Breaking News
Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে      BJP: ইস্তেহার প্রকাশ বিজেপির, 'এক দেশ এবং এক ভোট' লাগু করার প্রতিশ্রুতি      Fire: দমদমে ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন      Bengaluru Blast: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করল এনআইএ      Sheikh Shahjahan: 'সিবিআই হলে ভালই হবে', হঠাৎ ভোলবদল শেখ শাহজাহানের      CBI: সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের...     

border

Maldah: ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার বস্তাবন্দি রক্তাক্ত মৃতদেহ, চাঞ্চল্য মালদহে

ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র দু'কিলোমিটার দূরে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। সীমান্ত লাগোয়া মালদহের ইংলিশ বাজার থানার খিড়কি নলপুকুর  এলাকার আমবাগান থেকে ওই ব্যক্তির বস্তাবন্দি দেহ উদ্ধার হল। সোমবার সাতসকালের এ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে ইংলিশ বাজার থানার পুলিস। পুলিস সূত্রে খবর, মৃতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাইরে কোথাও খুন করে ওই এলাকায় দেহ ফেলে রাখা হয়েছে লোপাটের উদ্দেশ্যে। বস্তাবন্দি দেহ দেখে অনুমান, কুপিয়ে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে।

উল্লেখ্য, এর আগেও ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার হয়েছে মৃতদেহ। সীমান্তে ২৪ ঘণ্টায় চলে নজরদারি। কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও বারবার এ ধরনের ঘটনা কী করে ঘটছে? তা নিয়ে উঠছে প্রশ্ন।

4 months ago
Border: বাংলার জন্যই আটকে সীমান্তে কাঁটাতার বসানোর কাজ! সুপ্রিম কোর্টে হলফনামা কেন্দ্রের

কাঁটাতারহীন সীমান্ত। অবাধে পাচার চালিয়ে যাচ্ছে চোরা কারবারিরা। সীমান্ত পেরিয়ে অবৈধভাবে প্রবেশ করছেন অনুপ্রবেশকারীরা। পশ্চিমবঙ্গের জন্যই আটকে আছে কাঁটাতার দিয়ে সীমান্ত ঘেরার কাজ। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এমনটাই জানাল কেন্দ্রীয় সরকার।

স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা স্বার্থে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বন্ধ করা অত্যন্ত প্রয়োজন। কিন্তু এক্ষেত্রে বারে বারে বাধা হয়ে দাঁড়াচ্ছে বাংলার অসহযোগিতা। তিনি জানিয়েছেন,পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতা না করার ফলে বাংলাদেশের সঙ্গে ভারত সীমান্তের ৪৩৫.৫০৪ কিলোমিটার অঞ্চলে কাঁটাতার বসানো যায়নি। তার মধ্যেও ৮৩৬.৩৫ কিলোমিটার অঞ্চলের জমি অধিগ্রহণ বাকি রয়েছে।

অপরদিকে, অসমের সঙ্গে বাংলাদেশের সীমানা ২৬৩ কিলোমিটার। তার মধ্যে ২১০ কিলোমিটার ইতিমধ্যেই বেড়া বসানোর কাজ হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের জমি অধিগ্রহণ নীতিতে অত্যন্ত ধীরে চলো পদ্ধতিতে কাজ করার জন্য শীর্ষ আদালতে জাতীয় নিরাপত্তা ব্যাহত হওয়ার সম্ভবনা প্রকাশ করলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।

উল্লেখ্য, ক্ষতিপূরণ অধিগ্রহণে স্বচ্ছতা এবং পুনর্বাসন আইন ২০২৩, এই সহজ আইনের পরিবর্তে রাজ্য সরকার অনেক জটিল এবং সরাসরি জমি কেনার নীতি নিয়ে এগোচ্ছে। তার ফলে দীর্ঘায়িত হচ্ছে প্রক্রিয়া, এমনটাই হলফনামায় জানিয়েছে কেন্দ্র।

4 months ago
Trafficking: ভারত-বাংলাদেশ সীমান্তে পাচারের আগে উদ্ধার গরু সহ ফেনসিডাইল

ভারত-বাংলাদেশ (IndiaBangladesh) সীমান্তে (Border) গরু ও নিষিদ্ধ ফেনসিডাইল পাচারের আগে উদ্ধার করল বিএসএফ। রবিবার মধ্য়রাতে সীমান্ত দিয়ে পাচারের (Trafficking) ছক কষেছিল কয়েকজন পাচারকারী। তবে বিএসএফ জওয়ানদের কড়া নজরদারিতে সাফল্য় পায়নি তাদের পরিকল্পনা। জানা গিয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে একটি গরু সহ ১২১ বোতল নিষিদ্ধ ফেনসিডাইল (Phencidyl)।

বিএসএফ সূত্রে আরও খবর, পাচারকারীরা সীমান্তের ১৪১ নং বিএসএফ ক্যাম্প সংলগ্ন জলঙ্গি পিকনিক স্পটের পদ্মা নদীর মাধ্য়মে গরু ও ফেনসিডাইল পাচার করছিল। সেই সময় কর্তব্য়রত সীমান্তরক্ষী বাহিনীর নজরে আসে বিষয়টি। এরপর তল্লাশি করতে বেরিয়ে আসে আসল ঘটনা।  

তবে এই পাচারের ঘটনায় কারা কারা যুক্ত রয়েছে তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে বিএসএফ। সীমান্তে প্রায়শই মাদকজাত, গরু পাচার, নিষিদ্ধ ওষুধ পাচারের ঘটনা প্রকাশ্য়ে এসেছে বারংবার। কারণ সমস্তরকম বেআইনি কারবারের পথ হিসেবে সীমানাকে ব্য়বহার করা হয়ে থাকে। এরফলে সীমান্তরক্ষী বাহিনীরা সর্বদা সতর্ক থাকে। 

8 months ago


Arrest: বৈধ নথিপত্র ছাড়াই নেপালে প্রবেশ করায় সীমান্তে গ্রেফতার এক বাংলাদেশী যুবক

স্বাধীনতা দিবসের আগে ভারত-নেপাল (India-Nepal) সীমান্তে (Border) গ্রেফতার (Arrest) হল এক বাংলাদেশী যুবক। অভিযোগ, বৈধ নথিপত্র ছাড়াই নেপালে প্রবেশ করছিল ওই যুবক। শনিবার এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ কাউছার ব্যাপারী (২৪)। বাংলাদেশের কুমিল্লার জেলার বাসিন্দা। অভিযুক্ত ওই যুবকের কাছ থেকে বাংলাদেশের পার্সপোট ও নাগরিক পরিচয়পত্র উদ্ধার করা হয়। ধৃতকে ১৪ দিনের পুলিসি হেফাজতে এনে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 

এস‌এসবি সূত্রে খবর, শনিবার বৈধ নথিপত্র ছাড়াই ভারত থেকে নেপালে প্রবেশ করছিল ওই যুবক। সেই সময় এস‌এসবির জ‌ওয়ানদের সন্দেহ হ‌ওয়ায় বাংলাদেশী ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর এসএসবির জওয়ানদের অসঙ্গতি মনে হ‌ওয়ায় পরে আটক বাংলাদেশীকে খড়িবাড়ি পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে। রবিবার, ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।‌ 

ভারত বাংলাদেশ সীমান্তে এর আগে বহুবার অবৈধ অনুপ্রবেশ, গরু পাচার, মাদক এবং বেআইনি অস্ত্র চালান ইত্যাদি কর্মকান্ড নিয়ে এসএসবির জালে ধরা পড়েছে। সাধারণত খাবার জিনিস, ওষুধ এবং মাদকদ্রব্যের মতো চোরা কারবারের গোপন পথ হিসেবে সীমানাকে ব্যবহার করে থাকে। 

8 months ago
Love: প্রেমের টানে শ্রীলঙ্কা থেকে ভারতে তরুণী, মন্দিরে সারলেন বিয়ে

ফের প্রেমিকের টানে সীমান্ত (Border) পেরিয়ে ভারতে প্রবেশ করলেন আরও এক মহিলা। ৪ জুলাই প্রেমিকের সঙ্গে ভারতে প্রবেশ করেন ওই মহিলা। জানা গিয়েছে, ওই মহিলার নাম ভিকনেশ্বরী শিবকুমারা (২৫)। শ্রীলঙ্কার বাসিন্দা তিনি। এবং প্রেমিকের নাম লক্ষ্মণ (২৮), অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটাগিরিকোটা শহরের বাসিন্দা। ভারতে প্রবেশ করা মাত্রই প্রেমিক লক্ষ্মণকে বিয়েও করে ফেলেছেন ভিকনেশ্বরী।

জানা গিয়েছে, ২০১৭ সালে সমাজমাধ্যম ফেসবুক লক্ষ্মণ ও ভিকনেশ্বরীর বন্ধুত্ব হয়। এরপরই তাঁদের বন্ধুত্ব থেকে প্রেমে সম্পর্কে পরিণত হয়। অবশেষে চলতি বছরের ৪ জুলাই ভারতে আসেন ভিকনেশ্বরী আর ২০ জুলাই লক্ষ্মণের পরিবারের উপস্থিতিতে একটি মন্দিরে বিয়ে হয় করেন তাঁরা।

তবে পাক গৃহবধূ সীমা হায়দারের মতো অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেননি ভিকনেশ্বরী। তিনি রীতিমতো পর্যটন ভিসায় ভারতে এসেছিলেন। যদিও এরপর তাঁকে ফিরে যেতে হবে তাঁর নিজের দেশে। ৬ অগস্ট শেষ হচ্ছে ভিসার মেয়াদ। ইতিমধ্যে চিত্তোরের জেলা পুলিস ভিকনেশ্বরীকে একটি নোটিস পাঠিয়েছে। ভিকনেশ্বরীও সরকারের কাছে নাগরিকত্ব পাওয়ার আবেদন জানিয়েছেন। ভবিষ্যতে যাতে আর কোনও সমস্য়ায় না পড়তে হয় সেই জন্য় নবদম্পতিকে আইনসম্মতভাবে বিয়ে করার পরামর্শও দিয়েছে পুলিস।

9 months ago


Murshidabad: ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর গুলিতে মৃত্যু গরু পাচারকারীর

ভারত-বাংলাদেশ সীমান্তে (Border) গরু পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে মৃত্যু (Death) হল এক পাচারকারীর (Smuggler)। রবিবার গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গী থানার অন্তর্গত সরকারপাড়া এলাকায়। জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম মোমিন শেখ (৩৪)। বাড়ি রাণীনগর থানার খাস্তালুক জিন্নাতপাড়া এলাকায়। এই ঘটনার খবর পেয়ে পুলিস এসে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য় ছড়িয়েছে গোটা এলাকায়। 

জানা গিয়েছে, রবিবার গভীর রাতে সরকারপাড়া এলাকায় বিএসএফদেরকে লক্ষ্য করে বোমাবাজি করে গরু পাচার করার চেষ্টা করছিল মোমিন শেখ নামের ওই ব্য়ক্তি। সেই সময় পাল্টা বিএসএফ গুলি ছোড়ে। তখনই বিএসএফের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোমিন শেখ নামে ওই পাচারকারীর। 

সোমবার, এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিএসএফ আধিকারিক ও ডোমকল এসডিপিও সহ জলঙ্গি থানার বিশাল পুলিস বাহিনী পৌঁছয়। এই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

9 months ago
China: ফের ভারতে অনুপ্রবেশের চেষ্টা দুই চিনা নাগরিকের, বিহার পুলিসের হাতে আটক

বৈধ কাগজপত্র ছাড়া ভারতে অনুপ্রবেশের চেষ্টা করায় আটক দুই চিনা নাগরিক (Chinese citizens)। শনিবার বিহারের (Bihar) পূর্ব চম্পারন জেলার রক্সৌল থেকে ওই সন্দেহভাজন দু-জনকে আটক করে বিহার পুলিস। অভিযোগ, ভারত-নেপাল সীমান্ত দিয়ে ধৃত দুই চিনা (China) নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল।

বিহারের পূর্ব চম্পারন জেলার পুলিস সুপার জানান, ভারত-নেপাল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকারী দু-জনকে চিনা নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি জানিয়েছেন, যে দুইজন সন্দেহভাজন ধরা পড়েছে তাঁরা চিনা নাগরিক। একজনের নাম ঝাও জিং এবং অপরজনের নাম ফু কাং।

পূর্ব চম্পারন পুলিসের সুপারিনটেনডেন্ট কান্তেশ কুমার মিশ্র রবিবার সাংবাদিক বৈঠক করে এই কথা জানান। তিনি বলেন, চিনের পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াংজির বাসিন্দা ঝাও জিং এবং ফু কাং। দুই চিনা নাগরিককে শনিবার রাত ৮টা ৪৫ মিনিটে রৌক্সল শহরে ভারতীয় কাস্টমস অফিসের হাতে ধরা পড়ে। তারপর কাস্টমস অফিসের তরফে খবর দেওয়া হয় পুলিসকে। তাদের কাছ থেকে কোনও বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তাঁরা বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিল। কিন্তু কী উদ্দেশ্য নিয়ে তাঁরা সীমান্ত পার করে, তা জানা যায়নি। তদন্তকারী অফিসাররা জিজ্ঞাসাবাদ করছেন।

জানা গিয়েছে, এর আগে ২ জুলাই প্রথমবার নেপাল সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল এই দুই চিনা নাগরিক। সেই সময় ধরা পড়ার পর জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয় কয়েক ঘণ্টা পর। ফের ভিসা ছাড়া ভারতে প্রবেশের চেষ্টা করে তারা।

9 months ago
Body: ভারত-নেপাল সীমান্তে উদ্ধার এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ

ভারত-নেপাল (India-Nepal Border) সীমান্তের পানিট্যাঙ্কিতে দেখা মিলল এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ (Deathbody)। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পানিট্যাঙ্কি শিমূলতলা এলাকায় টুকরিয়া ফরেস্টে। ঘটনাস্থলে আসে খড়িবাড়ি থানায় পুলিস। অপরিচিত যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছ।

স্থানীয় সূ্ত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে পানিট্যাঙ্কি শিমূলতলা এলাকায় টুকরিয়া ফরেস্টের মধ্যে একটি গাছে এক অজ্ঞাতপরিচয় যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। খবর পেয়ে স্থানীয়রা ভিড় জমান ঘটনাস্থলে। খবর দেওয়া হয় খড়িবাড়ি পুলিসকে।  তড়িঘড়ি খড়িবাড়ি থানার পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত মৃত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। মৃত যুবকের আসল পরিচয় জানার চেষ্টা করছে পুলিস।

11 months ago


Smuggling: মলদ্বারের ভিতর সোনা লুকিয়ে পাচারের চেষ্টা, সীমান্তরক্ষী বাহিনীর হাতে গ্রেফতার ১

একটু আশ্চর্জনক ভাবে এক ব্যক্তিকে, সাইকেলে চেপে সীমান্তের (Border) চেকপোস্টের দিকে আসতে দেখে সন্দেহ হয় সীমান্তরক্ষী বাহিনীর (BSF)। সাইকেল থামিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা। তারপরেই ঘন হয় রহস্য। রহস্য ঘন হতেই সীমান্তরক্ষীদের দলে থাকা এক আধিকারিক তাকে ওই স্থানেই হেঁটে দেখাতে বলেন, তখনিই কিছুটা অস্বাভাবিক ভাবেই হাঁটতে দেখে ওই ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তাঁর মলদ্বার থেকে ১২টি সোনার বিস্কুট উদ্ধার করে আধিকারিকরা। সূত্রের খবর, অভিযুক্ত ওই ব্যক্তির নাম মইনুর খান।

সূত্রের খবর, সীমান্তরক্ষীর ১১২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ওই ব্যক্তিকে তল্লাশি চালিয়ে ১২ টি সোনার বিস্কুট উদ্ধার করেছে। ওই বাহিনীর কমান্ড্যান্ট জানিয়েছেন, ওই অভিযুক্ত পাচারের উদ্দেশ্যেই সোনাগুলি নিয়ে যাচ্ছিল। উদ্ধার হওয়া ১২টি সোনার বিস্কুটের ওজন ১ কেজি ৩৯৭ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ৮৭ লক্ষ টাকা। এরপর সোনার বিস্কুট সহ তাঁকে তেতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেন জওয়ানরা। ইতিমধ্যেই সীমান্তরক্ষী বাহিনীর ১১২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান এবং তেতুলিয়া শুল্ক আধিকারিকরা তদন্ত শুরু করেছে। এই পাচারকারীর সঙ্গে আন্তর্জাতিক সোনা পাচারকারীর কোনও যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছেন আধিকারিকরা।

11 months ago
Bangladesh: পণ্য পরিবহণের ক্ষেত্রে দুই বন্দর বাণিজ্যিক ব্যবহারের অনুমতি দিল বাংলাদেশ

এপার বাংলা ও ওপার বাংলার ব্যবসায়ীদের জন্য সুখবর। এই খবরে সবচেয়ে বেশি লাভবান হতে চলেছে উত্তর-পূর্ব ভারতের (India) রাজ্যগুলি। চট্টগ্রাম (Chittagong) ও মোংলা বন্দর ব্যবহার করে পণ্য পরিবহণের বাণিজ্যিক অনুমতি পেয়েছে ভারত। বাংলাদেশের (Bangladesh) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই অনুমতি দিয়ে স্থায়ী ট্রানজিট আদেশ জারি করেছে। এই দুটি বন্দর ব্যবহারের ফলে পণ্য পরিবহণের ক্ষেত্রে বিস্তার ঘটতে চলেছে, তা বলা বাহুল্য। দুই দেশের বাণিজ্যিক প্রসারও ঘটবে বলে ব্যবসায়ীদের অনুমান।

উল্লেখ্য, ২০১৮ সালে ভারতে এসিএমপি চুক্তি স্বাক্ষর করেছিল ঢাকা-দিল্লি। সেখানে বাংলাদেশ অনুমতি দিয়েছিল, ভারত চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে নিজের দেশে পণ্য পরিবহণ করতে পারবে। ২০১৯ সালে একটি আদর্শ কার্যপ্রণালী তৈরি হলে পরের বছর পরীক্ষামূলকভাবে চট্টগ্রাম বন্দর দিয়ে আখাউড়া হয়ে একটি ভারতীয় পণ্যের চালান আগরতলা যায়। গত বছর মোংলা বন্দর দিয়ে আরও দুটি রুটে পরীক্ষামূলক ট্রানজিট নেওয়া হয়।

এর আগে বাংলাদেশের ভিতর দিয়ে পণ্য পরিবহণ করতে হত। যার ফলে সময় লাগত অনেক বেশি। পণ্য পরিবহনের খরচও হত বেশি। এনবিআরের নির্দেশ অনুযায়ী, এবার পণ্য পরিবহন করার জন্য চট্টগ্রাম-আখাউড়া-আগরতলা, মোংলা-আখাউড়া-আগরতলা, তামাবিল-ডাউকি, শেওলা-সুতারকান্দি এবং বিবিরবাজার-শ্রীমন্তপুর রুটে ১৬টি ট্রানজিট রুট খোলা হয়েছে। ট্রান্সশিপমেন্ট-এর জন্য অপারেটরকে বাংলাদেশ কাস্টমস থেকে পাঁচ বছরের জন্য লাইসেন্স নিতে হবে।

এছাড়াও নির্দেশে বলা হয়েছে, ৭ দিনের বেশি ট্রান্সশিপমেন্ট পণ্য রাখা যাবে না বাংলাদেশ বন্দরে। এমনকি ওপারের বন্দরে পণ্য বোঝাই গাড়ি পৌঁছনোর সঙ্গে সঙ্গে বাংলাদেশ কাস্টমসকে জানাতে হবে। আইন নিষিদ্ধ কোনও পণ্য বহন করা যাবে না। ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে কাস্টমস ডিউটি পরিশোধ করতে হবে, চার্জ, ফি এবং চার্জের ওপর ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে।

12 months ago


Border: সীমান্তে অনুপ্রবেশের সময় বাহিনীর গুলি, নিকেশ এক জঙ্গি! চলছে তল্লাশি

সীমান্ত পেরিয়ে ভারতে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা। সেনার চোখে পড়ায় দু'পক্ষের মধ্যে টানা গুলিবর্ষণ চলে। সেনার গুলিতে নিহত ১। সেনা সূত্রে জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের পুঞ্চের শাহপুর সেক্টরে এই ঘটনা ঘটেছে। রবিবার ভোরে একদল জঙ্গি সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছিল। 

কিন্ত জঙ্গিদের প্রবেশে বাধা হয়ে দাঁড়ায় ভারতীয় সেনাবাহিনী। তাদের প্রবেশে বাধা দিতেই দু'পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়ে যায়। সেনার গুলিতে মারা যায় এক জঙ্গি। শেষমেশ কোনও রকমে নিজেদের প্রাণ বাঁচিয়ে পালায় জঙ্গিরা।  ভারতীয় সেনা সূত্রে খবর, সীমান্তে পাহারায় থাকা জওয়ানদের নজরে আসে কারা যেন সীমান্তের কাঁটাতার পেরিয়ে ঢোকার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে তাঁরা সতর্ক হয়ে যান। তারপরই জঙ্গিদের অনুপ্রবেশ বাধা দেওয়ার চেষ্টা করেন তাঁরা।

জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে জঙ্গিরা। এর পাল্টা জবাব দেয় সেনাও। তারপর দু'পক্ষের মধ্যে অনবরত গুলিবর্ষণ চলতে থাকে। গুলির লড়াই চলাকালীন জঙ্গিরা তাদের প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায়। তবে কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা, তার খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।

12 months ago
Silver: ফের সীমান্ত থেকে লক্ষাধিক টাকার রুপো উদ্ধার, গ্রেফতার এক

ফের পাচার রুখতে সফল হল সীমান্ত রক্ষীবাহিনী। চারচাকা গাড়িতে করে ১০ কেজি রুপোর গয়না (smuggling) বাংলাদেশে (Bangladesh) পাচারের চেষ্টা রুখলো বিএসএফ (BSF)। জানা গিয়েছে, ইতিমধ্যে গ্রেফতার (Arrested) করা হয়েছে ওই পাচারকারী।

বিএসএফ সূত্রে খবর, ভারত থেকে বাংলাদেশে রুপো পাচারের চেষ্টা করছিল পাচারকারী। সোমবার ভোররাতে বসিরহাটের স্বরূপনগর থানার স্বরূপদহ এলাকা থেকে একটি ছোট চারচাকা গাড়িতে করে সীমান্তের হাকিমপুরের দিকে যাচ্ছিল। সেই সময় সীমান্তে টহল দিচ্ছিল বিএসএফের ১১২ নং ব্যাটেলিয়ানের জি ব্রাঞ্চের জওয়ানরা। গোপন সূত্রে খবর পেয়ে হাকিমপুর চেকপোষ্টে গাড়িটিকে আটকায় বিএসএফ জওয়ানরা। তল্লাশি চালাতেই গাড়ির ভিতর থেকে বেরিয়ে আসে দশ কেজি রুপোর গয়না। উদ্ধার হওয়া রুপোর গয়নার বাজারমূল্য প্রায় ৬ লক্ষ টাকা। ইতিমধ্যে বিএসএফ রুপোর গয়না এবং চার চাকা গাড়ি সহ ধৃত মোহিত সরদারকে তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছে।

one year ago
Kashmir:ড্রোনে বিস্ফোরক পাচারের সময় বিস্ফোরণ,বিকট শব্দে কাঁপল সীমান্তের গ্রাম

জোরালো বিস্ফোরণে (Blast) কেঁপে উঠল আন্তর্জাতিক সীমান্ত। জম্মু-কাশ্মীরে (Jammu-Kashmir) ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়ায় সানিয়ালে। ঘটনার তদন্তে নেমেছে কাশ্মীর পুলিস এবং সেনাবাহিনী।

পুলিস সূত্রে খবর, কয়েক কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গিয়েছে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে পৌঁছয় জম্মু-কাশ্মীর পুলিসের ডিজি মুকেশ সিংহ। স্থানীয়দের দাবি, ড্রোনে করে সীমান্তের ওপার থেকে আইইডি পাচার করা হচ্ছিল। ঠিক সেই সময় বিস্ফোরক নীচে পড়ে গিয়ে ফেটে গিয়েছে বলে মনে করছেন তাঁরা। সানিয়াল গ্রামের এক বাসিন্দা রামলাল কালিয়া বলেন, 'রাত সাড়ে ৯টা নাগাদ বিকট একটা শব্দ পেয়ে গ্রামবাসীরা বেরিয়ে আসেন বাইরে। জোরালো বিস্ফোরণের আওয়াজ বলে মনে হয়েছিল। কিন্তু কোথা থেকে আওয়াজ এলো তা বোঝা যাচ্ছিল না। বিস্ফোরণ হয়েছে অনুমান করা হচ্ছিল। একটি চাষের জমিতে বিস্ফোরণ হওয়ায় বিশাল বড় গর্ত সৃষ্টি হয়েছে।'

কাঠুয়ার এসএসপি শিবদীপ সিংহ জামওয়াল জানিয়েছেন, বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়। বম্ব স্কোয়াডকেও ডাকা হয়। তারা এসে নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে। কিন্তু কী কারণে এই বিস্ফোরণ, তা নিয়ে তল্লাশি চলছে। 


one year ago


Leopard: এবার সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ চিতাবাঘের! ভীতস্ত এলাকাবাসী

সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করল এক চিতাবাঘ (Leopard)। পাকিস্তান থেকে ভারতের ভূখণ্ডে প্রবেশ করল সে। জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) সাম্বা জেলার রামগড় সাব সেক্টরের সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে চিতাটি। তবে তাকে নিয়ে একটু বিপাকে পড়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীরা। তাই স্থানীয়দের সতর্ক করে দেয় সীমান্তরক্ষী বাহিনী। ফলে ভীতস্ত হয়ে আছে স্থানীয়রা। 

পাক সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করে জঙ্গিরা। তবে এই বারের ছবিটা যেন একটু অন্যরকম। পাক সীমান্ত ছেড়ে চিতাবাঘটি ভারতে অনুপ্রবেশ করেছে। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ভিডিওটিতে দেখা গিয়েছে, প্রায় হামাগুড়ি দিয়ে কাঁটাতারের নীচ দিয়ে ভারতে ঢুকে পড়েছে চিতাটি। তারপরই পালিয়ে যায় জঙ্গলে। 

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভাইরাল ভিডিওতে একজন লিখেছেন, ‘‘চিতাবাঘটিও আর পাকিস্তানে থাকতে চাইছে না। সে দেশে নিজেকে নিরাপদ মনে করছে না চিতাবাঘটি।’’

one year ago
Basirhat:সাইকেল আরোহীকে দেখে সন্দেহ, বিএসএফ তল্লাশিতে বাংলাদেশি টাকা উদ্ধার

সাইকেলের টিউবের মধ্যে বাংলাদেশী টাকা পাচার(Money Smuggling), গ্রেফতার এক। উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ আরশিকারি সীমান্তের ঘটনা। উদ্ধার হয়েছে প্রায় দেড় লক্ষ টাকা। 

জানা গিয়েছে, অভিযুক্তর নাম মনসুর মোল্লা(৬০)। স্বরুপনগর বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের আরশিকারি গ্রামের বাসিন্দা মনসুর। এদিন সাইকেলে চেপে স্বরূপনগরের দিকে আসছিল মনসুর। সেই সময়ই মনসুরকে দেখে ১১২ নম্বর ব্যাটেলিয়নের সীমান্তরক্ষী বাহিনী জওয়ানদের সন্দেহ হয়। জওয়ানরা প্রথমে জিজ্ঞাসাবাদ করে এবং তারপর অভিযুক্তের সাইকেলে তল্লাশি করে। তল্লাশিতে 

মনসুরের সাইকেলের টায়ারের ভিতরে টিউবের মধ্যে রোল করে রাখা সাতটি টাকার ব্যান্ডিল পাওয়া যায়। বান্ডিল খুলতেই দেখা যায় সেগুলি বাংলাদেশী টাকা। 

প্রায় দেড় লক্ষ টাকা উদ্ধার হয়েছে অভিযুক্তের কাছ থেকে। পাচাকারী মনসুর মোল্লাকে স্বরূপনগর থানার পুলিসের হাতে তুলে দেয় বিএসএফ। বিএসএফ-র তরফে প্রাথমিকভাবে জানানো হয়, পাচারকারীকে জেরা করছে পুলিস ও সীমান্তরক্ষী বাহিনী। শনিবার মনসুর মোল্লাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। বিএসএফ-র প্রাথমিক অনুমান, সীমান্ত সুরক্ষার নজরে এড়িয়ে বাংলাদেশ থেকে এই টাকা এদেশে ঢুকেছে। 

one year ago