
আবার নাটকে ব্যারিকেড! এবার নবদ্বীপ পুরসভা বন্ধ করল উৎপল দত্ত রচিত দেবেশ চট্টোপাধ্যায় নির্দেশিত চাকদহ নাট্যজন প্রযোজিত ‘ব্যারিকেড’-এর অভিনয়। আগামী বছরের ২৩ জানুয়ারি নবদ্বীপ রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে এই নাটক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অভিযোগ, মৌখিকভাবে ওই নাট্য সংস্থাকে জানিয়ে দেওয়া হয়েছে, এই নাটক করা যাবে না। ফলে প্রশ্ন উঠছে, সংস্কৃতির মঞ্চে তবে কি রাজনীতি? ফের কি তবে শাসকের রোষের মুখে সংস্কৃতি?
চাকদহ নাট্যজনের সম্পাদক সুমন পালের অভিযোগ, মঙ্গলবার দুপুরে তাঁদের মৌখিকভাবে জানানো হয়েছে, নবদ্বীপ রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে 'ব্যারিকেড' নাটকটি করা যাবে না। এও জানানো হয়, অন্য নাটক হতে পারে কিন্তু ব্যারিকেড করা যাবে না। তাই তাঁদের প্রশ্ন, 'উৎপল দত্তের আরও বেশ কয়েকটি নাটক এই বঙ্গে নিয়মিত অভিনয় হচ্ছে। তাহলে ব্যারিকেড বন্ধ করার কারণ কি রাজনৈতিক না অন্য কিছু?'
তাঁরা বলেছেন,'আমাদের মতন একটি দলের কাছে এই আঘাত আমাদের চলার পথে এক ভয়ঙ্কর পরিণতি ডেকে নিয়ে আসছে। কিন্তু আমরা কোনভাবেই "ব্যারিকেড"এর মতন নাটক বন্ধ করতে রাজি নই। আমাদের অন্যান্য প্রযোজনার পাশাপাশি ব্যারিকেড নাটকটির অভিনয় করে যেতে চাই। চাকদহ নাট্যজনের পক্ষ থেকে আপামর মানুষের কাছে আমাদের এই প্রশ্ন। আশা করি আপনারা আমাদের সঠিক পথ দেখিয়ে দেবেন।'
ফের বিপুল পরিমানে গাঁজা (Weed) উদ্ধার (Rescue) করল পুলিস। ঘটনাটি ঘটেছে নবদ্বীপের (Nabadwip) গাবতলা এলাকায়। নবদ্বীপ থানা এবং কৃষ্ণনগর পুলিস জেলার উদ্যোগে গাঁজা উদ্ধার করা হয়। জানা গিয়েছে, তল্লাশি চালিয়ে প্রায় ১ কুইন্টাল ৪৫ কেজি ১০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিস।
পুলিস সূত্রে জানা গিয়েছে, পার্কসার্কাস থেকে একটি চার চাকা গাড়িতে নতুন করে ডিজাইন করে তাঁর ভেতরে গাঁজা নিয়ে আসা হচ্ছিলো। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিস এই বিপুল পরিমান ওই গাঁজা উদ্ধার করে। তবে ঘটনায় একজনকে আটক করেছে নবদ্বীপ থানার পুলিস। তবে এই গাঁজা পাচার কান্ডে সঙ্গে আর কে বা কারা যুক্ত রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিস। এর আগে বহু বার গাঁজা পাচার কান্ডে যুক্ত ধৃতদের হাতেনাতে পাকড়াও করা হয়েছে।