দিলেন 'ড্রামা কুইন'

হিজাব পরে এক অন্য রূপে দেখা গেল বলিউডের চর্চিত ব্যক্তিত্ব রাখি সাওয়ান্তকে (Rakhi Sawant)। তিনি তাঁর নিজের জীবন ও জীবনের সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন ঘটনার জন্য সর্বদা খবরের শিরোনামে থাকেন। এবারেও তিনি এমন এক কাজ করে বসলেন, যা দেখে অবাক তাঁর অনুরাগী থেকে শুরু করে সমালোচকরা। সূত্রের খবর, রাখি সাওয়ান্ত এবারে পাড়ি দিলেন সৌদি আরবে, উদ্দেশ্য উমরাহ (Umrah)। আর তারই জন্য পরনে তাঁর হিজাব। আবার তিনি যে উমরাহ করতে যাচ্ছেন তা তিনি নিজেও সংবাদিকদের সামনে প্রকাশ্যে বলেন। আর তারই ভিডিও বর্তমানে ভাইরাল।

বেশ কয়েক মাস ধরেই রাখি সাওয়ান্ত ও তাঁর প্রাক্তন স্বামী আদিল খান দুরানি বেশ চর্চায় রয়েছেন। প্রাক্তন স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ আনার পর হাজতবাসও করতে হয় তাঁকে। আবার আদিলও রাখির বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন। এসব নিয়েই বিতর্ক তুঙ্গে। আর এই আবহেই রাখী চললেন সৌদি আরবে। জানা গিয়েছে, শুক্রবার সকালে রাখি উমরাহ পালন করতে সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছেন। বিমানে চড়েই এক ভিডিও তৈরি করেছেন রাখি। সেই সময় তাঁর পরনে ছিল হালকা হলুদ রংয়ের হিজাব। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, 'আসসালামুয়ালাইকুম। আমি খুব ভাগ্যবতী, কারণ প্রথমবার আমি উমরাহ করতে যাচ্ছি। আমার ডাক এসেছে। আমি খুব খুশি।  আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন। আমিও সবার জন্য দোয়া করব।'

View this post on Instagram

A post shared by Viral Bhayani (@viralbhayani)

তবে উমরাহ করতে যাওয়ার আগের দিনও রাখি আদিলের নামে আরও এক অভিযোগ আনেন। তিনি অভিযোগ করেন, আদিল তাঁর ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট হ্যাক করে রেখেছেন। আবার বাড়িতেও আদিল ও রাজশ্রি তাঁকে খুব অত্যাচার করছে। ফলে সব মিলিয়ে তাঁর জীবন এক সিনেমার গল্প থেকে কম কিছু নয়।

View this post on Instagram

A post shared by Viral Bhayani (@viralbhayani)

7 months ago
Ronaldo: বিকিনি পরে ছবি পোস্ট জর্জিনার! গার্লফ্রেন্ডের জন্য বিপাকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ফের বিপাকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তবে এবারে কারণটা একেবারেই আলাদা। নিজের খেলা বা নিজের জন্য কোনও বিতর্কে জড়াননি তিনি। বিতর্কে জড়িয়েছেন নিজের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের (Georgina Rodriguez) জন্য। একটি সোশ্যাল মিডিয়া পোস্ট, আর যা নিয়েই শুরু হয়েছে জল্পনা। সৌদির নিয়ম (Saudi Arabian Law) ভাঙার অভিযোগ উঠেছে জর্জিনার বিরুদ্ধে। তবে কী এমন কাণ্ড ঘটালেন রোনাল্ডোর প্রেমিকা?

সৌদি আরবের আল নাসের ক্লাবে যোগ দিয়েছেন রোনাল্ডো। আর সেই থেকেই সৌদি আরবেই নিজের প্রেমিকা ও সন্তানদের নিয়ে বসবাস শুরু করেছেন তিনি। তবে সৌদি আরবে থাকতে গেলে কিছু আইন মেনে চলতে হয়। আর সেই আইনগুলোর মধ্যেই একটি আইনের বিরুদ্ধে কাজ করে বসলেন জর্জিনা। বিকিনি পরে ছবি পোস্ট করলেন তিনি। আর তাতেই শুরু হয়েছে সমালোচনা। সেদেশে নিয়ম রয়েছে, সেদেশের মহিলারা অর্ধনগ্ন পোশাক পরতে পারবেন না। আর সেটাই করে বসলেন রোনাল্ডোর গার্লফ্রেন্ড।

View this post on Instagram

A post shared by Georgina Rodríguez (@georginagio)

সমাজমাধ্যমে পোস্ট করা একগুচ্ছ ছবিতে দেখা গিয়েছে, নীল বিকিনি পরে স্যুইমিং পুলে পা ডুবিয়ে বসে রয়েছেন জর্জিনা। আর এই ছবিগুলিই বিপাকে ফেলেছে রোনাল্ডো-সহ জর্জিনাকে। ফলে তাঁর বিরুদ্ধে সেদেশের আইন ভাঙার অভিযোগ উঠে আসছে। তবে সৌদি আরব প্রশাসনের তরফে এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। পরবর্তীতে এই নিয়ে আরও বিতর্কে জড়িয়ে পড়েন কিনা সেটাই এখন দেখার।

11 months ago


Sports: মেসির বিরুদ্ধে খেলতে নেমে চোখে কালশিটে রোনাল্ডোর, এখন কেমন আছেন সিআর সেভেন?

বিশ্বকাপের পর মাঠে নেমে চোখে কালশিটে ফেললেন সিআর সেভেন (CR7)। না পড়ে গিয়ে নয়, বরং নাভাসের ঘুষিতে চোখের নীচে কালশিটে রোনাল্ডোর (Christiano Ronaldo)। প্যারিস সঁ জা-র বিরুদ্ধে সৌদি আরবে (Saudi Arab) প্রথম ম্যাচ ছিল রিয়াধ অলস্টারের। বৃহস্পতিবার সেই ম্যাচেই লিওনেল মেসির দল এবং রোনাল্ডোর (Messi-Ronaldo) দলকে মুখোমুখি খেলতে দেখা গিয়েছে। ম্যাচ চলাকালীন বল বাঁচাতে গিয়ে পিএসজির গোলরক্ষক কেলর নাভাস ঘুষি মারেন রোনাল্ডোর মুখে। মুহুর্তের মধ্যেই চোখের নীচে কালশিটে পড়ে যান এই পর্তুগিজ তারকার। যদিও রিয়াধ অলস্টার ম্যাচটি হেরে যায়।

একসময় এই দুই ফুটবলার রিয়াল মাদ্রিদের হয়ে একসঙ্গে খেলতেন। আর সেই সহ-খেলোয়াড়ের ঘুষিতেই চোখের নীচ ফুলে যায় ক্রিশ্চিয়ানোর। তবে বলা বাহুল্য তিনি থেমে যাননি। এই অবস্থাতেই ম্যাচ সম্পূর্ণ করেন। দুটি গোলও করেন। ঘুষির জন্য পেনাল্টি পায় সৌদি আরব। সেখান থেকে একটি গোল করেন রোনাল্ডো। এরপর আরও একটি গোল করেন। এছাড়াও গোল করেছেন মেসি-এমবাপে। তবে পেনাল্টি পাওয়ার পরেও গোল করতে ব্যর্থ হন নেইমার। অলস্টারের গোলরক্ষক মহম্মদ আল ওয়েসিস তাঁর শট আটকে দেন। ৫-৪ গোলে ম্যাচ জিতল পিএসজি।

যদিও ঘুষি খাওয়ার পরও দু'জনকে একসঙ্গে মজা করতে দেখা গিয়েছে। আল নাসের এবং আল হিলাল-দুই দলকে মিলিয়ে তৈরি হয়েছিল রিয়াধ অলস্টার দলটি। সেই দলের অধিনায়ক হিসাবে খেলেছেন রোনাল্ডো। সৌদি আরবের ক্লাব আল নাসেরে সই করেন রোনাল্ডো। রবিবার এই দলের হয়ে ম্যাচ খেলবেন তিনি।

one year ago