Breaking News
Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে     

jammuandkashmir

Earthquake: সাতসকালে ফের ভূমিকম্প! ৫.২ মাত্রায় কেঁপে উঠল জম্মু-কাশ্মীরের গুলমার্গ

সকাল সকাল ফের ভূমিকম্প (Earthquake)। এবারে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের (Jammu And Kashmir) গুলমার্গ (Gulmarg)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। এরপরেও একাধিকবার আফটারশক হয়েছে বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দ্য ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজির তরফে এমনটাই জানানো হয়েছে।

সূত্রের খবর, শনিবার সকাল ৮ টা ৩৬ মিনিট নাগাদ কেঁপে ওঠে জম্মু-কাশ্মীরের গুলমার্গ। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূ-পৃষ্ট থেকে ১২৯ কিমি গভীরে। আর কম্পন অনুভূত হয়েছে গুলমার্গ থেকে প্রায় ১৮৪ কিমি দূরে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কিছুদিন আগেই আন্দামান ও নিকোবরে ভূমিকম্প হয়েছে। এবারে কেঁপে উঠল গুলমার্গের মাটিও।

সূত্রের খবর, চলতি বছরে জুন মাস থেকে এখন অবধি ১২ বার কম্পন অনুভূত হয়েছে জম্মু ও কাশ্মীরে। ১০ জুলাই জম্মু ও কাশ্মীরের ডোডায় ৪.৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। এর আগে ১৩ জুন ডোডায় কম্পন অনুভূত হয়। সেসময় একাধিক বাড়ি, বিল্ডিং, রাস্তায় ফাটল দেখা যায়।

9 months ago
Earthquake: ২৪ ঘণ্টার মধ্যেই চারবার কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর, আতঙ্কে সাধারণ মানুষ

ফের কেঁপে উঠল (Earthquake) জম্মু ও কাশ্মীর। মঙ্গলবার দুপুর ১টা ৩৩ মিনিট নাগাদ শুরু হয় প্রথম কম্পন। তারপর থেকে ২৪ ঘণ্টার মধ্যেই চারবার কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir)। মঙ্গলবার মাঝরাতে ২ টো ২০ মিনিট নাগাদ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৪.৩। বুধবার সকালে ৭ টা ৫৬ মিনিট নাগাদ আবার কম্পন শুরু হয় জম্মু ও কাশ্মীরে। রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল ৩.৫। এমনকি এর উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। তার আধ ঘণ্টা পরেই সকাল ৮টা ২৯ মিনিট নাগাদ আবার চতুর্থ ভূমিকম্প অনুভূত হয় জম্মু ও কাশ্মীরে। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৩.৩। 

২৪ ঘণ্টার মধ্যেই পরপর অনুভূত হওয়া এই ভূকম্পন স্বাভাবিকভাবেই আতঙ্কের সৃষ্টি করেছে মানুষের মনে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, চতুর্থবার অনুভূত হওয়া ভূমিকম্পের উৎসস্থল কিশতওয়ারের ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে। স্থানীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এই ভূমিকম্পের জেরে ফাটল দেখা দিয়েছে বহু ঘরবাড়িতে। এমনকি এই ঘটনায় জম্মু ও কাশ্মীরে নিহত না হলেও আহত হয়েছেন চার জন।

10 months ago
Malik: কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিককে সিবিআই তলব, খোঁচা কংগ্রেসের

২০১৯-র পুলওয়ামা হামলা নিয়ে তাঁর মন্তব্যে তোলপাড় জাতীয় রাজনীতি। লোকসভা ভোটের আগে সেই মন্তব্যকে হাতিয়ার করে বিরোধী অস্ত্রে শান দিচ্ছে কংগ্রেস। এবার সেই প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিককে সিবিআই নোটিস। জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। জানা গিয়েছে, কাশ্মীরের রাজ্য সরকারি কর্মীদের জন্য রিলায়েন্স বিমা মামলা নিয়ে তাঁকে আগামী ২৮ এপ্রিল জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। সেই মর্মেই নোটিস পাঠানো হয়েছে।

এদিকে এক সংবাদ সংস্থাকে সত্যপাল জানিয়েছেন, সিবিআই তাঁকে এজেন্সির আকবর রোডের অতিথিশালায় আসতে বলেছে। তদন্তকারী সংস্থা কিছু বিষয়ে তাঁর খোলসা বক্তব্য চায়। যদিও এই সিবিআই তলবকে কটাক্ষ করেছে কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে একটি ট্যুইটও করেছেন জাতীয় কংগ্রেস।

12 months ago


Kashmir:ড্রোনে বিস্ফোরক পাচারের সময় বিস্ফোরণ,বিকট শব্দে কাঁপল সীমান্তের গ্রাম

জোরালো বিস্ফোরণে (Blast) কেঁপে উঠল আন্তর্জাতিক সীমান্ত। জম্মু-কাশ্মীরে (Jammu-Kashmir) ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়ায় সানিয়ালে। ঘটনার তদন্তে নেমেছে কাশ্মীর পুলিস এবং সেনাবাহিনী।

পুলিস সূত্রে খবর, কয়েক কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গিয়েছে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে পৌঁছয় জম্মু-কাশ্মীর পুলিসের ডিজি মুকেশ সিংহ। স্থানীয়দের দাবি, ড্রোনে করে সীমান্তের ওপার থেকে আইইডি পাচার করা হচ্ছিল। ঠিক সেই সময় বিস্ফোরক নীচে পড়ে গিয়ে ফেটে গিয়েছে বলে মনে করছেন তাঁরা। সানিয়াল গ্রামের এক বাসিন্দা রামলাল কালিয়া বলেন, 'রাত সাড়ে ৯টা নাগাদ বিকট একটা শব্দ পেয়ে গ্রামবাসীরা বেরিয়ে আসেন বাইরে। জোরালো বিস্ফোরণের আওয়াজ বলে মনে হয়েছিল। কিন্তু কোথা থেকে আওয়াজ এলো তা বোঝা যাচ্ছিল না। বিস্ফোরণ হয়েছে অনুমান করা হচ্ছিল। একটি চাষের জমিতে বিস্ফোরণ হওয়ায় বিশাল বড় গর্ত সৃষ্টি হয়েছে।'

কাঠুয়ার এসএসপি শিবদীপ সিংহ জামওয়াল জানিয়েছেন, বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়। বম্ব স্কোয়াডকেও ডাকা হয়। তারা এসে নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে। কিন্তু কী কারণে এই বিস্ফোরণ, তা নিয়ে তল্লাশি চলছে। 


one year ago
Kashmir: চেনাব ব্রিজকে কেন্দ্র করে উপত্য়কায় অর্থনীতিতে জোর, রেলপথে পৌঁছবে ড্রাই ফ্রুটস

জম্মু-কাশ্মীরের (Jammu-Kashmir) অর্থনীতিতে তুমুল পরিবর্তন আনাতে চলেছে চন্দ্রভাগা নদীর উপর নির্মিত চেনাব ব্রিজ (Bridge), ঘোষণা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Ashwini Vaishnav)। রবিবার রেলমন্ত্রী বলেন, কেবল পর্যটকদের জন্য়ই এই সেতু নয়, এর মাধ্য়মে জম্মু-কাশ্মীরের আপেল,শুকনো ফল (Dry Fruits), জাফরন ছাড়াও নির্মাণ শিল্পের জন্য় দরকারি সামগ্রী এবং প্রয়োজনীয় পণ্য় কাশ্মীরে পৌঁছে দিতে নতুন রেললাইন বিশেষ ভূমিকা পালন করবে। অর্থনৈতিক ক্ষেত্রে লাভের মুখ দেখবেন বলে আশাবাদী তিনি।

এছাড়াও তিনি জানান, কাশ্মীরে পণ্য ওঠানামার জন্য নতুন চারটি গতিশক্তি টার্মিনাল নির্মাণ ছাড়াও বদগামে বন্দে ভারত এক্সপ্রেস রক্ষণাবেক্ষণের ডিপো তৈরির কথা। রেলকর্মীদের দাবি, ওই সেতু তৈরি হওয়ায় সংলগ্ন এলাকার ৭৩টি পাহাড়ি গ্রামের ১.৫ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন। জানা গিয়েছে তাপমাত্রা, ঝড়-বৃষ্টির পাশাপাশি বিস্ময়সেতুটি প্রায় ২৬৬ কিলোমিটার গতিবেগের বায়ুপ্রবাহ সহ্য় করতে পারে।


উল্লেখ্য়,ভৌগলিকভাবে অত্য়ন্ত প্রতিকূল পিরপঞ্জাল পর্বতশ্রেণীর মধ্য়ে ইউএসবিআরএল প্রকল্পের আওতায় জম্মুর রিয়াসি জেলার কৌরি ও বাক্কালের মধ্য়ে তৈরি হয়েছে চন্দ্রভাগা নদীর ওপর সেতু। যেহেতু ওই সেতুর দু’পাশে গিরিখাত রয়েছে, ফলে সেখানে পৌঁছতে সময় লেগেছে প্রায় ছ’বছর। খাড়া পাহাড় কেটে তৈরি করা হয়েছে ২৬ কিলোমিটার রাস্তা। আর সড়কপথে যাতায়াতের জন্য ৪০০ মিটার দীর্ঘ সুড়ঙ্গ খনন করেছে। সাধারণভাবে সেতুর উপর দিয়ে সর্বাধিক ১০০ কিলোমিটার গতিতে ট্রেন যাতায়াত করতে পারবে।

one year ago


Terrorist: জম্মু-কাশ্মীরে সেনা এনকাউন্টারে নিকেশ দুই জঙ্গি, প্রজাতন্ত্র দিবসের আগে চূড়ান্ত সতর্ক উপত্যকা

জম্মু-কাশ্মীরের (Jammu-Kashmir Encounter) বদগাম জেলায় মঙ্গলবার ভোরে সেনাবাহিনীর এনকাউন্টারে নিহত দুই জঙ্গি। মঙ্গলবার ভোরে নিরাপত্তাবাহিনীর কাছে খবর পৌঁছয় ওই দুই জঙ্গির লুকিয়ে থাকার বিষয়ে। দ্রুত একটি বাহিনী গঠন করে তাদের পাকড়াও করার কাজ শুরু হয়। এরপর শুরু হয় গুলির লড়াই। এনকাউন্টারে নিহত হয়েছেন দুই জঙ্গি (Terrorist)। এরপর সঙ্গে সঙ্গে জায়গাটি ঘিরে তল্লাশি শুরু করে নিরাপত্তাবাহিনী।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, উপত্যকায় সন্ত্রাস ছড়ানোর জন্য সীমান্ত পার করে ঢোকে জঙ্গিরা। সূত্র মারফৎ জানা গিয়েছে, বদগাম জেলার কোর্ট কমপ্লেক্সের কাছে এনকাউন্টার হয়েছে। এর আগেও জম্মু-কাশ্মীরের বালাকোটে একইভাবে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছিল দুই জঙ্গি। সেই থেকে উপত্যকার নিরাপত্তা অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এবারও প্রশাসন থেকে সন্দেহজনক এলাকায় তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। আরও কোনও জঙ্গি ওই অঞ্চলে আছে কিনা, তাও খতিয়ে দেখছে যৌথ বাহিনী।

দেশব্যাপী প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মেট্রো শহরগুলোকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার কাজ চলছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাজ্যের স্বরাষ্ট্র দফতর।

one year ago
Kashmir: সেনা সক্রিয়তায় কুপওয়ারা দিয়ে ব্যর্থ জঙ্গি অনুপ্রবেশ, বাহিনীর গুলিতে মৃত এক সন্ত্রাসবাদী

গোটা দেশ যখন আলোর উৎসবে মশগুল, তখন জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল সেনা (Indian Army)। সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে মৃত্যু এক জঙ্গির। ঘটনাটি উপত্যকার কুপওয়াড়া জেলার নিয়ন্ত্রণ রেখার কাছে। এক সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবার, নিয়ন্ত্রণ রেখা (LOC) বরাবর কারনাহ সেক্টরে সেনার চোখে ধুলো দিয়ে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চলছিল। বিষয়টি বুঝতে পেরে বাধা দেয় সেনা। দু তরফে শুরু হয় তুমুল গুলির লড়াই। সেনার গুলিতে এক জঙ্গির (Terrorist) মৃত্যু হয়েছে। গত মাসেই কুপওয়াড়াতে সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে দুই জঙ্গির মৃত্যু হয়েছে। সে বারও একইভাবে নিয়ন্ত্রণ রেখা টপকে ভারতে ঢোকার চেষ্টা করছিল জঙ্গিরা। সেদিন গুলির লড়াই থামার পর সেনা তল্লাশিতে পিস্তল, গ্রেনেড উদ্ধার হয় মৃতদের থেকে।

বছর ঘুরলেই সম্ভবত জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন। তাই জনমানসকে আতঙ্কে রাখতে এবং নির্বাচনী প্রক্রিয়া ভণ্ডুল করতে এখন থেকেই জঙ্গি অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা পড়শি দেশের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীগুলোর। আর তাঁদের এই কু চক্রান্ত ব্যর্থ করতে বারবার সফল দেশের সেনাবাহিনী। এমনটাই জানিয়েছেন প্রাক্তন সেনাকর্তারা।


2 years ago
Amit Shah: কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা করবে না মোদী সরকার: অমিত শাহ

জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) বিষয়ে পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনায় নয়। বারামুলায় আয়োজিত এক জনসভায় স্পষ্ট জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন, 'উপত্যকার ঘাঁটি থেকে সন্ত্রাসবাদ সমূলে উৎপাটন করা হবে। জম্মু ও কাশ্মীরকে দেশের সবচেয়ে শান্তিপূর্ণ জায়গা বানাতে চাই।' কাশ্মীর সমস্যা সমাধানে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে পাকিস্তানের (Pakistan) সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দিচ্ছেন বিরোধীরা। সেই প্রসঙ্গ তুলে কটাক্ষের সুরে শাহ বলেন, 'যারা ৭০ বছর ধরে রাজত্ব করেছে, তারা পাকিস্তানের সঙ্গে কথা বলতে বলে। আমরা কেন পাকিস্তানের সঙ্গে কথা বলব? আমরা কথা বলব না। আমরা বারামুলাবাসীর সঙ্গে কথা বলব। আমরা কাশ্মীরবাসীর সঙ্গে কথা বলব।'

জনসভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী কংগ্রেস এবং সে রাজ্যের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী আবদুল্লা-মুফতিদেরও নিশানা করে। তাঁর দাবি, স্বাধীনতার পর থেকে কাশ্মীরে উন্নয়ন হয়নি। তার জন্য দায়ী আবদুল্লা-মুফতি এবং নেহরু-গান্ধীরা। শাহের কথায়, 'চারটে মে়ডিক্যাল কলেজ তৈরি করেছিলেন মেহবুবা মুফতি ও ফারুক আবদুল্লা। ২০১৪ সালের পর থেকে আমরা ন’টা মেডিক্যাল কলেজ করেছি। এক লক্ষ বাড়ি বানিয়েছি। জম্মু-কাশ্মীরের সব গ্রামে যাতে বিদ্যুৎ পৌঁছয়, তা নিশ্চিত করেছি।

এ প্রসঙ্গে উল্লেখ্য, সম্ভবত বছর ঘুরলেই জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোট। তাই সেই ভোটে পালে হাওয়া পেতে এখন থেকেই জমি তৈরি রাখছেন অমিত শাহ।

2 years ago