Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

narayanpur

Bidhannagar: মেঝেতে পড়ে স্ত্রীর গলা কাটা দেহ, পাশে ঝুলছে স্বামী, রক্তাক্ত অবস্থায় কন্য়া সন্তান!

ফের শহরের বুকে গা শিউরে ওঠার মতো ঘটনা! ঘরের মধ্যে পড়ে স্ত্রীর গলা কাটা দেহ। পাশে ঝুলন্ত অবস্থায় স্বামীর দেহ, কাতরাচ্ছেন দু'জনের কন্যা সন্তান। আর এই দেখেই আঁতকে উঠলেন প্রতিবেশীরা। শনিবারের হাড়হিম করার ঘটনাটি বিধাননগরের নারায়ণপুর থানা এলাকার।

সুখী পরিবার বলেই জানতেন প্রতিবেশীরা। কিন্তু সেই সুখী পরিবারে কি এমন অন্ধকার নেমে এল যার জন্য স্বামী, স্ত্রী দুজনকেই মৃত অবস্থায় তাঁদের আবাসনে পাওয়া গেল। শনিবার দুপুরে নারায়ণপুর থানার ১০০ গজের মধ্যে অবস্থিত এক বহুতল আবাসনের নিচতলা থেকে উদ্ধার হল স্ত্রীর গলা কাটা রক্তাক্ত দেহ আর তার পাশাপাশি উদ্ধার স্বামীর ঝুলন্ত দেহ। নারায়ণপুর অঞ্চলের এই ঘটনায় স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়।

পুলিস ও স্থানীয় সূত্রে খবর, সাগর মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি তাঁর স্ত্রী রূপা মুখোপাধ্যায়কে গলা কেটে খুন করার পর তাঁর কন্যা সন্তানেরও গলা কাটেন।  এরপর নিজে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আবাসনের নিচের তলার ঘর থেকে স্বামী-স্ত্রীর দেহ উদ্ধার করে। তবে তাঁদের কন্যা সন্তান জীবিত থাকায় তাকে চিনারপার্ক সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান স্থানীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায় ও বিধাননগরের কমিশনার সহ উচ্চপদস্থ আধিকারিকরা।

পেশায় ওষুধ ব্যবসায়ী সাগর মুখোপাধ্যায় কেন এই কাজ করলেন, বা এর পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে আছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিস। দেহ দুটিকে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। সেই রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ সামনে আসবে।

4 months ago
Mother: নারায়ণপুরে মাকে খুন করে থানায় আত্মসমর্পণ ছেলের, তাজ্জব পুলিস

মাকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ ছেলের। অভিযুক্তর এহেন আচরণে তাজ্জব পুলিসকর্মীরা। নারায়ণপুর থানা এলাকার পূর্বাচলের এই ঘটনায় সকাল থেকেই চাঞ্চল্য। জানা গিয়েছে, মাকে শ্বাসরোধ করে হত্যার পর ছেলে থানায় গিয়ে দোষ স্বীকার করেন। পাশাপাশি অভিযুক্ত আত্মসমর্পণ করেন পুলিসের কাছে। পুলিস সূত্রের খবর, ৩০ বছর বয়সী সোমনাথ সাঁতরা ও তাঁর মা লক্ষ্মী সাঁতরা। নারায়ণপুরের পূর্বাচল ২১ নম্বর লেনে থাকতো মা-ছেলে।

জানা গিয়েছে, কয়েক মাস যাবৎ ছেলে সোমনাথের কাজ চলে গিয়েছে। এরপর তাঁর স্ত্রী বাপের বাড়ি চলে যান। এই মুহূর্তে সেভাবে কোনও কাজকর্ম করতেন না সোমনাথ। যার ফলে আর্থিক অনটনে চলছিল পরিবার। এমনকি সোমনাথ সাঁতরা বিবাহিত হলেও স্ত্রী আলাদা থাকতে শুরু করেন।

এসব কারণে মানসিক অবসাদে ভুগছিলেন সোমনাথ। সোমবার রাতে মায়ের সঙ্গে বিবাদ হয় সোমনাথের। অভিযোগ এরপর মাকে শ্বাসরোধ করে হত্যা করে সোমনাথ। তারপর নিজেই নারায়ণপুর থানায় গিয়ে হত্যার কথা স্বীকার করে এবং আত্মসমর্পণ করেন। সোমনাথের কথা শোনার পর, পুলিস ঘটনাস্থলে গিয়ে লক্ষ্মী সাঁতরার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। তবে এই হত্যার পিছনে মানসিক অবসাদ না আর্থিক অনটন, নাকি অন্য কোন বিষয় তা তদন্ত করে দেখছে নারায়ণপুর থানার পুলিস। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া।

one year ago
Death: বার ডান্সারের রহস্যমৃত্যু, লিভ ইন পার্টনারকে আটক করল পুলিস

রাজারহাট রোডের অভিজাত আবাসন থেকে ভিন রাজ্যের যুবতী বার ডান্সারের (Bar Dancer) ঝুলন্ত দেহ (Hanging Body) উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনায় যুবতীর লিভ ইন পার্টনার আটক করেছে নারায়ণপুর থানার পুলিস (Police)।

পুলিস সূত্র মারফত খবর, রাজারহাট রোডের বহুতল আবাসনের ফ্ল্যাট থেকে পঞ্জাব জলন্ধরের বাসিন্দা বার ডান্সার যুবতী স্বেতা রানি(৩০)-র ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় যুবতীর লিভ ইন পার্টনার মহেশ জয়সওয়ালকে আটক করেছে নারায়ণপুর থানার পুলিস। শনিবার রাতে মহেশ স্বেতাকে নিয়ে বাগুইহাটি ভিআইপি রোডের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে। সেখানে সে জানান, যুবতীকে সে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে। চিকিৎসকেরা যুবতীকে দেখে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই সুযোগ বুঝে হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন মহেশ। সঙ্গে সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ বাগুইআটি থানায় খবর দিলে পুলিস এসে ওই যুবককে আটক করে।

পরবর্তী সময় বাগুইআটি থানার পুলিস ওই যুবককে নারায়ণপুর থানার হাতে তুলে দেয়। জিজ্ঞাসাবাদে পুলিস জানতে পেরেছে দীর্ঘ ছয় বছর ধরে লিভ ইনে থাকতেন মহেশ ও স্বেতা। মেয়েটির ওপরে সন্দেহের বশে সকাল থেকেই বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়েছিল। সাড়ে তিনটে নাগাদ যুবতী নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে নেন। এরপরই ঝুলন্ত অবস্থায় দেখতে পান বলে জানান মহেশ।

সূত্রের খবর, যুবতীর ঠোঁট ফাটা, হাতের তালুতে মিলেছে রক্তের দাগ। তা ঘিরে বাড়ছে রহস্য। পুলিস জানিয়েছে, ময়নাতদন্তের পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ। ইতিমধ্যেই পঞ্জাবে যুবতীর পরিবারকে খবর দেওয়া হয়েছে।

one year ago