Breaking News
Garden Reach: গার্ডেনরিচকাণ্ডে অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে পুরসভা ও আবাসিকের মধ্যে টানাপোড়েন      Garden Reach: ফের গার্ডেনরিচেই বেআইনি বহুতলের সন্ধান, শুরু বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ      Sandeshkhali: পোস্টার-বিরোধিতা অতীত, রেখাকে জড়িয়ে উচ্ছ্বাস সন্দেশখালিতে      Sandeshkhali: "শক্তি স্বরূপা" সম্বোধন প্রধানমন্ত্রীর, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন মোদীর      Holi: বসন্ত উৎসবে মেতে উঠেছে বিভিন্ন জেলা, জানুন কোথায় কিভাবে উদযাপিত হল রঙের দিবস      Garden Reach: গার্ডেনরিচ বিপর্যয়ে মৃত বেড়ে ১২, এখনও আশঙ্কাজনক বহু      CBI: আরও অস্বস্তিতে মহুয়া মৈত্র! কলকাতার ফ্ল্যাটে সিবিআই হানা      Delhi: আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল, সুপ্রিম কোর্টে জামিনের আবেদন খারিজ      Garden Reach: জেগে উঠছে পুর প্রশাসন! পুরসভায় জমা একাধিক অভিযোগ      High Court: টেটে প্রশ্নপত্র ভুলের মামলা, পর্ষদকে দিতে হবে বিশেষজ্ঞদের মতামত, নির্দেশ বিচারপতি মান্থার     

VandeBharat

Express: ভোটের মুখে মোদীর মাস্টারস্ট্রোক! মোদীর হাত ধরে ১০ টি বন্দে ভারত, বাংলায় আরও ১টি

দুয়ারে কড়া নাড়ছে ২৪-এর লোকসভা নির্বাচন। আর ঠিকই নির্বাচনের মুখেই মোদীর মাস্টারস্ট্রোক! মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাতের আহমেদাবাদ থেকে রেল প্রকল্পে ১০টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করেন। বন্দে ভারত উদ্বোধনের পাশাপাশি দেশ জুড়ে ৮৫ হাজার কোটি টাকার মোট ৬ হাজার রেল প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

তবে নতুন বন্দে ভারত ট্রেনগুলির মধ্যে একটি ট্রেন পেয়েছে বাংলাও। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে পাটনা পর্যন্ত চলবে এই বন্দে ভারত। এছাড়াও মঙ্গলবার প্রধানমন্ত্রী যে ট্রেনগুলির উদ্বোধন করেন তার মধ্যে রয়েছে- রাঁচি-বারাণসী, খাজুরাহো-নিজামুদ্দিন (দিল্লি), পুরী-বিশাখাপত্তনম, আহমেদাবাদ-মুম্বই সেন্ট্রাল, পাটনা-লখনউ , লখনউ-দেরাদুন, মাইসুরু-এমজিআর সেন্ট্রাল (চেন্নাই), কালাবুরাগি-স্যর এম বিশ্বেশ্বর টার্মিনাল বেঙ্গালুরু এবং বিশাখাপত্তনম-সেকেন্দরাবাদ পর্যন্ত। 

এছাড়াও প্রধানমন্ত্রী রেল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানালেন, রেলের মাধ্যমেই গোটা দেশকে জুড়ে রাখার পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার আহমেদাবাদে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মোদীর রেল প্রকল্পের উদ্বোধন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী আম জনতার কথা ভেবে তাদের প্রাধান্য দিয়ে তাদের চাহিদার কথা ভেবে রেল কে নিয়ে অনেক কিছু করলেন এবং ভাবলেন। 

তবে মঙ্গলবার রেল প্রকল্প ছাড়াও প্রধানমন্ত্রী পেট্রোকেমিক্যাল প্রকল্পের শিলান্যাস করেন। বন্দে ভারত থেকে শুরু করে মালবাহী ট্রেনএবং দেশের বিভিন্ন জায়গায় ‘প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি কেন্দ্র’ উদ্বোধন হলো প্রধানমন্ত্রী মোদীর হাত ধরেই। আসন্ন লোকসভা নির্বাচন।  তার মধ্যে মোদী-ম্যাজিক ভোটবাক্সে কতটা প্রভাব ফেলে সেটাই  এখন দেখার। 

2 weeks ago
Vande Bharat Express: আবারও সমস্যায় বন্দে ভারত এক্সপ্রেস, পাদানি ভেঙে দাঁড়িয়ে পড়ল ট্রেন

বন্দে ভারত এক্সপ্রেসে ফের বিপত্তি। এবার ট্রেনের একাধিক কামরার পাদানি ভাঙা অবস্থায় দেখা গেল। তার জেরেই প্রায় এক ঘণ্টা পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের ভেদিয়া স্টেশনে দাঁড়িয়ে রইল আপ হাওড়া-নিউজলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। যাত্রীদের পোহাতে হল দুর্ভোগ। পরে রেলের তৎপরতায় ঘণ্টাখানেকের মধ্যে তা মেরামত করা হয় এবং তারপর ট্রেনটি ছাড়ে।

কীভাবে এই পাদানি ভাঙল, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, কোনওভাবে প্লাটফর্মের সঙ্গে ধাক্কা লাগার কারণেই একাধিক কামরার এই পাদানি ভেঙে যায়। আর এর জেরেই সকাল ৭.৩৫ মিনিটে ভেদিয়ে স্টেশনে দাঁড়িয়ে যায় সুপারফাস্ট বন্দে ভারত এক্সপ্রেস। ঘটনার পরই রেলকর্মীদের মধ্যে তৎপরতা শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলে মেরামতির কাজ। সকাল ৮.৩৭ মিনিট নাগাদ আবার ট্রেন ছাড়ে।

তবে এই ধরনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এখনও পর্যন্ত রেলের উচ্চ পদস্থ কর্তাদের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

2 months ago
Amrit Bharat: বর্ষবরণের আগেই উত্তরবঙ্গবাসীর জন্য মোদীর উপহার! প্রথম অমৃত ভারত এক্সপ্রেস পেল বাংলা

অবশেষে বহু প্রতীক্ষিত অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ রামভূমি থেকে মোদী উদ্বোধন করলেন মালদহ- বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস। এই ট্রেনের অপেক্ষায় ছিল উত্তরবঙ্গবাসী। ৩০ নভেম্বর বেলা ১২টা নাগাদ উদ্বোধন করলেন নমো। এদিন অযোধ্যা ধাম স্টেশনের ফেজ ১ উদ্বোধনের পাশাপাশি, মোট ৮টি নতুন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এই ৮টি ট্রেনের মধ্যে ২ টি হল বহুল প্রতীক্ষিত অমৃত ভারত এক্সপ্রেস ও ৬ টি হল বন্দে ভারত এক্সপ্রেস।

আজ অর্থাৎ শনিবার রামরাজ্য অযোধ্যায় পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই সবুজ পতাকা উড়িয়ে একইসঙ্গে একাধিক ট্রেনের শুভ সূচনা করলেন তিনি। ২ টি অমৃত ভারত ট্রেনের মধ্যে একটি ট্রেন ছুটবে দ্বারভাঙা- অযোধ্যা- দিল্লি (আনন্দ বিহার টার্মিনাল)-এর মধ্যে। অন্যদিকে দ্বিতীয় অমৃত ভারত ট্রেনটি ছুটবে মালদা টাউন- বেঙ্গালুরু (স্যার এম. বিশ্বেশ্বরাইয়া টার্মিনাল)-এর মধ্যে। অর্থাৎ দেশের প্রথম দুটি অমৃত ভারত এক্সপ্রেসের মধ্যে একটি পাচ্ছে বাংলা। এই অমৃত ভারত এক্সপ্রেসে রয়েছে একাধিক সুবিধা। নিরাপত্তার জন্য প্রথমত পুরো ট্রেনের কামরা মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরায়। তবে এই ট্রেনের ভাড়া বন্দে ভারতের থেকে তুলনামূলকভাবে কম ও যেতেও কম সময় লাগে। বর্তমানে এই ট্রেনরে এসি কামরা না থাকলেও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজে জানিয়েছেন, এই ট্রেন দুটি জেনারেল ও স্লিপার কোচ সম্বন্বিত হলেও, শীঘ্রই আসন্ন অমৃত ভারত এক্সপ্রেসে থাকবে এসি কোচও।

এদিন অমৃত ভারত ছাড়াও ৬টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এই ৬ টি ট্রেনের রুট হিসেবে রয়েছে, শ্রীমাতা বৈষ্ণো দেবী কাটরা- নয়াদিল্লি, কোয়েম্বাটুর-বেঙ্গালুরু, জালনা-মুম্বই, অযোধ্যাধাম জংশন-দিল্লি (আনন্দ বিহার টার্মিনাল), ম্যাঙ্গালুরু-মাদগাঁও, অমৃতসর-দিল্লি। এতদিন দেশজুড়ে মোট ৩৪টি বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবায় যুক্ত ছিল, শনিবার থেকে সেই সংখ্যা বেড়ে হল ৪০।

3 months ago


Vande Bharat: রেললাইনের উপরে পাথর, লোহার রড! অল্পের জন্য রক্ষা পেলেন বন্দে ভারতের যাত্রীরা

অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রাজস্থানের উদয়পুর থেকে জয়পুরগামী বন্দে ভারত এক্সপ্রেস (vande Bharat Express)। সূত্রের খবর, রেললাইনে রাখা ছিল পাথর, লোহার রড। তবে চালকের তৎপরতায় বেঁচে যান রেলযাত্রীরা। আপৎকালীন ব্রেক কষেন তিনি। এতেই বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় তাঁরা। কারণ রেললাইনের উপর তাঁর নজর না পড়লেই ট্রেনটি লাইনচ্যুত হতে পারত।

সূত্রের খবর, সোমবার সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ উদয়পুর থেকে জয়পুরগামী বন্দে ভারত এক্সপ্রেসটি যাওয়ার সময় ট্রেন চালক রেললাইনে লোহার রড, পাথর দেখতে পান। জানা গিয়েছে, চিতরগড়ের কাছে গঙ্গরার এবং সোনিয়ানা স্টেশনের মাঝে লাইনে রাখা ছিল পাথর, লোহার রড। আর তা দেখেই তড়িঘড়ি ট্রেন থামান চালক। এর পরই রেলের কন্ট্রোলে খবর দেন তিনি। রেলকর্মীরা এসে লাইনের উপর থেকে পাথর সরিয়ে দেন। রেললাইনে পাথর ও লোহার রড গেঁথে রাখার সেই দৃশ্য প্রকাশ্যে এসেছে।

রেলসূত্রে খবর, উত্তর-পশ্চিম রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, খবর পেয়েই রেলের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে গিয়েছেন। কারা লাইনের উপরে পাথর, লোহার রড রাখল, তাও খতিয়ে দেখা হচ্ছে।

6 months ago
Train: হাওড়া থেকে পটনা চালু হচ্ছে বন্দেভারত এক্সপ্রেস, ভাড়া কত জানেন!

হাওড়া থেকে পটনা পর্যন্ত চালু হচ্ছে বন্দেভারত এক্সপ্রেস। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই ট্রেনের উদ্বোধন করবেন।

রেলের তরফে জানানো হয়েছে, এই ট্রেনে চড়ে পটনা পৌঁছতে সময় লাগবে সাড়ে ৬ ঘণ্টা। চেয়ার কারে হাওড়া থেকে পটনা যেতে ভাড়া পড়বে ১৪৫০ টাকা এবং এগজিকিউটিভ ক্লাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৬৭৫ টাকা। অন্যদিকে পটনা থেকে হাওড়া পৌঁছতে চেয়ারকারে খরচ পড়বে ১৫০৫টাকা। এবং এগজিকিউটিভ ক্লাসে ভাড়া ২৭২৫টাকা।

হাওড়া ও পটনা স্টেশনের মাঝে মোট ছটি স্টেশনে থামবে ট্রেনটি। তার মধ্যে রয়েছে দুর্গাপুর, আসানসোল, জামতাড়া, জসিডি, লাকিসরাই এবং মোকামা। সকাল ৮টায় পটনা থেকে ছেড়ে হাওড়া পৌঁছবে দুপুর ২টো ৩৫ মিনিটে। এবং ফের দুপুর ৩টে ৫০ মিনিটে ছেড়ে বন্দেভারত পটনা পৌঁছবে রাত ১০টা ৪০ মিনিটে।

6 months ago


Vande Bharat: আরও দুটি বন্দেভারত চালু হচ্ছে রাজ্যে, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী

আরও দুটি বন্দেভারত চালু হচ্ছে এরাজ্যে। তার মধ্যে একটি হাওড়া-পটনা রুটে এবং অন্যটি হাওড়া-রাঁচি রুটে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ওই ট্রেন দুটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রেলের তরফে জানানো হয়েছে, নয়া যে দুটি বন্দেভারত চালু করা হবে সেগুলি আগের থেকে আরও উন্নত প্রযুক্তির এবং আরও আরামদায়ক। যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে সিট ইনক্লাইনেশন আরও বাড়ানো হয়েছে। এর ফলে সিট আরও হেলিয়ে বসতে পারবেন যাত্রীরা। পাশাপাশি প্রতি সিটের নীচে মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

এর পাশাপাশি ট্রেনের কামরার ভিতরের হাতলের পরিবর্তন আনা হয়েছে। বাথরুমে উজ্জ্বল আলো লাগানো হয়েছে।

এদিকে নতুন দুটি বন্দেভারত চালু হওয়ার ফলে হাওড়া থেকে রাঁচি ও পটনা যাওয়া আরও সুবিধা হবে। যদিও এই দুটি ট্রেনের টাইম টেবিল এখনও রেলের তরফে জানানো হয়নি। ইতিমধ্যে হাওড়া থেকে পুরী এবং হাওড়া নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলাচল করছে দুটি বন্দেভারত এক্সপ্রেস। আরও দুটি বন্দেভারত চালু হতে চলেছে হাওড়া থেকে।

6 months ago
Vande Bharat: বন্দে ভারত এক্সপ্রেসের কোচে ভয়াবহ আগুন, নিরাপদে যাত্রীরা

বন্দে ভারতের (Vande Bharat Express) কোচে ভয়াবহ আগুন (Fire)। ঠিক এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ভিডিওটিতে (Viral Video) দেখা গিয়েছে কিভাবে বন্দে ভারতের তলায় আগুন দাউ দাউ করে জ্বলছে। সোমবার সকালে এই ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের (MadhyaPradesh) কুড়ওয়াই কেথোরা এলাকায়। এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল কর্মীরা। যদিও কোচের মধ্যে থাকা যত্রীদের সুস্থভাবে বাইরে নিয়ে আসা সম্ভব হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। তবে ঘটনাকে ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। 

এই ঘটনায় রেল একটি বিবৃতিতে জানিয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসের তলায় থাকা ব্যাটারির বাক্সে ব প্রথমে আগুন দেখা দিয়েছে। দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং আগুন নিভিয়েছেন। ব্যাটারি বক্সে আগুন দেখা গেলেও সেখানে কী ভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।

9 months ago
Vande Bharat: অসমের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

উত্তর-পূর্ব ভারতের জন্য প্রধানমন্ত্রী মোদীর (PM Modi) উপহার। এবারে অসমেও (Assam) চালু হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। ২৯ মে, সোমবার বেলা ১২ টা নাগাদ অসমে বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে এই ট্রেন উদ্বোধন করলেন তিনি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, 'সোমবার প্রধানমন্ত্রী অসমে বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করবেন। ফলে এটা খুবই গর্বের মুহূর্ত'।

উত্তর-পূর্ব ভারত এবারই প্রথম বন্দে ভারত এক্সপ্রেস পেল। এটি দেশের অষ্টাদশ বন্দে ভারত ট্রেন। রেলসূত্রে খবর, এই ট্রেন গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত চলবে। অর্থাৎ এই ট্রেনের মাধ্যমে অসমের সঙ্গে পশ্চিমবঙ্গের যোগাযাোগ আরও দ্রুত হবে। জানা গিয়েছে, ৪১০ কিমি পথ যেতে এই ট্রেনের সময় লাগবে সাড়ে ৫ ঘণ্টা। এই ট্রেন সপ্তাহে ছ'দিন চলবে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এই ট্রেন যাত্রা শুরু করবে ৬ টা ১০ মিনিটে আর গুয়াহাটি পৌঁছবে দুপুরের দিকে। আবার গুয়াহাটি থেকে এই ট্রেন চলবে বিকাল সাড়ে ৪টায় ও নিউ জলপাইগুড়ি পৌঁছবে রাত ১০ টা ২০ মিনিটে। নিউ জলপাইগুড়ি স্টেশন ও অসমের মধ্যে মোট পাঁচটি জায়গায় ট্রেনটি দাঁড়াবে। সেই জায়গাগুলো হল- নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, কোকরাঝাড়, নিউ বঙ্গাইগাঁও, কামাখ্যা। 

সূত্রের খবর, সোমবার অসমের বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনীর অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা প্রধানমন্ত্রী মোদী ও রেলমন্ত্রীকে এই ট্রেনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

10 months ago


Vande Bharat: প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে উত্তরাখণ্ডে প্রথম উদ্বোধন হল বন্দে ভারত এক্সপ্রেস

দেশের আরও একটি রাজ্যে চালু হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ এই ট্রেনের উদ্বোধন করলেন। তিনি আজ, বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করলেন এই ট্রেনের। এই ট্রেন দেরাদুন (Dehradun) থেকে নয়া দিল্লি (New Delhi) পর্যন্ত যাবে। রেলসূত্রে খবর, ২৯ মে থেকে এই ট্রেনে সর্বসাধারণের জন্য যাত্রা চালু হবে। বুধবার ছাড়া প্রতিদিনই এই ট্রেন চলবে। এটি উত্তরাখন্ডের (Uttarakhand) প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। ফলে এই রাজ্যবাসীদের জন্য এটি প্রধানমন্ত্রীর তরফে একটি উপহারই বটে।

রেলসূত্রে খবর, দেরাদুন ও নয়া দিল্লির ৩০২ কিলোমিটার পথ যেতে সময় লাগবে মাত্র ৪ ঘণ্টা ৪৫ মিনিট। এই ট্রেনের এসি চেয়ার কারের ভাড়া ১ হাজার ০৬৫ টাকা। এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া ১৮৯০ টাকা। দিল্লির আনন্দ বিহার রেলস্টেশন থেকে ট্রেনটি ছাড়বে বিকেল ৫টা ৫০ মিনিটে, দেরাদুন পৌঁছবে রাত ১০টা ৩৫ মিনিটে। আবার দেরাদুন থেকে এই ট্রেনটি ছাড়বে সকাল ৭ টায় ও দিল্লি পৌঁছবে ১১ টা ৪৫ মিনিটে। মাঝে মিরাট, মুজাফ্ফরনগর, সাহারানপুর, রুরকি, হরিদ্বারে ট্রেনটি দাঁড়াবে।

সূত্রের খবর, উত্তরাখণ্ডের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এই ট্রেনের ফলে তীর্থযাত্রী ও পর্যকরা উপকৃত হবেন।

10 months ago
Express: আজ থেকে টিকিট বুকিং হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের, জেনে নিন ভাড়া কত?

চলতি মাসের শুরুতেই চালু হতে চলেছে বাংলার দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। হাওড়া থেকে পুরী এবার মাত্র সাড়ে ৬ ঘণ্টায় পৌঁছবে বঙ্গবাসী। রেলের তরফে জানানো হয়েছে, ১৮ মে বৃহস্পতিবার উদ্বোধন (Inauguration) হবে হাওড়া-পুরী (Howrah-puri) বন্দে ভারত এক্সপ্রেস। বুধবার থেকেই বুকিং শুরু হচ্ছে বাংলার বন্দে ভারত এক্সপ্রেসের। বৃহস্পতিবার বাদে সপ্তাহে ৬ দিনই চলবে এই ট্রেন। ২০ মে শনিবার থেকেই নিয়মিত চলু হবে ট্রেনটি।

সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বন্দে ভারত এক্সপ্রেসটি উদ্বোধন করবেন। এটি ওড়িশা রাজ্য়ের প্রথম বন্দে ভারত হতে চলেছে। ওড়িশার পাশাপাশি কলকাতার ভ্রমণপ্রেমীদের কাছেও এটি যে অন্য়তম সেরা আকর্ষণ হতে চলেছে তা বলাবাহুল্য়। ১৬ কামরার বন্দে ভারতে দু’টি শ্রেণি থাকবে। হাওড়া থেকে পুরী যেতে মোট খরচ পড়বে ১ হাজার ২৬৫ টাকা। রেলের তরফে জানিয়েছে, হাওড়া থেকে সকাল ৬টা ১০ মিনিটে ছাড়বে ২২৮৯৫ বন্দে ভারত এক্সপ্রেস। পুরী পৌঁছবে দুপুর ১২টা ৩৫ মিনিটে। পুরী থেকে ওই দিনই দুপুর ১টা ৫০ মিনিটে ছাড়বে বন্দে ভারত। হাওড়া পৌছবে রাত ৮টা ৩০ মিনিটে।

ইতিমধ্য়ে রেলের তরফে হাওড়া-পুরী রুটে বন্দে ভারতের ট্রায়াল রান হয়ে গিয়েছে। হাওড়া থেকে পুরী পৌঁছনোর আগে ট্রেনটি সাতটি স্টেশনে থামবে। ট্রেনটি খড়গপুর, বালাসোর, ভদ্রক, কেওনঝার রোড, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোডে থামবে বলে জানা গিয়েছে।

11 months ago


Vande: দুয়ারে পুরী! হাওড়া থেকে দ্বিতীয় বন্দে ভারতে সাড়ে ৬ ঘণ্টায় জগন্নাথ ধাম

দুয়ারে পুরী! নেপথ্যে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস। রাজ্য পেতে চলেছে দ্বিতীয় বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেস। বাংলায় এবার শীঘ্রই হাওড়া-পুরী (Howrah-Puri) রুটে এই সেমি হাইস্পিড ট্রেন চালানোর সিদ্ধান্ত। বাঙালির প্রিয় ডেস্টিনেশন 'দীপুদা'-র দা অর্থাৎ দার্জিলিংকে ইতিমধ্যে জুড়েছে হাওড়া-এনজেপি বন্দে ভারত। এবার পু অর্থাৎ জগন্নাথ ধাম পুরীকেও জুড়তে চলেছে বন্দে ভারত। এই রুটে বন্দে ভারত চালু হলে মাত্র সাড়ে ছয় ঘন্টায় পৌঁছানো যাবে পুণ্যধাম পুরীতে। 

শুক্রবার, প্রথম পর্বে হাওড়া এবং পুরীর মধ্য়ে বন্দে ভারত এক্সপ্রেসের ফুল ফেইজ ট্রায়াল রান চলে। সকাল ৬:১০-এ হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দেয় এবং দুপুর ১২:৩৫-এ পুরী পৌঁছয় বন্দে ভারত। এ রাজ্যে একমাত্র খড়গপুর স্টেশনে দাঁড়াবে অত্যন্ত দ্রুতগতির এই ট্রেন। 

সূত্রের খবর, ফুল ফেজ অপারেশনের আগে আরও দুই দফায় ট্রায়াল রান হওয়ার কথা। দ্বিতীয় ট্রায়াল ৩০ এপ্রিল হাওড়া থেকে ভদ্রক এবং এরপর ভদ্রক থেকে হাওড়া পর্যন্ত অনুষ্ঠিত হবে। মে মাস থেকেই হাওড়া পুরী রুটে যাত্রা শুরু করতে পারে বন্দে ভারত।

11 months ago
Express: কেরলে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন প্রধানমন্ত্রীর, আনন্দিত রাজ্যবাসী

এবার কেরলে শুরু হল বন্দে ভারতের যাত্রা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) হাত ধরে সোমবার শুভ সূচনা হল বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express)। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবারই কোচিতে পা রাখেন মোদী। মঙ্গলবার সকালে তিরুবনন্তপুরমে আসেন প্রধানমন্ত্রী। সেখানে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেরলের (Kerala) রাজ্যপাল আরিফ মহম্মদ খান, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণব ও কংগ্রেসের লোকসভা সাংসদ শশী থারুর। বিমানবন্দর থেকে একেবারে তিরুবনন্তপুরম সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে যান প্রধানমন্ত্রী। এরপর হাতে তুলে নেন পতাকা। সবুজ পতাকা দেখিয়ে বন্দে ভারতের যাত্রার সূচনা করলেন তিনি।

সূত্রের খবর, মঙ্গলবার সকাল ১১টা ১০ মিনিটে কেরলে প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধন করেই ট্রেনে উঠে পড়েন। এরপর স্কুল পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতা করেন। প্রধানমন্ত্রীকে নিজেদের হাতে আঁকা মোদীর ও বন্দে ভারতের স্কেচ ও ছবি দেখান পড়ুয়ারা। রাজ্যে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস পেয়ে উচ্ছ্বসিত কেরলের সকলে। উল্লেখ্য, এই বন্দে ভারত এক্সপ্রেসে মোট ১৬টি কোচ রয়েছে। যার মধ্যে ২টি এক্সিকিউটিভ কোচ। মোট আসন সংখ্যা ১০৪।


11 months ago
Cow: লাইনে দাঁড়িয়ে প্রস্রাবের খেসারত! ট্রেনে ধাক্কা খাওয়া গরু ঘাড়ে এসে পড়ায় বৃদ্ধের মৃত্যু

রেললাইনে দাঁড়িয়ে প্রস্রাব করার খেসারত। ট্রেনে ধাক্কা খাওয়া গরু ঘাড়ে এসে পড়ায় ঘটনাস্থলেই মৃত্যু এক বৃদ্ধের। মর্মান্তিক এই ঘটনা রাজস্থানের আলওয়ারে। জানা গিয়েছে, বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেসে ধাক্কা লাগে একটি গরুর। সেই গরুর দেহাংশ প্রস্রাবরত ওই বৃদ্ধের ঘাড়ে এসে পড়াতেই এই বিপত্তি। মৃত বৃদ্ধের নাম শিবদয়াল শর্মা। তিনি ভারতীয় রেলেরই প্রাক্তন কর্মী। সূত্রের খবর, বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ কালীমোরি গেট ছেড়ে বেরিয়ে আসছিল বন্দে ভারত ট্রেনটি। সেই সময় হঠাৎই একটি গরু রেললাইনে চলে আসে। ট্রেনের ধাক্কায় গরুর শরীরের একটি অংশ ৩০ মিটার দূরে থাকা শিবদয়ালের ঘাড়ে ওপর এসে পড়ে। গরুটি ঘাড়ে এসে পড়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

গরুর সঙ্গে বন্দে ভারতের সংঘর্ষ এই প্রথম নয়। এর আগে এমন ঘটনা অনেক ঘটেছে। এ ছাড়াও বিভিন্ন রুটে গবাদি পশুকে ধাক্কা মারার নজির রয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালেই শিবদয়ালের দেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়।

11 months ago


Express: অভিযোগ পেলেই কড়া শাস্তি! তাও অব্যাহত বন্দে ভারতে পাথর হামলা, এবার বিশাখাপত্তনমে

ফের বন্দে ভারতকে (Vande Bharat Express) লক্ষ্য করে পাথর ছুঁড়ে ট্রেনের জানলার কাঁচ ভাঙার অভিযোগ। অভিযোগ উঠেছে বেশ কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে। পাথরের আঘাতে ট্রেনের সি-৮ কোচের জানলার কাঁচ ভেঙে যায়। বুধবার এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বিশাখাপত্তনমে। এই নিয়ে গত তিন মাসে তিন বার বিশাখাপত্তনম-সেকেন্দ্রাবাদ বন্দে ভারতে পাথর হামলার ঘটনা ঘটল। ফেব্রুয়ারিতে এই শাখার বন্দে ভারতে পাথর ছোড়ায় আপৎকালীন জানলার কাঁচ ভাঙে। জানুয়ারিতেও পাথর মারা হয়েছিল বন্দে ভারতে।  

রেল সূত্রে খবর, বিশাখাপত্তনম স্টেশন থেকে ট্রেনটিকে যখন কোচিং ইয়ার্ডে নিয়ে যাওয়ার সময়ই এই ঘটনা ঘটে। বেশ কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি ট্রেন লক্ষ্য করে পাথর মারায় ট্রেনের জানালার কাঁচ ভেঙে যায়। ফলে বিশাখাপত্তনম স্টেশন ছেড়ে সেকেন্দ্রাবাদের উদ্দেশ্যে যাওয়া ট্রেনটি চার ঘণ্টা দেরিতে ছাড়ে।

ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অনুপ কুমার সেতুপতি জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে হামলাকীরাদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই আরপিএফ অফিসারেরা অভিযুক্তদের খোঁজ চালাচ্ছেন। তিনি আরও বলেন, “এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। সাধারণ মানুষকে অনুরোধ করছি এই ধরনের কাজে প্রশ্রয় দেবেন না। ট্রেনের এক একটি জানলার কাচের দাম ১ লক্ষ টাকা।”

মার্চ মাসে তেলঙ্গানার একাধিক জায়গায় বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনা ঘটেছিল। তখনই দক্ষিণ-মধ্য রেল কঠোর পদক্ষেপের কথা ঘোষণা করে বলেন, অভিযুক্তদের পাঁচ বছরের জন্য জেলে পাঠানো হবে। কিন্তু তারপরেও বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনা বেড়েই চলেছে। রেলের তরফে বার বার সতর্কবার্তা দেওয়ার পরেও বন্দে ভারতে পাথর হামলা হয়েই চলেছে।

12 months ago
Vande Bharat: বাংলায় আরও চার রুটে চলবে বন্দে ভারত, ইঙ্গিত রেল কর্তার

রাজ্যের জন্য সুসংবাদ রেলের। হাওড়া-এনজেপি বন্দে ভারতের (Vande Bharat) সাফল্যের পর রাজ্যের আরও চার রুটে বন্দে ভারত চালাতে চায় রেল। সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ায় সাধারন মানুষের অনেক সুবিধা হয়েছে। বন্দে ভারত চালু হওয়াতে গর্বিত ভারতীয় রেলও।  

সোমবার রেলকর্তা অরুণ অরোরা জানান, 'নতুন বন্দে ভারতে চালু হলে কঠোর ভাবে সবরকম নিয়ম মেনে চলা হবে। বেনারস, পুরী, রাঁচি এবং পাটনা এই চারটি শহরের সঙ্গে হাওড়াকে জুড়তে নতুন চারটি বন্দে ভারত চালানোর ভাবনায় রেল কর্তৃপক্ষ। রেল বোর্ডের অনুমতিক্রমে ধাপে ধাপে চালু হবে ৪টি নতুন বন্দে ভারত।' তবে ঠিক কবে থেকে চালু করা সম্ভব হবে, কোনও লক্ষ্যমাত্রা এখুনি জানানো সম্ভব হয়নি রেলের তরফে। 

রেল সূত্রে দাবি, এনজেপি-তে ৬টি প্ল্যাটফর্মের উপর দিয়ে সারাদিনে সব মিলিয়ে গড়ে ১৪০টি ট্রেন যাতায়াত করে। প্ল্যাটফর্ম না হতেই তো এনজেপি-হাওড়া বন্দে ভারত চলছে। রেল বোর্ড যেদিন অনুমোদন দেবে, সে দিন প্রস্তাবিত দ্বিতীয় বন্দে ভারত চালু হবে।

12 months ago