
মহেন্দ্র সিং ধোনিকে শেষ কবে দেখা গিয়েছিল! ঘরের মাঠে বিশ্বকাপ কেটেছে। কিন্তু একবারের জন্য কোনও মাঠে দেখা যায়নি মাহিকে। সম্প্রতি চেন্নাই সুপার কিংস জানিয়েছে, ধোনিকে রেখেই দল ঘোষণা করছে তাঁরা। তিনিই নেতৃত্ব দেবেন। তবে ক্রিকেট থেকে অনেক দূরে মাহি। নিজের খামার বাড়িতে রয়েছেন তিনি।
সম্প্রতি ধোনির একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাঁর কালো ঘোড়া চেতক-কে খাবার খাওয়াতে দেখা যায় ক্যাপ্টেন কুলকে। ধোনির সঙ্গে দেখা যায় আরও কয়েকজনকে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে।
ধোনির ফার্ম হাউজে ঘোড়া ছাড়াও একাধিক পশু আছে। কুকুর, মুরগি, রাজহাঁসও আছে। এর আগেও তাঁর প্রিয় ঘোড়া চেতকের সঙ্গে ধোনির ভিডিয়ো দেখা যায়। এবার সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো দেখা গিয়েছে।
বেশ কয়েকদিন ধরেই সমালোচনার মুখে বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর (Nana Patekar)। আর এই সমালোচনার নেপথ্যে রয়েছে এক ভাইরাল ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, রাস্তায় নানা পাটেকরকে দেখে এক ব্যক্তি ছবি তুলতে এগিয়ে যান। কিন্তু তখনই নানা পাটেকর তাঁর মাথায় সপাটে এক চড় বসিয়ে দেন। আর এই দেখেই পাটেকরের দিকে ধেয়ে আসে একাধিক কটূক্তি। আর এবারে সেই নিয়েই মুখ খুললেন খোদ অভিনেতা।
১০ সেকেন্ডের এক ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, সেলফি তুলতে আসা এক ভক্তের মাথায় সজোরে থাপ্পড় মেরে সরিয়ে দেন নানা পাটেকর। শুধু তাই নয়, এমন কাণ্ডজ্ঞানহীন আচরণে যে তিনি বেজায় বিরক্ত, অভিনেতার চোখেমুখের অভিব্যক্তি দেখেই তা বেশ বোঝা গেল। কিন্তু এই বিষয়ে এবারে মুখ খুলতেই সামনে এল অন্যই কাণ্ড।
নানা পাটেকর এক ভিডিও শেয়ার করে বললেন, 'একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে আমি একটি ছেলেকে আঘাত করেছি। যদিও এটি আমাদের চলচ্চিত্রের একটি অংশ, আমাদের একটি মহড়া ছিল। আমাদের দ্বিতীয় রিহার্সাল করার জন্য নির্ধারিত ছিল। পরিচালক আমাকে শুরু করতে বলেছিলেন। আমরা শুরু করতে যাচ্ছিলাম যখন ভিডিওতে থাকা ছেলেটি এসেছিল। আমি জানতাম না সে কে, আমি ভেবেছিলাম সে আমাদেরই একজন। তাই আমি চড় মারি, দৃশ্য অনুসারে তাকে মারি এবং আমি তাকে চলে যেতে বলেছিলাম। পরে আমি জানতে পারি যে সে ক্র-র অংশ নয়। তাই, আমি তাকে ডাকতেও যাচ্ছিলাম কিন্তু সে পালিয়ে যায়। সম্ভবত তার কোনও বন্ধু ভিডিওয়টি শুট করেছে। আমি ছবির জন্য কখনও কাউকে না বলিনি। আমি এটা করি না... ভুলবশত এমনটা হয়েছে... ভুল বোঝাবুঝির জন্য আমাকে ক্ষমা করবেন... আমি কখনও এমন কিছু করব না জেনে বুঝে।' এখন অনুমান করা হচ্ছে, নানার এই ভিডিওতে আসল ঘটনাটি জানতে পেরে এবারে হয়তো মন গলবে নেটিজেনদের।
এ কি অবাক করা দৃশ্য! দু'জনেই শিল্পী, কিন্তু একে অপরের প্রতি শ্রদ্ধা-সম্মান দেখে মন্ত্রমুগ্ধ সাধারণ মানুষ। কথা বলা হচ্ছে, অরিজিৎ সিং ও রণবীর কাপুরের বিষয়ে। সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, শনিবার ভরা মঞ্চে অরিজিৎ সিংকে প্রণাম করেন রণবীর কাপুর। মঞ্চে প্রবেশ করতেই হাঁটু মুড়ে বসে প্রণাম জানান। এর পর কাছে যেতেই অরিজিতের পা ছুঁয়ে প্রণাম করেন। অন্যদিকে অরিজিতকেও হাঁটু মুড়ে প্রণাম করতে দেখা যায়। এই ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্তদের বাঁধভাঙা ভালোবাসায় ভাসলেন অরিজিৎ ও রণবীর।
জানা গিয়েছে, শনিবার চণ্ডীগড়ে অরিজিতের কনসার্ট ছিল। অন্যদিকে সেই সময় সেখানে পৌঁছে যান রণবীর কাপুর। দেশের একাধিক শহরে ঘুরে রণবীর তাঁর আসন্ন ছবি ‘অ্যানিম্যাল’-এর প্রচার করছেন। শনিবার তিনি ছিলেন চণ্ডীগড়ে। আর সেখানে অরিজিতের অনুষ্ঠানের কথা জানতে পেরে সেখানে পৌঁছে যান অভিনেতা। গায়ক তখন ‘অ্যানিমেল’ ছবির ‘সাতরঙ্গা’ গানটি গাইছিলেন। এর পর অরিজিতের কাছে এসে তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন রণবীর। অরিজিৎ সঙ্গে সঙ্গে অবশ্য বাধা দেন তাঁকে। এরপরেই ‘অ্যায় দিল হ্যায়’ মুশকিল ছবির জনপ্রিয় গান ‘চন্না মেরেয়া’ গানটি নায়কের সম্মানে গেয়ে ওঠেন। ফলে বেশ খানিকক্ষণ মঞ্চে চলল অভিনেতা-গায়কের যুগলবন্দি। দুই শিল্পীর একে অপরের প্রতি শ্রদ্ধা-সম্মান দেখলেন পুরো চণ্ডীগড়বাসী। তাঁদের ব্যহারে মুগ্ধ নেট দুনিয়া।
সবার প্রিয় অরিজিৎ সিং (Arijit Singh), মাটির মানুষ তিনি, এমন কথাই প্রায় প্রত্যেককেই বলতে শোনা যায়। এককথায় অরিজিতের কথা বলতেই সবাই পাগল। এবার তারই এক নমুনা দেখা গেল। অরিজিৎ-কে সামনে দেখে এতদিন লোকে হাত টেনেছেন, জড়িয়েও ধরেছেন, কিন্তু এবার তো একেবারে চুমু! হ্য়াঁ, ভুল শুনছেন না। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
জানা গিয়েছে, মরিশাসে কনসার্ট ছিল অরিজিতের। সেখানেও তিনি গান গেয়ে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করেছেন। এর পর অনুষ্ঠানের শেষে মঞ্চ থেকে নামার পরই এ কি কাণ্ড ঘটে গেল অরিজিতের সঙ্গে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, অরিজিতকে সামনে দেখতে পেয়েই এক অনুরাগী ঝাঁপিয়ে পড়েন তাঁর উপর। শুধু তাই নয়, তাঁকে জড়িয়ে ধরতেই গালে দিয়ে দেন একখান চুমু। কিন্তু অনুরাগীর এমন আচরণে একটুও বিরক্ত হতে দেখা যায়নি অরিজিতকে। উল্টে তিনি হাসিমুখে সেই অনুরাগীর মাথায় হাত বুলিয়ে চলে যান। সাধারণত অন্য কোনও তারকার সঙ্গে হলে তাঁরা মেজাজ হারিয়ে ফেলতেন। কিন্তু অরিজিৎ সেই অবস্থায় মাথা শান্ত রেখে হাসিমুখেই হেঁটে বেরিয়ে গিয়েছেন। আর তাঁর এমন ব্যবহারেই মুগ্ধ তাঁর অনুরাগীরা।
বলিউডের পারফেকশনিস্ট তকমা পেয়েছিলেন অভিনেতা আমির খান (Aamir Khan)। একটা সময় শাহরুখ-সালমান-আমির, এই তিন খানের দাপটে বলিউডে হাবুডুবু খেতে হয়েছে অন্যান্য অভিনেতাদের। কয়েক দশক পেরিয়ে এখনও বক্স অফিসে সুপারহিট শাহরুখ-সালমান। কিন্তু কোথাও যেন ম্লান হয়ে গিয়েছে আমির। সাম্প্রতিক সময়ে তাঁর একটি সিনেমাও মাথা তুলে দাঁড়াতে পারেনি। দর্শকদের তুমুল সমালোচনা বারংবার তাঁর ভাগ্যে জুটেছে। তাই অভিনয় জগৎ থেকে সাম্প্রতিক বিরতি ঘোষণা করেছেন আমির।
আবারও সেই সমালোচনারই অংশ হয়েছেন আমির খান। সম্প্রতি তাঁকে একেবারে অন্যভাবে দেখা গিয়েছে সামাজিক মাধ্যমের পর্দায়। অভিনেতা রীতেশ দেশমুখ ও তাঁর স্ত্রী তথা অভিনেত্রী জেনেলিয়া ডিসুজাকে নিয়ে এক রেস্তোরাঁয় গিয়েছিলেন আমির। তিনি রেস্তোরাঁ থেকে বেরোনোর মুখেই পাপারাৎজিরা তাঁকে ঘিরে ধরেন। এমন সময় দেখা যায়, আমিরের পদক্ষেপ টলোমলো করছে। এমনকি রেস্তোরাঁর দরজা ধরে দাঁড়িয়ে পড়তে দেখা যায় অভিনেতাকে।
নেটিজেনরা এই ভিডিও দেখে তীব্র সমালোচনা করেছেন আমিরের। কেউ কেউ বলছেন, তিনি মদ্যপ। কেউ কেউ বলছেন, 'আমির তো মদ খেতেন না, তাহলে কি তিনি অবসাদগ্রস্ত?' এইসব প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। যদিও ভিডিওটি আমিরের জন্মদিনের। তবুও এতদিন পরেই ভাইরাল নেট দুনিয়ায়।
ভারতে লকডাউন চলাকালীন জনপ্রিয়তা পেয়েছিলেন ডলি সিং (Dolly Singh)। সামাজিক মাধ্যমে নানা কন্টেন্ট বানাতেন তিনি। তাঁর সেসব হাসির কন্টেন্ট দেখে লক্ষ লক্ষ ফলোয়ার যুক্ত হয় সামাজিক মাধ্যমে। এই সামাজিক মাধ্যমের জনপ্রিয়তায় ডলিকে এবার বড় পর্দায় পৌঁছে দিয়েছে। সম্প্রতি তিনি ডেবিউ করেছেন 'থ্যাঙ্ক ইউ ফর কামিং' সিনেমায়। অভিনেত্রী ভূমি পেডনেকারের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে ডলিকে। তবে সেই সিনেমার প্রচারে এসেই কেন সমালোচনার অংশ হয়ে উঠতে হল তাঁকে?
সম্প্রতি সিনেমাটির বিশেষ প্রিমিয়ারের ব্যবস্থা রাখা হয়েছিল। সিনেমার সকল কলাকুশলীরা পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়ে উপস্থিত হয়েছিলেন প্রিমিয়ারে। একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। সেই ছবিতে দেখা গিয়েছে অভিনেত্রী ভূমির সঙ্গে পোজ দিয়ে দাঁড়িয়েছেন ডলি। কিন্তু নেটিজেনদের হাসির কারণ হয়েছে ডলির পোশাক। ডলি একটি কালো রঙের টপ পরেছেন। দেখার মতো ডলির স্কার্ট।
হুবুহু লুঙ্গির মতো দেখতে ডলির স্কার্টটি। বেল্ট বাধা, সেই স্কার্টের উপরে। ছবিটি সামাজিক মাধ্যমে দেখতেই নেটিজেনরা হাসিতে ফেটে পড়েছে। এক নেটিজেন লিখেছেন, 'ফ্যাশনের নামে এত জঘন্য ড্রেসিং। লুঙ্গি? সত্যি?' আরেক নেটিজেন ছবিটি দেখে লিখেছেন, 'বাকি সব তো ঠিক আছে। লুঙ্গি কেন পরেছ?' আরও এক নেটিজেন লিখেছেন, 'বেল্ট দিয়ে লুঙ্গি কে পরে?' যদিও এত ট্রোলিংয়ের কোনও উত্তর দেননি ডলি।
দক্ষিণী ছবি তথা বলিউডের কিংবদন্তী অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। এদিকে বাবা বনি কাপুরও জনপ্রিয় পরিচালক। তাই ছোটবেলা থেকেই তিনি পাপারাৎজিদের ক্যামেরার মধ্যমণি। শৈশব থেকে বড় হয়ে ওঠার সব ঝলকই নেটিজেনদের চেনা। অনেকে মনে করেন, পরিচিত মা বাবার মেয়ে হওয়া লাভজনক। অনেক আগেই জনপ্রিয়তা পাওয়া যায়। কিন্তু কয়েনের উল্টো পিঠও তো থাকে।
জাহ্নবীর সঙ্গে অতীতে এমন একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছিল, যেকথা ভাবলে আজও মন খারাপ হয় তাঁর। তখন জাহ্নবী অভিনয় জগতে আসেননি। বয়স ১২ কি ১৩। এমন সময় পর্ন সাইটে তাঁর একটি ছবি ভাইরাল করে দেন কেউ বা কারা। শ্রীদেবী কন্যা বলে কথা, সেই ছবি দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল চারিদিকে। সেই সময়ের অভিজ্ঞতাই জাহ্নবী ভাগ করে নিয়েছেন সম্প্রতি।
জাহ্নবী বলেছেন, 'আমার সঙ্গে স্কুলের টিচাররা ঠিকভাবে কথা বলতেন না। সহপাঠীরা আমাকে দেখা হাসাহাসি করতো। ঠিক করে কথা বলত না। কেউ কেউ তো বলেছিলেন, আমি এতটাই জনপ্রিয় যে ভবিষ্যতে আর কোনও কাজ করতে হবে না, আমি এতটাই জনপ্রিয়।'
মঙ্গলবার উত্তরপ্রদেশের মথুরা রেলওয়ে স্টেশনে (Mathura Rail Station) আচমকা ট্রেন প্ল্যাটফর্মের উপরে উঠে যায়। সেই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এবারে সেই ঘটনার নেপথ্যে কারা ছিলেন ও কেন এমন ঘটল, তারই ভিডিও প্রকাশ্যে এল। ট্রেনে (Train) থাকা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর ট্রেনের চালককে মদ্যপ অবস্থায় দেখা গিয়েছে। শুধু তাই নয়, ট্রেন চালকের আসনে বসে তাঁকে মোবাইল চালাতেও দেখা গিয়েছে। আর এর পরই ঘটে যায় দুর্ঘটনা। যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি সিএন ডিজিটাল।
Mathura Train accident caught on camera pic.twitter.com/gLyvZMlRyT
— Harsh Tyagii (@tyagiih5) September 28, 2023
ভাইরাল ভিডিও-তে দেখা গিয়েছে, মথুরার লোকাল ট্রেনটি থামিয়ে বেরিয়ে যান ট্রেন চালক। এর পরই অন্য এক ট্রেন চালক ইঞ্জিন-কেবিনে প্রবেশ করেন। জানা গিয়েছে, তাঁর নাম সচিন। তিনি ইঞ্জিন-কেবিনে ঢুকেই বেপরোয়াভাবে নিজের ব্যাগ ছুড়ে রাখেন। তারপর তিনি চালকের আসনে বসেন এবং মোবাইল ফোন দেখতে থাকেন। এর পর ট্রেনটি হঠাৎ এগোতে শুরু করে। কিন্তু তখনও ফোনে ব্যস্ত ছিলেন চালক। আর এর পরেই প্ল্যাটফর্মের উপর উঠে যায় ট্রেনটি।
রেলওয়ে সূত্রে খবর, লোকো পাইলট-সহ ৫ রেলকর্মী এবং চার টেকনিক্যাল কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। মথুরা স্টেশনের ডিরেক্টর সঞ্জীব শ্রীবাস্তব বলেন, ৫ রেলকর্মী মদ্যপ অবস্থায় ছিলেন এবং ডিউটির সময় মোবাইল ফোন ব্যবহার করছিলেন। পুরো ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন ডিভিশনাল রেল ম্যানেজার।
প্রায় ১০ দিন ধরে অসুস্থ জিনাত আমান (Zeenat Aman)। শনিবার নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী। তিনি জানিয়েছেন, 'ভয়াবহ ফ্লুতে শয্যাশায়ী' রয়েছেন তিনি। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
একসময় বলিউড মাতিয়ে রেখেছিলেন অভিনেত্রী জিনাত আমান। ৭০ এর দশকে বলিউডের লাস্যময়ী নায়িকা তিনি। তবে এখন অনেকটা বয়স হয়ে গেলেও নিজের জেল্লা তিনি বজায় রেখেছেন। সোশ্যাল মিডিয়ায় নতুন উদ্যমে ফিরে এসেছেন তিনি। নতুন করে মানুষের মন কেড়ে নিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে তাঁকে এখন অ্যাক্টিভ থাকতেও দেখা যায়। ফলে সেখান থেকেই শনিবার জানা যায়, তিনি ভাইরাল জ্বরে আক্রান্ত। তিনি তাঁর কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'আমি গত দশ দিন ধরে একটি ভয়ানক ফ্লুতে শয্যাশায়ী ছিলাম। এখনও তেমন সুস্থ নই!' বর্ষীয়ান এই অভিনেত্রীর অসুস্থতার খবর শুনে দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর অনুরাগীরা।
প্রসঙ্গত, পরিচালক ফারাজ আরিফ আনসারির 'বান টিক্কি' ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন জিনাত। ছবিতে তিনি ছাড়াও রয়েছেন অভয় দেওল এবং শাবানা আজমি। ফলে জিনাতকে ফের ছবিতে নতুন রূপে দেখতে অপেক্ষায় রয়েছেন তাঁর অনুরাগীরা।
বলিউড অভিনেত্রী পূজা ভাট (Puja Bhatt)। তিনি বি টাউনের জনপ্রিয় পরিচালক মহেশ ভাটের (Mahesh Bhatt) কন্যা। যদিও তাঁদের বাবা-মেয়ের সম্পর্ককে একটু অন্য চোখেই দেখে এসেছেন দর্শকেরা। কারণ মহেশ ভাটের অঙ্গে পূজার একটি ছবি ভাইরাল হয়েছিল। ছবিতে দেখা গিয়েছিল, বাবা ও মেয়ে, একে অপরের ঠোঁটে চুম্বন করছেন। ব্যাস, সেই থেকেই তুমুল সমালোচনা শুরু হয়। চারিদিকে রটে যায়, বাবা ও মেয়ের অবৈধ সম্পর্ক রয়েছে। এত বছর পর সেই ছবি প্রসঙ্গে মুখ খুললেন পূজা।
এক সাক্ষাৎকারে পূজা বলেন, 'আমি এই বিষয়টি খুব সাধারণভাবে দেখি। একটি স্থির মুহূর্তকে যেমন তেমনভাবে ভেবে নেওয়া যায়। বাবা মায়েরা অনেক সময়ই ঐভাবেই চুমু খায়। আমি এখনও আমার বাবার কাছে ১০ পাউন্ডের মেয়ে। এবং সারাজীবন তাই-ই থাকব।'
অভিনেত্রী আরও বলেন, 'একেবারে নাদান একটি মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছিল। যার বোঝার সে বুঝবে, যার দেখার সে দেখবে। আর আমি এই বিষয়টিকে প্রতিরোধ করার জন্য বসে নেই। যদি কেউ বাবা ও মেয়ের সম্পর্ককে অন্য নজরে দেখতে পারেন, তাহলে তাঁরা যা খুশি করতে পারেন।'
একটি জনপ্রিয় অনুষ্ঠানের সঞ্চালিকা ছিলেন সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। কয়েক দশক ধরে বিকেল নাগাদ টেলিভিশনের পর্দায় সকলের হেঁশেলে ঢুকে পড়তেন সঞ্চালিকা। তবে সেই অনুষ্ঠানের পাঠ চুকেছে বেশ কিছু মাস আগেই। সুদীপাও তারপর শুরু করেছেন জীবনের নয়া ইনিংস। বর্তমানে তিনি ব্যবসায়ী। শাড়ি থেকে শুরু করে, সোনার গয়না পাওয়া যায় তাঁর দোকান 'সুদীপা'-তে। সামাজিক মাধ্যমেই সাধারণত তিনি শাড়ির বিজ্ঞাপন করে থাকেন। এবার বাংলাদেশী ঢাকাই জামদানি বিক্রি করতে গিয়ে চরম সমালোচিত হয়েছেন অভিনেত্রী।
সুদীপা সোমবার সামাজিক মাধ্যমে কয়েকটি ঢাকাই জামদানি শাড়ির ছবি দিয়েছেন। একইসঙ্গে লিখেছেন, 'ঢাকাই জামদানী,শাড়ী। ৫৫,০০০ থেকে ১,৩০,০০০ অবধি দাম।' আর এই দাম শুনেই চোখ কপালে উঠেছে নেটিজেনদের। সমালোচনা, কটাক্ষের বন্যা বইয়েছেন অনেকে। এক নেটিজেন লিখেছেন, 'ম্যাডাম শাড়ির দাম লিখতে গিয়ে আপনি কয়েকটি শূন্য বেশি দিয়ে ফেলেছেন।' আবার এক নেটিজেন লিখেছেন, 'এত দামি শাড়িগুলি আপনি কলকাতার জাদুঘরে রাখতে পারেন।'
তবে সমালোচনা প্রভাব ফেলতে পারেনি সুদীপার ব্যবসায়। তিনি জানিয়েছেন, সবকটি শাড়িই বিক্রি হয়ে গিয়েছে। অনেক নেটিজেন অবশ্য সুদীপার পাশেও দাঁড়িয়েছেন। একজন লিখেছেন, 'যাদের শাড়ি সম্পর্কে কোনও জ্ঞান নেই তাঁরাই এমন কথা বলেন। বাংলাদেশে ঢাকায় জামদানির দাম এমনই।'
কখনও কি ভেবে দেখেছেন, যদি রাস্তা দিয়ে বয়ে চলত দেদার মদ, তবে কেমন হতো ব্যাপারটা। তবে সুরাপ্রেমীদের জন্য তা ভালোই হত। কিন্তু এমনটাও হতে পারে তেমনটা কল্পনাতেও আসে না। কিন্তু এবারে এমনই এক ঘটনা বাস্তবেই ঘটল, তবে এ দেশে নয়। পর্তুগালের এক ছোট্ট শহরের রাস্তায় হঠাৎ একদিন বয়ে চলছিল দেদার রেড ওয়াইন। প্রথমবার দেখে মনে হবে, এ যেন রক্তের বন্যা বয়ে চলেছে। কিন্তু পরে বোঝা যায়, আসলে তা ছিল রেড ওয়াইন (Red Wine)। সম্প্রতি সেই দৃশ্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সূত্রের খবর, ঘটনাটি শনিবার পর্তুগালের এক ছোট্ট শহরের।
🇵🇹 | A river of red wine flooded the streets of São Lourenco do Bairro in Levira, Portugal after the 2.2 million liter tanks at the Levira Distillery gave way on Sunday. The spill was so massive that local officials activated an environmental alert and were forced to divert the… pic.twitter.com/hN9yQq75Ur
— Shadab Javed (@JShadab1) September 11, 2023
জানা গিয়েছে, পর্তুগালের সমুদ্রতটের ধারেই ছোট্ট গ্রাম লেভিরার একটি মদ প্রস্তুতকারক সংস্থার ট্যাঙ্কে মজুত রাখা ছিল ২২ লক্ষ লিটার রেড ওয়াইন। শনিবার রাতে কোনও কারণে সেই ট্যাঙ্কটি ফেটে যায়। তার পরেই প্রবল বেগে ২২ লক্ষ লিটার রেড ওয়াইন রাস্তা দিয়ে বয়ে চলে নীচের দিকে। এর স্রোত ও রং দুই'ই অবাক করবে আপনাদের। সে শহরের মানুষেরাও সেদিন বাড়ি থেকে বেরতেই হকচকিয়ে যান। তবে রাস্তা দিয়ে এমন রেড ওয়াইন বয়ে যেতে দেখে নিজেকে সংযত রাখতে পারনেনি অনেক সুরাপ্রেমীরাই। অনেককেই রেড ওয়াইন রাস্তা থেকে সংগ্রহ করে পান করতে দেখা গিয়েছে।
তবে শেষ অবধি পুলিসের তৎপরতায় ওয়াইন স্রোত থামে। ওয়াইন যাতে পাশের নদীতে না পড়ে, তার জন্যও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। ওয়াইনের স্রোত দেখে প্রথমে ভয় পেয়ে স্থানীয়রা অনেকেই পুলিসে খবর দেন। খবর পেয়ে পৌঁছয় পুলিস এবং দমকল বাহিনী। দমকল বাহিনীর তৎপরতায় রেড ওয়াইন বন্যা বন্ধ করা হয়েছে।
প্রথমে 'পাঠান' তারপর 'জওয়ান' (Jawan) মাঝে মাত্র ৯ মাসের ব্যবধান, কিন্তু শাহরুখ (Shahrukh Khan) ভক্তদের আবেগ একইরকম রয়েছে। বৃহস্পতিবার, সারা ভারতে মুক্তি পেয়েছে কিং খান অভিনীত 'জওয়ান'। এদিন সারা কলকাতায় চিত্রটা একেবারে অন্যরকম। ভোর সাড়ে ৪টে থেকে লাইন পড়েছিল মাল্টিপ্লেক্সের বাইরে। ঘুম থেকে উঠে সকাল ৫টার শোয়ে 'জওয়ান' দেখেছেন ভক্তরা। কিং খান ভক্তরা অবশ্য আগাম বুকিং করে রেখেছিলেন সিটগুলি। টলিউডের অনেক সেলেবদের দেখাও মিলল সকালের শোয়ে।
কথায় আছে, 'মর্নিং শোওজ দ্যা ডে' অর্থাৎ সকাল কীভাবে শুরু হচ্ছে তা দেখে বোঝা যায় পুরোদিন কেমন কাটবে। বৃহস্পতিবার যেভাবে জওয়ানের জন্য উত্তেজনা দেখা গেল, তাতে মনে হচ্ছে 'পাঠান'কেও অনায়াসে টেক্কা দেবে ছবিটি। বক্স অফিসে ৫০০ কোটির বেশি অর্থ উপার্জন করে হিন্দি সিনেমার জগতে রেকর্ড করেছিল সিনেমাটি। জওয়ানও সেই পথেই হাঁটবে বলে বিশ্বাস। তবে পরপর এই দুটি সিনেমার প্রতি দর্শকদের ঝোঁক দেখে বোঝা যাচ্ছে, কিং খানকে অন্যভাবেই দেখতে চাইছিলেন দর্শক।
বলিউডে শাহরুখকে এতদিন ভক্তরা রোম্যান্স কিং হিসেবেই চিনতেন। বাদশা বরাবরই বক্স অফিসে সফল। তবে 'পাঠান', 'জওয়ান ঘিরে যেন দর্শকদের উন্মাদনা অনেক বেশি। লক্ষণীয়, এই দুই সিনেমায় ছক ভেঙেছেন শাহরুখ। এখানে তিনি একেবারেই অ্যাকশন হিরো। জওয়ান-এ মুখে চুরুট নিয়ে শাহরুখের মারামারির দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল এই মুহূর্তে। শাহরুখ যে সত্যিই ইন্ডাস্ট্রির বাদশা, তা আর বুঝতে বাকি নেই কারও।
সেলফি (Selfie) তোলার জের! এর আগেও একাধিকবার প্রকাশ্যে এসেছে, সেলফি তুলতে ভয়ঙ্কর পরিণতি হয়েছে একাধিক মানুষের। আর এবারেও তেমন ঘটনার ভিডিওই সম্প্রতি ভাইরাল হয়েছে। তবে সেই ব্যক্তি অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরেছেন। ভাইরাল ভিডিও-তে দেখা গিয়েছে, সেলফি তুলতে গিয়ে নদীতে পড়ে যান এক ব্যক্তি, এরপরই তড়িঘড়ি তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন আশেপাশের মানুষেরা। জানা গিয়েছে, ঘটনাটি কেদারনাথের (Kedarnath)। তবে এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি সিএন ডিজিটাল।
One selfie could coast a Life. Tourist falls into Mandakini River, Kedarnath.#kedarnath #kedarnathdham #selfie #mandakiniriver #tourist @UTDBofficial pic.twitter.com/Dbxx24MDh0
— Vinod Katwal (@Katwal_Vinod) September 5, 2023
সূত্রের খবর, সোমবারের ঘটনাটি ঘটেছে কেদারনাথে। জানা গিয়েছে, কেদারনাথ যাওয়ার পথে মন্দাকিনী নদীর ঠিক উপরের ব্রিজে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন এক যুবক। এর পর আচমকাই পা পিছলে যায় তাঁর। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, খরস্রোতা মন্দাকিনী নদীর জলে পিছলে পড়ে যাওয়ার পর এক পাথরকে আঁকড়ে ধরে চিৎকার করছেন তিনি। এই অবস্থায় ছুটে আসেন আশেপাশের মানুষ। তাঁরা উদ্ধার করার চেষ্টা করলেও সক্ষম হয়নি। পরে তড়িঘড়ি সেখানে পৌঁছে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। নদীর মধ্যে থাকা এক পাথরের উপর দাঁড়িয়ে যুবককে ছুড়ে দেন দড়ি। এরপর অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর তাঁকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসেন তাঁরা।
ভিডিও দেখেই গা শিউরে উঠছে নেটিজেনদের। মন্দাকিনীর জলের স্রোতের মধ্যে এক পাথরকে আঁকড়ে ধরে আর্তনাদ করতে দেখে অনেকে ভেবেই নিয়েছিলেন যে, আর একটু হলেই তলিয়ে যাবেন মন্দাকিনীর উত্তাল স্রোতে। কিন্তু বিপর্যয় মোকাবিলা বাহিনী সেখানেই পৌঁছে যেতেই তাঁকে বাঁচানো সম্ভব হয় বলে মনে করছেন নেটিজেনরা। তিনি নতুন করে জীবন ফিরে পেয়েছেন বলে অনেকেই কমেন্ট করেছেন সমাজমাধ্যমে।
রশ্মিকা (Rashmika Mandanna) এখন আর কেবল দক্ষিণী অভিনেত্রী নন, সর্বভারতীয় অভিনেত্রীর পালক নিজের মুকুটে বসিয়েছেন কবেই। নামমাত্র নয়, সারা ভারতের মানুষ তাঁকে নিজের করে নিয়েছেন কবেই। এত ভালোবাসা অবশ্য রশ্মিকা নিজেই অর্জন করেছেন। অফ ক্যামেরা অভিনেত্রীর ব্যক্তিত্ব সকলের খুব পছন্দের। তাঁর জনপ্রিয়তা এত বেশি, প্রতি সিনেমা পিছু তাঁর পারিশ্রমিক কম নয়। কিন্তু রশ্মিকার চলনে বলনে পোশাকে একেবারেই তারকাসুলভ কোনও উচ্চকিত যাপন দেখা যায় না। সম্প্রতি অভিনেত্রীর কাণ্ড দেখে দর্শক আবারও রশ্মিকাতে মুগ্ধ হয়েছেন।
অনেকেই জানেন না, একজন অভিনেতা বা অভিনেত্রীর পিছনে একটি বড় টিমের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এই দলই অভিনেত্রীর দশ হাতের মতো দশ দিক সামলান। এই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সহকারী। ছায়ার মতো এই সহকারীরা তারকাদের সাহায্য করেন। রশ্মিকার জীবনেও এমন সহকারী রয়েছেন। সম্প্রতি তাঁরই বিয়েতে গিয়েছিলেন অভিনেত্রী। সেই ছবি এখন ভাইরাল সামাজিক মাধ্যমে।
ছায়া সঙ্গিনী সহকারীর বিয়েতে, রশ্মিকাকে দেখা গিয়েছে একেবারে দরাজ হাসিতে। বিশেষ সাজ নেই, লাখ টাকার গয়না নেই। রশ্মিকাকে দেখা গিয়েছিল হলদেটে কমলা রঙের একটি শাড়িতে। সাজের লেশমাত্র নেই। এত বড় অভিনেত্রী হয়েও রশ্মিকাকে এত সাধারণ সাজে দেখে প্রশংসার বন্যা বইয়েছেন নেটিজেনরা।