Breaking News
Garden Reach: ফের গার্ডেনরিচেই বেআইনি বহুতলের সন্ধান, শুরু বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ      Sandeshkhali: পোস্টার-বিরোধিতা অতীত, রেখাকে জড়িয়ে উচ্ছ্বাস সন্দেশখালিতে      Sandeshkhali: "শক্তি স্বরূপা" সম্বোধন প্রধানমন্ত্রীর, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন মোদীর      Holi: বসন্ত উৎসবে মেতে উঠেছে বিভিন্ন জেলা, জানুন কোথায় কিভাবে উদযাপিত হল রঙের দিবস      Garden Reach: গার্ডেনরিচ বিপর্যয়ে মৃত বেড়ে ১২, এখনও আশঙ্কাজনক বহু      CBI: আরও অস্বস্তিতে মহুয়া মৈত্র! কলকাতার ফ্ল্যাটে সিবিআই হানা      Delhi: আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল, সুপ্রিম কোর্টে জামিনের আবেদন খারিজ      Garden Reach: জেগে উঠছে পুর প্রশাসন! পুরসভায় জমা একাধিক অভিযোগ      High Court: টেটে প্রশ্নপত্র ভুলের মামলা, পর্ষদকে দিতে হবে বিশেষজ্ঞদের মতামত, নির্দেশ বিচারপতি মান্থার      Gardenrech Controversy: গার্ডেনরিচের বহু অবৈধ নির্মাণ প্রশাসনের ঔদাসীন্যতা! উঠছে প্রশ্ন...     

ronaldo

Mamata: ছুটির মুডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঘুরে দেখবেন রোনাল্ডোর মাঠ

হলি ডে-র দিনও ওয়ার্কিং মোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সান্তিয়াগো বার্নাবিউতেচতে যাচ্ছেন তিনি। সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ও। রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ ও ফুটবল পরিকাঠামো দেখতেই সেখানে যাচ্ছন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, শনিবার স্পেনে সেরকম কোনও কর্মসূচি নেই মুখ্যমন্ত্রীর। আর সেই সুযোগে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ পরিদর্শন করবেন তিনি।

শুক্রবার স্পেনের মাদ্রিদে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন প্রবাসী বাঙালিরা। তাঁদের সঙ্গে ঘরোযা আড্ডায় মাতেন মুখ্যমন্ত্রী। রাজ্যে স্টার্ট আপের আবেদন জানান। সম্প্রতি বাংলা দিবস এবং রাজ্য সঙ্গীত নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রস্তাব পাশ হয়েছে। পয়লা বৈশাখের দিন পালন করা হবে বাংলা দিবস। আর ‘বাংলার মাটি, বাংলার জল’ রাজ্য সঙ্গীত। সেই বিষয়টিই প্রবাসী বাঙালিদের কাছে তুলে ধরলেন মমতা। তাঁরাও যাতে সেখানে ওই দিনে বাংলা দিবস পালন করেন, সেই অনুরোধ করেছেন তিনি।

এদিকে, স্পেন থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় রাজ্যে নিজের দ্বিতীয় ইস্পাত কারখানা তৈরির কথা ঘোষণা করেন। তাঁর কথায়, শুধু ক্রীড়াক্ষেত্রেই নয়, রাজ্য সরকার বাংলার সার্বিক উন্নতি কল্পে সদাসচেষ্ট’। ক্রীড়া জগতের পাশাপাশি, বাণিজ্য ক্ষেত্রেও তাঁর কৌতূহলের কথা জানান তিনি

6 months ago
Ronaldo: মাঠে যতই লড়াই হোক, একে-অপরকে সম্মান করেন, মেসিকে নিয়ে সাফ জানালেন রোনাল্ডো

মাঠে যতই লড়াই হোক, দুজনের দুজনকে অগাধ শ্রদ্ধা করেন। এখন আর কোনও লড়াইও নেই। লিওনেল মেসিকে নিয়ে এমন সাফ জানিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এক সাক্ষাৎকারে রোনাল্ডো বলেন, তাঁদের লড়াই শেষ হয়ে গিয়েছে। দারুণ লড়াই ছিল। দর্শকরা আনন্দ পেয়েছেন।

বুধবার রাতে ব্যালন ডি অর-এর মনোনয়নে ২০ বছর পর বাদ পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার আগে রোনাল্ডো জানিয়ে দিলেন, মেসির সঙ্গে তাঁর লড়াই ইতিহাস বদলে দিয়েছে। সারা বিশ্ব তাঁদের সম্মান করে। এটাই তাঁদের প্রাপ্তি। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসেরে খেলেন রোনাল্ডো। আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিতে খেলেন লিওনেল মেসি।

রোনাল্ডোর মতে, "মেসি নিজের পথ বেছে নিয়েছে। আমিও আমারটা বেছে নিয়েছি। দুজনেই ইউরোপের বাইরে। শুনেছি ও ভাল খেলছে। আমিও এখানে ভাল খেলছি। এখন আমাদের প্রভাব আছে। লড়াই নেই। ১৫ বছর ধরে আমরা অনেক মঞ্চ ভাগ করে নিয়েছি। কখনও একসঙ্গে খেতে যাইনি। আমরা পেশাদার। কিন্তু পরষ্পরকে শ্রদ্ধা করি।"

7 months ago
Ronaldo: বিকিনি পরে ছবি পোস্ট জর্জিনার! গার্লফ্রেন্ডের জন্য বিপাকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ফের বিপাকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তবে এবারে কারণটা একেবারেই আলাদা। নিজের খেলা বা নিজের জন্য কোনও বিতর্কে জড়াননি তিনি। বিতর্কে জড়িয়েছেন নিজের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের (Georgina Rodriguez) জন্য। একটি সোশ্যাল মিডিয়া পোস্ট, আর যা নিয়েই শুরু হয়েছে জল্পনা। সৌদির নিয়ম (Saudi Arabian Law) ভাঙার অভিযোগ উঠেছে জর্জিনার বিরুদ্ধে। তবে কী এমন কাণ্ড ঘটালেন রোনাল্ডোর প্রেমিকা?

সৌদি আরবের আল নাসের ক্লাবে যোগ দিয়েছেন রোনাল্ডো। আর সেই থেকেই সৌদি আরবেই নিজের প্রেমিকা ও সন্তানদের নিয়ে বসবাস শুরু করেছেন তিনি। তবে সৌদি আরবে থাকতে গেলে কিছু আইন মেনে চলতে হয়। আর সেই আইনগুলোর মধ্যেই একটি আইনের বিরুদ্ধে কাজ করে বসলেন জর্জিনা। বিকিনি পরে ছবি পোস্ট করলেন তিনি। আর তাতেই শুরু হয়েছে সমালোচনা। সেদেশে নিয়ম রয়েছে, সেদেশের মহিলারা অর্ধনগ্ন পোশাক পরতে পারবেন না। আর সেটাই করে বসলেন রোনাল্ডোর গার্লফ্রেন্ড।

View this post on Instagram

A post shared by Georgina Rodríguez (@georginagio)

সমাজমাধ্যমে পোস্ট করা একগুচ্ছ ছবিতে দেখা গিয়েছে, নীল বিকিনি পরে স্যুইমিং পুলে পা ডুবিয়ে বসে রয়েছেন জর্জিনা। আর এই ছবিগুলিই বিপাকে ফেলেছে রোনাল্ডো-সহ জর্জিনাকে। ফলে তাঁর বিরুদ্ধে সেদেশের আইন ভাঙার অভিযোগ উঠে আসছে। তবে সৌদি আরব প্রশাসনের তরফে এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। পরবর্তীতে এই নিয়ে আরও বিতর্কে জড়িয়ে পড়েন কিনা সেটাই এখন দেখার।

11 months ago


Ronaldo: সম্পর্কে বিরক্তি, দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়েতে নারাজ রোনাল্ডো, এবার বিচ্ছেদ?

রোনাল্ডোর (Cristiano Ronaldo) সঙ্গে তাঁর প্রেমিকা জর্জিনার সম্পর্ক নাকি ইদানিং খুব একটা ভালো যাচ্ছে না। তাঁদের সম্পর্কে নাকি বিরক্তির মেদ জমেছে। রোনাল্ডো তাঁর প্রাক্তন প্রেমিকা, সুপারমডেল ইরিনার সঙ্গে সম্পর্ক শেষ করে ২০১৬ সাল থেকে জর্জিনার (Georgina Rodriguez) সঙ্গে সম্পর্কে রয়েছেন। দুই সন্তানও রয়েছে তাঁদের। লিভ ইন রিলেশনেই স্বচ্ছন্দ তাঁরা। তবে সম্প্রতি তাঁদের বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। কিন্তু শোনা যাচ্ছে, একত্রবাস করলেও নাকি তাঁকে বিয়ে করতে চাইছেন না রোনাল্ডো।

গত বছর ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসের ফুটবলে যোগ দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বর্তমানে সৌদি আরবের মধ্য-পশ্চিমে পুরো পরিবার নিয়ে থাকেন রোনাল্ডো। কিন্তু সেই দেশে অবিবাহিত হয়ে একত্রযাপন করা আইন বিরোধী। সেখান থেকেই প্রশ্ন উঠেছিল, তাহলে কী এবার বান্ধবীর সঙ্গে বিয়ে সারবেন রোনাল্ডো?

এই প্রসঙ্গে রোনাল্ডো কোনও মন্তব্য না করলেও পর্তুগিজ মিডিয়ার এক অনুষ্ঠানে বলা হয়েছে রোনাল্ডো 'বিরক্ত' হয়ে গিয়েছে। পর্তুগালে আরও গুঞ্জন, রোনাল্ডো বিয়ে করবেন না বান্ধবী জর্জিনাকে। খুব তাড়াতাড়ি নাকি তাঁরা বিচ্ছেদের পথ বেছে নেবেন। গুঞ্জন নিয়ে মুখ খোলেননি রোনাল্ডোর প্রেমিকা জর্জিনা।

11 months ago
Ronaldo: ছন্দে রোনাল্ডো, সৌদির ক্লাবের হয়ে হ্যাটট্রিক সিআর-সেভেন

ফের ছন্দে রোনাল্ডো।করলেন হ্যাট্রিক। নতুন ক্লাবের হয়ে মাঠে নেমেই পুরনো মেজাজে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শনি রাতে সৌদি আরবের ক্লাব আল নাসারের হয়ে হ্যাট্রিক করলেন এই পর্তুগিজ তারকা।শনিবার প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে রোনাল্ডোকে দেখার জন্য কানায় কানায় পূর্ণ ছিল স্টেডিয়াম।১৮ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন রোনাল্ডো।

প্রাক্তন রিয়াল তারকার পা থেকে দ্বিতীয় গোলটি এলো ২৩ মিনিটে।শেষ গোলটি করেন ৪৪ মিনিটে। গোটা ম্যাচে কোনো ভাবেই দাড়াতে পারেনি প্রতিপক্ষ ড্যামাক।ম্যানচেস্টার ইউনইটেড থেকে সৌদি ক্লাবে আসেন রোনাল্ডো। তা নিয়েও জল ঘোলা কম হয়নি।যদিও খেলার মাধ্যমেই জবাব দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

one year ago


Sports: মেসির বিরুদ্ধে খেলতে নেমে চোখে কালশিটে রোনাল্ডোর, এখন কেমন আছেন সিআর সেভেন?

বিশ্বকাপের পর মাঠে নেমে চোখে কালশিটে ফেললেন সিআর সেভেন (CR7)। না পড়ে গিয়ে নয়, বরং নাভাসের ঘুষিতে চোখের নীচে কালশিটে রোনাল্ডোর (Christiano Ronaldo)। প্যারিস সঁ জা-র বিরুদ্ধে সৌদি আরবে (Saudi Arab) প্রথম ম্যাচ ছিল রিয়াধ অলস্টারের। বৃহস্পতিবার সেই ম্যাচেই লিওনেল মেসির দল এবং রোনাল্ডোর (Messi-Ronaldo) দলকে মুখোমুখি খেলতে দেখা গিয়েছে। ম্যাচ চলাকালীন বল বাঁচাতে গিয়ে পিএসজির গোলরক্ষক কেলর নাভাস ঘুষি মারেন রোনাল্ডোর মুখে। মুহুর্তের মধ্যেই চোখের নীচে কালশিটে পড়ে যান এই পর্তুগিজ তারকার। যদিও রিয়াধ অলস্টার ম্যাচটি হেরে যায়।

একসময় এই দুই ফুটবলার রিয়াল মাদ্রিদের হয়ে একসঙ্গে খেলতেন। আর সেই সহ-খেলোয়াড়ের ঘুষিতেই চোখের নীচ ফুলে যায় ক্রিশ্চিয়ানোর। তবে বলা বাহুল্য তিনি থেমে যাননি। এই অবস্থাতেই ম্যাচ সম্পূর্ণ করেন। দুটি গোলও করেন। ঘুষির জন্য পেনাল্টি পায় সৌদি আরব। সেখান থেকে একটি গোল করেন রোনাল্ডো। এরপর আরও একটি গোল করেন। এছাড়াও গোল করেছেন মেসি-এমবাপে। তবে পেনাল্টি পাওয়ার পরেও গোল করতে ব্যর্থ হন নেইমার। অলস্টারের গোলরক্ষক মহম্মদ আল ওয়েসিস তাঁর শট আটকে দেন। ৫-৪ গোলে ম্যাচ জিতল পিএসজি।

যদিও ঘুষি খাওয়ার পরও দু'জনকে একসঙ্গে মজা করতে দেখা গিয়েছে। আল নাসের এবং আল হিলাল-দুই দলকে মিলিয়ে তৈরি হয়েছিল রিয়াধ অলস্টার দলটি। সেই দলের অধিনায়ক হিসাবে খেলেছেন রোনাল্ডো। সৌদি আরবের ক্লাব আল নাসেরে সই করেন রোনাল্ডো। রবিবার এই দলের হয়ে ম্যাচ খেলবেন তিনি।

one year ago
Cristiano: রোনাল্ডো আর আল মুতওয়া রেকর্ড বুকে এখন তালিকাভুক্ত! কী তাঁদের কীর্তি

কুয়েত ফুটবলার (Kuwait Footballer) বদর আল মুতাওয়া-কে চেনেন? মেসি, রোনাল্ডো (Messi-Ronaldo), নেইমারদের তারকা দুনিয়ার বাসিন্দা নয়। কিন্তু বিশ্ব ফুটবলের (International Football) এক অনন্য কৃতিত্বের অধিকারী ছিলেন বদর। দেশের জার্সিতে সর্বোচ্চ ১৯৬টি ম্যাচ খেলার রেকর্ড ছিল তাঁর দখলে। বিশ্বকাপ (Qatar World Cup 2022) থেকে বিদায়ের রাতে সেই সাম্রাজ্যে ভাগ বসিয়ে গেলেন আরেক কিংবদন্তী। এতক্ষণে নিশ্চয় বুঝে গিয়েছেন কার কথা বলা হচ্ছে।

ক্রিশ্চিয়ানা রোনাল্ডো, দেশের জার্সিতে তাঁরও তো ১৯৬ ম্যাচ খেলা হয়ে গেল। বদর আল মুতাওয়ার (Badr Al Mutawa) প্রায় হারিয়ে যাওয়া নামটা তোরঙ্গ থেকে এরাবিয়ানে বেরিয়ে এল। আরব্য রজনীর দেশে রূপকথার জন্ম দিয়েছে মরক্কো। কিন্তু এমন রাতেও রোনাল্ডোময় কাতার বিশ্বকাপ। বয়স ৩৭, ধরেই নেওয়া হচ্ছে পরের বিশ্বকাপে তিনি নেই। মানে বিশ্বকাপে শেষবার খেলে ফেলেছেন দেশের জার্সিতে। কিন্তু বিদায় বেলাতেও এত করুণ আবহ জন্ম নেবে সেটা নিজেও ভেবেছিলেন কি?

কোচ ফার্নান্দো সান্তোসের সঙ্গে মন কষাকষি। সুইৎজারল্যান্ড ম্যাচের মতো কোয়ার্টার  ফাইনালের তিনি প্রথম এগারোয় নেই। দলের রাশ হাতে রাখতে কঠিন সিদ্ধান্ত নিতেই হয়েছিল কোচকে। ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠান বড়। শৃঙ্খলার চেনা তত্ত্ব প্রয়োগ করেছিলেন কোচ। মরক্কোর কাছে প্রথমার্ধে দল পিছিয়ে, নামলেন রোনাল্ডো। কিন্তু কামব্যাক হলো না। গোল পেলেন না। গোল করার মতো বল কি পেলেন?

রোনাল্ডো জোন থেকে ফ্রি কিক নিলেন ব্রুনো ফার্নান্দেজ। পর্তুগিজ মহাতারকা এখানেও ব্যর্থ। শেষ বাঁশি বাজার পরেই মরক্কোর উদ্দাম উৎসব শুরু। রোনাল্ডো ফিরে চললেন টানেলে। চোখের জল বাঁধ মানলো না। তামাম ফুটবল দুনিয়ায় ভাইরাল হল কান্নার ছবি। পায়ে পায়ে ড্রেসিংরুমের পথে সিআর-সেভেন।

দেশের হয়ে ২২ বছরের কেরিয়ারে কি দাঁড়ি পড়বে? আশঙ্কা ক্রমশ তীব্র হচ্ছে পর্তুগালের সাজঘরে। পাঁচটা বিশ্বকাপে ৮ গোলের মালিক কি বুটজোড়া তুলে রাখবেন? ইউসেবিওর পর পর্তুগাল ফুটবলের সেরা পোস্টার বয় কী করবেন?

one year ago
Para: বিশ্বকাপ উন্মাদনা উত্তর কলকাতার ছোট পাড়ায়, দেখা মিলছে মেসি-মারাদোনা-রোনাল্ডোদের

হীরক বোস: ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2022) উন্মাদনায় ফুটছে শহর কলকাতা (Kolkata)। ব্রাজিলের দুরন্ত জয় যেন সেই উচ্ছ্বাসকে দ্বিগুণ করেছে। এদিকে, আবার রোনাল্ডো (Ronaldo) পাঁচ বিশ্বকাপেই গোল করে নজির গড়েছেন। তাই পর্তুগালেরও সাপোর্ট বাড়ছে। আর্জেন্টিনাকে (Argentina) নিয়ে বেশ চাপে মেসি ভক্তরা। এমনই সব বিষয় নিয়ে ফুটবল আড্ডা জমে উঠেছে উত্তর কলকাতার ফকির চক্রবর্তী লেনে। কাতার ফুটবল জ্বরের আঁচ এসে পড়েছে উত্তর কলকাতার এই বনেদি পাড়াতে। যেখানকার রাস্তা সেজেছে হলুদ-নীল আর নীল-সাদা রং-এ। বাড়ির দেওয়ালে মেসি-রোনাল্ডো-নেইমার থেকে মারাদোনার ছবি আঁকা। সঙ্গে রয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগালের ফ্ল্যাগ। আর রয়েছে ১৯৩০ থেকে ২০১৮ পর্যন্ত প্রত্যেক চ্যাম্পিয়নদের ট্রফি হাতে পোষ্টার। 


দিশারি ক্লাবের ছেলেরা একমাস ধরে অক্লান্ত পরিশ্রম করে কাতারের ফ্যান জোন তুলে এনেছে কলকাতায়। ক্লাবে বসেই জায়েন্ট স্ক্রিনে দেখা হচ্ছে বিশ্বকাপের খেলা। আর চলছে মেসি, নেইমার, রোনাল্ডোদের নিয়ে কাটাছেঁড়া। ইতিমধ্যে বিশ্বকাপের মূলপর্বে অংশ গ্রহণ করা ৩২টি দেশ একটি করে ম্যাচ খেলে ফেলেছে। সমর্থকদের হতাশ করেছে আর্জেন্টিনা-জার্মানি। অপরদিকে সাম্বা ঝড়ে উড়ে গিয়েছে ছোট দেশ সার্বিয়া। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ঘানার বিরুদ্ধে জয় পেয়েছে পর্তুগাল।


এই অবস্থায় আগামি দিনে রাউন্ড অফ ১৬-এ কোন সেরা ষোলো দল যায়, সেদিকে তাকিয়ে ক্রীড়া ফুটবল বিশ্ব।

one year ago


World Cup : দ্বিতীয়ার্ধেই ৫ গোল, কষ্টের জয় পর্তুগালের

পাঁচটি বিশ্বকাপের (World Cup) সবকটিতে গোল করার রেকর্ড করলেন বটে, তবে নজরকারা ফুটবল খেলতে পারলেন কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Ronaldo)? এই প্রশ্নটা থেকেই গেলো কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) ঘানার বিরুদ্ধে গ্রুপ (Portugal Beats Ghana) পর্বের প্রথম ম্যাচে। ঘানার কোচ কার্যত বোতলবন্দী করলেন সিআর -সেভেনকে। ম্যাচে ৩-২গোলে পর্তুগাল জয় পেলেও এই পর্তুগাল কতটা বেগ দেবে বলা মুশকিল।

প্রথমার্ধের ফলাফল গোল শুন্য। দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে ঘানা বক্সে রোনাল্ডোকে ফাউল করেন ৪ নম্বর জার্সি পরিহিত সালিসু। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে দলের প্রথম গোলটি করেন রোনাল্ডো। শুরু থেকেই রক্ষণাত্মকভাবে দল সাজিয়েছেন ঘানা কোচ। ৫ জন ডিফেন্ডার নিয়ে দূর্গ তৈরি করে আফ্রিকার এই দেশ। ১ গোলে পিছিয়ে থেকেও দ্রুত ম্যাচে ফেরে ঘানা। ৭৫ মিনিটে ঘানা অধিনায়ক আন্দ্রে আয়ু গোল করে সমতা ফেরান। কিন্তু এর পরেই ঘনঘন পর্তুগিজদের আক্রমণে তাদের ডিফেন্স কাঁচের ঘরের মতো ভেঙে পড়ে। ৭৭ মিনিটে ফেলিক্সের গেলে ব্যবধান বাড়ায় পর্তুগাল। 

ঠিক ২ মিনিটের মাথায় ৭৯ মিনিটে সেলেকাওদের পক্ষে তৃতীয় গোলটি করে রাফায়েল। যদিও খোঁচা খাওয়া বাঘের মতো শেষ পর্যন্ত খেলে যান ঘানার ফুটবলাররা। ফলস্বরূপ ৮৯ মিনিটে ঘানার পক্ষে দ্বিতীয় গোল করেন পরিবর্ত খেলোয়াড় হিসেবে নামা ওসমান বুকারি। শেষ বাঁশি বেজে ওঠা পর্যন্ত টেক্কা দিয়ে গেলো ঘানা ফুটবলাররা।

one year ago
Ronaldo: বিশ্বকাপ অভিযানে নামার কয়েক ঘণ্টা আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়লেন রোনাল্ডো

ছোট্ট একটা স্টেটমেন্ট। কিন্তু ঝড় তোলার জন্য ওইটুকু যথেষ্ট। দাবানলের চেয়ে দ্রুত ছড়িয়ে পড়ল খবর। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) আর রোনাল্ডোর (Cristiano Ronaldo) সম্পর্কের ইতি ঘটে গেল। রেড ডেভিলসের পোশাকি স্টেটমেন্টে বলা হয়েছে, দুপক্ষের পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই চুক্তি (mutual agreement) ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু সত্যি কোনটা? পর্তুগিজ (Portuguese) মহাতারকা ক্লাব ছাড়লেন? না ছাড়তে বাধ্য হলেন? মুচমুচে তরজা ইংল্যান্ডের ট্যাবলয়েডে।

সবচেয়ে বড় কথা, বিশ্বকাপ অভিযানে নামার কয়েক ঘণ্টা আগে ক্লাবের তরফে আনুষ্ঠানিক ঘোষণা। যা নিয়ে ইতিমধ্যে তোলপাড় পর্তুগাল শিবির থেকে শুরু করে রোনাল্ডো প্রেমীদের মধ্যে। প্রতিপক্ষ ঘানা নিয়ে অলোচনা কোথায়? আলোচনা যা, সবই ওই রোনাল্ডো নিয়ে। এটাই হয়তো কেরিয়ারের শেষ বিশ্বকাপ। কিন্তু শেষের লড়াইয়ের আগে বিতর্কে তিরবিদ্ধ ক্রিশ্চিয়ানো।

গত কয়েকদিন ধরেই ম্যান ইউ কোচের সঙ্গে সম্পর্কে চরম অবনতি হয়েছিল। টেন হাগের সিদ্ধান্ত না পসন্দ হওয়ায় কখনো ডাগ আউটে না ফিরে সোজা সাজঘরে ফিরে গিয়েছেন রোনাল্ডো। শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ওঁকে নামানোই হয়নি পরের ম্যাচে। কখনো বিস্ফোরক ইন্টারভিউ দিয়েছেন সিআরসেভেন। বলে বসেছেন, তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। তাঁকে ক্লাব থেকে তাড়ানোর চেষ্টা চলছে। বোঝাই যাচ্ছিল, মধুচন্দ্রিমার পালা শেষ। কিন্তু বিশ্বকাপের মাঝে গাঁটছড়া ভাঙবে সেই আন্দাজ হয়ত কেউই করেননি।

মেগাস্টারের ইন্টারভিউ মোটেও ভালোভাবে নেয়নি ম্যানেজমেন্ট। ব্র্যান্ড ভ্যালু ক্ষতিগ্রস্ত হচ্ছিল। লকাররুমে শৃঙ্খলা নিয়ে টানাটানি শুরু হয়ে যাবার উপক্রম। ম্যাঞ্চেস্টার ম্যানেজমেন্ট ব্যক্তি নয়, প্রতিষ্ঠান বড়, সেই রাস্তাই বেছে নিলো। কিন্তু প্রশ্ন একটাই। বিশ্বকাপের পর কোথায় যাবেন তিনি? মেজর সকার লিগ নাকি চেলসি নাকি আবার রিয়েল মাদ্রিদ? যাই হোক, দিনের শেষে ওল্ড ট্রাফোর্ড অতীত রোনাল্ডোর কাছে। দু'দফায় ৩১৫টি ম্যাচে ১৪৫ গোলের মালিক হয়তো শেষবারের মতো ম্যানচেস্টার ছাড়লেন।

one year ago


Football: বিশ্বকাপের এক সপ্তাহ আগে ফুটবলপ্রেমীদের বিশেষ বার্তা নেইমার-মেসির, জানুন কী

কাতার বিশ্বকাপ (Qatar World Cup) বিশ্বের একাধিক নামজাদা ফুটবলারের শেষ বিশ্বকাপ। সেই তালিকায় নাম রয়েছে ক্রিশচিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসির (Messi-Ronaldo)। তবে তাৎপর্যপূর্ণ ভাবে এই বিশ্বকাপ শেষ বিশ্বকাপ (FIFA World Cup) হতে পারে নেইমারেরও। সম্প্রতি এই ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল ফুটবল তারকা। এক সাক্ষাৎকারে নেইমার বলেছেন, 'সম্ভবত এটাই আমার শেষ বিশ্বকাপ। পরেরটা নিয়ে ভাবছিই না। এ নিয়ে আমি বাবার সঙ্গেও কথা বলেছি।' ইতিমধ্যে তিন খানা বিশ্বকাপ খেলে ফেলা পিএসজি-র এই স্ট্রাইকারের যুক্তি, 'তিন খানা বিশ্বকাপ খেলা হয়ে গেল। এত বড় স্বপ্ন কোনও দিন দেখিনি। তাই ২০২৬-র পরিকল্পনাও করছি না।' জানা গিয়েছে অপর এক ব্রাজিলিয়ান স্টার তিতেও এই বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন।

এদিকে, আগামি রবিবার কাতার বিশ্বকাপের উদ্বোধনী। আর এই মেগা ইভেন্টের বাঁশি বাজার আগে বড়সড় মন্তব্য এলএম-১০ অর্থাৎ লিও মেসির। ২০০৬ থেকে শুরু করে কাতার বিশ্বকাপ মেসির পঞ্চম ফুটবল বিশ্বকাপ। তিনি জানান, যাবতীয় প্রচারের আলো থেকে তাঁকে এবং তাঁর দলকে যেন দুরে রাখে প্রচার মাধ্যম। মেসি বললেন, 'যদি চাপের কথা বলতেই হয়, তাহলে বলব যে আমি নিজেও সেসব জিনিস থেকে দুরে থাকতে চাই। তবে এই বিশ্বকাপ জয়ের ব্যাপারে আমরা যথেষ্ট প্রত্যাশী।'

এ প্রসঙ্গে উল্লেখ্য আন্তর্জাতিক ফুটবলে এখনও পর্যন্ত ৩৫ ম্যাচে অপরাজিত মেসি-ডি মারিয়ার আর্জেন্টিনা। এই বিশ্বকাপে ২২ নভেম্বর সৌদি আরবের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে নীল-সাদা জার্সি।


one year ago
Ronaldo: বিশ্বকাপের জন্য ঘোষিত পর্তুগালের প্রাথমিক দল, রোনাল্ডো ছাড়াও আর কাদের প্রাধান্য?

হাতে আর মাত্র কয়েকটা দিন তারপরেই ফুটবল জ্বরে আক্রান্ত হবে গোটা বিশ্ব (World Cup 2022)। শুক্রবার ঘোষণা হয়েছে কাতার বিশ্বকাপের জন্য সেলেকাও অর্থাৎ পর্তুগালের টিম (Team Portugal)। সিআর সেভেনকে (CR7) সামনে রেখেই ২০২২ কাতার বিশ্বকাপ জিততে ঝাপাবে লুই ফিগোর দেশ। ২৬ জনের দলে ১০ জন খেলোয়াড় থাকছে প্রিমিয়ার লিগের (EPL) ক্লাব থেকে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-সহ ম্যানচেস্টার ইউনাটেডের মাঝমাঠের খেলোয়াড় ব্রুনো ফার্নান্দেজ ও ডিফেন্ডার দিয়েগো দালোট রয়েছেন এই স্কোয়াডে।

পাশাপাশি ম্যানচেস্টার সিটির দুই ডিফেন্ডার জোয়ান ক্যানসেলো,রুবেন ডিয়াজ ও ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার বার্নার্ড সিলভা জায়গা করে নিয়েছেন দলের কোচ স্যান্তোসের দলে। রয়েছেন পর্তুগাল জার্সিতে আগেও বিশ্বকাপ খেলা অভিজ্ঞ ডিফেন্ডার পেপে। গ্রুপ এইচ-এ উরুগুয়ে, ঘানা,দক্ষিণ কোরিয়ার সঙ্গে রয়েছে পর্তুগাল। আগামী ২৪শে নভেম্বর গ্রুপ পর্বের প্রথম ম্যাচ ঘানার বিপক্ষে প্রথম খেলবে পর্তুগাল। 

২৮ নভেম্বর প্রতিপক্ষ উরুগুয়ে। ২০১৮ বিশ্বকাপে এই উরুগুয়ের কাছে পরাজিত হয়েই শেষ ১৬ থেকে রাশিয়ায় বিদায় নিতে হয়েছিল পর্তুগিজদের। গ্রুপ পর্বের শেষ ম্যাচ স্যান্তোসের ছেলেরা আগামী ২ ডিসেম্বর খেলবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। স্বাভাবিকভাবেই কঠিন গ্রুপে রয়েছে পর্তুগাল। যদিও ৩৭ বছরের রোনাল্ডো ও ৩৯ বছর বয়সী পেপের উপর ভর করেই বিশ্বকাপে বাজিমাত করতে চাইছে নানি, রুই কোস্তা, নুনো গোমসের দেশ।

one year ago