Breaking News
Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে      BJP: ইস্তেহার প্রকাশ বিজেপির, 'এক দেশ এবং এক ভোট' লাগু করার প্রতিশ্রুতি      Fire: দমদমে ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন      Bengaluru Blast: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করল এনআইএ      Sheikh Shahjahan: 'সিবিআই হলে ভালই হবে', হঠাৎ ভোলবদল শেখ শাহজাহানের      CBI: সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের...     

messi

Messi: মেসির বিরুদ্ধে কুমন্তব্য, বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচে হাতাহাতি সমর্থকদের মধ্যে

গ্যালারি থেকে মেসির বিরুদ্ধে কুমন্তব্য। তার জেরে প্রতিবাদ। আর তার থেকেই বিশ্বকাপের যোগ্যতার ম্যাচে ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচে উত্তেজনা ছড়াল মারাকানায়। দু দেশের সমর্থকদের হাতাহাতির জেরে ম্যাচ শুরু হল আধ ঘণ্টা পরে। সংবাদসংস্থার খবর, দু দেশের জাতীয় সঙ্গীতের পরেই উত্তেজনা তৈরি হয় গ্যালারিতে। এই ঘটনায় এক সমর্থককে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই প্রথম আর্জেন্টিনার কাছে ঘরের মাটিতে হারল ব্রাজিল।

এই ঘটনার জেরে মাঠ থেকে বেরিয়ে যায় লিও মেসির আর্জেন্টিনা। তাঁদের ট্যানেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আর্জেন্টিনার ফুটবল দল জানিয়ে দেয় উত্তেজনা থাকলে তারা মাঠে ফিরবে না। এরপর ব্রাজিলের রায়ট পুলিশ মারাকানার গ্যালারির দায়িত্ব নেয়। প্রায় ৩০ মিনিট পর মাঠে ফেরেন মেসিরা।

তার আগে অবশ্য, সমর্থকদের ঠান্ডা করতে গ্যালারির দিকে এগিয়ে যায় আর্জেন্টিনার দল। মঙ্গলবার রাতের এই ম্যাচে ৬৯ হাজার দর্শক হয়েছিল মারাকানায়। ব্রাজিল পুলিশ জানিয়েছে, এই ঘটনায় বেশ কয়েকজন গ্রেফতার করা হয়েছে।

5 months ago
Messi: ত্রাতা সেই মেসিই, মেসির গোলে ভরসা করে ১-০ তে ইকুয়েডরকে হারাল আর্জেন্টিনা

আরও একবার আর্জেন্টিনার উদ্ধারকর্তা লিওনেল মেসি। বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে খেলতে নামে আর্জেন্টিনা। ১-০ গোলের ব্যবধানে জেতে টিম।

দেশের হয়ে ১৭৬টি ম্যাচে ১০৪তম গোল করলেন লিওনেল মেসি। দেশের হয়ে বিশ্বকাপের যোগ্যতাঅর্জন ম্যাচে এই নিয়ে ২৯টি গোল করলেন তিনি। উরুগুয়ের লুই সুয়ারেজের গোলের সংখ্যাও একই।

এদিন নুনেজ স্টেডিয়ামে এই ম্যাচ দেখার জন্য ছিলেন ৮৩ হাজার দর্শক। মেসির গোলে ম্যাচ জেতে আর্জেন্টিনা। ইকুয়েডরও বেশ কিছু সুযোগ পেয়েছিল। কিন্তু সমতা ফেরাতে পারেনি তারা।

7 months ago
Ronaldo: মাঠে যতই লড়াই হোক, একে-অপরকে সম্মান করেন, মেসিকে নিয়ে সাফ জানালেন রোনাল্ডো

মাঠে যতই লড়াই হোক, দুজনের দুজনকে অগাধ শ্রদ্ধা করেন। এখন আর কোনও লড়াইও নেই। লিওনেল মেসিকে নিয়ে এমন সাফ জানিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এক সাক্ষাৎকারে রোনাল্ডো বলেন, তাঁদের লড়াই শেষ হয়ে গিয়েছে। দারুণ লড়াই ছিল। দর্শকরা আনন্দ পেয়েছেন।

বুধবার রাতে ব্যালন ডি অর-এর মনোনয়নে ২০ বছর পর বাদ পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার আগে রোনাল্ডো জানিয়ে দিলেন, মেসির সঙ্গে তাঁর লড়াই ইতিহাস বদলে দিয়েছে। সারা বিশ্ব তাঁদের সম্মান করে। এটাই তাঁদের প্রাপ্তি। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসেরে খেলেন রোনাল্ডো। আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিতে খেলেন লিওনেল মেসি।

রোনাল্ডোর মতে, "মেসি নিজের পথ বেছে নিয়েছে। আমিও আমারটা বেছে নিয়েছি। দুজনেই ইউরোপের বাইরে। শুনেছি ও ভাল খেলছে। আমিও এখানে ভাল খেলছি। এখন আমাদের প্রভাব আছে। লড়াই নেই। ১৫ বছর ধরে আমরা অনেক মঞ্চ ভাগ করে নিয়েছি। কখনও একসঙ্গে খেতে যাইনি। আমরা পেশাদার। কিন্তু পরষ্পরকে শ্রদ্ধা করি।"

7 months ago


Messi: বিশ্বকাপ জয়ের পর ফের নীল-সাদা জার্সিতে মেসি, ইকুয়েডরের বিরুদ্ধে নামবে আর্জেন্টিনা

বিশ্বকাপ জয়ের পর ফের নীল-সাদা জার্সি। বল পায়ে এদিক ওদিক দৌড়। দেশের দায়িত্ব পালন করতে আন্তর্জাতিক শিবিরে আর্জেন্টিনা দলে যোগ দিলেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ শুরু হয়ে গিয়েছে। বিশ্বকাপ জয়ের এক বছর হওয়ার আগেই ফের বিশ্বকাপের লড়াইয়ে নামবে আর্জেন্টিনা। বৃহস্পতিবার ইকুয়েডরের বিরুদ্ধে নামবেন তাঁরা।

২০২৬ বিশ্বকাপ হবে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে। এই টুর্নামেন্টে ৪৮টি দল অংশ নেবে। আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন মেসি। বিশ্বকাপের মেগা ইভেন্টে অংশ নিতে পারবেন কিনা, তা সময় বলবে। তবে এই বিশ্বকাপে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত যোগ্যতা অর্জন চলবে। আর্জেন্টিনা, ব্রাজিল ও উরুগুয়ে রাউন্ড রবিন লিগ থেকে বিশ্বকাপে সরাসরি অংশ নেবে।

বর্তমানে আর্জেন্টিনা টিমে আছেন ৩৬ বছরের লিওনেল মেসি। গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি, মিডফিল্ডাপ এনজো ফার্নান্দেজ ও স্ট্রাইকার জুলিয়ান আলভারেজের মতো তারকারা।

8 months ago
Messi: উয়েফার প্রকাশ করা ২০২৩ সালের বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

ইউরোপ ছাড়লেও, ইউরোপ তাঁকে ছাড়তে পারল না। ২০২৩ সালের বর্ষসেরা ফুটবলারের তালিকায় ফের লিওনেল মেসি। উয়েফার প্রকাশ করা তালিকায় মনোনীত হয়েছে মেসির নাম। প্যারি সাঁজার জার্সিতে গত মরশুমে লিগ ওয়ান এবং ফ্রেঞ্চ সুপার কাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন মেসি। তবে, চ্যাম্পিয়ন লিগ দিতে ব্যর্থ হয়েছিলেন।

মেসির সঙ্গেই এই তালিকায় জায়গা পেয়েছেন বেলজিয়ামের কেভিন ডি ব্রুয়েনা এবং নরওয়ের অর্লিং হাল্যান্ড। গত মরশুমে দু জনেই খেলেছেন ম্যানচেস্টার সিটিতে। আর দু জনেই ক্লাবকে এনে দিয়েছিলেন ত্রিমুকুটু।

এই তিন ফুটবলার কত ভোট পেলেন, তা জানা যাবে এই মাসের শেষ দিনে। মোনাকোর গ্রিমাল্দির ফোরামে উয়েফা চ্যাম্পিয়ন লিগের গ্রুপ পর্বের ড্র ঘোষণার দিন জানানো হবে বর্ষসেরার নাম। জাতীয় দল ও ক্লাব কেরিয়ারের গত ১২ মাসের পারফরম্যান্স বিচার করে প্রতি বছর এই পুরস্কার দেয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।

8 months ago


Messi: ৩০ গজ দূর থেকে চমৎকার গোল, মেসির গোলে লিগ ফাইনালে ইন্টার মায়ামি

ছুটতে ছুটতে হঠাৎ শট। প্রায় তিরিশ গজ দূর থেকে নেওয়া সেই শটেই ইন্টার মায়ামিকে লিগ কাপের ফাইনালে তুলল লিও মেসির বাঁ-পা। সেমিফাইনালে ফিলাডেলফিয়া ইউনিয়নকে চার-এক গোলে হারিয়ে ফাইনালে উঠল ডেভিড বেকহ্যামের দল। বাকি গোলকে ছাপিয়ে ম্যাচের সেরা গোল হয়ে থাকল মেসির দূরপাল্লার শটে নেওয়া এই গোল।

চোট পেয়েছিলেন। ম্যাচের আগে খেলবেন কীনা, তা নিয়ে ছিল জল্পনা। কিন্তু মার্কিন মুলুকু মেসি ম্যানিয়া চলছে। নতুন ক্লাবের হয়ে গত ৬টি ম্যাচে ৯টি গোল করে ফেললেন আর্জেন্টিনার অধিনায়ক। খুব অল্প সময়ে ইন্টার মায়ামির তৃতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি।

ফিলাডেলফিয়ার বিরুদ্ধে লিগ কাপের সেমিফাইনালে প্রথম ৪৫ মিনিটেই তিন-শূন্য গোলে এগিয়ে ছিল ইন্টার মায়ামি। গোল করেছিলেন মেসি, মার্টিনেজ এবং জোর্ডি আলবা।

8 months ago
Messi: ইন্টার মায়ামির হয়ে অ্যাওয়ে ম্যাচ খেলবেন মেসি, ১৮ মিনিটেই শেষ ম্যাচের টিকিট

প্রথমবার ইন্টার মায়ামির হয়ে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবেন লিওনেল মেসি। রাউন্ড ১৬-এর ম্যাচে এফসি ডালাসের বিরুদ্ধে নামবে তাঁর দল। ফ্রিসকোর টয়োটা স্টেডিয়ামে নামবেন মেসি। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে, ১৮ মিনিটের মাথায় ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। স্টেডিয়ামের দর্শক সংখ্যা ২০ হাজার ৫০০।

রেকর্ড অর্থে বেকহ্যামের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। প্যারিস সাঁ জাঁ থেকে এই ক্লাবে এসেই প্রথম ম্যাচে ফ্রি-কিকে গোল করেন মেসি। প্রত্যেক ম্যাচেই গোল পাচ্ছেন। প্রথমবার অ্যাওয়ে জার্সিতে দেখা যাবে লিওকে।

স্প্যানিশ সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, রবিবার লিওনেল মেসিকে এই ম্যাচে দেখার জন্য ইতিমধ্যেই ৯০০০ মার্কিন ডলারের টিকিট বিক্রি হয়ে গিয়েছে।

9 months ago
Messi: অভিনব সেলিব্রেশন মেসির, অর্থ বোঝাতে মাঠে মেসি পত্নী আন্তোনেলা

ইউরোপ ছেড়ে আমেরিকায় উড়ে গিয়েছেন লিও মেসি। অভিষেক হয়েছে নতুন ক্লাব ইন্টার মায়ামিতে। নতুন দেশে, নতুন জয়ের পর সেলিব্রিশনেও নতুনত্ব আনলেন মেসি। যদিও, মেসির সেলিব্রেশনের ধরন একেবারে ঠোঁটস্থ অনুরাগীদের। কিন্তু মায়ামিতে গিয়ে মেসির সেলিব্রেশন একেবারে মাথা ঘুরিয়ে দিল অনুরাগীদের, এভাবে তো প্রিয় ফুটবলারকে জয়ের পর দেখেননি তাঁরা। এরপরেই মাঠে নামেন মেসি-জায়া আন্তোনেলা রোকুজ্জো।

কেন এভাবে উল্লাস করেছেন স্বামী, তাঁরই ব্যাখ্যা দিলেন তিনি।  ইনস্টাগ্রামে আন্তোনেলা জানান,মেসির সেলিব্রেশন মার্ভেল হিরো থরের অনুপ্রেরণায়।  থর হাতুড়ি তুলে নেওয়ার জন্য যেভাবে হাত বাড়ান,সেভাবেই মেসিকেও দেখা গিয়েছে উদযাপনে।  গোলের পর স্ত্রী সন্তানদের উদ্দেশে হাত বাড়িয়ে উদযাপন করেন তিনি।

9 months ago


Messi: মেসির ৮০৮ তম গোল, অভিনব ভাবে ছবি এঁকে উদযাপন

আমেরিকার মেজর লিগ সকারে খেলতে নেমেই ম্যাজিক দেখিয়েছেন লিওনেল মেসি৷ ইন্টার মায়ামির জার্সিতে প্রথম ম্যাচেই অনবদ্য ফ্রি-কিক থেকে গোল করেছেন তিনি। মেসির গোল দেখে মুগ্ধ মার্কিন মুলুকের সেলিব্রিটিরা। আর্ন্তজাতিক এবং ক্লাব ফুটবল মিলিয়ে এটি তাঁর ৮০৮ তম গোল। এই বিশেষ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে ৮০৮টি ছাগল দিয়ে লিও মেসির মুখ আঁকল একটি সংস্থা।

আর্জেন্টিনার জাদুকরকে অনেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবল বলে মনে করেন। গ্রেটেস্ট অফ অল টাইম বা সংক্ষেপে 'GOAT' (গোট) বলা হয় মেসিকে। তাই এই অভিনব উদ্যোগ। ৮০৮টি ছাগল একসঙ্গে এমন ভাবে দাঁড়িয়ে রয়েছে যাতে উপর থেকে দেখলে মেসির মুখ বলে মনে হয়। এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোস্যাল মিডিয়ায়।

প্রথম ম্যাচের পরেই মেসিতে মন্ত্রমুগ্ধ আমেরিকা। ক্রুজ আজুলের বিরুদ্ধে ইন্টার মায়ামির হয়ে ম্যাচের ৫৩ মিনিটে পরিবর্ত হিসাবে নামেন মেসি। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি বক্সের বাইরে ফ্রি-কিক থেকে ঝলসে ওঠে তাঁর পা। মেসির গোল দেখে আপ্লুত সেরেনা উইলিয়ামস, কিম কার্দাসিয়ান, সস্ত্রীক ডেভিড বেকহ্যাম সহ সেলেব্রিটিরা।

9 months ago
Messi: আমেরিকার ইন্টার মায়ামিতে যোগ দিলেন বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি

আমেরিকার ইন্টার মায়ামিতে যোগ দিলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ক্লাবের সোশাল মিডিয়ায় নতুন জার্সিতে মেসির ছবি পোস্ট করা হয়েছে। দিন কয়েক আগেই ফ্লোরিডায় এসেছিলেন তিনি। ভারতীয় সময় শনিবার মধ্যরাতে ইন্টার মায়ামির ফেসবুক অ্যাকাউন্টে এই ছবি পোস্ট করা হয়েছে। আগামী ২১ জুলাই ক্লাবের হয়ে প্রথম ম্যাচ খেলবেন মেসি।

এদিকে, আমেরিকায় এসে বিপত্তি। ট্রাফিক নিয়ম ভাঙার অভিযোগ মেসির বিরুদ্ধে। আর্জেন্টিনার এক টেলিভিশন চ্যানেলের দাবি, ক্লাবে আসার পথেই সিগন্যাল বুঝতে না পেরেই বাঁদিকে গাড়ি নিয়ে চলে যান মেসি। তাতে দুর্ঘটনাও ঘটতে পারত বলে দাবি ওই টিভি চ্যানেলের। ফ্লোরিডা পুলিশের কাছে ইতিমধ্যেই ইন্টার মায়ামির কর্তরা আবেদন করেছেন, মেসির প্রথম ভুল ক্ষমা করে দিতে।

9 months ago


Martinez: মেসি সমস্ত ফুটবলারদের ভগবান, কলকাতায় এসে বললেন মার্টিনেজ

তাঁরা ফুটবলার। আর মেসি (Messi) তাঁদের ভগবান। কারণ লিও অন্য গ্রহের বাসিন্দা। তাঁর সঙ্গে বাকি কারোর তুলনা হয় না। মঙ্গলবার কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে একথা জানালেন কাতার বিশ্বকাপের (Wolrld Cup Football) সেরা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ (Martinez)। মিলন মেলার মাঠে যোগ দিয়ে মার্টিনেজের দাবি, রোনাল্ডোর শুধু ফুটবল খেলেন। আর মেসি ফুটবলারদের কাছে ভগবান। এটাই পার্থক্য দুই তারকার মধ্যে। এদিন একইমঞ্চে কলকা-তার দুই প্রধানকে মেলালেন মার্টিনেজ।

সোমবার শহরে এসে মঙ্গলবার কলকাতায় প্রথম অনুষ্ঠানে যোগ দেন মার্টিনেজ। সদ্য কাতারে বিশ্ব ফুটবলকে সেরা ফাইনাল উপহার দিয়েছিল ফ্রান্স ও আর্জেন্টিনা। ফরাসি ফুটবলের রূপকথা শেষ হয়েছিল তাঁর হাতেই। সেই মার্টিনেজ কিন্তু কলকাতায় জানালেন মেসি ছাড়া আর্জেন্টিনা ভাবা সম্ভব নয়। মারাদোনাকে দূর থেকে দেখেছিলেন। কিন্তু মেসি তাঁদের কাছের মানুষ।

এমনকী, দিন কয়েক আগেও এশিয়া সফরে এসে বেজিং মাতিয়েছিলেন লিও। মার্টিনেজের দাবি, বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর গোটা দল যখন ভেঙে পড়েছিল, তখন নেতা মেসি-ই ছিলেন তাঁদের কাছে ভগবানের মতো।

10 months ago
Lionel Messi: বার্সেলোনা-আল হিলালকে ডজ করে মায়ামিতে যাচ্ছেন মেসি

মেসি রইলেন মেসিতেই। ময়দানে যেমন মেসির পদক্ষেপ বোঝা দায়, জীবন সিদ্ধান্তেও মেসি ঠিক ততটাই 'আনপ্রেডিক্টেবল'। পিএসজির পর মেসি (Lionel Messi) কোন ক্লাবে যাবেন তা নিয়েও টানটান উত্তেজনা বজায় রেখে চলেছেন এখনও। যদিও সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যমকে মেসি বলেছেন, 'আমি ইন্টার মায়ামিতে (Inter Miami) যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিছু বিষয়ের হিসেবে মিলছে না। তবুও আমি ঠিক করেছি আমার ফুটবল যাত্রা মায়ামিতেই জারি রাখব।'

প্যারিস সেন্ট জায়ান্ট দলের সঙ্গে যে মেসির বনিবনা হচ্ছে না, সেই খবর ঝড়ের মতো ছড়িয়ে পড়েছিল। পিএসজিতে থাকাকালীন মেসি চুক্তি ভেঙে সৌদি আরব সফরে গিয়েছিলেন। শোনা গিয়েছিল, সৌদিতে আল হিলালের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেন মেসি। যদিও তেমনটা হয়নি। পিএসজি দলের কাছে ক্ষমা চেয়ে আবারও প্রত্যাবর্তন করেছিলেন মেসি। অনেকে মনে করেছিলেন, সমস্যা মিটিয়ে হয়তো পিএসজির সঙ্গে আবারও নয়া চুক্তিতে আবদ্ধ হতে পারেন মেসি। কিন্তু তিনি তো মেসি। আনপ্রেডিক্টেবল।

মেসি আগেই জানিয়েছিলেন তিনি আর কোনও ইউরোপীয় দলে খেলতে চাইছেন না। যদি চাইতেন তবে বার্সেলোনাতেই ফিরতেন। ফুটবল কেরিয়ারের এই পর্যায়ে এসে মেসি আমেরিকান দলে খেলতে চেয়েছিলেন। এদিকে ক্লাবগুলি মুখিয়েছিলেন মেসিকে দলে টানার জন্য। শেষ পর্যন্ত ইন্টার মিয়ামির সহকর্তা ডেভিড বেকহ্যাম নাকি তুরুপের তাস তুলতে সক্ষম হয়েছেন। যদিও মেসির সঙ্গে ইন্টার মায়ামির চুক্তি পুরোপুরি সম্পন্ন হয়নি। আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি যে মেসি মায়ামিতেই যাচ্ছেন। তাই এখনও মেসি ভক্তদের কিছুটা সবুর করতে হবে। কারণ তিনি তো মেসি। পরবর্তী পদক্ষেপ বোঝা দায়।

11 months ago
Messi: সোশ্যাল মিডিয়ায় বিদায় জানিয়ে ফুটবল রাজা মেসিকে বিদায় ক্লাব প্যারি সাঁজার

বিদায় মেসি (Lionel Messi)। আধুনিক ফুটবলের রাজকুমারকে সরকারি ভাবে গুডবাই করে দিল তাঁর ক্লাব প্যারি সাঁজা (PSG)। শনিবার শেষ ম্যাচ খেলেই মাঠ ছেড়েছিলেন লিও। সোশ্যাল মিডিয়ায় (Social Media) এক ভিডিও পোস্টে ক্লাবের তরফে জানানো হয়েছে, সাতবারের ব্যালন জয়ীকে ধন্যবাদ। এই কয়েক বছরে মেসি তাদের ঘরের ছেলে হয়ে উঠেছিল। মেসির জন্য চ্যাম্পিয়ন্স লিগ এবং লিগ ওয়ান খেতাব জয় বলেই জানিয়েছে ফরাসি এই ক্লাব।

সবাই ভেবেছিলেন নিজের সেরাটা দিয়েই প্যারিসকে বিদায় জানাবেন। কিন্তু ফরাসি ক্লাবের শেষ দিনে তিনি আটকে গেলেন। তিনি লিওনেল মেসি। লিগ জেতা হয়ে গিয়েছিল। তবু শেষ ম্যাচে হেরে শেষ হল তাঁর প্যারিসের শেষ রাত। লিগের শেষ ম্যাচে ক্লেরমের কাছে তিন-দুই গোলে হেরেই লিগ জয়ের উৎসব মঞ্চে উঠতে হল এমবাপে, নেইমারদের। আর একরাশ বিষন্নতা নিয়েই মাঠ ছাড়লেন লিওনেল মেসি।

এই ম্যাচ ছিল মেসির পাশাপাশি সার্জিও রামোসেরও শেষ ম্যাচ। তাই উৎসবের আবহে শুরু হয়েছিল। পরিবার নিয়ে প্যারিসকে শেষ বিদায় জানাতে মাঠে নেমেছিলেন লিও। তবে এই ম্যাচে আরও একজনও জায়গা করে নেনে তিনি সার্জিও রিকো। যিনি ফরাসি এই ক্লাবের হয়ে একটি ম্যাচও খেলেননি। কিন্তু দুর্ঘটনায় জখম রিকো এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তাই তাঁর জন্য এই ম্যাচে মাঠে নেমেছিলেন সাঁজার ফুটবলাররা।

পিছিয়ে থেকে শুরু। তারপর আবার ম্যাচে ফিরে আসা। সবকিছুই হল। কিন্তু মেসি যেন আনমনা। দ্য লাস্ট ইভনিং আ প্যারিস। বর্ষা আসার আগেই মেসি চলে যাচ্ছেন। আরও যেন মন ভার কবিতার এই শহরের। কারণ সবুজ গালিচায় কে চালাবেন ওই সূক্ষ্ম কলম। যার থেকে তৈরি হবে ফুটবলের নানা ছড়া এবং ছন্দ।

11 months ago


Messi: কেবল সময়ের অপেক্ষা, পিএসজির হাত ছাড়ছেন মেসি, জানিয়ে দিলেন কোচ

এই মরশুমেই শেষ। ফরাসি ক্লাব প্যারিস সাঁ জাঁ ছাড়ছেন লিওনেল মেসি। বৃহস্পতিবার একথা জানিয়ে দিলেন ক্লাবের কোচ ক্রিস্টোফ গালতিয়ে। প্যারিস ছাড়লেও মেসি কোন ক্লাবে যাচ্ছেন, তা জানা যায়নি।

বৃহস্পতিবার পিএসজির কোচ গালতিয়ে জানিয়েছেন, "ফুটবল ইতিহাসে সেরা খেলোয়াড়কে কোচিং করানোর অভিজ্ঞতা পেয়েছি। শনিবার ঘরের মাঠে ক্লেমন্টের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবেন।"  মে মাসের শুরুতেই পিএসজি ছাড়ার কথা প্রথম প্রকাশ্যে আসে। পিএসজি-কে এই সিদ্ধান্ত জানান  মেসির বাবা। সৌদি আরবের আল হিলাল ও মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামি মেসিকে নিতে আগ্রহী। তালিকায় রয়েছে মেসির প্রাক্তন ক্লাব বার্সেলোনাও।

২০২০ সালে বার্সা ছাড়়েন লিওনেল মেসি। ২ বছরের চুক্তি ছিল তাঁর। প্রথম মরশুম ভাল কাটলেও দ্বিতীয় মরশুম থেকে সমস্যা হচ্ছিল। পিএসজি সমর্থকদের বিদ্রুপ সহ্য করতে হয়। বিশ্বকাপ জয়ের পর সেই বিদ্রুপ আরও বাড়ে। এরই মধ্যে ক্লাবকে না জানিয়ে সৌদি আরবে যাওয়া নিয়ে মেসিকে নির্বাসিত করে পিএসজি।

11 months ago
Messi: ক্লাব-সহকর্মীদের কাছে ক্ষমা চাইলেন মেসি, পিএসজিতে 'খোকাবাবুর প্রত্যাবর্তন'!

ফুটবল তারকা লিওনেল মেসিকে (Lionel Messi) ইংরেজিতে 'আনপ্রেডিক্টেবল' বললে খুব একটা ভুল হবে না। ফুটবলের ময়দানে যেমন তাঁর পদক্ষেপ বোঝা দুষ্কর, ঠিক তেমনভাবেই মেসির জীবনের প্রতিটি পদক্ষেপ আগে থেকে বোঝা কঠিন। কিছুদিন আগেই প্যারিস সেন্ট জার্মান ক্লাব মেসিকে দু সপ্তাহের জন্য দল থেকে স্থগিত করেছিল। মেসির অপরাধ, দলের অনুমতি ছাড়া সৌদি আরব সফরে যাওয়া। এরপর জল্পনা শুরু হয়েছিল, পিএসজি (PSG) নিয়ে মেসির মনেও ক্লেদ জমেছে। চারিদিকে গুঞ্জন শোনা গিয়েছিল, তিনি যোগ দিতে পারেন সৌদির ক্লাব 'আল হিলাল'এ। কিন্তু শনিবারই  খোকাবাবুর প্রত্যাবর্তন হতে পারে পিএসজিতেই।

দলের সঙ্গে সমস্ত অভিমান মিটিয়ে নিতে এগিয়ে আসেন মেসি নিজেই। ক্ষমা চেয়ে বলেন, 'ভেবেছিলাম খেলার পরে ছুটি নেব। একটি ট্রিপ আগে থেকেই ঠিক হয়েছিল। আমি তা বাতিল করতে পারিনি, কারণ আমি আগেও সৌদি সফর বাতিল করেছিলাম। আমি আমার দলের সহযোদ্ধাদের কাছে ক্ষমা চাইছি এবং দলের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি।'

অন্যদিকে বিশ্বকাপজয়ী লিওনেল মেসিকে হাতছাড়া করতে চাইছে না প্যারিস সেন্ট জার্মান দল। তাঁরাও চাইছে ঘরের ছেলে ঘরে ফিরুক। আসন্ন ঘরের ম্যাচের জন্য নাকি শীঘ্রই ক্লাবের মাঠে অনুশীলনে ফিরবেন মেসি। পিএসজির কোচ ক্রিস্টোফে গালতিয়ের একটি সংবাদ সম্মেলনে বলেছেন, 'আমার মেসির সঙ্গে কথা হয়েছে। সে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত। আগামীকাল থেকেই অনুশীলন শুরু করবেন।'

যদিও মেসি যে পিএসজিতে থাকছেন তা এখনও নিশ্চিতভাবে বলা যায় না। জুন মাস পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তিবদ্ধ তিনি। এরপর মেসি সেখানেই থাকবেন, না কি নীল জার্সি ছেড়ে গায়ে পরবেন আল হিলালের জার্সি। তা এখনও বলা যায় না। কারণ ফুটবলের ঈশ্বরের গতিবিধি 'আনপ্রেডিক্টেবল'।


11 months ago