Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

lords

Ranveer: বক্স অফিসে ফ্লপ রণবীর অভিনীত '৮৩', তবুও লর্ডসের ময়দানে নয়া রেকর্ড

২০২১ সালে মুক্তি পেয়েছিল রণবীর সিং (Ranveer Singh) অভিনীত সিনেমা '৮৩' (83)। সিনেমাটির পটভূমিকা ছিল ১৯৮৩ সালে লর্ডসের মাঠে কপিল দেবের রুদ্ধশ্বাস পারফরমেন্স। সেই বছরই বিশ্বকাপ এসেছিল ভারতের ঘরে। এমন ঐতিহাসিক ক্রিকেটের ম্যাচকেই সিনেমার পর্দায় তুলে ধরেছিলেন, পরিচালক কবির খান। যদিও দুর্বল চিত্রনাট্য-অভিনয়, সর্বোপরি করোনা আবহে মুক্তি পাওয়ায় ছবিটি তেমন ব্যবসা করতে পারেনি। কিন্তু তাতে কি! '৮৩' সিনেমাটি এগিয়ে চলেছে নতুন রেকর্ড গড়ার দিকে। আরও একবার লর্ডসের মাঠ ফেটে পড়তে চলেছে 'ইন্ডিয়া ইন্ডিয়া' উচ্ছাসে। কারণ লন্ডনের লর্ডসের (Lord's) ক্রিকেট ময়দানে এবার সিনেমাটি দেখানো হবে।

জানা গিয়েছে, ১৫ জুলাই থেকে ১৬ জুলাই ভারতীয় সিনেমা-প্রেমী এবং ক্রিকেট-প্রেমীরা ঐতিহাসিক ১৯৮৩'র ঐতিহাসিক ম্যাচ আবারও চাক্ষুষ করার সুযোগ পাবে। সকাল ১১টা এবং বিকেল ৪টায় দু'টি শোয়ের আয়োজন করা হয়েছে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য নির্ধারিত হয়েছে ৩০ ইউরো (ভারতীয় মূল্যে ৩০০০ টাকা),বয়স্কদের জন্য টিকিটের দাম নির্ধারিত হয়েছে ২০ ইউরো (ভারতীয় মূল্যে ২০০০ টাকা), ৫ থেকে ১৫ বছরের শিশু দর্শকদের টিকিটের মূল্য ৫ ইউরো (ভারতীয় মূল্যে ৫০০ টাকা) নির্ধারিত হয়েছে। এছাড়াও সপরিবারে লর্ডসে সিনেমা দেখতে গেলে চোকাতে হবে ৬০ ইউরো (ভারতীয় তাকে ৬০০০ টাকা)।

ছবির পরিচালক জানিয়েছেন, '৮৩' সিনেমার শেষ দৃশ্য লর্ডসের মাঠেই শ্যুট করে হয়েছিল। লর্ডস ক্রিকেট ময়দান কর্তৃপক্ষই তাঁর কাছে এই আবেদন নিয়ে এসেছিলেন। দর্শকরা বসবেন লর্ডসের স্টেডিয়ামে। সামনে বড় স্ক্রিনে দেখানো হবে ছবিটি। ইচ্ছেমতো খাবার কিনে খেতে পারবেন দর্শকরা।  সব মিলিয়ে যেমন দু'দিনে পিকনিকের অনুভূতি পাবেন দর্শকেরা, আবার ১৯৮৩ সালের ঐতিহাসিক ম্যাচের সাক্ষী থাকতে পারবেন। শোনা যাচ্ছে, '৮৩' যাঁকে কেন্দ্র করে তৈরী হয়েছিল, তৎকালীন ভারতেন ক্যাপ্টেন কপিল দেব এবং পরিচালক খোদ যেতে পারেন সেখানে।

11 months ago