Breaking News
Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে      BJP: ইস্তেহার প্রকাশ বিজেপির, 'এক দেশ এবং এক ভোট' লাগু করার প্রতিশ্রুতি      Fire: দমদমে ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন      Bengaluru Blast: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করল এনআইএ      Sheikh Shahjahan: 'সিবিআই হলে ভালই হবে', হঠাৎ ভোলবদল শেখ শাহজাহানের      CBI: সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের...     

parthachattopadhyay

Manik: পার্থ চট্টোপাধ্যায়ের মত মানিক ভট্টাচার্যেরও স্কুল আছে! আদালতে চাঞ্চল্যকর তথ্য পেশ ইডির

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত মানিক ভট্টাচার্যের মামলায় নয়া তথ্য পেশ ইডি-র আইনজীবীর। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ইডি-র আইনজীবীর দাবি,পার্থ চট্টোপাধ্যায়ের মতোই মানিক ভট্টাচার্যেরও রয়েছে একটি স্কুল। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীর সওয়ালকে মান্যতা দিতে নারাজ অভিযুক্তের আইনজীবী। যে স্কুলের প্রসঙ্গ আদালতে উত্থাপন করা হয়েছে, সেই স্কুল ১০০ বছরের পুরনো। সাফ জানালেন মানিক ভট্টাচার্যের আইনজীবী। আদালত সূত্রে খবর, ২৭ সেপ্টেম্বর হবে এই মামলার পরবর্তী শুনানি।

এদিন আদালতে বিযয়টি খতিয়ে দেখতে ও তদন্তের গতি বাড়াতে শুনানির জন্য আরও ৩ সপ্তাহ সময় চাইলে বিচারপতির প্রশ্নের মুখে পড়ে ইডি। বিচারপতি প্রশ্ন করেন, এর আগেও তদন্তের স্বার্থে দু'সপ্তাহ সময় চেয়েছিলেন। কিন্তু আদৌ অগ্রগতি কি হয়েছে মামলার? জবাব চান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। অন্যদিকে, আদালতে জামিন মামলায় অভিযুক্ত স্বয়ং উপস্থিত থাকার আর্জি জানিয়েও মিলল না কোনও সদুত্তর। মানিক ভট্টাচার্যের এই আর্জিকে আমল দিতে নারাজ বিচারপতি। এই মুহূর্তে মামলার শুনানিতে ধৃতের উপস্থিত থাকার কোনও আবশ্যকতা নেই। স্পষ্ট জানিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের পরই পোস্টিং দুর্নীতিতেও নাম জড়িয়েছে মানিকের। প্রকাশ্যে এসেছিল একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। এবার তদন্তে উঠে এল স্কুলের মালিকানার ঘটনা। তবে কি পুজোর আগেই হবে মানিক রহস্যের পর্দাফাঁস? ক্রমশ জোড়ালো হচ্ছে প্রশ্ন।

7 months ago
partha: 'হৃদয়ে লিখো নাম' পুজো কমিটি থেকে নাম বাদ পড়ার প্রশ্নে গানের সুরে জবাব পার্থের

কলকাতায় নামকরা যে পুজোগুলো হয় তার মধ্যে অন্যতম বড় পুজো নাকতলা উদয়ন সংঘ। ওই পুজো কমিটির মধ্যে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু বর্তমানে নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলে বন্দি রয়েছেন। ফলে স্বভাবিকভাবে চলতি বছরের পুজো কমিটি থেকে নাম বাদ গেছে পার্থ চট্টোপাধ্যায়ের। এবিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে আবেগে ভাসলেন প্রাক্তন মন্ত্রী। মান্না দে-র গানের লাইনে জবাব দেন তিনি। তাঁর কথায়, পাথরে নাম লিখলে ক্ষয়ে যেতে পারে, হৃদয়ে নাম লিখলে রয়ে যাবে।

চলতি বছর থেকে নাকতলা উদয়ন সংঘের পুজোয় নাম এসেছে অরূপ বিশ্বাসের। এবিষয়ে পার্থবাবুর জবাব, অরূপ অত্যন্ত দক্ষ সংগঠক। খুবই ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মত তাঁর।

চাকরি দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। তারপর থেকে জেলেই রয়েছেন তিনি। জেলে যাওয়ার পর থেকে এক এক করে ক্ষমতা কমানো হয়েছে। এবার পুজো কমিটি থেকেও নাম বাদ গেল পার্থ চট্টোপাধ্যায়ের।

7 months ago
Partha: মিলল না জামিন, আরও একটা পুজো হয়ত জেলেই কাটাতে হবে পার্থকে

পুজোতে কোথায় থাকবেন তিনি ? জেলে নাকি জেলের বাইরে। বুধবার তার সিদ্ধান্ত হল না। বরং আরও একমাস পর এই ব্যাপারে শুনানি হবে। ওয়াকিবহাল মহলের দাবি, আরও একটা পুজো হয়তো জেলেই কাটাতে চলেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

জামিনের আবেদন চেয়ে এদিন হাই কোর্টে গিয়েছিলেন তিনি। বিচারপতির এজালাসে নাকি মামলাও উঠেছিল। কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ  তা ৯ অক্টোবর পর্যন্ত পিছিয়ে দিয়েছেন।

হিসাব বলছে, ১৯ তারিখ থেকে পুজো শুরু। তার আগে জামি চেয়ে এদিন হাই কোর্টে গিয়েছিলেন পার্থর আইনজীবীরা। কারণ, এর আগে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের  এজলাস থেকেই নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন আর এক অভিযুক্ত মানিক ভট্টচার্যের স্ত্রী। যদিও পার্থর ক্ষেত্রে তা কাজে লাগলো না। ইতিমধ্যেই ১৩ মাস জেল খাটা হয়ে গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের।

নিয়োগ দুর্নীতির তদন্তে গত বছরের জুলাই মাসে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। পার্থর দাবি, তাঁর সঙ্গে দুর্নীতির যোগ রয়েছে, তা এখনও প্রমাণ করতে পারেনি কেন্দ্রীয় এজেন্সি। তাঁকে মানসিক ভাবে হেনস্থা করা হচ্ছে। সম্প্রতি তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। যদিও শোভনকে দেখা করতে দেওয়া হয়নি।

8 months ago


Sovan: 'পার্থ পরিস্থিতির শিকার,' আলিপুর আদালতে দাঁড়িয়ে পার্থকে নিয়ে মত শোভনের

আদালত চত্বরে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গেলেন শোভন চট্টোপাধ্যায়। যদিও পার্থর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি তাঁকে। বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পরিস্থিতির শিকার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

প্রায় ৪৫ বছরের পুরনো সহকর্মী পার্থ ও শোভন। শনিবার ব্যক্তিগত কাজে আলিপুর আদালতে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। সেখানেই হাজির করানো হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। শোভনের সঙ্গে ছিলেন বান্ধবী বৈশাখি। পার্থকে নিয়ে আসার খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শোভন। 

দেখা না করতে পেরে ফিরে এসে শোভন বলেন, 'পার্থর সঙ্গে দেখা না করতে যাওয়া অপরাধ!' তারপরেই তিনি স্পষ্ট জানান, অভিযুক্ত এবং দোষী প্রমাণের মধ্যে ফারাক রয়েছে। পার্থ চট্টোপাধ্যায় পরিস্থিতির শিকার হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

8 months ago
Partha:তিনি এলেন, কবিতা বললেন, চোর স্লোগান শুনলেন, চলে গেলেন! এই ছিল সোমবারের পার্থ কাহিনী

শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে গত বছর ২৩শে জুলাই নিজের বাড়ি থেকে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরপর প্রতিবারই ইডির তরফে আদালতে পেশের সময় তার মুখে বিভিন্ন বিষয় শোনা গিয়েছে। সোমবারও তার ব্যতিক্রম হল না। তিনি এলেন, ২৫ বৈশাখ, রবীন্দ্রজয়ন্তী আগে রবীন্দ্রনাথ আওড়ালেন। অবশ্য এর প্রতিদানে দিনশেষে জুটল 'চোর চোর' স্লোগান।

'মসী লেপি দিল তবু ছবি ঢাকিল না। অগ্নি দিল তবুও তো গলিল না সোনা।' সোমবার নিয়োগ দুর্নীতি তদন্ত মামলায় সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরার আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর গলায় রবীন্দ্রনাথের এই দুই লাইন শুনে সবাই অবাক। রাজনৈতিক মহলের দাবি, এই দুটি লাইনের মধ্যেই তাঁর গ্রেফতারি এবং তার পরবর্তী সময়ের ঘটনাপ্রবাহকেই বোঝাতে চাইলেন পার্থ চট্টোপাধ্যায়। অন্য দিনের তুলনায় এদিন ফুরফুরে মেজাজে পাওয়া যায় পার্থ চট্টোপাধ্যায়কে। শুধু রবীন্দ্রনাথের কবিতা নয়, এদিন অভিষেকের জনসংযোগ যাত্রার  প্রশংসা করেন পার্থ চট্টোপাধ্যায়। 

মঙ্গলবার রাজ্যে পালিত হবে রবীন্দ্রজয়ন্তী। তারআগে, এদিন আদালতে হাজিরা দেওয়ার আগে নিজেই সোনারতরী কাব্যগ্রন্থ থেকে এই দুটি লাইন শোনান পার্থ চট্টোপাধ্যায়। সেইসঙ্গে তিনি জানান, রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যা করছেন তা তারিফ যোগ্য। পার্থর দাবি, ১০০ শতাংশ সফল হবে এই কর্মসূচি। 

গত ২৩ জুলাই নিয়োগ দুর্নীতির অভিযোগে নিজের নাকতলার বাড়ি থেকে গ্রেফতার হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়। তারপর থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারেই স্থান রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর। এদিন রবীন্দ্রনাথের কবিতা বলে জনসমাজে ফের বার্তা দিতে চাইলেন তিনি। যেখান কলঙ্ক সরিয়ে নিজেকে সোনার সঙ্গে তুলনা করলেন।

12 months ago


Partha: 'পার্থর আঙুল ফোলা ছিল, তাই খোলা যায়নি', আংটি-কাণ্ডে কোর্টকে জেল সুপারের জবাবদিহি

জেলে ঢোকার সময় পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chattopadhyay) আঙুল ফোলা ছিল। আর সেই কারণেই তাঁর আঙুল থেকে আংটি খোলা সম্ভব হয়নি! প্রাক্তন শিক্ষামন্ত্রীর (Minister) আংটিকাণ্ড নিয়ে বুধবার আদালতে হাজিরা দিয়ে এমনটাই দাবি করলেন প্রেসিডেন্সি (Presidency) সংশোধনাগারের সুপার দেবাশিস চক্রবর্তী। জেল সুপারের জবাব শুনে কলকাতা নগর দায়রা আদালতের বিচারকের প্রশ্ন, ৯ মাসেও কেন সেই আংটি খোলা গেল না। বিচারক বলেন, ‘৯ মাসে আপনি যেটা করতে পারলেন না আদালতের তরফে ৯ মিনিট ৯ সেকেন্ডে তা করে ফেলা গেল।’

বুধবার জেল হেফাজতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর আংটি পরে থাকা নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় দেবাশিসকে। আংটি-কাণ্ড নিয়ে জেল সুপারের দেওয়া জবাবে অসন্তোষ প্রকাশ করে পার্থের জেলে প্রবেশের সময়ের রেজিস্ট্রার খাতা খতিয়ে দেখেন বিচারক।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে পার্থ গত ৯ মাস ধরে জেলবন্দি। জেলের মধ্যেও আঙুলে আংটি পরে থাকা নিয়ে সম্প্রতি বিতর্কের মুখে পড়তে হয় তাঁকে। নিয়ম না থাকা সত্ত্বেও দীর্ঘ ৯ মাস ধরে জেলের মধ্যে হাতে আংটি পরেই থাকতেন তিনি। আদালতে এই নিয়ে বিচারকের দৃষ্টি আকর্ষণ করে ইডির আইনজীবী জানিয়েছিলেন, ‘জেল কোড’ অনুসারে সংশোধনাগারে কোনও অলঙ্কার পরা যায় না। কিন্তু পার্থ সেই নিয়ম ভঙ্গ করেছেন। তবে আদালতের হস্তক্ষেপে সেই আংটি খুলে ফেলেছেন পার্থ।

পার্থের আঙুল ফুলে থাকার কারণে তাঁর আংটি খোলা যায়নি বলে আদালতে জানিয়েছেন প্রেসিডেন্সির জেল সুপার দেবাশিস। পার্থের যুক্তি ছিল অন্য। তিনি আদালতে দাবি করেছিলেন, স্বাস্থ্যের কারণেই ওই আংটি তিনি পরে রয়েছেন। তাঁকে জেলে কেউ আংটি পরতে বারণ করেননি বলেও দাবি করেছিলেন পার্থ।

12 months ago
Kuntal: হেনস্থার অভিযোগের পর কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে বিজেপির মুখপাত্রের সঙ্গে তুলনা কুন্তলের

হেনস্থার অভিযোগের পর কেন্দ্রীয় সংস্থাকে বিজেপির মুখপাত্রের সঙ্গে তুলনা নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া কুন্তল ঘোষের। বিজেপির মুখপাত্র এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থার মুখপাত্র এক। বৃহস্পতিবার আলিপুর আদালত চত্বরে এমনটাই মন্তব্য করলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষ। যদিও কোন কেন্দ্রীয় তদন্ত সংস্থার মুখপাত্রের কথা তিনি বলতে চেয়েছেন, তা স্পষ্ট করে জানাননি তৃণমূলের বহিষ্কৃত এই যুব নেতা। পাশাপাশি, আঙটিকাণ্ড নিয়ে তিনি যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে কটাক্ষ না করে সমর্থনই করছেন, তা-ও পরোক্ষে জানিয়ে দিলেন কুন্তল।

বর্তমানে রাজ্যে নিয়োগকাণ্ডের তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি এবং সিবিআই। তার মধ্যে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে কুন্তল গ্রেফতার হয়েছেন ইডির হাতে। সেই মামলাই চলছে আলিপুর আদালতে। বৃহস্পতিবার মামলার শুনানির জন্য কুন্তলকে আলিপুর আদালতে হাজির করানো হয়। আদালত চত্বর থেকে তিনি দাবি করেন, ‘একটাই কথা বলতে চাই যে, বিজেপির মুখপাত্র এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখপাত্র এক। আপনারা বুঝে নিন এ বার, যে তদন্ত কোন দিকে এগোচ্ছে।’

জেলের মধ্যেও আঙুলে আঙটি পরে থাকা নিয়ে আদালতে প্রশ্নের মুখে পড়তে হয় পার্থকে। বিচারকের দৃষ্টি আকর্ষণ করে ইডির আইনজীবী আদালতে জানান, ‘জেল কোড’ অনুসারে সংশোধনাগারে কোনও অলঙ্কার পরা যায় না। কিন্তু পার্থ সেই নিয়ম ভঙ্গ করেছেন। ইডির আইনজীবীর দাবি ছিল, এ থেকেই বোঝা যায় যে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ কতটা প্রভাবশালী। যদিও পার্থ আদালতে জানান, স্বাস্থ্যের কারণেই ওই আঙটি তিনি পরে আছেন। আঙটিকাণ্ড নিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারকেও তলব করে আদালত।

এরপর বৃহস্পতিবার সকালে আদালতে ঢোকার মুখে সাংবাদিকেরা তাঁকে ঘিরে ধরতেই কুন্তল দু’হাত তুলে বলেন, ‘হাতে আঙটি নেই। ঘামাচি আছে!’ তাঁর এই মন্তব্যের পরই বিভিন্ন জল্পনা তৈরি হয়। প্রশ্ন উঠছিল, তা হলে কি পার্থকেই কটাক্ষ করে এমন মন্তব্য করলেন কুন্তল। যদিও তিনি কেন এ কথা বলেছেন, তাঁর কোনও ব্যাখ্যা তখন দেননি কুন্তল।

এর ঘণ্টাখানেক পর আদালত চত্বরে তাঁকে প্রশ্ন করা হয়, কেন তিনি আংটি প্রসঙ্গ তুলে আনলেন? তিনি কি নাম না করে পার্থকেই ইঙ্গিত করতে চেয়েছেন? জবাবে কুন্তল বুঝিয়ে দেন, প্রভাবশালী নন বোঝানোর জন্যই কটাক্ষ করে তিনি এই কথা বলেছেন। কুন্তল বলেন, ‘যদি একটা আঙটি পরে থাকার জন্য প্রভাবশালী বলা হয়, তা হলে তা লজ্জার ব্যাপার। তাই তো আমি দেখাচ্ছি, দেখুন আমার হাতে আঙটি নেই, ঘামাচি আছে। আমি কাউকে কিছু ইঙ্গিত করে বলিনি।’

12 months ago
Tmc: দল আবার জাতীয় তকমা ফিরে পাবে, আদালত থেকে বেরিয়ে পার্থ

আদালতে ঢোকার মুখে প্রশ্ন এড়িয়ে গেলেও, আদালত (Court) থেকে বেরোবার সময় পার্থর (Partha Chattopadhyay) মুখে পুরোনো সুর (Tmc)। বৃহস্পতিবার আদালত থেকে বেরোবার সময় পার্থ সাংবাদিকদের বলেন, 'দল আবার জাতীয় তকমা ফিরে পাবে।' বৃহস্পতিবার আদালতে ঢোকার মুখে এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে সে প্রশ্ন জড়িয়ে যান তিনি। কিন্তু আদালত থেকে বেরিয়ে পরিষ্কার ভাবে জানিয়ে দেন, যে তাঁর দল আবার তকমা ফিরে পাবে। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া ১৪ জনকে বৃহস্পতিবার আদালতে পেশ করে ইডি।

আদালতে ঢোকার সময়ে তিনি বেহালাবাসীকে শুভেচ্ছা জানান, শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি আদালতে ঢোকেন। বৃহস্পতিবার কুন্তলের চিঠি থেকে শুরু করে বিরোধীদের বিরুদ্ধে সিবিআই নিষ্ক্রিয় কিনা, সে ব্যাপারেও জানতে চাওয়া হয়। তবে যে প্রশ্নটি বার বার আছড়ে পড়তে থাকে, তা হল তাঁর দল তৃণমূলের জাতীয় দলের তকমা হারানোর প্রসঙ্গ। যার জবাবে একটি শব্দও উচ্চারণ করেননি পার্থ। সম্প্রতি বেহালাবাসী বাম সমর্থকেরা তাঁর পদত্যাগের দাবি জানিয়ে পথে নামেন। বৃহস্পতিবার বেহলাবাসীদের জন্য মঙ্গল কামনাও করেন পার্থ। সম্প্রতি আদালত থেকে বেরিয়ে তিনি জোর গলায় বলেছিলেন, দলের কিছু হবে না। দল সুরক্ষিত থাকবে। বৃহস্পতিবার তাঁর গলায় সেই একই সুর শোনা গেল। আদালত থেকে বেরিয়ে তিনি বৃহস্পতিবার বলেন, 'দল আবার জাতীয় তকমা ফিরে পাবে।'

12 months ago


Partha: আদালতে এসে বেহলাবাসীদের বার্তা, দলের তকমা হারানো নিয়ে নিশ্চুপ পার্থ

মামলার শুনানিতে (Hearing) এসে আদালতের বাইরে থেকে বেহালাবাসীদের (Behala) শুভেচ্ছা জানান পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay)। এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ-সহ ১৪ জনের শুনানি রয়েছে নগর দায়রা আদালতে। এসএসসি সংক্রান্ত সিবিআইয়ের মামলার শুনানিতে বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ আদালতে আসেন তিনি। আদালতে এলে তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকরা। তাঁকে তৃণমূল দলীয়, কুন্তল সম্বন্ধিত প্রশ্ন করা হয়। সেসব প্রশ্ন এড়িয়ে যান তিনি। সব কিছুর উর্ধ্বে উঠে বেহালাবাসীকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানান তিনি।

বৃহস্পতিবার কুন্তলের চিঠি থেকে শুরু করে বিরোধীদের বিরুদ্ধে সিবিআই নিষ্ক্রিয় কিনা, সে ব্যাপারেও জানতে চাওয়া হয়। তবে যে প্রশ্নটি বার বার আছড়ে পড়তে থাকে, তা হল তাঁর দল তৃণমূলের জাতীয় দলের তকমা হারানোর প্রসঙ্গ। যার জবাবে একটি শব্দও উচ্চারণ করেননি পার্থ। সম্প্রতি বেহালাবাসী বাম সমর্থকেরা তাঁর পদত্যাগের দাবি জানিয়ে পথে নামেন। বৃহস্পতিবার বেহলাবাসীদের জন্য মঙ্গল কামনাও করেন পার্থ।

12 months ago
Partha: প্রেসিডেন্সি জেলে শান্তনুকে হুমকি পার্থর, ইডিকে অভিযোগ বহিষ্কৃত নেতার

নিয়োগ দুর্নীতিতে (Scam) চাঞ্চল্যকর দাবি ইডির (Ed)। ইডি আধিকারিকরা জানাচ্ছেন, শিক্ষা দুর্নীতিতে গ্রেফতার হওয়া প্রাক্তন মন্ত্রী পার্থ (Partha Chattopadhyay) চট্টোপাধ্যায় নাকি হুমকি দিচ্ছেন শান্তনু বন্দোপাধ্যায়কে। ইডির কাছে নাকি এমন অভিযোগ করেছেন শান্তনু বন্দোপাধ্যায়। ইডি সূত্রে খবর, প্রেসিডেন্সি জেলে যাওয়ার পরেই নাকি তাঁকে হুমকি দেন পার্থ।

নিয়োগ দুর্নীতিতে আগেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থর পরে নিয়োগ-কাণ্ডের অন্যতম অভিযুক্ত শান্তনুও গ্রেফতার হয়েছে। সম্প্রতি আটক হওয়া কুন্তলের মামলায় দায়ের চার্জশিটে নাম জড়িয়েছে এক আমলারও। কিন্ত বুধবার ইডির অবাক করা দাবি, জেলের ভিতরেই নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। ইডি সূত্রে খবর, ইডির কাছে এমনটাই অভিযোগ বহিষ্কৃত তৃণমূল নেতার। এই ঘটনা কেস ডায়েরিতে উল্লেখ করা হবে বলে জানিয়েছেন ইডি কর্তারা। ইডি সূত্রের খবর, শান্তনু জেরায় জানিয়েছেন, প্রেসিডেন্সিতে যাওয়ার পরদিনই পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা হয় তাঁর। সেই সময় পার্থ তাঁকে প্রশ্ন করেন,  'কেন নিয়োগ দুর্নীতি মামলায় বারবার তাঁর নাম উঠছে?' জবাবে শান্তনু বলেন, 'অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে যে বিপুল পরিমান অর্থ উদ্ধার হয়েছে, সেই কারণেই এমন হচ্ছে।'

ইডি সূত্রের খবর, শান্তনুর একথা শুনেই পার্থ চট্টোপাধ্যায় রেগে যান এবং তাঁকে ধমকিও দেন। এমনটাই নাকি ইডিকে জানিয়েছেন শান্তনু। নিয়োগ দুর্নীতি কাণ্ডে শান্তনু বন্দোপাধ্যায়কে বুধবার জেল হেফাজত শেষে ইডির বিশেষ আদালতে(ব্যাঙ্কশাল) তোলা হয়েছে।

one year ago


Partha: 'চোর তাড়াও, বেহালা বাঁচাও', পার্থর পদত্যাগ চেয়ে পোস্টার

প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিয়ে পোস্টার বেহালায়, নেপথ্যে সিপিএম কলকাতা জেলা কমিটি। বেহালার স্থানীয় বাসিন্দাদের দাবি, বেহালাজুড়ে বিভিন্ন এলাকায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে তাঁর বিরুদ্ধে পোস্টার। এই পোস্টারিংকে কেন্দ্র করে উঠেছে হৈ-হৈ রব। এই পোস্টারে সিপিএম-র তরফে দাবি করা হয়েছে, 'পার্থ চট্টোপাধ্যায়ের বিধায়কপদ থেকে অবিলম্বে অপসারণ চাই। মানুষ কোনও জরুরি পরিষেবা পেতে প্রেসিডেন্সি জেলে মাথা ঠুকতে পারবে না। পরিষেবা ও উন্নয়নের স্বার্থে পদত্যাগ চাই তৃণমূল বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের।' 

এছাড়া ওই পোস্টারে তুলে ধরা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হওয়া ৫০ লক্ষ টাকা ও তাঁর সমস্ত বাজেয়াপ্ত সম্পত্তির হদিশ। পোস্টার থেকে বাদ যায়নি গ্রেফতার হওয়া উপাচার্য-সহ প্রায় গোটা শিক্ষা দফতর যারা আজও নিয়োগ কেলেঙ্কারিতে জেলে, সেই বিষয়। এঁরা প্রত্যকের প্রাক্তন শিক্ষামন্ত্রীর দোসর বলে দাবি তোলা হয়েছে পোস্টারে। স্থানীয় বাম সূত্রে আরও খবর, রবিবার সিপিএম-র পক্ষ থেকে বেহালা সরশুনা বাসস্ট্যান্ডে সকাল দশটার সময় এই লিফলেট বিলির কর্মসূচি। 

one year ago
Partha Jail: কথামৃত শেষ, এবার পার্থ পড়বেন কবিতা সংকলন

কথামৃত পড়া শেষ। এবার কবিতা সংকলন পড়বেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay)। প্রেসিডেন্সি জেলে (Presidency Correctional Home) এই মুহূর্তে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এসএসকেএম (SSKM) হাসপাতালের ডাক্তারদের প্রেসক্রাইব করা ওষুধ (Medicine) খাচ্ছেন তিনি। ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়ার জন্য ওষুধে বেশকিছু পরিবর্তন আনা হয়েছে বলে জেল সূত্রে খবর। সকাল থেকে কয়েক রাউন্ড সেলের বাইরে পায়চারি করেছেন।

চিকিত্সকরা বলছেন, জেলের পরিবেশের মধ্যে থাকতে খাকতেই তাঁর একটা মানসিক অস্থিরতা তৈরি হয়েছে। দীর্ঘক্ষণ বসে থাকার ফলে পায়ের ফোলা ভাব বেড়েছে, ব্যথাও হচ্ছে। এর জেরেই শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যায়। সেই কারণেই তড়িঘড়ি গতকাল তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল এসএসকেএম হাসপাতালে। সেখানেই নানা পরীক্ষার পর চিকিত্সকরা জানিয়ে দেন, তাঁকে ভর্তি রাখার কোনও প্রয়োজন নেই। ওষুধে কিছু পরিবর্তন আনলেই চলবে। সেইমতো নতুন কিছু ওষুধ দেওয়া হয়েছে, যা পার্থ চট্টোপাধ্যায় আপাতত খাচ্ছেন।

উল্লেখ্য, প্রাথমিকভাবে ১৪ দিনের জেল হেফাজত শেষে ফের দ্বিতীয়বারের জন্য ১৪ দিনের জেল হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে রাখা হয়েছে প্রেসিডেন্সি সংশোধনাগারে। ১৮ অগাস্ট শেষ হয় পার্থ এবং অর্পিতার প্রাথমিক ১৪ দিনের জেল হেফাজত। এরপর দু'জনকেই নগর দায়রা আদালতের সিবিআই-ইডি স্পেশাল আদালতে পেশ করা হয়েছিল। সেদিনও ফের দ্বিতীয় বারের জন্য ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বিশেষ আদালত। এমনকি এই দু'জনকে জেল হেফাজতে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতিও দিয়েছে আদালত।

 

2 years ago
SP SINHA: নিয়োগ-দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা কী ছিল? এস পি সিনহার মুখে কুলুপ

নিয়োগ-দুর্নীতি মামলায় প্রাক্তন এসএসসি কর্তা এসপি সিনহা এবং অশোক সাহাকে গ্রেফতার(arrest) করে সিবিআই(CBI)। ইতিমধ্যেই তাঁদের দু-রাত কাটল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে(custody)। তবে সূত্রের খবর, তদন্তে অসহযোগিতা(non cooperation) করছেন এসপি সিনহা ও অশোক সাহা। উল্লেখ্য, তাঁদের দুজনকেই নিয়োগ সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা। কিন্তু নিয়োগের ক্ষেত্রে তথ্য খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি সিবিআই-এর। সেগুলির খোঁজ দিচ্ছেন না এসপি সিনহা ও অশোক সাহা। অথচ তাঁরাই ছিলেন এই তথ্যের দায়িত্বে। নিয়োগ কে বা কারা করেছিল, জানতে চায় সিবিআই।

সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠার পরে নানা তথ্য হাতে এসেছে সিবিআই-এর। সেখান থেকেই যোগসূত্র খুঁজে পাওয়ার চেষ্টা করছে সিবিআই। তবে এসপি সিনহা একেবারে মুখে কুলুপ এঁটেছেন বলে সূত্রের খবর। অশোক সাহা সামান্য কিছু বক্তব্য রেখেছেন। তা রেকর্ড করা হয়েছে, লিখিত এবং ভিডিও।

সিবিআইয়ের প্রশ্ন ছিল, নিয়োগের তথ্যকারী ডিস্ক গায়েবের পিছনে কার হাত?  

পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা কী ছিল? তবে এই প্রশ্নের উত্তর দিচ্ছেন না এসপি সিনহা, খবর সিবিআই সূত্রে।

2 years ago