Breaking News
CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে      BJP: ইস্তেহার প্রকাশ বিজেপির, 'এক দেশ এবং এক ভোট' লাগু করার প্রতিশ্রুতি      Fire: দমদমে ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন      Bengaluru Blast: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করল এনআইএ      Sheikh Shahjahan: 'সিবিআই হলে ভালই হবে', হঠাৎ ভোলবদল শেখ শাহজাহানের     

chimpanzee

Viral: দর্শকদের ঢিল ছুড়ছে ছোট্ট শিম্পাঞ্জি! মায়ের কড়া শাসনের ভিডিও ভাইরাল

চিড়িয়াখানার (Zoo) একটি ছোটো শিম্পাঞ্জির কীর্তি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral Video)। ছোটো শিম্পাঞ্জিটির (chimpanzee) মাকে কড়া শাসন করতে দেখা যায়। দুষ্টুমি করায় মা রেগে গিয়ে মারতে শুরু করে শিশু শিম্পাঞ্জিটিকে। যা দেখে শিম্পাঞ্জির খাঁচার চারপাশে দর্শকেরা ভিড় জমিয়েছিলেন।

ভিডিও-তে দেখা গিয়েছে, চিড়িয়াখানার খাঁচার মধ্যে একটি পাথরের উপর পাঁচ থেকে ছয়টি শিম্পাঞ্জি ছিল। তারা সকলেই আপন মনে কিছু না কিছু করছিল। তাই দর্শকের দিকে তেমন কোনো খেয়াল ছিল না। তাদের মধ্যে একটি শিশু শিম্পাঞ্জি আচমকা দর্শকের দিকে ঢিল ছুড়তে থাকে। বাচ্চার এই কান্ড দেখে মা শিম্পাঞ্জি তার দিকে ছুটে আসে। মা শিম্পাঞ্জিটি গাছের ডাল নিয়ে তার বাচ্চার দিকে রীতিমতো তেড়ে যায়। বেশ কিছু ক্ষণ দুষ্টুমির কারণে ছোটো শিম্পাঞ্জিটি মার পর্যন্ত খায় তার মায়ের কাছে।

ছোটো শিম্পাঞ্জির এই ভিডিও সমাজমাধ্যমে (Social media) দ্রুত ছড়িয়ে পড়ায়, নেটাগরিকেরা নানা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন। কেউ বলেছেন, এই ভিডিও থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত। কেউ আবার বলেছেন, মানুষ যখন চিড়িয়াখানায় গিয়ে পশুপাখিদের দিকে ঢিল ছোড়ে, তখন এই শাসন দেখা যায় না। অনেকের মতে, মানুষের মতো নয়, শিম্পাঞ্জিরা আসলে মানুষের চেয়েও বেশি উন্নত প্রাণী।


one year ago
Zoo: কেক কেটে জন্মদিন পালন 'বাবু'র, বার্থডে বয়কে উইশ করতে চিড়িয়াখানায় মীর-স্বস্তিকা

সদর দরজা দিয়ে ঢুকলেই সবার আগে দেখা যায় তাকে। যখন মেজাজ খুব ভালো থাকে তখন সকলের উদ্দেশ্যে হাত নারায়, রেগে গেলে কখনও ঢিল বা টুকরো খাবার ছুঁড়ে  দেয় সবার দিকে। আবার কখনও আপন মনে বসে থাকে এককোণে চুপ করে। তার মুড বুঝে চলা বেশ কঠিন, যা শুধু বুঝতে পারেন তার তত্ত্বাবধানে থাকা কর্মীরা। কারণ সে হল সকলের প্রিয় 'বাবু'। আর তার সেই বাবুগিরি দেখতে প্রতিদিন ভিড় জমান হাজার দর্শক। বলা যেতে পারে কলকাতা আলিপুর চিড়িয়াখানার মধ্যমনি হয়ে থাকে সে। থাকুক না যতই রয়েল বেঙ্গল বা পশুরাজ সিংহ, দর্শকদের লাইম লাইটে কিন্তু সবসময় প্রথম স্থানে থাকে বাবু। আর বুধবার হল গিয়ে তার জন্মদিন, এই স্পেশাল দিনে তাকে দেওয়া হল স্পেশাল সারপ্রাইজও।  

এই দিনটা অন্য আর পাঁচটা দিনের মতো যে সে দিন নয়, এদিন বাবুর জন্মদিন। আর সেই বিশেষ দিনে বিশেষ ব্যবস্থাই করল চিড়িয়াখানা কর্তৃপক্ষ। রীতিমত মোমবাতি জ্বালিয়ে, কেক কেটে, হাততালি দিয়ে সেলিব্রেট করা হল আলিপুর চিড়িয়াখানার সবথেকে আকর্ষক সদস্য শিমপাঞ্জি বাবুর বার্থ ডে। আর সেখানে উপস্থিত হলেন টলি দুনিয়ার বিশিষ্টরা। মীর, স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, সপ্তর্ষি মৌলিক প্রমুখ সেলেবদের সঙ্গেই উপস্থিত ছিলেন আলিপুর চিড়িয়াখানার সহকারী ডিরেক্টর পার্থ দেবনাথ-সহ অন্যান্য আধিকারিক ও কর্মীরা।

এদিন জন্মদিনের খুশিতে সপ্তমে থাকতে দেখা গিয়েছে বাবুকেও। রীতিমত লম্ফঝম্ফ চলে বেশ কিছুক্ষণ। তারপর চলে আনন্দে ডগমগ হয়ে নাচ আর ডিগবাজি। এমনকি সামনে রাখা থালা ভর্তি ফলের টুকরো দর্শকদের উদ্দেশ্যে দিতেও দেখা গিয়েছে বাবুকে। বন্যপ্রাণ সম্পর্কে সকলকে আরও বেশি সচেতন আর নমনীয় হতে হবে বলে আবেদন করেছেন উপস্থিত বিশিষ্টরা।

2 years ago