Breaking News
Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে      BJP: ইস্তেহার প্রকাশ বিজেপির, 'এক দেশ এবং এক ভোট' লাগু করার প্রতিশ্রুতি      Fire: দমদমে ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন      Bengaluru Blast: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করল এনআইএ      Sheikh Shahjahan: 'সিবিআই হলে ভালই হবে', হঠাৎ ভোলবদল শেখ শাহজাহানের      CBI: সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের...     

nationalflag

Basirhat: স্বাধীনতা দিবসে উত্তাল বসিরহাট, জাতীয় পতাকার অবমাননা ও ভাঙচুরের অভিযোগ দায়ের

স্বাধীনতা দিবসের দিন এ এক অন্য ভারতের চিত্র প্রকাশ্যে। মিশনের অনুষ্ঠানে জমি নিয়ে বিবাদের জেরে ভারতের জাতীয় পতাকাকে (Nationalflag) ছুড়ে ফেলার অভিযোগ। রবিবার অর্থাৎ ১৩ অগাস্ট উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার সংগ্রামপুর এলাকার ঘটনা। এই ঘটনায় স্থানীয়দের বিরুদ্ধে জাতীয় পতাকার অবমাননা সহ ভাঙচুরের অভিযোগ তুলে বসিরহাট (Basirhat) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বসিরহাট আনন্দলোক মিশন কতৃপক্ষ।

সম্প্রতি সোশ্যাল মাধ্যমে জাতীয় পতাকার অবমাননার এই ভিডিও ভাইরাল হয়। ঘটনার সত্যতা যাচাই করতে বসিরহাট আনন্দলোক মিশন কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সিএন। এরপরই জানা যায়, রবিবার ওই মিশনের একটি অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানেই বসিরহাট আনন্দলোক মিশনের একটি খালি জমি নিয়ে স্থানীয়দের সঙ্গে বিবাদ শুরু হয়। সেসময় আচমকা স্থানীয়রা ওই মিশনের উপর চড়াও হয়, এবং মিশনে ভাঙচুর  চালায়। অভিযোগ সে সময়ে স্থানীয়দেরই প্ররোচনায় এক যুবক মিশনের ছাদে উঠে জাতীয় পতাকা ছুড়ে ফেলে। 

ওই মিশনের তরফে এক সদস্য বলেন, 'মিশনের জমি জোর করে স্থানীয়রা দখল করার চেষ্টা করছিল, বাধা দিলে মিশনের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পাশাপাশি বারবার বারণ করা সত্ত্বেও জাতীয় পতাকা ছুড়ে ফেলে দেয় অভিযুক্ত।' এ বিষয়ে বসিরহাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুরিন্দ্রর সিং বলেন, 'জাতীয় পতাকার অবমাননার ঘটনা নজরে আসতেই একটা আলাদা করে মামলা রুজু করা হয়েছে, তাঁর তদন্তও চলছে। দোষীদের উপযুক্ত সাজার ব্যাবস্থা করা হবে।'

8 months ago
National Flag: একমাত্র এই সংস্থাটি ভারতের পতাকা তৈরির অনুমতি পেয়েছে, কোন সংস্থা জানেন?

আজ অর্থাৎ মঙ্গলবার ৭৭ তম দেশের স্বাধীনতা দিবস (Independence Day 2023)। সারা দেশজুড়ে উদযাপন করা হচ্ছে স্বাধীনতা দিবস। আপনারা তো এই দিনে সারা দেশজুড়ে জাতীয় পতাকা উত্তোলন করতে দেখে থাকেন। তবে আপনারা কি জানেন, ভারতের জাতীয় পতাকা কারা তৈরি করে ও কোন কাপড়েরই বা তৈরি করা হয় এই পতাকা। জানা গিয়েছে, ভারতের জাতীয় পতাকা তৈরি করার লাইসেন্স দেশের একটি মাত্র সংস্থারই রয়েছে। আর সেই সংস্থাটিকে ভারত সরকারের বিআইএস (BIS) সার্টিফায়েড অর্থাৎ 'ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস'-এর তরফে অনুমোদন দেওয়া হয়েছে।

কোন সংস্থা তৈরি করে জাতীয় পতাকা?

সংস্থাটির নাম হল 'কর্নাটক খাদি গ্রামোদ্যোগ সমযুক্ত সংঘ'। ১৯৪৭ সালে তৈরি করা হয়েছিল এই সংস্থাটি। আর এই সংস্থারই ভারত সরকার স্বীকৃত জাতীয় পতাকা তৈরির একমাত্র অনুমতি রয়েছে। সরকারের তরফে এই অনুমোদন দেওয়া হয়েছে। এই সংস্থাটি কর্নাটকের হুব্বালি জেলার বেঙ্গারিতে অবস্থিত। সূত্রের খবর, এই সংস্থার তৈরি পতাকাই লালকেল্লা, সংসদ ভবন, রাষ্ট্রপতি ভবন, প্রতিরক্ষা দফতর সহ প্রতিটি মন্ত্রকে উত্তোলন করা হয়। আরও জানা গিয়েছে, এই সংস্থায় মহিলা কর্মীদের সংখ্যাই বেশি। প্রায় ৯৫ শতাংশ কাজ মহিলারাই করে থাকেন।

সংস্থার পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, ২০২৩ সালের ১৫ অগাস্টের মধ্যে শুধুমাত্র জাতীয় পতাকা তৈরি করেই ১ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যবসা করার পরিকল্পনা নিয়েছে এই সংস্থা। জানা গিয়েছে, গত বছর স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে কেন্দ্রীয় সরকার 'হর ঘর তিরঙ্গা' প্রচারাভিযান ঘোষণা করার পর এটি টানা দ্বিতীয় বছর ধরে ১ কোটি ৫ লক্ষ টাকারও বেশি উপার্জন করেছে। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে 'হর ঘর তিরঙ্গা' কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের কারণেই তাদের ব্যবসা ফুলেফেঁপে উঠেছে।

কোন কাপড়ে তৈরি করা উচিত দেশের পতাকা?

জানা গিয়েছে, দেশের জাতীয় পতাকাটি হাতে কাটা তুলোর সুতো, সিল্ক বা খাদি দিয়ে তৈরি করা উচিত। পতাকার আকৃতি আয়তাকার হওয়া উচিত। এর দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত ৩:২ হওয়া উচিত।

8 months ago
Flag: পুরসভার গাড়ির আবর্জনা জাতীয় পতাকায় ঢাকা, স্থানীয়দের উদ্যোগে উদ্ধার

দেশের জাতীয় পতাকা দিয়ে পুরসভার আবর্জনার গাড়ি বাঁধা, খবর পেয়ে পতাকা উদ্ধার করল বারাসত থানার পুলিস। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বারাসত থানার অন্তর্গত পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের ছোটবাজার সংলগ্ন সুরেন্দ্রনাথ কলোনি এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় স্থানীয় কিছু বাসিন্দা শনিবার সকালবেলায় দেখেন রাস্তার পাশে পুরসভার একটি ভ্যাটের গাড়ি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে। সেখানে এক কর্মী গাড়িতে আবর্জনা বোঝাই করছে। সেই আবর্জনা যাতে না ছড়ায় সে কারণে আবর্জনা জাতীয় পতাকা দিয়ে ঢেকে রাখে ভ্যাটের ভ্যান চালক। সেই দৃশ্য চোখে পড়তেই বাসিন্দারা সংবাদমাধ্যমকে খবর দেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা বারাসত থানার পুলিসকে খবর দিলে পুলিস গিয়ে জাতীয় পতাকা উদ্ধার করে এবং ওই ভ্যান চালককে ধমকানিও দেন।

এবিষয়ে স্থানীয় কাউন্সিলর কনিকা রায় চৌধুরী বলেন, 'ভ্যাটের ভ্যান চালক নিরক্ষর। সে বুঝতে পারেননি। যিনি আবর্জনার মধ্যে দেশের জাতীয় পতাকা ফেলেছেন তিনি ঠিক করেননি।' জাতীয় পতাকার অবমাননা ঘটনায় প্রতিবাদে সরব স্থানীয় বাসিন্দারা। শনিবার স্থানীয় একজন বলেন, 'আমি এই ওয়ার্ডে থাকি না, তবুও এখানে কাজে এসে জাতীয় পতাকার অবমামনা দেখে আমার খারাপ লেগেছে, তাই প্রশাসনকে জানতে বাধ্য হয়েছি।'

one year ago


Birbhum: ১৫০ ফুটের জাতীয় পতাকা নিয়ে দৌড়

স্বাধীনতার (Independence Day) ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে এবং ৭৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব। এই উৎসব উপলক্ষে এদিন বীরভূমের (Birbhum) কীর্ণাহারে একটি ১৫০ ফুটের পতাকা সহযোগে তেরঙ্গা যাত্রা করা হয়। একটি ক্লাবের তরফ থেকে এই তেরঙ্গা যাত্রার আয়োজন করা হয় বলে স্থানীয় সূত্রে খবর।

ওই ক্লাবের এক সদস্য জানান, এবছর করোনা (COVID-19) মহামারী কাটিয়ে উৎসবের মেজাজে ভারতবর্ষবাসী। সকাল থেকেই বিভিন্ন জায়গায় হয়েছে জাতীয় পতাকা উত্তোলন। কিন্তু এখানকার এবছরের ভাবনা নজর কেড়েছে বহু মানুষের। এবছর তাঁরা ১৫০ ফুটের পতাকার আয়োজন করেছেন। যা এখনও অবধি বঙ্গের একাধিক জায়গার জাতীয় পতাকা উত্তোলন হলেও এখানকার মতে, এত বড় জাতীয় পতাকা আর কোনও জায়গায় হয়নি। ফলে স্বাভাবিকভাবেই আনন্দের মেজাজ বীরভূমবাসীদের মনে।

১৪ ই অগাস্ট রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন নতুন রাষ্ট্রপতি (President) দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। পাশাপাশি ১৫ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) লালকেল্লায় (Red Fort) নবমবারের জন্য জাতির উদ্দেশে ভাষণ দেন। সেখানে তিনি তুলে ধরেন দুর্নীতি ও পরিবর্তনের কথা। তারপরে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। অন্যদিকে কলকাতার রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় পতাকা উত্তোলন করেন।

2 years ago
America: আমেরিকার বোস্টনে উড়ল ২২০ ফুট উচ্চতার ভারতের পতাকা

আমেরিকার (America) বোস্টনের (Boston) আকাশে ভারতের পতাকা (US-India flag)। তাও ২২০ ফুট উচ্চতার। যা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে বলাই যায়। ভারতের ৭৬ তম স্বাধীনতা দিবস (Independence Day) উপলক্ষে এই আয়োজন করা হয়েছিল। আজ অবধি যা কোনওদিন হয়নি।

ইন্ডিয়ান ডে প্যারেডে ৩০ টিরও বেশি দেশের হাজার হাজার লোক অংশগ্রহণ করেছিল। ওই প্যারেডে দেশাত্মবোধক গন্ধ এবং গানের মাধ্যমে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ের বৈচিত্র্যকে প্রতিফলিত করা হয়েছে।

প্রাক্তন ভারতীয় ক্রিকেট খেলোয়াড় আর পি সিং-এর নেতৃত্বে এটি ম্যাসাচুসেটস এবং নিউ ইংল্যান্ডের অনেক রাজনীতিবিদ এবং এই অঞ্চলের অনেক বিশিষ্ট ভারতীয়-আমেরিকানরা এখানে উপস্থিত হয়েছিলেন।

প্যারেডের আয়োজক তথা ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন-নিউ ইংল্যান্ড বলেন, "বোস্টনে প্রথমবারের মতো ইন্ডিয়া ডে প্যারেড একটি ঐতিহাসিক সাফল্য ছিল। সমস্ত কৃতিত্ব শহরের ভারতীয়-আমেরিকানদের এবং স্বেচ্ছাসেবকদের যাঁরা দিনরাত পরিশ্রম করেছিলেন। "

বোস্টনে ইন্ডিয়া ডে প্যারেডের আরেক আয়োজক মিস্টার সিং বলেছেন যে, তিনি সারা বিশ্বে "আজাদি কা অমৃত মহোৎসব"-এর ৭৫ বছর উদযাপনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বান দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। আমেরিকার স্বাধীনতা সংগ্রাম শুরু করার জন্য বোস্টন পরিচিত। তাই, আমরা এই ঐতিহাসিক শহরে এটিকে জমকালোভাবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছি।"

2 years ago