Breaking News
ED: শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের নামে লুকআউট নোটিস জারি ইডির, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে      BJP: ইস্তেহার প্রকাশ বিজেপির, 'এক দেশ এবং এক ভোট' লাগু করার প্রতিশ্রুতি     

Venus

Moon: শুক্রের সন্ধ্যায় শহরের আকাশে চাঁদের নিচে বিন্দু! পশ্চিম আকাশে ওটা কী

মুন্নি চৌধুরী: চাঁদের নিচে শুক্র, আকাশে এমন চিত্র দেখে অনেকেই গান শুরু করেছেন, 'চাঁদ কেন আসে না আমার ঘরে।' রমজানের প্রথম সন্ধ্যায় বিরল সমাবেশ এক ফালি চাঁদ (Moon) ও  শুকতারা অর্থাৎ শুক্র গ্রহের (Venus)। এই দুর্দান্ত দৃশ্য ধরা দিল শহরের পশ্চিম আকাশে।

আকাশে যেন সোনালি-রুপোলির রঙের খেলা চলছিল। এই মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে অনেকেই বেরিয়ে পড়েছিলেন রাস্তায়। অফিসে থেকে বাড়ি ফেরত সহ নাগরিকরাও একটু দাঁড়ালেন এবং এই মহাজাগতিক দৃশ্য ক্যামেরাবন্দি করলেন। আবার কেউ দৌড়ে চলে গেলেন বাড়ির বা অফিসের ছাদে। খালি চোখে দেখা গেল এই অবিস্ময়কর মহামিলন। ছবিতে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় পাতা। কেউ কেউ আবার ব্যাঙ্গ করে বলছেন, ফেসবুক নয় যেন বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে ঘুরে এলাম।

সৌরমণ্ডলের সবচেয়ে জাঁদরেল এবং উজ্জ্বল গ্রহ শুক্র ও পৃথিবীর উপগ্রহ চাঁদকে এক লাইনে দেখতে পাওয়া চাট্টিখানি কথা নয়। যদিও অসম্ভব বলা যায় না। এই সংযোগ হতে বহু বছর লেগে যায়। কখনও ৪০০ বছর। বা কখনও তারও বেশি। যখন সেই সংযোগ ঘটে সেই সময়টাকেই বিরলতম মুহূর্ত হিসেবে গণ্য করা হয়।

বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতে ক্রমশ পূর্বদিকে সরে যায়৷ এর ফলে আড়াল হয়ে যায় শুক্র। চাঁদের এই অন্য গ্রহ বা মহাজগতিক বস্তু ঢেকে দেওয়াকে বিজ্ঞানের ভাষায় বলা হয়, Lunar Occultation ৷

one year ago